Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Tasmia Tasrin

Pages: [1]
1
If you want to improve your health or lose weight, the first thing to pay attention to should be your metabolism: it has a great influence on how our body cells are supplied with energy and nutrients. Metabolic dysfunction usually causes excess weight.

2
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাঁঠালতলিতে অবস্থিত মাধবকুণ্ডু ইকোপার্ক।  মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী থানা বড়লেখার আট নম্বর দক্ষিণভাগ ইউনিয়নের গৌরনগর মৌজার পাথারিয়া পাহাড়ের গায়ে দুটি ঝরনাকে ঘিরে গড়ে ওঠা এই উদ্যান সিলেট সদর থেকে ৭২ কিলোমিটার, মৌলভীবাজার জেলা সদর থেকে ৭০ কিলোমিটার, কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৩২ কিলোমিটার এবং কাঁঠালতলী থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত।

এখানকার অন্যতম আকর্ষণ হল মাধবকুণ্ডু জলপ্রপাত, পরিকুণ্ডু জলপ্রপাত, শ্রী শ্রী মাধবেশ্বরের মন্দির এবং কিছু চা বাগান। পাহাড়ের ঢালে ঢালে নানান গাছগাছালিতে ঢাকা মাধকুণ্ডু ইকোপার্কের সৌন্দর্যও অতুলনীয়।

এই ইকোপার্কের প্রধান আকর্ষণ মাধবকুণ্ডু জলপ্রপাত। পাথারিয়া পাহাড়ের উপর থেকে অবিরাম বয়ে চলে গঙ্গামারা ছড়া। এই ছড়ার পানি মাধবকুণ্ডু জলপ্রপাত হয়ে নিচে পড়ে। প্রায় ২৭০ ফুট উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়া এই জলপ্রপাত সারা বছরই একটি মূল ধারায় বহমান থাকে। তবে বর্ষার শুরুতে পাশে অপেক্ষাকৃত ছোট একটি ধারার তৈরি হয়। ভরা বর্ষায় দুটি ধারাই মিশে পানির প্রবাহ বেড়ে যায়। জলপ্রপাতের ধারাটি যেখানে পড়ে সে জায়গায় বেশ গভীর একটি গর্তের সৃষ্টি হয়েছে। এখান থেকে মাধবের ছড়া হয়ে পশ্চিমে বয়ে চলা পানির ঠাঁই হয় হাকালুকি হাওরে।

মাধবকুণ্ডু জলপ্রপাতের নামকরণ নিয়ে নানান কাহিনী প্রচলিত আছে লোকমুখে। কথিত আছে রাজা গঙ্গাধ্বজ পাথারিয়া পাহাড়ে বিশ্রামাগার নির্মাণ শুরু করলে সেখানে ধ্যানমগ্ন অবস্থায় একজন সন্ন্যাসীকে দেখতে পান। তখন তিনি ওই সন্ন্যাসীর পদবন্দনা করলে সন্ন্যাসী তাকে নানা উপদেশসহ মধুকৃষ্ণা ত্রয়োদশ তিথিতে এ কুণ্ডে বিসর্জন দিতে নির্দেশ দেন। সন্ন্যাসী বিসর্জিত হওয়া মাত্র তিনবার মধাব নামে দৈববাণী হয়। এ থেকেই মাধবকুণ্ডু নামের উৎপত্তি বলে প্রচলিত আছে।

আবার কারও কারও মতে, মহাদেব বা শিবের পূর্বনাম মাধব এবং এর নামানুসারে তার আবির্ভাব স্থানের নাম মাধবকুণ্ডু। এ কুণ্ডুর পাশেই আছে শ্রী শ্রী মাধবেশ্বরের শিবমন্দির। যে পাহাড় থেকে মাধবকুণ্ডু ঝরনা প্রবাহিত হচ্ছে। এর রয়েছে দুটি অংশ। উপরের অংশের নাম গঙ্গামারা ছড়া আর নিচের অংশের নাম মাধবছড়া।

