Daffodil International University

Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: tany on April 09, 2019, 01:57:22 PM

Title: ইন্টারনেট সেবায় আসছে অ্যামাজনের ৩০০০ স্যাটেলাইট
Post by: tany on April 09, 2019, 01:57:22 PM
দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দিতে তিন হাজারের বেশি স্যাটেলাইটের নেটওয়ার্ক বানাতে যাচ্ছে অ্যামাজন। ‘প্রজেক্ট কুইপার’-এর আওতায় এই সেবা চালু করা হবে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে ই-কমার্স জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে স্যাটেলাইটগুলো ছাড়া হবে। এতে বিশ্বের যেসব অঞ্চলের মানুষ ব্রডব্যান্ড ইন্টারনেটের মৌলিক অ্যাকসেসও পায় না তারা কম বাধায় দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগ পাবেন।

আগের মাসেই ইউনাইটেড নেশন’স ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নে প্রকল্পের বিস্তারিত জানিয়ে নথি জমা দিয়েছে অ্যামাজন।

এই স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্পে ইলন মাস্কের স্পেসএক্স এবং এয়ারবাসের ওয়ানওয়েবের সঙ্গেও জোরালো প্রতিদ্বন্দ্বীতা করতে হবে অ্যামাজনকে। ইতোমধ্যেই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম ছয়টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে ওয়ানওয়েব।

প্রথাগত যোগাযোগ স্যাটেলাইটের বদলে পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে শত শত বা হাজারো ক্ষুদ্র স্যাটেলাইট দিয়ে ডেটা নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে কাজ করছে স্পেসএক্স, লিওস্যাট এন্টারপ্রাইজ এবং কানাডার টেলিস্যাট। লেজার প্রযুক্তি এবং এবং কম্পিউটার চিপ উন্নত হওয়ায় এটি সম্ভব হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্যাটেলাইট গুচ্ছের মধ্যে কিছু সংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলতি বছরের শুরুতে কানাডা’র টেলিস্যাটের সঙ্গে চুক্তি করেছে অ্যামাজন প্রধান জেফ বেজোসের রকেট প্রতিষ্ঠান ব্লু অরিজিনও।
source:bdnews24
Title: Re: ইন্টারনেট সেবায় আসছে অ্যামাজনের ৩০০০ স্যাটেলাইট
Post by: Mst. Eshita Khatun on April 09, 2019, 02:00:48 PM
Thanks for sharing
Title: Re: ইন্টারনেট সেবায় আসছে অ্যামাজনের ৩০০০ স্যাটেলাইট
Post by: tasnim.eee on June 20, 2019, 06:41:00 PM
Thanks for sharing