Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - farzanamili

Pages: 1 [2] 3 4 ... 32
16
Law / Re: Buying a plot or a flat?
« on: January 18, 2014, 11:02:37 AM »
@Arif Sir....Joutuk deya abong neya duitai dondoniyo oporadh  :D

17
Law / Re: Law and fun
« on: January 18, 2014, 11:00:47 AM »
@Ferdousi Ma'am.... Translator!!!!!!!!!!  ;D

18
Law / Re: Law and fun
« on: January 18, 2014, 10:59:37 AM »
@ Arif Sir...:))

19
Law / Re: Independence of Supreme Court in the cyber world
« on: January 18, 2014, 10:57:12 AM »
I read it through newspaper and found a new horizon of thinking. Super-liked your post!  :D

20
Law / Re: Seminal decisions by Justice Muhammad Habibur Rahman
« on: January 18, 2014, 10:55:21 AM »
good post Sir. Its very nice to hear about RIP Justice Habibur Rahman Sir!

21
Law / Re: Universal Declaration of Human Rights, 1948
« on: January 18, 2014, 10:53:59 AM »
thanks Arif Sir for your sharing link :)

22
Law / Rental Discrimination and Women!
« on: December 21, 2013, 02:30:18 PM »
No room for women?
Tribeni Chakma

No room for women?It’s an uphill task for single women, who want to live on their own or with siblings or friends, to find a home in the capital. Almost always, the first criterion to rent a house is that you must have a family. Some house owners would even decline to rent out their houses to young, childless couples.

This is discrimination. But such discrimination is pervasive, so much so that it is all evident in most of the to-let notices across the city.

Not that single girls have no place to live. They do manage to find a room or two for themselves. But when they do, they cannot invite their friends of the opposite sex.

Take Sabnam (her real name withheld), a print media journalist who lives with her siblings in the city. Before she could find one, she spent months looking for a house at Rajabazar, Indira road, Jahanara Garden, Monipuripara and Tejkunipara.

She had to face unwanted questions from house owners such as who would pay the rent — she or her father — or when she would return home at night. These were already embarrassing questions, but she really was floored when one owner told her that he would rent out his house to her family but not if she were a television journalist.

Failing in all her efforts, she was forced to bring her parents to find one for her and her siblings.
But more often than not, owners would not pay attention even if you told them that you would bring your parents from the village. And although some house owners are indeed willing to rent out their houses to single girls, they cannot often do so in the face of objections from other tenants, who have families.

Then there is the mistreatment: many house owners would misbehave if you are late from work or if you invite guests. Not to mention the unjustifiable yearly rent hike and the advance money of even up to three months. Examples of such exploitation and abuse are not a rarity.

Source:http://www.thedailystar.net/beta2/news/no-room-for-women/

23
Law / Cycling and Women!
« on: December 21, 2013, 02:15:19 PM »
"This is another girl…this is another girl…this one is also a girl!!!”

“This is the reaction we get from the people when we pass through a village on ‘Bike Fridays’,” says Shabukta, as we roll around laughing.

“I have received mostly positive comments,” says Afroza. “Today, a microbus full of girls started screaming gleefully and giving us thumbs-up while a driver in a private car was saying, ‘Well done!’

“But I live in Mirpur, which is a very conservative area,” says Afroza. “So I have to hear my share of snide comments. Everyday I have to hear things like ‘How terrible, a girl riding a cycle!’”

“Many people have this attitude that if you are a girl, you are not good at cycling,” says Shabukta.

“Some even push or overtake you on the streets to prove their point and if you lose your balance, they will comment that before cycling on the streets, you should learn how to keep your balance. Many boys show a competitive attitude and can start racing with you. However, I just stay calm, stop and let them pass by.”

“Many people give weird looks,” says Rasna. “You just need to ignore these things.”

Shabukta or Dr. Sayeda Shabukta Malik (28) is a dentist and a public health professional while Afroza Sultana (27) is an accountant. Rasna Masud (30) is an education coordinator at Jaago Foundation. These three ladies with diversely different personalities and careers bonded over a common passion — cycling.

Beginnings

Shabukta says, “My father taught me how to ride a bicycle earlier this year and from then onwards, there has been no looking back. I ride my cycle at Hatirjheel every morning, go to office biking, and go for rides in the evening. In the beginning, my family used to get worried because I was cycling so much. Now if I don’t go for one day, they ask me why I didn’t go!”

