16
Science Discussion Forum / ফেসবুকের বিরোধীতা করতে আসছে 'আনথিংক'
« on: October 29, 2011, 09:16:47 PM »
ফেসবুকের বিরোধীতা করতে আসছে 'আনথিংক'

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক আনথিংক কর্পোরেশন নতুন একটি সোশাল মিডিয়া চালু করেছে। ‘আনথিংক’ নামের এ সোশাল নেটওয়ার্কিং সাইটটি সরাসরি ফেসবুকের বিরোধীতা করবে বলেই কর্তৃপক্ষ জানিয়েছে। খবর সিনেট-এর।
তিন বছর ধরে এ সাইটটি গোপনে ডেভেলপ করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি সাইটটির বিটা সংস্করণ পরীক্ষামূলক ভাবে উন্মুক্ত করা হয়েছে। সাইটটির ঠিকানা http://www.unthink.com।
সাইটটি তৈরি প্রসঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আনথিংক ফেসবুক নয়। বরং কিভাবে ফেসবুকের জনপ্রিয়তায় ধ্বস নামানো যায় তা নিয়েই কাজ করবে।’
আনথিংক সিইও নাতাসা ডেডিস জানিয়েছেন, ‘আমি জানি একটি বিপ্লব আসছে। এই মিডিয়ায় প্রাইভেসি থেকে শুরু করে বিজ্ঞাপনের লাভ পর্যন্ত সবকিছুই ব্যবহারকারীর অনুকূলে থাকবে। স্বাধীনভাবে সাইট ব্যবহারকারীর অভিজ্ঞতা দেবার ক্ষেত্রে আনথিংক একটি সমাধান হিসেবেই আসছে।’
এ প্রসঙ্গে গুগল প্লাস এবং ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ডায়াসপোরা সাইটটির কথা উল্লেখ করে নাতাসা জানিয়েছেন, ‘আনথিংক’ আরো বিশাল কিছুর আভাস দিচ্ছে।’
Collected
.............................

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক আনথিংক কর্পোরেশন নতুন একটি সোশাল মিডিয়া চালু করেছে। ‘আনথিংক’ নামের এ সোশাল নেটওয়ার্কিং সাইটটি সরাসরি ফেসবুকের বিরোধীতা করবে বলেই কর্তৃপক্ষ জানিয়েছে। খবর সিনেট-এর।
তিন বছর ধরে এ সাইটটি গোপনে ডেভেলপ করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি সাইটটির বিটা সংস্করণ পরীক্ষামূলক ভাবে উন্মুক্ত করা হয়েছে। সাইটটির ঠিকানা http://www.unthink.com।
সাইটটি তৈরি প্রসঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আনথিংক ফেসবুক নয়। বরং কিভাবে ফেসবুকের জনপ্রিয়তায় ধ্বস নামানো যায় তা নিয়েই কাজ করবে।’
আনথিংক সিইও নাতাসা ডেডিস জানিয়েছেন, ‘আমি জানি একটি বিপ্লব আসছে। এই মিডিয়ায় প্রাইভেসি থেকে শুরু করে বিজ্ঞাপনের লাভ পর্যন্ত সবকিছুই ব্যবহারকারীর অনুকূলে থাকবে। স্বাধীনভাবে সাইট ব্যবহারকারীর অভিজ্ঞতা দেবার ক্ষেত্রে আনথিংক একটি সমাধান হিসেবেই আসছে।’
এ প্রসঙ্গে গুগল প্লাস এবং ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ডায়াসপোরা সাইটটির কথা উল্লেখ করে নাতাসা জানিয়েছেন, ‘আনথিংক’ আরো বিশাল কিছুর আভাস দিচ্ছে।’
Collected
.............................


