Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Mizanur Rahman (GED)

Pages: 1 [2] 3 4 ... 12
29
Faculty Sections / কেন হয় না বনিবনা
« on: October 17, 2018, 04:54:53 PM »


বিভিন্ন কারণে স্বামী–স্ত্রীর মধ্যে বনিবনা নাও হতে পারে। বিচ্ছেদসংক্রান্ত বিভিন্ন মামলা পর্যবেক্ষণে দেখা যায়, নিজেদের মধ্যে বনিবনা না হওয়ার অন্যতম কারণগুলো হচ্ছে বোঝাপড়ার অভাব, নিজেদের ভালো–মন্দে অন্য কারও হস্তক্ষেপ, শারীরিক অক্ষমতা এবং ব্যক্তিত্ব নিয়ে দ্বন্দ্ব। অনেক সময় শুনতে খারাপ লাগলেও দেখা যায়, সংসার শুরু করা মাত্র নিজেদের আত্মীয়স্বজন হস্তক্ষেপ শুরু করেন। এ নিয়ে নিজেদের মনের অমিল তুঙ্গে ওঠে।

দুই পক্ষের মধ্যে বিয়ের সময় দেওয়া, বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া–নেওয়া নিয়েও যেন একধরনের স্নায়ুযুদ্ধ চলে। কিছুদিন আগে সদ্য বিয়ে করা এক দম্পতির বিচ্ছেদের মামলা করতে গিয়ে দেখা গেল, তাঁরা নিজেদের সংসারে সুখের জন্য তিল পরিমাণ ছাড় দিতেও রাজি নন। দুজনেই প্রতিষ্ঠিত। কিন্তু নিজেদের মধ্যে যেন অর্থনৈতিক এক অনিশ্চয়তা। নিজেদের সংসারে নিজেরা এক তিল খরচও করবেন না। স্বামী বলেন, দুজন মিলেই সংসারের খরচ জোগাবেন। স্ত্রী বলেন, সংসারের সব দায়দায়িত্ব শুধু স্বামীর। আবার এ নিয়ে মাথা ঘামানো শুরু করেছেন নিজের বাবা–মায়েরা। মেয়ের বাবা–মায়ের কথা, তাঁরা মেয়েকে প্রতিষ্ঠিত করেছেন নিজেদের সঙ্গে থাকার জন্য। তাঁরা মেয়ের কাছ থেকে আলাদা থাকতে পারবেন না। থাকলে মেয়ের জামাই তাঁদের সঙ্গেই থাকবেন। এ রকম নানা কারণে স্বামী–স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির ঘটনা দেখা দিচ্ছে। অনেক সময় বিচ্ছেদের কারণও এগুলো। https://www.prothomalo.com/life-style/article/1561638/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B9%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BE

Pages: 1 [2] 3 4 ... 12