Daffodil International University

IT Help Desk => Telecom Forum => Topic started by: turin on January 28, 2018, 04:20:39 PM

Title: আইফোনে আসছে নতুন সুবিধা
Post by: turin on January 28, 2018, 04:20:39 PM

                                                                           আইফোনে আসছে নতুন সুবিধা

আইফোন টেনের উৎপাদন বন্ধের গুঞ্জনে মন ভেঙেছে অনেক অ্যাপল-ভক্তের। তাই শুধু আইফোন টেন নয়, সব আইফোন ব্যবহারকারীর জন্যই ভালো খবর দিতে চায় নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ইনকরপোরেটেড। সে জন্য আইফোনটি অবশ্য আইওএস ১১ সমর্থক হতে হবে।
অ্যাপল শিগগিরই আইওএস ১১-এর নতুন সংস্করণ ১১.৩ উন্মোচন করতে যাচ্ছে। নতুন এ সংস্করণটিতে এমন কিছু সুবিধা যোগ করা হচ্ছে যা ব্যবহারকারীর আইফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে। গত বুধবার এক বিজ্ঞপ্তিতে খবরটি প্রকাশ করে অ্যাপল।
পুরোনো মডেলের আইফোনগুলো ধীরগতির করে দেওয়ার খবর ফাঁসে সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়ে অ্যাপল। আইফোনের সে মডেলগুলোর ব্যাটারি যেন প্রসেসরকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, তাই এমনটা করা হয়েছিল বলে জানিয়েছে অ্যাপল। তাই নতুন আইওএস সংস্করণে তা বন্ধের সুবিধা যোগ করা হচ্ছে। অর্থাৎ ব্যাটারির জন্য স্মার্টফোন ধীরগতির হবে কি না, তা এখন ব্যবহারকারীর ইচ্ছাধীন।
এ ছাড়া আইওএসের নতুন সংস্করণে হেলথ-রেকর্ডস নামের সুবিধা যোগ করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারী তার শারীরিক অবস্থার তথ্য জানতে পারবে। একই সঙ্গে ওষুধ, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন, এমনকি শরীরে অ্যালার্জির অবস্থাও জানা যাবে। নতুন সংস্করণে অগমেন্টেড রিয়ালিটি সমর্থন উন্নয়ন করা হবে। যা দেয়াল বা অনুরূপ তল শনাক্ত করতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে দ্বিমাত্রিক বস্তু শনাক্ত করতেও নিজে থেকেই শিখবে এটি।
নতুনত্ব আসছে আইমেসেজেও। ব্যবসায়িক কথাবার্তা এবং মিটিংয়ের সময় নির্ধারণ করা যাবে আইমেসেজের নতুন সংস্করণে। লেনদেন অ্যাপ অ্যাপল পের নতুন সংস্করণ থাকবে। আর আইফোন টেন ব্যবহারকারীদের জন্য থাকছে নতুন অ্যানিমোজি চরিত্র।

source:www.prothomalo.com/technology/article/1419126/আইফোনে-আসছে-নতুন-সুবিধা
Title: Re: আইফোনে আসছে নতুন সুবিধা
Post by: Anuz on February 20, 2018, 11:40:35 PM
Good News for all.......