Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Md. Rasel Hossen

Pages: 1 2 3 [4] 5 6 ... 20
46
শরীরে মেদ জমা করতে যে জিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা শনাক্ত করেছেন গবেষকেরা। কানাডার গবেষকেরা সম্প্রতি বিষয়টি নিয়ে গবেষণা করেন। টরোন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ফলের মাছি নিয়ে গবেষণা চালান।

গবেষক মার্লা সকোলস্কি দাবি করেন, তাঁদের গবেষণায় নড়াচড়া, খাওয়াদাওয়া ও মেদ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—এমন জিন পাওয়া গেছে।

‘জেনেটিকস’ সাময়িকীর অনলাইন সংস্করণে গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে।
গবেষকেরা ‘রোভারস’ নামের ফলের মাছিতে প্রচুর পরিমাণে মেদ সংরক্ষক ওই জিনের উপস্থিতি দেখতে পান। ওই জিন নড়াচড়া করা, কম খাওয়া ও হালকা-পাতলা থাকার জন্য ভূমিকা রাখে। ‘সিটার্স’ নামের মাছিতে ঠিক উল্টো ফল পান তাঁরা।

গবেষকেরা বলেন, মাছির ক্ষেত্রে যে গবেষণা প্রক্রিয়াটি চালানো হয়েছে, তা মানুষের স্থূলতার ক্ষেত্রেও প্রয়োগ করা যায়।

গবেষক মার্লা সকোলস্কি বলেন, সংরক্ষক জিনটি মাছির ও মানুষের ক্ষেত্রে একই রকম। অর্থাৎ, ডিএনএ সিকোয়েন্সে মিল রয়েছে।

সকোলস্কি আরও বলেন, মাছির মতো চিনির প্রতি দুর্বলতা, প্রচুর চর্বি জমানো ও কম নড়াচড়ার ঝোঁক থাকে তবে শরীরে মেদ জমবে। তথ্যসূত্র: জিনিউজ।

47
কম্পিউটার প্রযুক্তিতে নতুন কিছু যোগ করা মানুষের সব সময়ের চেষ্টা। তবে সেই চেষ্টায় আইবিএম যেন একবারে অনেকগুলো ধাপ পেরিয়ে গেল। কোনো একক পরমাণুতে তথ্য সংরক্ষণের পদ্ধতি উদ্ভাবন করেছে এই তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান।
বর্তমানের হার্ডডিস্ক ড্রাইভগুলোতে এক বিট তথ্য (০ বা ১) সংরক্ষণের জন্য দরকার হয় প্রায় ১ লাখ পরমাণু। গত বুধবার আইবিএম রিসার্চের এই গবেষণায় দেখানো হয়, কীভাবে আরও অনেক অল্প জায়গায় ডেটা সংরক্ষণ সম্ভব। অল্প বলতে ঠিক কতটা অল্প বোঝানো হয়েছে সেটাই প্রশ্ন। এখন এক পেনি মার্কিন মুদ্রার সমপরিমাণ জায়গায় আপনার ব্যক্তিগত গানের তালিকার সব গান সংরক্ষণ সম্ভব। আর আইবিএমের নতুন এই প্রযুক্তিতে সমপরিমাণ জায়গায় অ্যাপল মিউজিক স্টোরে থাকা সব গান, অর্থাৎ প্রায় ২ কোটি ৬০ লাখ গান ধারণ করা সম্ভব হবে।
প্রতি পরমাণুর আকারের এই হিসাবে ডেটা স্টোরেজ যন্ত্রে আমূল পরিবর্তন আসবে। স্মার্ট ঘড়ি বা আংটিতেই সব ব্যক্তিগত তথ্য কিংবা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য ধারণ কিংবা বহন করা সম্ভব হবে। আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং প্রযুক্তির বিকাশের জন্যও সেটি খুব গুরুত্বপূর্ণ। স্টোরেজের উন্নয়নে শেষ বড় পদক্ষেপ ছিল ঘূর্ণমান চৌম্বকীয় চাকতি থেকে ফ্ল্যাশ ড্রাইভের উদ্ভাবন।
তবে এখনো এই প্রযুক্তির বাস্তবায়ন সম্ভব হয়নি। এটি একটা রূপরেখা মাত্র। ডেটা স্টোরেজের বিকাশের এই রূপরেখা প্রকাশ করেন বিখ্যাত পদার্থবিদ রিচার্ড ফেইনম্যান। দীর্ঘদিন ধরে কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কাজ করছেন তিনি।
আরেক আইবিএম গবেষক ক্রিস লুৎজ অবশ্য বলেছেন, এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে পেতে আমাদের কয়েক দশক অপেক্ষা করতে হতে পারে। এই উদ্ভাবন মানে উৎপাদন নয়, বরং আমরা যদি পরমাণুর আকারে তথ্য সংরক্ষণ করতে পারি, তবে ব্যাপারটা কেমন দাঁড়ায় সে সম্পর্কে একটা ধারণামাত্র। এই ধারণার বাস্তবায়নের জন্য কম খরচে তথ্য ধারণের যন্ত্র, দ্রুত সেই তথ্য পাঠ করার প্রযুক্তি এবং দীর্ঘদিন সেই তথ্য সংরক্ষণের প্রযুক্তি উদ্ভাবন দরকার হবে।
সূত্র: সিনেট

