Daffodil International University
Faculties and Departments => Allied Health Science => Topic started by: snlatif on November 22, 2013, 11:09:28 AM
-
১. অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি কারে এমন বস্তু ও স্থান এড়িয়ে চলুন।
২. বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন ও ধুলাবালুমুক্ত রাখুন।
৩. মঝেতে কার্পেট ব্যবহার করবেন না।
৪. নিত্য ব্যবহার্য যেমন বালিশ, তোশক, ম্যাট্রেসে তুলা বদলে স্পঞ্জ ব্যবহার করুন।
৫. শীতকালে অজু গোসলে গরম পানি ব্যবহার করুন।
৬. ধূমপান বর্জন করুন।
৭. অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টিকারী খাবার পরিহার করুন।
৮. ঠাণ্ডা পানি, খাবার, আইসক্রিম ইত্যাদি না খাবেন না।
৯. মানসিক চাপকে ইতিবাচকভাবে নিয়ন্ত্রণ করুন।
১০. পেশাগত কারণে শ্বাসকষ্ট হলে পেশা পরিবর্তনের সুযোগ থাকলে তা করুন।
১১. পরিশ্রমের শ্বাসকষ্ট বাড়লে পরিশ্রমের কাজ পরিহার করুন।
১২. বাগান এলাকায় বা শস্য ক্ষেতের কাছে যাবেন না।
১৩. বাইরে থেকে বাসায় ফিরে মাথার চুল এবং কাপড় ধুয়ে ফেলুন।
১৪. লাল-হলুদ ফল, শাকসবজি ও ভিটামিন সি ও ই সমৃদ্ধ খাবার নিয়মিত খাবেন।
১৫. নিয়মিত ব্যায়াম করুন।
সূত্রঃ:দেহ:: জীবনের ঠিকানা।