3
Faculty Sections / ইফতারে দই বড়া
« on: July 11, 2015, 12:45:34 PM »
দই বড়া

উপকরণ: মাষকলাইয়ের ডাল ১ কাপ। আদাবাটা ১ চা-চামচ। লবণ ১ চা-চামচ। বিট লবন ১ চা-চামচ। তেতুলের কাঁথ আধা কাপ। চিনি বা গুঁড় ২ টেবিল-চামচ। দই ২,৩ কাপ (ফেটানো)। চাট মসলা ১ চা-চামচ।

গুঁড়ামসলার জন্য: শুকনা লালমরিচ  ৪,৫টি (টেলে নিন)। জিরা ৩ চা-চামচ (টেলে নিন)।

এই সব উপকরণ টেলে, আলাদা আলাদা করে গুঁড়া করে রাখুন একপাশে।

সাজানোর জন্য লাগবে: পুদিনা পাতা। কাঁচামরিচের কুচি। পেঁয়াজ কুচি। সব নিয়ে পাশে রাখুন। সঙ্গে ভাজা নিমকি ভেঙে দিতে পারেন।

পদ্ধতি: মাষকলাইয়ের ডাল আগের রাতে ভিজিয়ে রাখুন। অথবা পাঁচছয় ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে।এখন আধা কাপের চেয়েও কম পরিমাণ পানি দিয়ে মিহি করে বেটে কিংবা ব্লেন্ড করে নিন। যেন থকথকে খামির হয়

একটি বাটিতে পানি নিয়ে, ছোট একটি ডালের বড়ি ফেলে দেখে নিন, খামির ঠিক হয়েছে কিনা। ভেসে উঠলে মনে করবেন, খামির একদম ঠিক হয়েছে।

এবার ডালের সঙ্গে আদাবাটা ও অল্প লবণ দিয়ে মিশিয়ে রাখুন ১০ মিনিট।

চুলায় তেল গরম করতে দিন। এই ফাঁকে বড় বাটিতে তিনকাপ খাওয়ার পানিতে অল্প লবণ ও তেতুলের কাঁথ গুলে রাখুন।

তেল গরম হলে মাঝারি রাখুন চুলার আঁচ। এখন ডালের খামির থেকে ছোট এক চামচ নিয়ে বড়ার মতো করে তেলে দিন। বাদামি করে ভেজে তুলে সঙ্গে সঙ্গে তৈরি করে রাখা তেঁতুলের পানিতে ছেড়ে দিন। এতে বড়া নরম নরম হবে।

এভাবে সবগুলো বড়া তৈরি করে নিন। বড়াগুলো পানি থেকে উঠিয়ে চেপে পানি বের করে পরিবেশন পাত্রে সাজিয়ে রাখুন।

অন্য একটি বাটিতে দই নিয়ে সেটাতে টালা মসলা থেকে এক চামচ করে মরিচগুঁড়া, জিরাগুঁড়া, তেঁতুলের কাঁথ, বিট লবণ, চিনি, অল্প চাটমসলা দিয়ে দই ফেটে নিন।

এখন পরিবেশনের পালা।

ডালের বড়ার উপর ফেটানো দই ঢেলে দিন। তারপর অল্প টালা গুঁড়ামসলা আর চাটমসলা ছড়িয়ে দিন। পুদিনাপাতার কুচি, কাঁচামরিচের কুচি, পেঁয়াজকুচি এবং নিমকির উপর দিয়ে ভেঙে দই বড়া পরিবেশন করুন।

4


ইতোপূর্বে, ফেইসবুকে লাইক, শেয়ার কিংবা কমেন্টসের মত অনসাইট অ্যাকশন এবং লিংক ক্লিকের মাধ্যমে অন্য এক্সটারনাল ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করলে সিপিসি রেট একই ছিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ।

ফেইসবুকের বরাত দিয়ে টেকক্রাঞ্চ জানিয়েছে, এখন থেকে লিংক ক্লিকের ক্ষেত্রে ভিন্ন নীতিমালা অনুসরণ করা হবে। এর ফলে থার্ড পার্টি অ্যাপ এবং এক্সটারনাল অ্যাড ক্লিকের ক্ষেত্রে সিপিসি রেট বাড়ান হবে।

