Daffodil International University

IT Help Desk => Telecom Forum => Topic started by: arefin on March 26, 2012, 11:32:17 AM

Title: Home বাংলা উইকিপিডিয়া নিয়ে গ্রামীণফোনের উদ্য&
Post by: arefin on March 26, 2012, 11:32:17 AM
অনলাইন মুক্ত বিশ্বকোষ নিয়ে পৃথক দুটি উদ্যোগ নিয়েছে বেসরকারি মোবাইল ফোন পরিচালক গ্রামীণফোন। গ্রামীণফোন ব্র্যান্ডের মোবাইল ব্রাউজার অপেরা মিনিতে স্পিড ডায়ালিং বুকমার্ক হিসাবে যুক্ত করা হয়েছে বাংলা উইকিপিডিয়ার ঠিকানা।

Bangla Wiki

গ্রামীনফোনের এক বিবৃতিতে জানানো হয়েছে, আমরা নতুন পদক্ষেপটি নিয়েছে যাতে সব অপেরা মিনি ব্যবহারকারীরা তাদের ব্রাউজার স্ক্রিনের আইকনের সাহায্যে বাংলা উইকিপিডিয়া ব্যবহার করতে পারবে। অপেরা মিনি ব্যবহারকারীরা আজ থেকে লগ ইন করার পরে নতুন স্পিড ডায়াল দেখতে পাবেন। পুরনো সংস্করণের অপেরা মিনি গ্রাহকদের এই লিংক http://mini.opera.com/gp থেকে নতুন সংস্করণ ডাউনলোড করতে অনুরোধ করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রামীণফোন ইতোমধ্যেই উইকিপিডিয়ার সঙ্গে ৩ বছরের অংশীদারিত্ব স্বাক্ষর করেছে, যাতে তার গ্রাহকরা সহজেই এই অনলাইন জ্ঞানভাণ্ডারের সুযোগ গ্রহণ করতে পারে। বর্তমানে, বাংলা উইকিপিডিয়ায় ২৩,০০০ এরও বেশি প্রবন্ধ আছে যা কিছু নিবেদিত স্বেচ্ছাসেবী দ্বারা লেখা, এবং তারা সক্রিয়ভাবে উন্নত মানের লেখা দিয়ে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার লক্ষে কাজ করে যাচ্ছে। এই নতুন উদ্যোগ স্থানীয় উইকিপিডিয়া ব্যবহারকারীদের আরও অবদান রাখতে উৎসাহিত করবে এবং বাংলা উইকিপিডিয়াকে স্থানীয় ভাষায় জ্ঞানের বৃহত্তম উৎস হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেই উইকিপিডিয়ার সব কনটেন্ট পাওয়ার সুবিধা চালু করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক এবং রবি। উইকিপিডিয়ার কনটেন্ট এসএমএসের মাধ্যমে পেতে এসএমএসে গিয়ে Wikiবিষয় লিখে ৫৩৫৩ নাম্বারে এসএমএস করতে হবে। এরপর ফিরতি এসএমএসে উইকিপিডিয়ার কনটেন্টগুলো পাওয়া যাবে।
Title: Re: Home বাংলা উইকিপিডিয়া নিয়ে গ্রামীণফোনের উদ্
Post by: M Z Karim on March 27, 2012, 11:08:43 AM
Thank for sharing sir.