Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: ashraful.diss on February 15, 2021, 09:17:03 PM
-
👉👉👉তুমি ভাবছো কাল থেকে নামাজ পড়বে কিন্তু এটাও হতে পারে আজ লোকে তোমার জানাযার নামাজ পড়বে। তোমার মতো এমন অনেক লোক ঠিক এমনটাই ভেবেছিল যে, কাল থেকে নামাজ আদায় করবো। কিন্তু তাদের আর নামাজ পড়া হয়নি, আজ তারা কবরে শুয়ে আছে। 😢😢😥
🔹🔹আল্লাহর দেয়া ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হল নামাজঃ
রাসূল (সঃ) বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে কাজের হিসাব নেয়া হবে তা হল নামাজ।___________( তিরমিযী, - ৪১৩, ৪৬৫ )
তাই নামাজ নিয়ে কোনো অযুহাত নয় ইচ্ছা থাকলে আল্লাহ্ ভয় থাকলে যেকোন অবস্থায়, যেকোন জায়গায় নামাজ আদায় করা যায়।
🔹🔹মহান আল্লাহ্ তার কালামে পাকে বলেনঃ
নিশ্চয়ই নামাজ তোমাদেরকে নির্লজ্জ ও অশোভনীয় কাজ হইতে বাধা প্রধান করিবে, আর অবশ্যই আল্লাহ পাকের জিকির অতি মহান।___________ [ সূরা আনকাবুতঃ ৪৫ ]
হে যুবক ভাই একটু ভেবে দেখ, বেঁচে আছ সবাই তোমার পাশে আছে কিন্তু একদিন তো মরতেই হবে । সেদিন কি হবে উপায়..? আল্লাহর কাছে কি জবাব দিবে? যে যাই করনা কেন, নামাজ পড়। টেনশন দূর করে দেবেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ সময়মত আদায় করার তৌফিক দান করো। আল্লাহ তুমি নামাজের ফজিলত আমাদের বোঝার তৌফিক দাও। 🤲🤲🤲আমিন।