“I used to cycle a lot when I was a teenager,” says Rasna. “I was in the USA at that time. A year and a half ago, a friend of mine told me about BDCyclists, the main cyclists’ group in Bangladesh. I joined them on their first anniversary. I was a little shaky at first. I even had two or three minor accidents (cuts and scrapes) but those didn’t stop me. It took me a while to get accustomed to cycling on the busy streets of Dhaka. I am the founder of Dhanmondi Bicyclists Club (DBC), the only female founder amongst all the BDCyclists area groups in Dhaka.”

“Initially, my mother was very much against this. She even threatened to break my leg if I went outside on a cycle!” — says Rasna with a grin. “However, the television advertisements, newspaper articles etc. slowly managed to convince her and now she doesn’t worry anymore.”

Why they love cycling

“You get to beat the traffic all the time,” says Afroza. “Earlier, it used to take two and a half hours to go to my office and the same time to come back home. Now, it takes less than an hour per trip! This way, I also get to save a lot of money.”

Shabukta says, “Many of my colleagues comment that I’ll ‘disappear’ if I cycle, since I’m quite thin! However, cycling has increased my appetite and improved my health. And obviously, for those people who need to lose weight, this is a great way to do so. I have made some amazing friends through cycling and all my stress goes away when I go on rides with them.”

“I totally agree!” — says Rasna. “Our usual routes to Mirpur and Uttara are fun but trips to Keraniganj, Bosila bridge or outside Dhaka are the best! Bosila has a rural atmosphere and a cycling trip to Bosila bridge can be very refreshing. Many cyclists love going to Keraniganj nowadays to hang out and feast on yummy kebabs and bakorkhani. However, I would like to tell everyone to exercise caution when going to such places. It’s best to go in groups and before nightfall. Those who are employed find it easier to go for night rides but they should be careful because there have been many incidents of cycles getting robbed. And when it comes to females, it’s best if they go for rides in the daytime and in big groups.”

Inspiration

All three ladies deeply admire Fahmida Khanam, who has completed the Endomondo Challenge of 1000 km in 14 days, something that has not been accomplished yet by any other girl. She is also the second girl to finish 200 km in 1 day. The first girl to reach this milestone is Tanzin Chy, who now lives in Chittagong and cycles there regularly, which in itself is an achievement due to the conservative nature of the city.

“Fahmida apu cycles on a different level altogether,” says Shabukta. “She’s our role model and I would consider it to be one of my biggest achievements in life if I am ever able to reach her level. She and others before us were inspired by Tanzin apu, who has actually cycled in a saree! Fahmida apu is just as passionate about cycling, having cycled in heels! She has a job but still manages to attend races and train. And most importantly, she’s so encouraging that even your smallest achievements seem like huge ones.”

“We in turn try to inspire others,” continues Shabukta, with a smile. “Some of my female colleagues have shown interest in cycling. They say they will probably start now as the weather is cooler and the sun is a little more merciful.”

Bangladesh’s changing cycling scene

“There were only 5 female cyclists when I had started,” says Rasna. “Now there are about 30 or more active female members, which is still a small number. I know that these numbers will increase over time as a new female cyclist comes to me for training in almost every training session.” Despite her extremely busy schedule, Rasna trains beginners at Dhanmondi 4/A at 6:15 am on Saturdays. She has taken the idea from the BDCyclists group, which trains beginners at Abahani field at 7 am on Saturdays.
Male cyclists are also very supportive of their female peers. However, the roads need to be better and safer, especially for female cyclists. If women in Bangladesh can be leaders of the country and climbers of the world’s tallest mountains, why shouldn’t they be cyclists?

Source:Daily star (http://www.thedailystar.net/beta2/news/women-on-wheels/)