48
যত বেশি সময় ফেসবুকে থাকবেন, তত বেশি একাকী বোধ করবেন। সাম্প্রতিক এক গবেষণায় এ বিষয়টির আবার প্রমাণ মিলেছে। গবেষণায় দেখা গেছে, যাঁরা দিনে দুই ঘণ্টার বেশি সময় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে কাটান, তাঁরা নিজেদের বেশি একাকী মনে করেন।
এর আগেও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের সঙ্গে একাকিত্বের সম্পর্কের বিষয়টি কয়েকটি গবেষণায় উঠে এসেছিল। এবারে যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের গবেষকেরা বিষয়টি নিয়ে গবেষণা করে একই রকম ফল পেয়েছেন।গবেষণায় দেখা গেছে, তরুণেরা যত বেশি সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কাটান, তত বেশি তাঁদের মধ্যে একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতার অভিজ্ঞতা জন্মাতে থাকে।
গবেষণা প্রবন্ধের মূল লেখক ব্রায়ান আ. প্রিমাক বলেন, মানসিক সমস্যার সঙ্গে সামাজিক বিচ্ছিন্নতার বিষয়টি তরুণদের মধ্যে মারাত্মক আকার ধারণ করছে।
গবেষকেরা ১৯ থেকে ৩২ বছর বয়সী ১ হাজার ৭৮৭ জন ব্যক্তির সঙ্গে কথা বলে গ্রহণযোগ্য পদ্ধতিতে সামাজিক একাকিত্বের বিষয়টি নির্ণয় করেছেন।


গবেষকেরা বলেন, যাঁরা দিনে ৩০ মিনিট সামাজিক যোগাযোগের সাইটে কাটান, তাঁরা তুলনামূলকভাবে দুই ঘণ্টার বেশি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে কাটানো মানুষের চেয়ে কম একাকিত্ব বোধ করেন।

প্রিমাক বলেন, মানুষ স্বভাবতই সামাজিক জীব। কিন্তু আধুনিক জীবনধারা একত্র করার পরিবর্তে আলাদা করে ফেলছে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটকে সামাজিক দূরত্ব দূর করার সুযোগ মনে করা হলেও গবেষণা বলছে, এটা কাঙ্ক্ষিত সমাধান নয়।

২০১৪ সালে এ গবেষণা চালিয়েছিলেন গবেষকেরা। ওই বছরেই অস্ট্রেলিয়ার গবেষকেরা দেখেছিলেন, নারীরা যত বেশি ফেসবুকে পোস্ট দেন, তত বেশি একাকিত্ব বোধ করেন। তথ্যসূত্র: সিনেট।

49


গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে এনেছে এনভিডিয়ার জিটিএক্স-১০ সিরিজের গ্রাফিকস কার্ড ইএক্স-জিটিএক্স ১০৫০টিআই-ও৪জি। গ্রাফিকস কার্ডটিতে একটি করে ডিভিআই, এইচডিএমআই ও ডিসপ্লে পোর্ট রয়েছে। এর মেমোরি ইন্টারফেস ১২৮ বিট। এই গ্রাফিকস কার্ডটিতে নতুন প্রযুক্তির ফ্যান ব্যবহার করায় এটি সহজে গরম হয় না। দাম ১৭,৫০০ টাকা।

50

সম্প্রতি দেশের বাজারে এক্স সিরিজে নতুন স্মার্টফোন হিসেবে এক্স ফোর প্রো উন্মুক্ত করেছে ওয়ালটন। ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। ফলে স্মার্টফোনটিতে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। একবার ফুলচার্জ দিয়ে দীর্ঘক্ষণ এইচডি মানের ভিডিও কনটেন্ট দেখা যায় এতে। এক্সপ্রেস ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দুই ঘণ্টায় পূর্ণ চার্জ হয় ফোনটিতে।

