Daffodil International University

Faculty of Science and Information Technology => MCT => Topic started by: sharifmajumdar on August 23, 2015, 07:20:36 PM

Title: মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি
Post by: sharifmajumdar on August 23, 2015, 07:20:36 PM
মাল্টিমিডিয়া প্রযুক্তি ও সৃজনশীল আটসের মধ্যে সমন্বয় ঘটানো এবং সৃজনশীল চিন্তাকে প্রযুক্তির মাধ্যমে যুগোপযোগী করার চিন্তা নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুরু করেছে বিএসসি ইন মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিষয়ে পাঠদান। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মিডিয়া শিল্প যথেষ্ট অগ্রগামী। এই অবস্থায় সৃজনশীল চিন্তাকে প্রযুক্তির সাহায্যে নান্দনিকভাবে উপস্থাপন করার কৌশল, নীতি জানা প্রয়োজন। শিক্ষার মাধ্যমে এই শিল্পকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার প্রয়াসে এমসিটি এ বিভাগ অগ্রগামী ভূমিকা পালন করবে। অপার সম্ভাবনার কথা মাথায় রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিএসসি ইন মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিষয়টির ওপর উচ্চশিক্ষা কার্যক্রম চালু করেছে। মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি খাতে প্রাতিষ্ঠানিক, তত্ত্বীয় ও ব্যবহারিক জ্ঞানধারী উচ্চমানের স্নাতক ডিগ্রিধারী মেধা সরবরাহের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে আসার এ কাজটি সফলতার সঙ্গে শুরু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। স্পিং সেমিস্টারের ২০১২ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজির ওপর চার বছর মেয়াদি শিক্ষা ব্যবস্থার আওতায় বিএসসি ইন মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি ডিগ্রি কার্যক্রম চালু করেছে। বাস্তবসম্মত শিক্ষা কারিকুলাম, মানসম্পন্ন শিক্ষকমণ্ডলী, যুগোপযোগী শিক্ষা উপকরণ, উপযুক্ত শিক্ষার পরিবেশ, সীমিত শিক্ষা ব্যয় ডিআইইউর মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্টকে স্বকীয় ও অনন্য করে রেখেছে। এখানে উল্লেখ্য, এ বিভাগের বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ২৫ শতাংশ পার্ট টাইম ও আউট সোসিং করে অর্থাৎ অনেক শিক্ষার্থী নিজেই নিজের খরচ বহন করতে পারে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হওয়া চার বছর মেয়াদি ১৪৭ ক্রেডিটের বিএসসি ইন মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিষয়ে থাকছে, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্ট, মোশন গ্রাফিক্স, গেম ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও প্রডাকশন ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। এই বিভাগে ভর্তি হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে সিজিপিএ-২.৫ অথবা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে। ভালো জিপিএধারীসহ ভর্তি হওয়ার পর ডিপার্টমেন্টের প্রতি সেমিস্টারে ভালো রেজাল্ট অর্জনকারী মেধাবীদের বিভিন্ন পর্যায়ের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এ ছাড়াও গরিব ও মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রেও ডিআইইউ বিশেষ ছাড় দিয়ে থাকে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিএসসি ইন মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগে প্রতি বছর তিনটি সেমিস্টারে (স্পিং, সামার ও ফল) ভর্তি নেওয়া হয়। ভর্তির যাবতীয় তথ্য পেতে ১০২, শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমণ্ডি, ঢাকা ঠিকানায় যোগাযোগ করতে হবে।
ফোন : ৯১৩৮২৩৪-৫, ০১৭১৩৪৯৩০৫০-১

source: samakal.net
Title: Re: মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি
Post by: silmi on November 23, 2015, 01:13:11 PM
Thanks for sharing..
Title: Re: মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি
Post by: silmi on November 23, 2015, 01:13:32 PM
Thanks for sharing..
Title: Re: মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি
Post by: shalauddin.ns on January 22, 2017, 07:30:52 PM
Great initiative indeed.
Title: Re: মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি
Post by: Morshed on April 20, 2017, 05:43:43 PM
thanks for sharing
Title: Re: মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি
Post by: drrana on September 15, 2018, 05:50:15 PM
thank you