Daffodil International University

Health Tips => Health Tips => Appendix => Topic started by: Mrs.Anjuara Khanom on April 30, 2019, 10:48:54 AM

Title: কী করে চিনবেন অ্যাপেনডিসাইটিসের ব্যথা?
Post by: Mrs.Anjuara Khanom on April 30, 2019, 10:48:54 AM
আমাদের শরীরের একটি অপ্রয়োজনীয় অঙ্গের নাম অ্যাপেন্ডিক্স। আর এই অ্যাপেন্ডিক্সে কোনো কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ে যে সমস্যার সৃষ্টি হয় সেটি অ্যাপেনডিসাইটিস নামে পরিচিত। বিশ্বের প্রায় ৫ শতাংশ মানুষের ক্ষেত্রে অ্যাপেনডিসাইটিস প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে।

বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের সংযোগস্থলে বৃহদান্ত্রের সঙ্গে যুক্ত ছোট্ট একটি থলির মতো এই অঙ্গটিতে কোনো ভাবে খাদ্য বা ময়লা ঢুকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এ ক্ষেত্রে সময় মতো সময় মতো অস্ত্রোপচার করা না গেলে বা সমস্যা ধরা না পড়লে মৃত্যু পর্যন্ত হতে পারে!
অ্যাপেন্ডিক্সের সংক্রমণে পেটে ব্যথা হয়, এ কথা আমরা অনেকেই জানি। তবে ঠিক কোন ধরনের ব্যথা বা কী কী উপসর্গ দেখে বুঝবেন পেটে ব্যথার কারণ  অ্যাপেনডিসাইটিসের সংক্রমণ? আসুন আমাদের আজকের এই প্রতিবেদন থেকে তা জেনে নেওয়া যাক-

উপসর্গ ও লক্ষণসমূহ:

১) পেটে যন্ত্রণা হওয়া। সাধারণত নাভির কাছ থেকে শুরু করে পেটের ডান দিকের নিচে এই ব্যথা ছড়িয়ে পড়ে।

২) পেটে যন্ত্রণার সঙ্গে বমি বমি ভাব।

৩) বমি হওয়া।

৪) খিদে না পাওয়া।,

৫) কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সমস্যা।

৬) পেটের যন্ত্রণায় জ্বর আসা। তবে এ ক্ষেত্রে শরীরের তাপমাত্রা খুব বেশি হয় না।

‌‌

বিডি-প্রতিদিন/