সম্প্রতি ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এক্স ফোর প্রো ফোনটি বাজারে ছাড়ে ওয়ালটন। বেশ কিছু উন্নত ফিচারের কারণে এটি গ্রাহকের কাছে ইতিবাচক সাড়া পেয়েছে। এর উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে দ্রুতগতির ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার। ৮ দশমিক ২ মিলিমিটার পুরুত্বের ফোনটির হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এটি ০.৩ সেকেন্ডের মধ্যে সেটটি আনলক করতে পারে। ফোনটিতে রয়েছে ৬৪ বিটের ২ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর। এর র‍্যাম ৪ জিবি। গেমিংয়ের জন্য ব্যবহৃত হয়েছে মালি টি-৮৬০ গ্রাফিকস। এর ইন্টারনাল মেমোরি ৬৪ জিবি। ১২৮ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি সমর্থন করে।

ধাতব কাঠামোর ফোনটিতে ব্যবহৃত হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। সাড়ে পাঁচ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিনে আঘাত ও আঁচড় প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়েছে চতুর্থ প্রজন্মের কর্নিং গরিলা গ্লাস।

স্মার্টফোনটির পেছনে ১৬ মেগাপিক্সেল ও সামনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। পেছনের ক্যামেরার অ্যাপারচার এফ ২.০। কানেক্টিভিটির জন্য আছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং, ওয়াই-ফাই হটস্পট, ওটিএ ও ওটিজি সুবিধা। ইউএসবি কিবোর্ড, গেমিং কনসোল ও পেনড্রাইভ ব্যবহার সুবিধাও আছে এতে।

দুই সিম সুবিধার ফোনটি থ্রিজি ও ফোরজি সমর্থন করে। ফোনটির দাম ২৮ হাজার ৯৯০ টাকা। কিস্তিতেও এটি কেনার সুবিধা আছে।

51
লিউড তারকা সালমান খান মোবাইল ফোন ব্যবসা শুরু করতে যাচ্ছেন। শিয়াওমি, অপো, ভিভোর মতো ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন আনার পরিকল্পনা রয়েছে তাঁর।

সম্প্রতি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে সালমান খানের বিয়িং হিউম্যান নামের কাপড়ের ব্র্যান্ড রয়েছে। তাঁর স্মার্টফোন ব্যবসা শুরুর জন্য ‘বিয়িং স্মার্ট’ নামের ব্র্যান্ড নাম নিবন্ধন করেছেন। বিয়িং স্মার্টের স্মার্টফোনগুলোর দাম ২০ হাজার রুপির কম হতে পারে।

52
কম্পিউটারে ডেটা নিরাপদ রাখতে উইন্ডোজ ১০-এ অনেক সুবিধা আছে। সমস্যাটা হলো সুবিধার পরিমাণ একটু বেশিই। আর নিরাপত্তা নিয়ে সব সুবিধা এক জায়গায় না থাকায় খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। কোন কাজের জন্য কোন পাতা খুলতে হবে, তা জানা না থাকলে তো মোটামুটি অসম্ভব।
ব্যবহারকারীদের এই সমস্যা সমাধানে মাইক্রোসফট উইন্ডোজ ১০-এর নিরাপত্তা সেটিংস সহজ করা হচ্ছে। যাতে ব্যবহারকারীরা এক কন্ট্রোল প্যানেলেই নিরাপত্তার সব সুবিধাগুলো পেয়ে যান। আগামী এপ্রিলে উইন্ডোজ ১০-এর একটি নতুন হালনাগাদ আসছে। নতুন এই সংস্করণে ব্যবহারকারীদের জন্য থাকবে নতুন একটি ড্যাশবোর্ড যেখানে উইন্ডোজ ১০-এর সব নিরাপত্তাসুবিধা একসঙ্গে পাওয়া যাবে, সহজেই ইচ্ছামতো যখন যেটি প্রয়োজন সেটি ব্যবহার করা যাবে।
মাইক্রোসফট নতুন এই ড্যাশবোর্ডটির নাম দিয়েছে ‘উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটি সেন্টার’। নতুন এই সিকিউরিটি সেন্টারের বৈশিষ্ট্য হলো এতে মাইক্রোসফট উইন্ডোজ ১০-এর নিরাপত্তা এবং যন্ত্রের সুরক্ষার জন্য পাঁচ ধরনের নিরাপত্তাসুবিধা আছে। সুবিধাগুলো হলো ভাইরাস এবং সাইবার হুমকি থেকে সুরক্ষা, যন্ত্রের সুরক্ষা ও স্বাস্থ্য, ফায়ারওয়াল ও নেটওয়ার্ক সুরক্ষা, অ্যাপ্লিকেশন ও ব্রাউজার নিয়ন্ত্রণ এবং ফ্যামিলি অপশন।
একই পাতা থেকে ব্যাটারি ব্যবহারের পরিসংখ্যান থেকে ম্যালওয়্যার স্ক্যানের সময় নির্ধারণ পর্যন্ত সবকিছুতেই পাওয়া যাবে। এই নতুন সিকিউরিটি সেন্টারের উদ্দেশ্য সম্পর্কে মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়, এতে ব্যবহারকারীরা তাদের যন্ত্রের নিরাপত্তা সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল থাকবে এবং নিরাপত্তাব্যবস্থা সহজ করতে সাহায্য করবে এটি।
মোখলেছুর রহমান, সূত্র: ফোর্বস

