Daffodil International University

Health Tips => Health Tips => Reduce Fat /Weight Loss => Topic started by: Md. Zakaria Khan on March 13, 2018, 09:44:47 AM

Title: গ্যাস্ট্রিক সমস্যা দূর করে আদা চা
Post by: Md. Zakaria Khan on March 13, 2018, 09:44:47 AM

আদা চায়ের গুণাগুণ অনেক। যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের জন্য আদা চা-ই পারফেক্ট। আদা চায়ের উপকারি গুণের কারণে এর রয়েছে অনেকগুলো স্বাস্থ্যকারী দিক।

আদা চা রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতে এককাপ আদা চা আমাদের শরীরকে গরম করে আর ঠাণ্ডা লাগা এবং সর্দি কাশি থেকে দূরে রাখে।

সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তি দূর করতে এককাপ ধোঁয়া ওঠা আদা চা আপনার ক্লান্তিকে রাখবে দূরে আর করে তুলবে সতেজ।

বমি বমি ভাব হচ্ছে? এক কাপ আদা চা হতে পারে ভালো সমাধান। কোথাও যাওয়ার আগে কয়েক চুমুক আদা চা খান। উপকার পাবেন।

আদা চা হজমশক্তি বাড়ায়। এটি গ্যাস্ট্রিক সমস্যা সমস্যা দূর করে হজমে সাহায্য করে।

এক কাপ আদা চা শরীরের রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। এতে করে শরীরের নানা অংশে রক্তপ্রবাহ নিয়ন্ত্রণে থাকে।

শ্বাস নিতে কষ্ট দেখা দিলে এক কাপ আদা চা খেতে পারেন। বেশ উপকারী বন্ধু হিসেবেই কাজ করবে এটি।

বিডি-প্রতিদিন
Title: Re: গ্যাস্ট্রিক সমস্যা দূর করে আদা চা
Post by: Abdus Sattar on May 18, 2018, 12:56:26 PM
উপকারি পোষ্ট।
ধন্যবাদ।
Title: Re: গ্যাস্ট্রিক সমস্যা দূর করে আদা চা
Post by: Mousumi Rahaman on May 19, 2018, 03:11:58 PM
Informative tnks.... :) :)