তাই এখন থেকে ফেইসবুক থেকে এক্সটারনাল কোন সাইটে ক্লিকের জন্য বেশি পরিমাণ অর্থ চার্জ করা হবে।

অন্যদিকে, ফেইসবুক থেকে বিভিন্ন অনসাইট অ্যাকশন যেমন কমেন্ট, লাইক বা শেয়ারের ক্ষেত্রে তুলনামূলক কম অর্থ চার্জ করা হতে পারে।

ফেইসবুকের বরাত দিয়ে টেকক্রাঞ্চ জানিয়েছে, এই পরিবর্তনের ফলে বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপন গ্রাহকমহলে কেমন প্রভাব ফেলেছে তা সহজে বুঝতে পারবেন।

বিজ্ঞাপনদাতারা আগের মতই লাইক, শেয়ার বা কমেন্টের জন্য ক্লিকস ক্রয় করতে পারবেন।

5
গবেষকরা মার্কিন যুক্তরাষ্ট্রের এক লাখেরও বেশি মানুষের খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ করে দেখেন, যারা দৈনিক ১.৬ বার লেবুজাতীয় ফল বা ফলের জুস খান তাদের মেলানোমায় আক্রান্ত হওয়ার আশঙ্কা সপ্তাহে দুইবারেরও কম লেবুজাতীয় ফল গ্রহণকারীদের তুলনায় ৩৬ শতাংশ বেশি।

তবে জাম্বুরা ও কমলা খাওয়ার সঙ্গে অন্য ধরনের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই।

রোড আইল্যান্ডের রাজধানী প্রভিডেন্সের ব্রাউন ইউনিভার্সিটির সাওউয়েই উ বলেন, “যদিও আমাদের গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী জাম্বুরা ও কমলা মেলানোমার ঝুঁকি বাড়ায়, তবে বিষয়টি নিশ্চিত করতে আমাদের আরও গবেষণা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “এখনই আমরা লেবুজাতীয় ফল খাওয়া কমানোর উপদেশ দিচ্ছি না। তবে যারা প্রচুর লেবুজাতীয় ফল খান তাদের দীর্ঘসময় রোদে পোড়া এড়িয়ে চলার চেষ্টা করা উচিৎ।”

গবেষকদের মতে, মেলানোমা এবং লেবুজাতীয় ফলের মধ্যকার সম্ভাব্য সম্পর্কটি হতে পারে এই ধরনের ফলে প্রচুর পরিমাণে থাকা ‘ফিউরোকুমারিন্স’ নামক উপাদান।

পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে, ফিউরোকুমারিন্স ত্বককে সূর্যের আলোর প্রতি আরও বেশি সংবেদনশীল করে তোলে, এমনকি মেলানোমায় আক্রান্তকারী অতিবেগুনি রশ্মির প্রতিও।

যুক্তরাষ্ট্রের এক লাখ পুরুষ ও মহিলাকে ২৬ বছর ধরে পর্যবেক্ষণ করে এই গবেষণা করা হয়। এর মধ্যে ১ হাজার ৮শ’ ৪০ জনের মেলানোমা ধরা পড়ে।

লেবু বা টকজাতীয় ফল (আস্ত জাম্বুরা, আস্ত কমলা এবং এগুলোর রস) খাওয়ার সঙ্গে নারী পুরুষ উভয়েরই মেলানোমায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

বিশেষত, জাম্বুরার সঙ্গে এই সম্পর্ক সবচেয়ে শক্তিশালী, এরপরেই আছে কমলার জুস।

অনলাইনে জার্নাল অফ ক্লিনিকাল অনকোলজিতে এই গবেষণা প্রকাশিত হয়।

6
 

বিবিসি জানিয়েছে, কিভিমাকির কম্পিউটার জব্দ করেছে ফিনল্যান্ডর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পাশাপাশি হ্যাকিংয়ের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংগৃহীত ৬ হাজার ৫৮৮ ইউরোর সম্পদ ফেরত দিতেও আদেশ দেওয়া হয়েছে তাকে।