53

এখন মানুষ শুধু কম্পিউটার বা মুঠোফোনে ডেটার সুরক্ষা নিয়ে ভাবেন না; ভাবেন ইন্টারনেটের নিরাপত্তা নিয়েও। আর এ কারণে কম্পিউটারের নিরাপত্তায় অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহারের পাশাপাশি ইন্টারনেটের নিরাপত্তার জন্য ব্যবহার করছেন ইন্টারনেট সিকিউরিটিও। আর যাঁরা আরেকটু বেশি চান, নিরাপত্তা নিয়ে একটু বেশি ভাবেন, তাঁরা পূর্ণাঙ্গ নিরাপত্তার সফটওয়্যার কিংবা প্রযুক্তিগত ব্যবস্থা নিয়ে থাকেন। এ ধরনের সফটওয়্যারের বৈশিষ্ট্য হচ্ছে, কম্পিউটার ও ইন্টারনেট নিরাপত্তার সব সুবিধা তো মিলবেই, পাওয়া যাবে অতিরিক্ত কিছু সুবিধাও।

সাধারণত, অ্যান্টি ভাইরাস সফটওয়্যারের বৈশিষ্ট্য হলো দ্রুত কম্পিউটার স্ক্যান করা, ইউএসবি ড্রাইভ স্ক্যান ও দ্রুত নিরাপত্তা দেওয়া। আর স্প্যাম দূর করে ইন্টারনেট ব্যবহারকারীর নিরাপত্তা দেয় ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যারগুলো। অন্যদিকে টোটাল সিকিউরিটি একসঙ্গে সবই করে। বাজারে অনেক ধরনের অ্যান্টি ভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল সিকিউরিটি সফটওয়্যার পাওয়া যায়। প্রতিটির বৈশিষ্ট্য প্রায় একই রকম। আবার ভিন্নতাও রয়েছে কিছু। কী কী সুবিধা আছে এবং ঘরে কিংবা অফিসে, নাকি ব্যবহারকারী কতজন তার ওপর নির্ভর করে দাম। এই প্রতিবেদনে থাকছে কিছু অ্যান্টি ভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল সিকিউরিটি সফটওয়্যারের খোঁজ।

রিভ অ্যান্টিভাইরাস

অ্যান্টি ভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল সিকিউরিটি—তিনটিই রয়েছে রিভের। বাংলাদেশি প্রতিষ্ঠানের তৈরি এটি। এক বছর মেয়াদি একক ব্যবহারকারীর জন্য দাম পড়বে ৪৯০ টাকা। রিভের এক বছর মেয়াদি একক ব্যবহারকারীর জন্য ইন্টারনেট সিকিউরিটির দাম পড়বে ৮৯০ টাকা। আর টোটাল সিকিউরিটির জন্য এক বছর মেয়াদি একক ব্যবহারকারীর দাম পড়বে ১ হাজার ৪৫০ টাকা। রিভ সিস্টেমসের সহকারী ব্যবস্থাপক ওয়ালিউর রশিদ বলেন, তাঁদের ইন্টারনেট সিকিউরিটির মাধ্যমে নির্দিষ্ট কোনো ওয়েবসাইট ব্লক করে রাখা যাবে এবং সেই ওয়েবসাইটে কেউ প্রবেশ করার চেষ্টা করলেও জানা যাবে। রয়েছে বিনা মূল্যে পরীক্ষামূলক (ট্রায়াল) সংস্করণও। www.reveantivirus.com/bd ওয়েবসাইট থেকে ২৪ ঘণ্টা গ্রাহকসেবাও পাওয়া যাবে।

ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস

ব্যক্তিগত ব্যবহার, ক্ষুদ্র-মাঝারি ব্যবহার ও বড় আকারের প্রতিষ্ঠানে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য ক্যাসপারস্কি অ্যান্টি ভাইরাস পাওয়া যায়। ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি, সিকিউরিটি ফর ম্যাক রয়েছে। ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি-২০১৭ একজন ব্যবহারকারীর জন্য পাওয়া যাচ্ছে ৮০০ টাকা এবং তিনজন ব্যবহারকারীর জন্য দাম ১ হাজার ৬৫০ টাকা।

ম্যাকাফি অ্যান্টিভাইরাস

ইনটেলের অ্যান্টিভাইরাস পণ্য ম্যাকাফির ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল প্রোটেকশন নামে দুটি অ্যান্টি ভাইরাস সফটওয়্যার আছে দেশের বাজারে। দেশে ম্যাকাফির পরিবেশক কম্পিউটার ভিলেজের পরিচালক তৌফিক এলাহী বলেন, মূলত এই অ্যান্টি ভাইরাস যখন অনলাইনে যুক্ত হয়, তখন কম্পিউটারের সুরক্ষা যেমন দেবে, তেমনি ইন্টারনেটের নিরাপত্তাও দেবে। এক বছর মেয়াদি একক ব্যবহারকারীর জন্য ইন্টারনেট সিকিউরিটির দাম পড়বে ১ হাজার টাকা এবং টোটাল প্রোটেকশনের দাম পড়বে ১ হাজার ৫০০ টাকা। তবে কম্পিউটার ভিলেজের ২০ বছরে পদার্পণ উপলক্ষে ছাড় দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল প্রোটেকশন পাওয়া যাবে যথাক্রমে প্রায় ৬০০ ও ১০০০ টাকায়।

অ্যাভিরা অ্যান্টিভাইরাস

অ্যাভিরার মূল বৈশিষ্ট্য হলো বিনা মূল্যে সংস্করণের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। আপনার পুরো অনলাইন জীবনজুড়ে ব্যবহার করতে পারবেন। অ্যাভিরা প্রোর দাম পড়বে ৫৫০ টাকা।

ই-স্ক্যান অ্যান্টিভাইরাস

ই-স্ক্যান ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল সিকিউরিটির দাম পড়বে যথাক্রমে ৪৯৯ ও ৫৫০ টাকা।

ই-সেট অ্যান্টিভাইরাস

বাজারে রয়েছে ই-সেটের স্মার্ট সিকিউরিটি। একজন ব্যবহারকারীর জন্য দাম পড়বে ১০৯৯ টাকা। তবে বাজারে ছাড়ে পাওয়া যাচ্ছে এই অ্যান্টি ভাইরাস। এর বাইরেও রয়েছে মোবাইল সিকিউরিটি হোম সংস্করণ।

প্যান্ডা অ্যান্টিভাইরাস

একজন ব্যবহারকারীর জন্য প্যান্ডা ইন্টারনেট সিকিউরিটির দাম ৪৯৯ টাকা।

ট্রেন্ড মাইক্রো অ্যান্টিভাইরাস

তথ্যের সুরক্ষা তো দেয়ই, ক্ষতিকর ওয়েবসাইট থেকে ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদ রাখে। একজন ব্যবহারকারীর এক বছরের জন্য ইন্টারনেট সিকিউরিটির দাম ৯৯০ টাকা।

এর বাইরেও ইন্টারনেট থেকে বিনা মূল্যে নামানো যাবে বিভিন্ন অ্যান্টি ভাইরাস। রয়েছে পরীক্ষামূলক সংস্করণও। স্মার্টফোনের জন্যও বাজারে রয়েছে বিভিন্ন অ্যান্টি ভাইরাস। এ ক্ষেত্রে অ্যাভিরা, অ্যাভাস্ট উল্লেখযোগ্য।

54
দেশের বাজারে জেড এয়ার প্রো ব্র্যান্ডের সাশ্রয়ী ল্যাপটপ বিপণন শুরু করেছে আই লাইফ টেকনোলজি ইনকরপোরেশন নামের একটি প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি এই ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৮ হাজার মিল্যিআম্পিয়ার ব্যাটারি, ৩২ জিবি স্টোরেজ, ২ জিবি র‍্যাম। উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর এই ল্যাপটপের ওজন এক দশমিক ২৫ কেজি।

আই লাইফের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ল্যাপটপ দিয়ে এমএস ওয়ার্ড, এক্সেল, প্রেজেন্টেশন, ইমেইলের মতো কাজগুলো সহজে করা যায়। এক্সটারনাল হার্ডডিস্ক, পেনড্রাইভ সমর্থন করে এটি। এর দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।