24
Law / Re: Law and fun
« on: December 21, 2013, 01:49:21 PM »
Oborodh and fun! ;) :D :D :D

স্ত্রী: চলোতো একটু শপিং করে আসি।
স্বামী: নাহ্, আজকে যাওয়া যাবে না। আজতো অবরোধ।
স্ত্রী: ঠিক আছে, তাহলে কাল।
স্বামী: নাহ্, কালও তো যাওয়া যাবে না। কালকেওতো অবরোধ। এই সপ্তাহে যাওয়া যাবেনা। কারণ পুরো সপ্তাহজুড়ে অবরোধ।
স্ত্রী: (অগ্নিমূর্তি ধারণ করে) এই অবরোধে অফিস কর, বন্ধুদের সাথে আড্ডা দিতে যাও, স্টেডিয়ামে খেলা দেখতে যাও সবই চলে, শুধু শপিং-এর কথা বললেই অবরোধ। যাবে না সেটা বললেই হয়, এই অবলা হরতাল-অবরোধকে দোষ দিয়ে লাভ কি…… ঠিক অছে, আজ থেকে রান্নাঘরেও অবরোধ।
(কিছুক্ষণ পর রাতের খাবারের সময়)
স্বামী: ওগো শুনছো, রাতের খাবারটা টেবিলে দাওতো।
স্ত্রী: আজ রাতে খাবার দেয়া যাবে না।অবরোধ চলছে।
(কিছুক্ষণ পর বাচ্চাদের নিয়ে স্ত্রীকে খেতে দেখে)
স্বামী: কি ব্যাপার তোমরা যে খাচ্ছ!
স্ত্রী: কেন! যারা অবরোধ ডাকে, তাদেরকে কি কখনো অবরোধের জন্য কষ্ট করতে দেখছ নাকি ?
ছেলে: বাবা, চুপিচুপি আমার কাছ থেকে একটু খাও।
স্বামী: নারে ভাই, অবরোধকারী দেখলে বোম মেরে, সরি ঝাটা মেরে উড়িয়ে দিবে।
স্ত্রী: কি, তুমি তোমার ছেলেকে ভাই বলছ! আজ তোমার একদিন কি, আমার একদিন!
স্বামী:প্রচন্ড ক্ষুধায় পেটে মোচড় দিলে এমনি হয়গো মা…….

Source: Prothom Alo

25
Law / Re: Give a little thought: Child Development
« on: December 21, 2013, 01:43:12 PM »
One relevant story!

হাসিন এবং সামির দুইজন খালাতো ভাই। হাসিন বাংলাদেশে আর সামির আমেরিকা জন্মগ্রহণ করেছে ২০০২ সালের ফেব্রুয়ারি এবং মে মাসে । তাই এদের দুইজনের বয়স প্রায় একই বলা যায়। কেবল কয়েক মাসের পার্থক্য। হাসিন এখন ক্লাস টু পড়ে। বাংলা, অঙ্ক, সমাজ, ধর্ম, ইংলিশ ইত্যাদি বিষয়গুলো পড়তে হয় সাথে বাংলা ব্যাকরণ, রচনা এবং ইংলিশ ব্যাকরণ, রচনা,  লেটার, প্যারাগ্রাফ ইত্যাদি পড়তে হয়।

অঙ্ক করতে গিয়ে হাসিনকে ১, ২, ৩, ৪….. ১০০ থেকে লক্ষ কোটি গণনা শিখতে হয়েছে! সামিরও আমেরিকাতে একই পড়াশুনা করেছে।
সামির নামতা শিখেছে ১০ পর্যন্ত এবং বেসিক যোগ, বিয়োগ, গুণ, ভাগ শিখে বাকী সব বড় বড় যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে কেলকুলেটর ব্যাবহার করে শিখছে। সামির তার পরাশুনার একটি ভাগ কমপিউটার মাধ্যমে লিখেই শিখে ফেলে!

কিন্তু হাসিন ১, ২, ৩, ৪, ৫,……। ২০ পর্যন্ত নামতা শিখতে হয়েছে। যোগ বিয়োগ, গুণ ভাগ বেসিক কেন সব বড় বড় যোগ, বিয়োগ, গুন, ভাগ নিজের হাতে গুনে গুনে শিখছে। হাসিন এভাবেই এইসএসসি পাশ করে বিসিএস পরীক্ষার সময়ও সায়েনটিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না! কিন্তু কেন? সঠিক মেধা যাচাই কি শুধু মৌখিক হিসাব দিয়ে বুঝা যায় কিংবা বানান জ্ঞান দিয়ে? বেসিক জানা দরকার আছে কিন্তু তাই বলে বিসিএস হল পর্যন্ত এই নিয়ম বাড়াবাড়ি।

