Daffodil International University

Faculty of Humanities and Social Science => Journalism & Mass Communication => Topic started by: Md. Khairul Bashar on November 13, 2012, 04:08:27 PM

Title: হুমায়ূনের ৬৪ তম জন্মদিন আজ
Post by: Md. Khairul Bashar on November 13, 2012, 04:08:27 PM
বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কুতুবপুরে জন্মগ্রহন করেন। পিতা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা। তিনি মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ হন। মায়ের নাম আয়েশা ফয়েজ। ঢাকা ইউনিভার্সিটির রসায়ন বিভাগের মেধাবী ছাত্র হুমায়ূন পাঠ শেষ করে ওই বিভাগেই প্রভাষক হিসাবে যোগ দেন। একপর্যায়ে তিনি অধ্যাপনা ছেড়ে লেখালেখি, নাটক ও চলচ্চিত্র নির্মানে নিমগ্ন হন। ১৯৭২ সালে তার প্রথম প্রকাশিত উপন্যাস “নন্দিত নরকে”। হুমায়ূন আহমেদ একুশে পদক, বাংলা একাডেমী পুরষ্কারসহ দেশে বিদেশে নানা পুরষ্কার ও সম্মাননা পেয়েছেন। গত ১৯ জুলাই তিনি কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে নিউইয়র্কে ইন্তেকাল করেন।

হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আজ তার বইয়ের প্রকাশকেরা ১২ দিনব্যাপী একক বই মেলার আয়োজন করেছে। কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গনে মেলাটি ১২ দিনব্যাপী চলবে।