Daffodil International University

Fair and Events => Students' Activities => Topic started by: Fahmi Hasan on November 01, 2016, 01:43:08 PM

Title: Meet the Press: A promise of Daffodilians: Our Parents will always be with us.
Post by: Fahmi Hasan on November 01, 2016, 01:43:08 PM
পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ‘আজীবন মা-বাবার সাথে থাকার এবং বয়স্কদের অধিকার ও সেবা প্রদানের আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেছে। আজ ৩১ অক্টোবর সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত “Our Parents will always be with us” শীর্ষক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ শপথ গ্রহণ করে।

(https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-9/14633091_665909286904660_7040780168066609237_n.jpg?oh=f24d9b45ae84defa5fa8e48a00c26080&oe=58A2BA67)
এ উপলক্ষ্যে শিক্ষার্থীদের অয়োজনে এবং এজিং সাপোর্ট ফোরাম ও স্টুডেন্টস’ এফেয়ার্স, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগীতায় একটি সাইকেল র‌্যালী সকাল ১০টায় বিশ^বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে সমবেত হয়ে সংবাদ সম্মেলনে যোগ দেয়।
(https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-9/14937396_665909293571326_5891616262902315875_n.jpg?oh=87d8192963658219c8c3ba37734eef89&oe=589E8EED)
(https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-9/14910364_665909403571315_3185792582121660514_n.jpg?oh=84d432489678d9e499cbcdc67b2ab069&oe=58D401C6)
সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে শপথ বাক্য পাঠ করান বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী কাজী মেজবাউর রহমান মিশু এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী আসিফুর রহমান পিয়াস। সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিবিএর শিক্ষার্থী তানভীর আহমেদ খান, মোঃ ইসমাইল সিদ্দিকী, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী সুমনা ইসলাম, গাজী আনিসুর রহমান এবং ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শামীমা আক্তার।
(https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-9/14906901_665909423571313_2106528438105622914_n.jpg?oh=6e4a1fb29dfd60fd930858a51e17bf7f&oe=588BC519)

Title: Re: Meet the Press: A promise of Daffodilians: Our Parents will always be with us.
Post by: Anuz on November 17, 2016, 11:35:47 AM
Wow.......Good Initiative