Daffodil International University

IT Help Desk => Internet => Topic started by: Sultan Mahmud Sujon on October 01, 2012, 07:58:42 AM

Title: ইন্টারনেট মুল্য সংশোধন করতে আপনার মতামত চ
Post by: Sultan Mahmud Sujon on October 01, 2012, 07:58:42 AM
গত আট বছরে কয়েক ধাপে ইন্টারনেট ব্যান্ডউইডথের মূল্য মেগাবাইটপ্রতি ৭২ হাজার টাকা থেকে আট হাজার টাকায় কমিয়ে আনা হলেও মোবাইল ইন্টারনেট গ্রাহকদের কাছ থেকে সেই আগের মতোই উচ্চ হারে চার্জ আদায় করা হচ্ছে। ২০০৪ সালে মোবাইল ফোন গ্রাহকদের থেকে ইন্টারনেট সেবার চার্জ আদায় করা হতো প্রতি কিলোবাইটে দশমিক শূন্য ২ পয়সা। আট বছর পর আজও সেই রেট অপরিবর্তিত রয়েছে। মোবাইল ফোন অপারেটররা তাদের পি-১ প্যাকেজে একই হারে চার্জ আদায় করে যাচ্ছে।

এ অবস্থার পরিবর্তনসহ মোবাইল ফোন সেবায় গ্রাহক স্বার্থ সংরক্ষণের স্বার্থেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। rhassan@btrc.gov.bd ও sunjib@btrc.gov.bd ই- মেইল ঠিকানায় বিষয়টি সম্পর্কে গ্রাহকদের মতামত পাঠাতে বলা হয়েছে।


Title: Re: ইন্টারনেট মুল্য সংশোধন করতে আপনার মতামত চ
Post by: Sultan Mahmud Sujon on October 01, 2012, 07:59:57 AM
১। ইন্টারনেট স্পীড সবচেয়ে কম ৫১২কেবিপিএস দিতে হবে, আর সর্বোচ্চ যতো দিতে পারেন।
২।আর প্যাকেজ থাকবে ৩টি:
মোবাইল প্যাকেজ,৩ জিবি মূল্য ১00-১৫০ টাকার মধ্যে।
স্টুডেন্ট প্যাকেজ, ৩০ জিবি ৩০০ টাকার মধ্যে।
আনলিমিটেড = আনলিমিটেড ৫০০ টাকার মধ্যে।
বিঃদ্রঃ কোন প্রকার ফেয়ার ইউজ পলিসি থাকবে না।