55
ট্যাক্সিসেবার ডিজিটাল রূপের উদাহরণ টানতে উবারের নাম নিতেই হয়। হাতের মুঠোয় ট্যাক্সিসেবা এনে দিয়ে জনপ্রিয়তার শীর্ষেই ছিল অ্যাপভিত্তিক এই সেবা। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিমবিদ্বেষী বিভিন্ন সিদ্ধান্ত প্রথমে সমর্থন জানিয়ে সেই জনপ্রিয়তা হারিয়েও ছিল। সেই রেশ কাটিয়ে উঠতে না উঠতেই আবারও সমালোচনায় এল উবার এবং তাদের গ্রেবল সফটওয়্যার।
বিশ্বের কয়েকটি দেশে উবার নিষিদ্ধ। এ ছাড়া বোস্টন, প্যারিস, লাসভেগাস শহর এবং চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে উবার চলত সরকারের কিছু বিধিনিষেধ মেনে। তবে এমন নিষেধাজ্ঞা আর আইন ফাঁকি দিতেই উবার ‘গ্রেবল’ নামে একটি সফটওয়্যার তৈরি করেছিল। গ্রেবল অ্যাপ উবার ব্যবহারকারীর অভ্যাস ও স্মার্টফোনে থাকা তথ্য পর্যবেক্ষণ করতে সক্ষম। ভৌগোলিক অবস্থান এবং ক্রেডিট কার্ডের তথ্য ব্যবহার করে কোনো ব্যক্তি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে জড়িত কি না, তাও যাচাই করে এই অ্যাপটি। গ্রেবলের মাধ্যমে সংগৃহীত তথ্য থেকে উবার চালকদের পর্যবেক্ষণ করছেন এমন কর্মকর্তাদের শনাক্ত করে। আর সন্দেহভাজন কেউ শনাক্ত হলে অ্যাপটি তাদের বুকিং বাতিল করে দেয়।
গত শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে গ্রেবলের গোপন অস্তিত্বের কথা প্রকাশ পায়। নাম প্রকাশ না করার শর্তে বর্তমান এবং সাবেক চারজন উবারকর্মীর বরাতে এসব তথ্য প্রকাশ করা হয়। কিন্তু তা সত্ত্বেও গ্রেবলের সাফাই গেয়েছে উবার। তাঁরা বলেন, তাঁদের সেবার শর্ত লঙ্ঘনকারী প্রতারক ব্যবহারকারীদের শনাক্ত করতেই গ্রেবল ব্যবহার করা হয়। এ ছাড়া কেউ উবারচালককে শারীরিকভাবে ক্ষতি করছে কি না কিংবা অন্য প্রতিযোগীরা তাদের পদক্ষেপে বাধা দিচ্ছে কি না বা চালককে বিপদে ফেলতে কোনো আইন প্রয়োগকারী কর্মকর্তার সঙ্গে মিলিত হচ্ছে কি না, এমন বিষয়গুলোই নজরদারি করে এই গ্রেবল সফটওয়্যার। তবে গ্রেবলের ব্যবহার কতটুকু আইনানুগ তা নিয়েই এখন আলোচনা-সমালোচনা আন্তর্জাতিক অঙ্গনে।

56
ভার্চ্যুয়াল রিয়্যালিটি ও অগমেনটেড রিয়্যালিটি প্ল্যাটফর্মের জন্য আরও বেশি কনটেন্ট তৈরিতে জোর দিচ্ছে ফেসবুক। সম্প্রতি স্যামসাংয়ের গিয়ার ভিআর হেডসেটের জন্য একটি নতুন অ্যাপ্লিকেশনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ অ্যাপটির নাম ফেসবুক ৩৬০। ভার্চ্যুয়াল রিয়্যালিটির দুনিয়ায় এটাই ফেসবুকের প্রথম অ্যাপ্লিকেশন।

ফেসবুকের অকুলাস স্টোরের তথ্য অনুযায়ী, অ্যাপটি হবে ওয়ান-স্টপ শপ। ফেসবুকের বন্ধু বা যাঁদের ফলো করা হচ্ছে, তাঁদের কোনো কিছু যাতে মিস না হয়, সে ব্যবস্থা করে দেবে অ্যাপটি। সংরক্ষণ করে রাখা ৩৬০ ফটো ও ভিডিও দেখার ও উপভোগ করার জন্য তৈরি করা হচ্ছে অ্যাপটি।

