Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: Ismail Hossain on June 22, 2021, 01:23:30 PM

Title: বাংলাদেশে নারীরা সাইবার হামলার শিকার বেশি: এর প্রতিকার কী
Post by: Ismail Hossain on June 22, 2021, 01:23:30 PM
বাংলাদেশে নারীরা সাইবার হামলার শিকার বেশি: এর প্রতিকার কী

(https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/C6B0/production/_101646805_f4bb5aca-8c5d-4777-a0bd-5a5b17c7ac6a.jpg)

তথ্য-প্রযুক্তির সহজলভ্যতার কারণে দেশে বিভিন্ন বয়স ও শ্রেণীর মানুষের মধ্যে ইন্টারনেট এবং স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমগুলোয় এই অপরাধের প্রবণতা বেশি।
কারা সাইবার হামলার শিকার হচ্ছেন এবং কিভাবে?

সাইবার অপরাধ এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিয়ে মানুষকে সচেতন করার কাজে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন দেশের সাইবার অপরাধ নিয়ে একটি গবেষণার প্রতিবেদন প্রকাশ করেছে।

সেখান থেকে জানা যায়, শতকরা প্রায় ৫২ ভাগ অভিযোগই আসে নারীদের থেকে৷ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ১৮ থেকে ৩০ বছর বয়সী মেয়েরা। শতাংশের হিসাবে যা প্রায় ৭৪ শতাংশ। অভিযোগের একটি বড় অংশের অভিযোগ ফেসবুক সংক্রান্ত৷ যার মধ্যে আইডি হ্যাক থেকে শুরু করে সুপার ইম্পোজ ছবি এবং পর্নোগ্রাফির মতো ভয়াবহ অভিযোগও রয়েছে৷
সাইবার হামলার শিকার বেশি নারীরা

৫২% অভিযোগ নারীদের থেকে

৩০% নারী জানেনা কীভাবে আইনি ব্যবস্থা নিতে হয়

৭৪% নারীদের বয়স ১৮-৩০ বছরের মধ্যে

২৫% নারী মনে করে অভিযোগ করে লাভ হবে না

(https://news.files.bbci.co.uk/vj/live/idt-images/data_pic-cybercrime_BD_women_Bengali/_100325180_d78d28c9-ea30-4fa0-b503-774a20b67db1_bo3qy.jpg)

সূত্র: সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন
BBC Bangla

হয়রানির শিকার হলেও ভুক্তভোগীদের ৩০ শতাংশই এর বিরুদ্ধে কীভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হয় সে বিষয়ে জানেন না। বাকীদের মধ্যে ২৫ শতাংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেও কোনো লাভ হবে না ভেবে অভিযোগ করেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এক্ষেত্রে প্রতিকারের উপায় নিয়ে স্বচ্ছ ধারণার অভাব এবং লোকলজ্জা ও ভয়-ভীতিকে প্রধান কারণ হিসেবে দায়ী করা হয়েছে। এতে একদিকে যেমন নারীরা প্রতারণার শিকার হচ্ছেন, তেমনি ব্ল্যাক-মেইল ও হুমকির কারণে তাদের ব্যক্তিগত জীবন দুর্বিষহ হয়ে পড়ছে৷

Link: https://www.bbc.com/bengali/news-44187267