Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Al Mahmud Rumman

Pages: 1 2 3 [4] 5 6 ... 11
46
Story, Article & Poetry / মাকে নিয়ে কবিতা
« on: November 18, 2020, 01:33:33 AM »
মন চায় সর্বস্ব ঢেলে দেই তার পায়ে
রক্ত মাংস একাকার করে গড়ি ইমারত
পৃথিবীর সমস্ত বৈভব গাঁথি তার নাকফুলে।

মা এসব কিছু চায় না।
আমি যেন ঠিকঠাক খাই৷ ঘুমাই। ভাল থাকি৷
মাঝে মাঝে ফোন দিই৷ কুশলাদি। মিষ্টিপান।
মা'কে ঠকানোর মত সহজ কিছু নাই।
মা'র মতো বোকা আর কেউ নাই।

যতদিন বেঁচে থাকে, যতদিন বেঁচে থাকি তাই-
মা'কে ভেঙে ভেঙে ভেঙে ভেঙে ভেঙে ভেঙে খাই।



(মা – রুম্মান মাহমুদ)

47
একটা লিমেরিক মনে পড়লো,

"ভেজালের এই দেশে
যেটা করি যাই ফেঁসে
বিষ খেয়ে মেডিকেলে গেছি তবে মরি নাই,
মরি নাই কেন জানো? চিকিৎসা করি নাই। "

_মিজানুর রহমান শামীম

49
Story, Article & Poetry / কবিতা / মা
« on: November 18, 2020, 01:29:13 AM »
কুয়াতে ঝুঁকে পড়ে কাঁদছে একটা লোক
জল নিতে গিয়ে মা পড়ে গেছে জলে-
দেখা যাচ্ছে না চিৎকারে সাড়া মিলছে না
যতবার বালতি ছুঁড়ে দিচ্ছে-
উঠে আসছে জল, শ্যাওলা
ছোট ছোট পোকামাকড়
তার ব্যর্থ ছায়া
মা আসছে না


(মা – রুম্মান মাহমুদ)

50
Story, Article & Poetry / কবিতা / অভ্যাস
« on: November 18, 2020, 01:27:36 AM »
আপনার কবিতারা আমার বোকা মায়ের মতো। নুন আনতে পানতা ফুরানো জীবন। অনুযোগ চাপা পড়ে যায় সারাদিনের কাজে। ছিঁড়ে যাওয়া শাড়ির পাড়টা দিয়ে মশারি ঝুলছে দেয়ালে। খসখসে হাত, তবু কি মায়া! পায়ে পানি জমছে, কিডনিতে পাথর। তবু খেটে খেটে নিঃশেষ। আমি বলি অভ্যাসের জীবন তোমার। মা শুধু হাসে। কেবল কি অভ্যাস! তবে তো তরকারিতে কখনো নুন কম হতো না। তুই রাগ করে উঠে যেতি না। মা'র খুব শখ ছিল সমুদ্র দেখার। আপনার কবিতার হাহাকার সমুদ্রের শঙ্খের মতো বাজে। আমার মা কবিতা বোঝেন না, বাবার বাজার ফেরত সাইকেলের ক্রিং ক্রিং তার জীবনের একমাত্র আনন্দ। জানি না আপনি আপনার কবিতার মতো কিনা। আমার খুব ইচ্ছা একদিন আপনি কোন এক কাজকর্মহীন দুপুরবেলা আমাদের বাড়িতে আসবেন। মায়ের হাতের চালের গুড়োর রুটি খেতে খেতে আপনার সমুদ্র শঙ্খ বাজাবেন। মা সমুদ্র টের না পেয়ে রাতে খেয়ে যেতে বলবে। আপনার দীর্ঘশ্বাস সন্ধ্যার আকাশের মতো দূরের পাহাড়চূড়ায় মিলিয়ে যাবে ক্রমশ।

(অভ্যাস - রুম্মান মাহমুদ) 