অ্যাপটির মূল কাজ হবে ৩৬০ ডিগ্রি ভিডিও এবং ছবি গিয়ার ভিআরে দেখানো। এই কনটেন্টগুলো আসবে ব্যবহারকারীর টাইমলাইন থেকে। ৩৬০ কনটেন্ট ব্যবহারকারী যেগুলো পরে দেখার জন্য সংরক্ষণ করে রাখবেন বা নিজে তৈরি করবেন, সব কয়টি এ অ্যাপ দিয়ে ব্যবহার করা যাবে। মেনু বারের চারটি ক্যাটাগরি থেকে ব্যবহারকারী তা নির্ধারণ করতে পারবেন। এ ছাড়া এই ভিডিও ও ছবি শেয়ার করা যাবে।

গত বছরে স্যামসাং গ্যালাক্সি এস ৭ স্মার্টফোন উদ্বোধনের সময় হাজির হয়ে গিয়ার ভিআর নিয়ে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছিলেন, ‘এ বছর লাখো মানুষের হাতে থাকবে গিয়ার ভিআর।’ জাকারবার্গ গিয়ার ভিআর দিয়ে ভিআর অ্যাপসের সাহায্যে ফেসবুকের কিছু ৩৬০ ভিডিও দেখেন। এবার ফেসবুক নিজস্ব অ্যাপ তৈরি করে ফেলেছে। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।

57

অ্যান্ড্রয়েডে আসছে নতুন স্মার্ট ফিচার

অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের জন্য নতুন সহকারী ফিচার তৈরিতে কাজ করছে গুগল। এই ফিচারটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল সঙ্গে প্রতিযোগিতার জন্য নতুন ফিচারগুলো গুগলকে সাহায্য করবে। আইওএস প্ল্যাটফর্মে অ্যাপগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যবহারকারীদের কাছে তুলে ধরছে অ্যাপল। গুগল পরবর্তী অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সংস্করণ ‘ও’-তে এই ফিচার যুক্ত করবে।

চলতি বছরের মে মাস নাগাদ গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন আই/ওতে পরবর্তী প্রজন্মের অ্যান্ড্রয়েড সংস্করণ ঘোষণা দেবে গুগল।

ভেঞ্চারবিটের প্রতিবেদনে জানানো হয়, গুগল যেসব ফিচার নিয়ে কাজ করছে, এর মধ্যে একটি হচ্ছে ‘কপি লেস’ নামের ফিচার। এটি ব্যবহার করে একটি অ্যাপ থেকে টেক্সট কাট করে অন্য অ্যাপে বসানো যাবে। অবশ্য এটি অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ, নাকি গুগল জিবোর্ড অ্যাপে বসানো হবে, তা জানা যায়নি।

গুগল নির্দিষ্ট কিছু অ্যাপ হালনাগাদ করার পরিকল্পনাও করেছে। এ ছাড়া জেশ্চার নামে নতুন ফিচার আসতে পারে অ্যান্ড্রয়েডে। জেশ্চার ব্যবহার করে স্ক্রিনে কোনো অক্ষর লিখতে এমন তথ্য দেখা যাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।

58
বাংলাদেশ সফরে এসেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক গুগল গ্লাস স্টার্টআপ ও স্বাস্থ্যসেবা কোম্পানি অগমেডিক্সের সহপ্রতিষ্ঠাতা পেলু ট্র্যান ও ভেঞ্চার পার্টনার স্টিভেন ইয়েসিয়েস। বাংলাদেশ থেকে আগামী পাঁচ বছরে সাত হাজার কর্মী (রিমোট স্ক্রাইব) নিয়োগের পরিকল্পনা তাঁদের। গতকাল শুক্রবার রাজধানীর অগমেডিক্স ভবনে এক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান তাঁরা।

অগমেডিক্সের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, বাংলাদেশে বসে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের কাজে সহযোগিতা করার সুযোগ হিসেবে অগমেডিক্স সাত হাজার স্ক্রাইব তৈরির পরিকল্পনা করছে। স্ক্রাইব মূলত দূর থেকে চিকিৎসকদের প্রয়োজনীয় সহযোগিতার কাজটি করবেন। চিকিৎসক যখন গুগল গ্লাস চোখে রোগী দেখবেন, তাঁর সামনে রোগীর তথ্য সরবরাহ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার দায়িত্ব থাকবে স্ক্রাইবের। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের চিকিৎসাসেবার তথ্য বাংলাদেশের এই স্ক্রাইবরা করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, সচিব সুবীর কিশোর চৌধুরী, অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হকসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

