Daffodil International University

Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: tany on February 18, 2020, 02:33:47 PM

Title: ক্যালিফোর্নিয়ার আকাশে রহস্যময় ‘আগুনমেঘ’
Post by: tany on February 18, 2020, 02:33:47 PM
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আকাশে রহস্যময় আগুনমেঘের দেখা পাওয়া গেছে। অনেকে সেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। সেই ছবি নিয়েই চলছে বিতর্ক। 
ছবিতে দেখা যাচ্ছে, আগুনের মতো একটি গোলাকার উজ্জ্বল বস্তু ভেসে বেড়াচ্ছে আকাশে। বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার উইড এলাকায় এ দৃশ্য দেখা যায়।

ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, এটি একটি বিশেষ ধরনের মেঘ। যাকে ‘লেন্টিকুলার ক্লাউড’ বা ‘লেনি’ বলা হয়। এই ধরনের মেঘ সাধারণত পাহাড়ি এলাকায় দেখা যায়। অনেক সময় এলোমেলো হওয়ার ফলে এই লেনি তৈরি হয়।

মাউন্ট শাশ্টা আগ্নেয়গিরির কাছে এই ভিনগ্রহের যানের মতো মেঘটি দেখা যায়। অনেকেই বলেছেন, ক্যালিফোর্নিয়ার এই এলাকায় প্রায়ই এমন দৃশ্য দেখা যায়।

কেউ কেউ আবার এটাকে ‘ইউএফও ক্লাউড’ নামেও ডাকেন। তবে সাধারণত সেগুলি সাদা রঙেরই হয়। কিন্তু বুধবার যে মেঘটি দেখা গেছে তা দেখলে মনে হবে আগুন ছড়াচ্ছে আকাশে।
source: Banglanews24
Title: Re: ক্যালিফোর্নিয়ার আকাশে রহস্যময় ‘আগুনমেঘ’
Post by: Md. Azizul Hakim on February 19, 2020, 05:35:58 PM
 :)
Title: Re: ক্যালিফোর্নিয়ার আকাশে রহস্যময় ‘আগুনমেঘ’
Post by: Mst. Eshita Khatun on February 20, 2020, 01:21:03 PM
Interesting