বিবিসি জানিয়েছে, ২০১২-১৩ সালে হ্যাকিংয়ের ঘটনায় সংশ্লিষ্ট হওয়ার সময় কিভিমাকির বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে ছিল বলে উল্লেখ করেন ফিনল্যান্ডের ডিস্ট্রিক্ট কোর্ট অফ এসপোর বিচারক উইলহেম নরম্যান।

রায় নির্ধারণের ক্ষেত্রে কিভিমাকির বয়স আমলে আনা হয়েছে এবং ওই কিশোরও তার কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব সম্পর্কে অবহিত আছেন বলে উল্লেখ করা হয়েছে আদালতের এক বিবৃতিতে।

অন্যদকে ফিনল্যান্ডের আদালতের ওই রায়ের ব্যাপারে নিজের শঙ্কার কথাও জানিয়েছে ইউরোপোল পরামর্শক অ্যালান উডওয়ার্ড। “আমি এটা নিশ্চিত যে আদালত সব দিক বিবেচনা করেই এই রায় দিয়েছে। তবে আমার প্রশ্ন হচ্ছে এমন রায় হ্যাকারদের উপর কী প্রভাব ফেলবে তা নিয়ে।”

অ্যাডোবির ‘কোল্ডফিউশন’ সফটওয়্যারের দুর্বলতার সুযোগ নিয়ে ৫০ হাজার কম্পিউটার সার্ভার হ্যাক করেছিলেন কিভিমাকি। এর মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কে ‘ব্যাকডোর’ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন ওই কিশোর। যার মাধ্যমে ডেটা চুরি করতেন তিনি।

7
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, গ্লোবাল ফাউন্ড্রিস, স্যামসাং আর নিউ ইয়র্কের সানি পলিটেকনিক ইন্সটিটিউটের কলেজ অফ ন্যানোস্কেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জোট বেঁধে এই মাইলফলকে পৌঁছায় আইবিএম। এই গবেষণায় মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৩শ' কোটি ডলার।

বর্তমানের মোবাইল ডিভাইসগুলোতে ‘২২ ন্যানোমিটার’ চিপের বহুল প্রচলন রয়েছে। এর বিপরীতে ৭-ন্যানোমিটারের চিপ তৈরিতে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে কাজ করতে হয়েছে গবেষকদের। পাঠকের সুবিধার জন্য আইবিএমের ওই চিপকে মানব ডিএনএর সঙ্গে তুলনা করা যেতে পারে। মানব ডিএনএ ব্যাসে ২.৫ ন্যানোমিটার। সেই হিসেবে তিনটি মানব ডিএনএর সমান আইবিএমের নতুন চিপটির ট্রানজিস্টর।

ম্যাশএবল জানিয়েছে, সিলিকন জার্মেনিয়াম চ্যানেল ট্রানজিস্টর আর ‘এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি ইন্টিগ্রেশন’-এর মাধ্যমে এত ছোট চিপ তৈরিতে সক্ষম হয়েছে আইবিএম।

আইবিএমের সূত্রমতে, ভবিষ্যতে ব্যাপক পরিমাণ ডেটা প্রসেসিং আর মোবাইল ডিভাইসের নির্মাণে বড় পরিবর্তন আনতে পারে এই প্রযুক্তি। ডিভাইসের পারফর্মেন্স বাড়তে পারে ৫০ শতাংশ। আর বিদুৎ খরচও কমে আসবে ৫০ শতাংশে।

8
ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার তত্ত্বাবধানে করা গবেষণা অনুযায়ী, ১৮০০ সাল এবং ১৯০০ সালের প্রথম দিকে জন্ম নেওয়া মানুষগুলো সংক্রামক রোগের প্রতিরোধ, উন্নত খাদ্যাভ্যাস ও অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলেছেন। ফলে মৃতুর হার কমেছে, তবে নারীদের ক্ষেত্রে তা কমেছে অনেক দ্রুত। 