অনুষ্ঠানে জুনাইদ আহমেদ বলেন, বাংলাদেশ এখন উঠতি প্রযুক্তির জন্য গন্তব্যে পরিণত হয়েছে। দেশের মেধাবী তরুণদের উদ্ভাবনের ক্ষেত্র হিসেবে অগমেডিক্স একটি উদাহরণ। সাত হাজার স্ক্রাইব তৈরির বিষয়টি প্রশংসনীয় উদ্যোগ। সরকারের আইসিটি মন্ত্রণালয়ের এলআইসিটি প্রোগ্রাম অগমেডিক্সের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবল সরবরাহ করতে কাজ করছে।

অগমেডিক্সের সহপ্রতিষ্ঠাতা পেলু ট্র্যান বলেন, ‘অগমেডিক্সের পরিচালনা কাজে ও যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে মেধাবী স্ক্রাইবদের সংযোগ ঘটাতে বাংলাদেশ একটি আদর্শ জায়গা। বাংলাদেশের তরুণেরা এখন ইংরেজি ভালো জানেন। এ ছাড়া দেশের অধিকাংশ মানুষ বয়সে তরুণ। তরুণেরা এখন প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠছেন, যা বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতে সম্ভাবনা তৈরি করছে।

অগমেডিক্সের কর্মকর্তারা বলেন, অগমেডিক্সে বাংলাদেশ থেকে স্ক্রাইব নিয়োগ ছাড়াও এর মূল ‘অগমেডিক্স সফটওয়্যার’-এর ধারণা (কনসেপ্ট) ও উন্নয়ন ‘মেড ইন বাংলাদেশ’।

ভেঞ্চার পার্টনার স্টিভেন ইয়েসিয়েছ বলেন, ‘বাংলাদেশ টিমের মান নিয়ে আমরা খুবই খুশি এবং তারা অগমেডিক্সের উন্নয়নে অনেক অবদান রাখছে।’

২০১২ সালে যাত্রা শুরু করে অগমেডিক্স। বাংলাদেশি বংশোদ্ভূত ইয়ান শাকিল ও সহপ্রতিষ্ঠাতা পেলু ট্র্যান অগমেডিক্সের উদ্যোক্তা। এ উদ্যোগ যুক্তরাষ্ট্রের বড় পাঁচটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ১৭ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে। অগমেডিক্স যুক্তরাষ্ট্রের ৩০টিরও বেশি অঙ্গরাজ্যে প্রাইমারি কেয়ার ডক্টর, স্পেশালিস্ট ও সার্জনদের সেবা দিয়ে আসছে, যারা প্রতিদিন প্রায় পাঁচ হাজার রোগী দেখেন।

59


রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে ৩০ মার্চ থেকে শুরু হচ্ছে ‘সিটিআইটি ২০১৭ মেলা’। ‘কম্পিউটার পণ্য সবার জন্য’ এই স্লোগানকে সামনে রেখে এবারের মেলা আয়োজন করা হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেলা আয়োজকেরা।

৭ এপ্রিল শেষ হবে নয় দিনের এ মেলা। প্রতিবারের মতো এবারও মেলায় থাকছে প্রতিটি প্রযুক্তিপণ্যের ওপর মূল্যছাড় অথবা সঙ্গে উপহার। এ ছাড়া রয়েছে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল আলোকচিত্র, কুইজ প্রতিযোগিতাসহ আরও নানা আয়োজন।

মেলায় প্রবেশ টিকিটের দাম ২০ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে এতে প্রবেশের সুযোগ পাবে। সিটিআইটি ২০১৭-এর দর্শনার্থীদের জন্য প্রতিদিনই থাকছে র‍্যাফেল ড্র। এতে থাকবে ল্যাপটপসহ ১০টি আকর্ষণীয় উপহার। বিজ্ঞপ্তি

60


স্বাস্থ্যসেবাভিত্তিক নতুন ব্যবসায় উদ্যোগ (স্টার্টআপ) অগমেডিক্স আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে সাত হাজারের বেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। ১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর অগমেডিক্স ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ।
অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, অগমেডিক্সের সহপ্রতিষ্ঠাতা পেলো ট্র্যান এবং অগমেডিক্সের শীর্ষ বিনিয়োগকারী অরবিমেডের ভেঞ্চার পার্টনার স্টিভেন ইয়েসিয়েছ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিয়োগ পরিকল্পনা নিয়ে পেলো ট্র্যান ও স্টিভেন ইয়েসিয়েছ চলতি সপ্তাহে বাংলাদেশ সফর করছেন এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে প্রতিষ্ঠানটির নিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। পরবর্তী পাঁচ বছরে যাঁরা নিয়োগ পাবেন, তাঁরা মার্কিন চিকিৎসকদের দূরবর্তী (রিমোট) ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তি

Pages: 1 2 3 [4] 5 6 ... 20