Daffodil International University
Entertainment & Discussions => Story, Article & Poetry => Topic started by: Al Mahmud Rumman on November 18, 2020, 01:33:33 AM
-
মন চায় সর্বস্ব ঢেলে দেই তার পায়ে
রক্ত মাংস একাকার করে গড়ি ইমারত
পৃথিবীর সমস্ত বৈভব গাঁথি তার নাকফুলে।
মা এসব কিছু চায় না।
আমি যেন ঠিকঠাক খাই৷ ঘুমাই। ভাল থাকি৷
মাঝে মাঝে ফোন দিই৷ কুশলাদি। মিষ্টিপান।
মা'কে ঠকানোর মত সহজ কিছু নাই।
মা'র মতো বোকা আর কেউ নাই।
যতদিন বেঁচে থাকে, যতদিন বেঁচে থাকি তাই-
মা'কে ভেঙে ভেঙে ভেঙে ভেঙে ভেঙে ভেঙে খাই।
(মা – রুম্মান মাহমুদ)