Daffodil International University

Faculty of Humanities and Social Science => English => Creative Writing => Topic started by: zafrin.eng on February 26, 2020, 05:41:13 PM

Title: একদিন আমি তুমি হব।
Post by: zafrin.eng on February 26, 2020, 05:41:13 PM
একদিন
আমি তুমি হব।
মরিচকে বলব ঝাল
ঝাল কে বলব ঢক।
মূর্তিমানবের রঙে চোখ ঝলসে
মন্দিরের বাইরে ছিটকে পড়বো।
ভিনদেশী মাসীর থেকে কিনবো ঝাল
তোমার দেয়া দুইটা লালচুরির বদলে।
আমার লাল কিমোনোয় মিশে আছে ঝাল
গভীরতার ঝাল, লজ্জার ঝাল, লাল ঝাল।
একদিন
তুমি, আমি আমরা হব
কবিতায় চাষ করবো মধ্যযুগীয় আফিম
উপমার পোষাক খুলে নিংরে নিব কাব্যরস
সাহিত্যে থাকবেনা লিঙ্গ ছায়া, সভ্যতার মায়া।
একদিন
আমাদের ডায়েরীর পাতা শেষ হবে
গল্পেরা ঘুমিয়ে পড়বে
আমরা চুরি করবো সাতটি দিন
ক্যালেণ্ডারের পাতা থেকে
রেখে দিব জাদুর বাক্সে।
পাহাড়া দিবে একটি হলুদ প্রজাপতি।
Title: Re: একদিন আমি তুমি হব।
Post by: Umme Atia Siddiqua on March 11, 2020, 08:58:07 AM
Nice Writing.
Title: Re: একদিন আমি তুমি হব।
Post by: Al Mahmud Rumman on November 16, 2020, 01:19:03 PM
Nice Write-up