Daffodil International University

Health Tips => Protect your Health/ your Doctor => Beauty Tips => Topic started by: chhanda on November 15, 2013, 02:36:16 PM

Title: ধনে পাতা
Post by: chhanda on November 15, 2013, 02:36:16 PM
-ধনে পাতা রান্নায় স্বাদ বাড়ানোর পাশাপাশি রূপচর্চায়ও দারুন কাজ দেয়। ধনে পাতায় রয়েছে ভিটামিন এ , ভিটামিন সি, ফসফরাস ও ক্লোরিন। তাই প্রাকিতিক ব্লিচ হিসেবে ধনে পাতা দারুন কার্যকর। যাদের ঠোঁটে কালো দাগ আছে তারা রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে ধনে পাতার রসের সাথে দুধের সর মিশিয়ে ঠোঁটে লাগান। এইভাবে এক মাস লাগালে ঠোঁটের কালো দাগ দূর হবে আর ঠোঁট কোমলও হবে।

collected
Title: Re: ধনে পাতা
Post by: Kanij Nahar Deepa on November 17, 2013, 02:26:35 PM
Will try to get the bleaching effect...