Daffodil International University

Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: tany on April 09, 2019, 01:47:37 PM

Title: মোবাইল ফোনের সঙ্গ নয়
Post by: tany on April 09, 2019, 01:47:37 PM
সকাল থেকে রাত প্রতি মুহূর্তে আমাদের সঙ্গী হয় মোবাইল ফোন। অবস্থা এমন যে ঘুমের মাঝেও যদি জেগে উঠি সবার আগে ফোনটিই হাতে নেয়া হয়।

তবে সারাক্ষণ বিশেষ করে ঘুমের সময় পাশে ফোন রাখা আমাদের জন্য নানা ধরনের ঝুঁকির কারণ হতে পারে। জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক সাইট হেলথ.কম জানিয়েছে, মোবাইল ফোনের তরঙ্গ থেকে হতে পারে নানা সমস্যা। যেমন:

•    মোবাইল ফোনের এই তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি মাথার ও কানের ক্ষতি করে
•    শ্রবণ শক্তি কমে যেতে পারে
•    মনঃসংযোগে সমস্যা হয়
•    ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও রয়েছে
•    শিশুদের মস্তিষ্কের বিকাশে বাধা হতে পারে
•    পুরুষদের শুক্রাণুর পরিমাণ ও মানও অনেক কম হয়।


যেভাবে এই সমস্যার সমাধান হতে পারে

•    ঘুমের সময় মোবাইল বালিশের নীচে নয় বিছানার বাইরে রাখুন
•    দীর্ঘ সময় ফোনে কথা বলা বা ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকা নয়
•    চলাফেরার সময় ফোনটি হাতে বা পকেটে না রেখে, রাখুন একটি ছোট ব্যাগে 
•    শিশুদের হাতে ফোন দেয়ার অভ্যেস করবেন না।
source:Banglanews24
Title: Re: মোবাইল ফোনের সঙ্গ নয়
Post by: Asif Khan Shakir on July 07, 2019, 05:18:50 PM
Thanks
Title: Re: মোবাইল ফোনের সঙ্গ নয়
Post by: Raisa on November 13, 2019, 12:17:30 PM
 :)
Title: Re: মোবাইল ফোনের সঙ্গ নয়
Post by: Md. Azizul Hakim on February 19, 2020, 05:32:54 PM
 :)
Title: Re: মোবাইল ফোনের সঙ্গ নয়
Post by: drrana on February 20, 2020, 09:35:01 PM
thanks for sharing