Daffodil International University

Faculty of Engineering => Textile Engineering => Topic started by: Reza. on October 16, 2019, 01:25:55 AM

Title: Gypsy Dhaka dwellers.
Post by: Reza. on October 16, 2019, 01:25:55 AM
মনে মনে ছোটবেলায় ফিরতে খুব ভাল লাগে। আমার ছোটবেলা কেটেছে মোহাম্মাদপুরে। ২২ বছরে মোট চারটি ভাড়া বাসায়। ক্লাস ৮ - ৯ এ থাকতে ছুটি শেষে আবার কলেজে যাওয়ার আগে ঘুরে আসতাম কিছু দূরের নূরজাহান রোডের সেই ছোটবেলার বাড়ির বাইরে দিয়ে। তখন স্যার সৈয়দ রোডের বাসা ছেড়ে আমরা ইকবাল রোডে থাকি। এর পর কেটেছে শ্যামলীর আদাবরে। কি আশ্চর্য লাগে ভাবতে আগের আর তিনটি বাসার কোন বাসাই এখন আর নেই। সব গুলো ভেঙ্গে নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে। একমাত্র নূরজাহান রোডের বাসাটার কথা জানি না।
আমাদের ঢাকাবাসিরা কি দুর্ভাগা। আমার বিশ্বাস আমার ফেসবুক বন্ধুদের অতি অল্পই আছেন যারা একেবারে ছোটবেলা থেকে এখন পর্যন্ত একই বাসায় আছেন। আমরা ঢাকাবাসীরা একধরনের যাযাবর। শুনেছি জিপসিরা কোথাও বেশীদিন থাকে না। তবে তারা তাদের ঘরটিকে ঘোড়ার গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে। আমরা ঢাকাবাসীরা কোথাও স্থায়ী বা স্থির হতে পারি না। নদী ভাঙ্গা মানুষেরা যেমন উচ্ছেদ হয় ঠিক তেমন আমরা উচ্ছেদ হই কখনো নতুন বিল্ডিং তৈরির জন্য। কখনো বা নতুন ভাড়া বাসায় উঠি। আমরা ঢাকাবাসীরা যাযাবরদের থেকেও দুর্ভাগা। নদীর এককুল ভেঙ্গে আরেক কুল গড়ে উঠে। কিন্তু ঢাকাবাসীদের স্মৃতি গুলো হারিয়ে যায় চিরতরে।

(আমার ফেসবুক পোষ্ট থেকে নেয়া।)
Title: Re: Gypsy Dhaka dwellers.
Post by: parvez.te on February 20, 2020, 11:33:57 AM
very nice, sir...
Title: Re: Gypsy Dhaka dwellers.
Post by: Sharminte on February 20, 2020, 11:34:17 AM
nice writing Sir
Title: Re: Gypsy Dhaka dwellers.
Post by: Reza. on February 24, 2020, 11:06:15 AM
Thank you.
Title: Re: Gypsy Dhaka dwellers.
Post by: Kazi Rezwan Hossain on March 10, 2020, 11:13:25 AM
Nice writing
Title: Re: Gypsy Dhaka dwellers.
Post by: kamrulislam.te on March 10, 2020, 11:28:02 AM
Mon chuye gelo. :)
Title: Re: Gypsy Dhaka dwellers.
Post by: Reza. on March 10, 2020, 04:46:41 PM
আমার লেখা সময় নিয়ে পড়ার জন্য অনেক ধন্যবাদ।