সামিরের মা এ তথ্য জানতে পেরে রীতিমত অবাক! বলিস কি? আমাদের এখানে তো সামির ক্যালকুলেটর ব্যবহার করে! আর হাসিনকে এতো পড়াস কেন? আমরা তো এখানে এতো চাপ নেই বাচ্চাদের। ওদের বাচ্চাদের দিয়ে শুধু পাঠ্য পুস্তক পরায় না। যেমন একটি সময় থাকে যেদিন লাইব্রেরিতে গিয়ে বই এনে পড়তে পারবে যে কোনো বই। সামির এখন আমেরিকার সকল প্রেসিডেন্টের আত্মজীবনী জানে। কারণ তার এই সম্পর্কে জানার আগ্রহ বেশি। ক্লাসে দ্রুত অঙ্ক করে দিতে পারলে কয়েন দেয়া হয় এবং একটি নির্দিষ্ট সংখ্যায় কয়েন জমলে সেই কয়েন দিয়ে খেলনা, টুকিটাকি কিনে আনতে পারে! সে জন্য বাচ্চাদের মধ্যে কাজ করে দ্রুত কাজ শেষ করার।

হাসিন যদি বিদেশে কোনো স্কুলে ভর্তি হয় পারবে কিনা ওদের সাথে তাল মিলিয়ে পড়তে এই মাঝ বয়সে ! কারন একে তো হাসিন পরেছে বাংলা মাধ্যমে অপরদিকে বিদেশ গেলে পুরো ইংলিশ মাধ্যম তাও ৯/১০ বছর বয়সে! এর উত্তরে জানা গেলো “বাংলাদেশি ছেলে মেয়েদের জন্য এই পড়াশুনা পান্তা ভাত! “ওরা খুব সহজেই নিজদের অন্যদের সাথে মিলায়ে নিতে পারবে।

বয়সের তুলনায় বাচ্চাদের এতো পড়াশুনার চাপ থাকে যে ওদের সুন্দর শৈশব কেড়ে নেয় বাড়তি  পড়াশুনার চাপ! যার সাথে তাল মিলাতে বাবা-মাকেও পড়াশুনা করতে হয় সন্তানদের সাথে! শুধু কি তাই বাবা-মার দৌঁড় আর মানসিক চাপ সন্তানের উপর পরে খুব বাজে ভাবে।

আমরা যে ভাবে প্রতি বছরের শুরুতে সন্তানকে একটি ভালো স্কুলেএ ভর্তি করতে দৌঁড়াই উন্নত দেশগুলোয় এমন কোনো বালাই নাই। ওদের ভাষ্য সব স্কুলই এক। একটিতেই ভর্তি করলেই হল! কিন্তু এটি আমাদের কাছে আকাশ কুসুম কল্পনা এবং না ভাবলেই আমি শেষ!

বহু বছর আগে থেকেই আমরা হিসাব নিকাশ করতে ক্যালকুলেটর ব্যবহার করি বাস্তব জীবনে, কর্ম জীবনে এবং গত প্রায় ২০ বছর যাবত কাগজে কলমে লিখাও কমে গেছে। সব কিছু কমপিউটারের মাধ্যমে আমরা সেরে নেই। কেবলমাত্র সাইন করার জন্য নিজের হাত আর কলম ব্যবহার করা হয়!

যখন আমরা ২০১৩ এসে দাঁড়িয়ে বলছি, ডিজিটাল দেশ ডিজিটাল পৃথিবী, তখন অনেক দেশে আসলেই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সকল কাজ কর্ম এবং পড়াশুনা করছে।

26
Law / Re: Give a little thought: Child Development
« on: December 21, 2013, 01:40:59 PM »
Be Confident about your child’s ability. Once you stress a child, you cannot open up his/her heart. Once (s)he closes his/her mind and heart  (s)he cannot use his/her brain well.

27
Law / Give a little thought: Child Development
« on: December 21, 2013, 01:38:39 PM »
ALL CHILDREN ARE BORN GENIUSES! All Children Have Superb Intuition Ability.

