Daffodil International University

General Category => Common Forum => Topic started by: Mohammad Nazrul Islam on June 26, 2021, 10:33:24 AM

Title: দাগি -
Post by: Mohammad Nazrul Islam on June 26, 2021, 10:33:24 AM
ওরে, ও.. মুটে-মুজুর
উঠরে আজি জাগি;
বিপ্লবের এক ডাক তুলে ধর
হৃদয়ে নিয়ে রাগি।।

জ্বালাও-পুড়াও নীতি নিয়ে
জ্বালিয়ে দেহ-মন;
কার..রে তুরা, দু‘হাতে আজি
কংস রাজার ধন ।।

সারা দিনের অনাহারে
শ্রমের মুজুরদারী;
তাও দেবে না তবে কেন?
খাটিঁস শ্রমদারী ।।

পিতার মুখে ভাত জুঁটে না
মায়ের পরন খালি;
বোনের গায়ে আধঁ-খানা কাপড়
শত ছিন্ন তালি ।।

রক্ত চুষা বাদর ওরা
অর্থ কারি কারি:;
আমরা তাপি অনাহারি
কেন? করি সমুদ্দারী ।।

ভঙ্গরে তুরা ঐ পুজিঁবাদ
সাম্য নিয়ে ভাগি;
চেটিয়াদের নিমূর্লে আজ
হস‘না তুরা দাগি ।।

জীবন পাতের শেষের বেলায়
দাড়িঁ ভাঙ্গা কূলে;
জীবনমূখী ডাক তুলে ধর
সংগ্রামী এক বুলে।।
Title: Re: দাগি -
Post by: Anta on June 30, 2021, 04:23:12 PM
Thanks for sharing  :)