বার্ধক্যবিদ্যার অধ্যাপক আইলিন ক্রিমিনজ বলেন, “সার্বজনীন তথ্য পর্যালোচনা করে দেথা গেছে হৃদরোগই প্রাপ্তবয়স্ক পুরুষের মৃত্যুর হার বেশি হওয়ার প্রধান কারণ।”

তিনি আরও বলেন, “পুরুষ ও নারীর মধ্যকার মৃত্যুর হারের পার্থক্য দেখে আমরা বিস্মিত, যা ১৮৭০ সালের প্রথমদিকে শুরু হয়। ৫০ থেকে ৭০ বছর বয়সের মধ্যে এই তারতম্য বেশি দেখা যায়। আর ৮০ বছর বয়সে দ্রুত এই তারতম্য মিলিয়ে যায়।”

গবেষণায় জন্য ১৩টি উন্নত দেশে ১৮০০ সাল থেকে ১৯৩৫ সালের মধ্যে জন্ম নেওয়া মানুষের জীবনকাল পর্যবেক্ষণ করেন গবেষকরা।

গবেষক দলটি চল্লিশোর্ধদের মৃত্যুর হার বিবেচনায় রেখে দেখেন, ১৮৮০ সালের পরে জন্ম নেয়া পুরুষদের তুলনায় নারীদের মৃত্যুর হার কমেছে ৭০ শতাংশ দ্রুত গতিতে।

ধূমপানজনিত অসুস্থতা বিবেচনা না করলেও, চল্লিশোর্ধ পুরুষদের বেশির ভাগেরই মৃত্যুর হার বেশি হওয়ার প্রধান কারণ হৃদরোগ। 

ক্রিমিনজ বলেন, “অবাক করার মতো বিষয় হল, ১৮৯০ সালের পর থেকে নারী-পুরুষের মৃত্যুর হারের পার্থক্যের মধ্যে ধুমপানের সঙ্গে জড়িত মাত্র ৩০ শতাংশ।”

বিস্তারিত গবেষণায় মাধ্যমে জানা যাবে বিভিন্ন দেশের বিভিন্ন খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার ধরণ, নারী ও পুরুষভেদে কোষে জিনগত ও জৈবিক সমস্যার গভীর গবেষণা এবং মস্তিষ্কের স্বাস্থ্যের সঙ্গে এদের সম্পর্ক।

প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সাইন্স নামক জার্নালে এই গবেষণাপত্র প্রকাশিত হয়।

9

An expatriate Bangladeshi has committed suicide in New York after several months of unemployment, his family says.
Print Friendly and PDF
2
 


0
 

121
 


Asim Pal, 41, hailed from Noakhali Sadar Upazila.

His wife Bithi Pal said her husband had jumped off their house at Brooklyn's Church-McDonald Avenue on Tuesday local time.

He died an hour later at a local hospital.

Bithi said her husband, who came to the US on a DV Lottery in 1997, was unemployed since January.

She joined him in 2005 after their marriage.

Their eldest son Bijoy Pal is a grade-seven student and daughter Purnata Pal is four years old.

"He couldn't manage a job despite desperate attempts,” said Bithi who works at a bakery.

"He couldn’t bear the unemployed life,” she said of her husband.

“He had broken down but we couldn't guess that he would take his own life."

His last rites will be performed on Friday, she added.

10

Sea levels could rise by at least 20 feet (6 metres) in the long term, swamping coasts from Florida to Bangladesh, even if governments achieve their goals for curbing global warming, according to a study published on Thursday.
Print Friendly and PDF
0
 


0
 

0
 


Tracts of ice in Greenland and Antarctica melted when temperatures were around or slightly higher than today in ancient thaws in the past three million years, a US-led international team wrote in the journal Science.

And the world may be headed for a repeat even if governments cut greenhouse gas emissions to limit global warming to a United Nations goal of 2 degrees Celsius (3.6 Fahrenheit) above pre-industrial times.