Source:Prothom Alo

28
Law / Re: Work and thought!
« on: December 21, 2013, 01:08:24 PM »
বিনা মূল্যে আইনি সহায়তা দিতে চাই
তারানা আফরোজ, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
ছোটবেলা থেকেই আইনজীবী হওয়ার ইচ্ছে ছিল তারানা আফরোজের। আর তাই দেশের গণ্ডি পেরিয়ে উড়ে যান যুক্তরাজ্যে। সেখান থেকে এলএলবি শেষ করেন। এরপর আইনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও ব্যারিস্টার ইন ল (কল টু দ্য বার) শেষ করে ফিরে আসেন নিজের দেশে। কারণ হিসেবে তারানা জানান, ‘বৈচিত্র্যময় জ্ঞানের জন্যই দেশের বাইরে পড়তে গিয়েছিলাম। তবে সেখান থেকে শেখা বিষয়গুলো নিয়ে কাজ করার স্বপ্ন দেখতাম বাংলাদেশে। আর তাই পড়াশোনা শেষ করে নিজের দেশে ফিরে বসলাম বার কাউন্সিলের পরীক্ষায়। এখানে অ্যাডভোকেট হিসেবে নিবন্ধনের পর শুরু হলো আমার আইনি লড়াই।’
তারানা আফরোজ এখন কাজ করছেন হাইকোর্ট ডিভিশনে। নিজের প্রতিটি মামলায় তিনি সমানভাবে লড়াই করেন মক্কেলের জন্য। সত্যকে প্রতিষ্ঠা করতেই কাজ করেন সব সময়। নিজের কাজটাকে তারানা কতটা ভালোবাসেন সেটা বোঝা গেল তাঁর মুখোমুখি হওয়ার পরই।
১৩ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসে এক দিন পরই (১৫ ডিসেম্বর) চলে এসেছেন চেম্বারে।সেখানেই কথা বলতে বলতে জানালেন, কয়েক দিনের মধ্যে দেশের বাইরে যাবেন। তাই জরুরি বেশকিছু কাজ শেষ করে রাখছেন। বলেন, ‘শুধু পরিচিত নয়, অপরিচিতরাও যেকোনো সমস্যায় পড়লে ফোন করেন। তখনই তাঁকে আইনি সহায়তা বা পরামর্শ দেওয়ার চেষ্টা করি। কারণ, অনেকেই সঠিকভাবে সব ধরনের আইন জানেন না। নিজের ওপর নির্যাতন হলেও যে আইনের আশ্রয় নিতে পারেন, সেটা সব নারীর জানা দরকার। এসব বিষয়ে কাউকে সাহায্য করতে পারলে বেশ ভালো লাগে।’
তা ছাড়া, বিপদের সময়েই তো সাধারণত মানুষ আইনের আশ্রয় নিতে আসে। তাই তার পাশে দাঁড়াতে পারলে আলাদা একটা ভালো লাগা কাজ করে।
সমাজের সব ধরনের মানুষকে আইনি সহায়তা দিতে পারলেই তৃপ্ত হন এই আইনজীবী। দেশের মানুষের উপকার করা মানে তো দেশের জন্যই কাজ করা। আর এই দেশকে ভালোবাসেন বলেই তাঁর ভাবনায় থাকে দেশের মানুষ। আন্তর্জাতিক কোনো আইনি লড়াই হলেও দেশের জন্য কাজ করতে চান নিজের স্থান থেকে। জানালেন, ‘ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য বিনা মূল্যে আইনি সহায়তা সেবাকেন্দ্র চালু করতে চাই।

Source: Prothom Alo

29
Law / Re: Work and thought!
« on: December 21, 2013, 01:06:46 PM »
ছবিতেই তুলে ধরি দেশকে
সুলেখা চৌধুরী, চিত্রশিল্পী

নিজের চারপাশের বিষয়গুলোকেই তুলে ধরেন ছবির ক্যানভাসে। তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন বাংলাদেশের নারীদের। এই শিল্পীর নাম সুলেখা চৌধুরী।
ঢাকার কদমতলী হাইস্কুল থেকে এসএসসি আর বেগম বদরুন্নেসা সরকারি মহাবিদ্যালয় থেকে এইচএসসি শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। ছোটবেলার শখে আঁকা ক্যানভাসকে এখানেই জড়িয়ে নেন নিজের সঙ্গে। চারুকলা থেকেই স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন ২০০৩ সালে। এর পর থেকে কাজ করছেন একজন ফ্রিল্যান্স চিত্রশিল্পী হিসেবে।
ছবি আঁকায় সুলেখা চৌধুরীর পছন্দের বিষয় প্রিয় বাংলাদেশের বিভিন্ন দিক। এর মধ্যে নারীই মুখ্য।
সুলেখা চৌধুরী বলেন, ‘আমার জন্ম হয়েছে একটা স্বাধীন দেশে। তবে নানা ধরনের মিথ্যা ইতিহাস বিভিন্ন সময়ে পড়তে হয়েছে। এই সময় পরিবার থেকে জেনেছি আসল সত্য। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করা এই দেশ নিয়ে আগ্রহ বেড়েছে প্রতিদিন। তাই নিজের সবচেয়ে ভালোবাসার জায়গায় কাজ করছি প্রিয় দেশকে নিয়ে। নিজের পরিশ্রম দিয়ে এঁকে চলেছি আপন আনন্দে।’
দেশটাকে ভালোবাসেন বলেই সব সময় তাঁকে ভাবায় দেশের নানা বিষয়। তবে আশাহত হন না—‘আমার বিশ্বাস, এই দেশ ভবিষ্যতে হয়ে উঠবে মুক্তিযুদ্ধের চেতনায় যুদ্ধাপরাধমুক্ত একটি সুন্দর দেশ। যেখানে অপার সম্ভাবনাগুলো জেগে উঠবে মাথা উঁচু করে।’
বর্তমানে কাজ করছেন ছাপচিত্রের ওপর। এখানেও বিষয়বস্তুতে আছে বাংলাদেশের নারী।