51
Story, Article & Poetry / কবিতা / ফিনিক্স
« on: November 18, 2020, 01:26:53 AM »
ফিনিক্স একটি পৌরাণিক সাইকেল। মাত্র ছয়শ বছর বাঁচে। চাকায় রোদের গন্ধ মেখে সে ঘোরে বনপ্রান্তর। চিঠি পৌঁছে দেয় মায়ের কাছে। টুপি মাথায় মাদ্রাসায় যায়। সুর করে কুরআন পড়ে। রাত হলে টমেটো চুরি করে। লবণ আর মরিচ মাখিয়ে খায়। কচুরিপানা ভর্তি পুকুরে ঝাঁপ দেয়। ভোর হলে বাজারে যায়। জেনারেটর চালিয়ে শুক্রবারের সিনেমা দেখে। মারামারির সিনেমা দেখতে তার ভালো লাগে। আলিফ লায়লা তার মন খারাপ করে দেয়। তার ভালোবাসার বিয়ে হয়ে যায়। তার হাত নেই বলে খুন করতে পারে না কাউকে।

ফিনিক্স বড় ভালো সাইকেল। মিথহীন মানুষ তার অপ্রয়োজনীয় ডানা ছেঁটে ফেলেছে। ফিনিক্স মারা গেলে তাই আর আর ফিরে আসে না।


(ফিনিক্স – রুম্মান মাহমুদ) 

52
Story, Article & Poetry / কবিতা
« on: November 18, 2020, 01:25:54 AM »
করাত – রুম্মান মাহমুদ

ট্রেন থামতেই টের পেলাম, আটকে গেছি সীটে। শেষ স্টপেজে সবাই নেমে পড়ছে নিয়তির মতো। আমি আপ্রাণ চেষ্টা করেও এক চুল নড়তে পারিনা। আজ ব্যাগ চুরির ভয়ে টয়েলেটে যাইনি, ঘুমাইনি। বই খুলে সারাটা পথ ভেবেছি গন্তব্যের কথা। ছোট একটা কালো ঘর অপেক্ষা করে আছে চিলেকোঠায়। তার জানলা জুড়ে লেবু ও নারীর নিষিদ্ধ সম্মোহন। বাহিরে বাড়িওয়ালা ও রূঢ় রোদের রগড়। ভেতরে আমার অথর্ব জীবন। ট্রেনের লোকেরা এলো, চারজন মিলে আমাকে টেনে হিঁচড়ে ক্লান্ত। বললো, আপনার তো শেকড় গজিয়েছে, করাত ছাড়া হবে না। বললাম, ভয় পাই। যদি রক্ত পড়ে? তারা হাসে, গাছের আবার রক্ত। তারা করাত আনতে যায়৷ আমি বাড়ির কথা ভাবি। ওরা করাত খোঁজে। মায়ের মুখ ভাবি। ওরা চিৎকার করে করাত খোঁজে। স্ত্রীর জলভরা চোখ ভাবি। বিপথগামী ভাই ও বিপন্ন বাবার কথা ভাবি। ওদের করাত খোঁজার শব্দ ক্রমশ দূরগামী ট্রেনের শব্দে মিলিয়ে যায়। ক্লান্তি আমাকে আচ্ছন্ন করে। সমুদ্রের ঢেউ গুনতে গুনতে ঘুমিয়ে পড়ি। দেখি বিশাল এক করাত কেটে টুকরো টুকরো করে আমাকে ছড়িয়ে দিচ্ছে ধূসর প্লাটফর্মে।

53
Story, Article & Poetry / Re: প্রশ্ন/কবিতা
« on: November 18, 2020, 01:21:43 AM »
সুন্দর, স্যার!

55
Humanities & Social Science / Re: Read a book on Kashmir
« on: November 18, 2020, 01:19:04 AM »
Where can we get the pdf version?

57
Thanks for sharing!

58
So true! We should learn how to love ourselves!

59
Good for the promising youngsters!

Pages: 1 2 3 [4] 5 6 ... 11