"Present temperature targets may commit Earth to at least six meters sea level rise," the authors at the Past Global Changes project wrote. Some greenhouse gases can linger for centuries in the atmosphere.

Such a thaw would threaten cities from Beijing to London, and swamp low-lying tropical island states.

Lead author Andrea Dutton, of the University of Florida, said it could take many centuries for a six-meter rise, despite some ancient evidence that more rapid shifts were possible.

"This is a long-term projection. It's not going to happen the day after tomorrow," she told Reuters.

The United Nations' panel of climate scientists said in 2013 that global warming could push up world sea levels by 26 to 82 cm (10 to 32 inches) by the late twenty-first century, on top of a 19 cm gain since 1900.

Thursday's study, based on studies of everything from ancient ice to fossil corals, said sea levels rose by between 20 and 30 feet (6-9 metres)  in a warm period about 125,000 years ago when temperatures were similar to those of today.

Ocean levels gained between 20 and 42 feet (6-13 metres) 400,000 years ago when temperatures were up to about 1C warmer than present.

And in a warm period three million years ago, sea levels were also at least 20 feet (6 metres) higher than now. The ancient shifts were probably linked to natural variations in the Earth's orbit around the sun.

11

In research that turns on its head previous thinking about links between schizophrenia and smoking, scientists say they have found that cigarettes may be a causal factor in the development of psychosis.
Print Friendly and PDF
0
 


0
 

2
 


After analysing almost 15,000 tobacco users and 273,000 non users and their relative rates of psychosis — where patients can experience delusions, paranoia and hear voices in their heads - the researchers said cigarette smoking appears to increase risk.

"While it's always hard to determine the direction of causality, our findings indicate that smoking should be taken seriously as a possible risk factor for developing psychosis," James MacCabe, a psychosis expert who co-led the research at King's College London's Institute of Psychiatry, told reporters.

He added, however, that tobacco was only one of many factors, including certain genetic, diet, lifestyle and other influences, raising a person's risk of developing schizophrenia.

Schizophrenia, a severe psychiatric disorder that affects around one in 100 people, typically begins in early adulthood. Its most common symptoms are disruptions in thinking and perception, and patients often have psychotic experiences.

Although the link between smoking cigarettes and schizophrenia has been noted before, until now many doctors have followed a self-medication hypothesis whereby patients smoke to counteract the stressful symptoms of schizophrenia or the side-effects of antipsychotic medication.

For this study, McCabe's team analysed rates of smoking in people presenting with their first episode of psychosis and found that 57 per cent of these individuals were smokers.

People with a first episode of psychosis were three times more likely to be smokers than those in the control groups.

Robin Murray, a professor of psychiatric research at King's who worked with McCabe, said activity in the brain's dopamine system might be one explanation of a possible causal link between smoking and psychosis.

"Excess dopamine is the best biological explanation we have for psychotic illnesses," he told the briefing. "Its possible that nicotine exposure, by increasing the release of dopamine, causes psychosis to develop."

Previous studies, some by Murray, have also linked cannabis use to psychosis. But there is much debate about whether this is causal or whether there may be shared genes which predispose people to both cannabis use and schizophrenia.

McCabe said the new results on smoking suggest "it might even be possible that the real villain is tobacco, not cannabis" -- since cannabis users often combine the drug with tobacco.

12
Faculty Sections / GRE
« on: July 11, 2015, 12:30:58 PM »
Word of the day: ASTRONOMICAL

Pronunciation: astrəˈnämək(ə)l

The word "ASTRONOMICAL" is an adjective that has two meanings:

1. relating to the space outside earth's atmosphere.
2. {figurative} extremely large numbers.

Examples:

1. They have recorded a lot of astronomical observations.
2. An astronomical response.

13
Faculty Sections / GRE
« on: July 11, 2015, 12:29:59 PM »
Word of the day: WHITTLE

Pronunciation: ˈwɪtəl

The word "WHITTLE" is a verb that means:

to cut pieces of wood off a block of wood to carve an object.

Example:

I whittled this block of wood to make a wooden horse.

Pages: [1]