Source: Prothom Alo

30
Law / Re: Work and thought!
« on: December 21, 2013, 01:05:18 PM »
অপরাধমুক্ত একটি দেশের জন্য কাজ করছি
মাহরুফা হোসেন, সহকারী পুলিশ কমিশনার
প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন ডিভিশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ

২০১০ সালে ২৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যুক্ত হন মাহরুফা হোসেন। তাঁর সঙ্গে যখন কথা হয় তখন ছিল হরতাল, তিনি রাজধানীর সচিবালয় এলাকায় দায়িত্ব পালন করছিলেন। কাজের ফাঁকে কিছুক্ষণের জন্য সময় দিলেন।একজন নারী হিসেবে কাজটা কি কঠিন মনে হয়? প্রশ্ন শুনে যেন একটু অবাকই হলেন, ‘কাজ তো দিব্যি করেই যাচ্ছি। নারী বলে আলাদা করে দেখার কিছুই নেই। নিজের মেধা আর যোগ্যতা দিয়েই তো আমি এখানে এসেছি। আমার মনে হয়, নারীদের আলাদা করে দেখার দিন শেষ হয়ে গেছে। নিজের মনোবল থাকলেই যেকোনো মেয়ে সেটার প্রমাণ দিতে পারবে।’
নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে ঢাকায় ভর্তি হন এইচএসসিতে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন ২০১০ সালে। পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়ার পর নিজের চেয়ে যেন পরিবারের অন্যরাই বেশি খুশি হলেন। এর মধ্যে মা মাহবুবা হোসেনের অনুপ্রেরণা ছিল সবচেয়ে বেশি। নিজেও উৎ সাহ নিয়ে যোগদান করলেন চাকরিতে। দেশের জনগণের জন্য সরাসরি কাজ করতে পারাটা বেশ পছন্দ করেন মাহরুফা হোসেন। চাকরির প্রথম দেড় বছর ডিএমপির তেজগাঁওয়ের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে কাজ করেছেন। এই সময় অনেক নারীর আইনি সহায়তা দেওয়া এবং হারানো শিশুদের তার অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার কাজটা অনেক আনন্দ নিয়ে করতেন সহকর্মীদের সঙ্গে।
মাহরুফা হোসেন বলেন, ‘দেশের জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়াই পুলিশের কাজ। আমার বর্তমান ডিভিশনে সহকর্মীদের সঙ্গে জনগণের জন্য সুন্দর একটি বাংলাদেশ গড়তে কাজ করছি। দেশের প্রতি অনেক বেশি দায়বদ্ধতা আমার। কারণ, সারা জীবন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করেছি। এগুলো তো জনগণের অর্থেই পরিচালিত। এখানে মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে পারার আনন্দ সহকর্মীদের সঙ্গে ভাগ করে নিই আমরা।’
অনেক সময় রাস্তায় দায়িত্ব পালনরত অবস্থায় ককটেল ফুটল, অথবা মারামারি শুরু হলো। সেই সময়গুলোতেও কাজ করতে হয় তাঁকে। সাধারণ মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকতে হয়। তাই প্রতিটি মুহূর্তকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করে চলেছেন মাহরুফা হোসেন।
লেখা: হাসান ইমাম ও মো: রুবেল

source: Prothom Alo

Pages: 1 [2] 3 4 ... 32