Daffodil International University

DIU Activities => Campus Tour => DIU Transport => Topic started by: Sultan Mahmud Sujon on January 11, 2020, 12:11:49 PM

Title: চালক ও হেল্পারদের সচেতন করার লক্ষ্যে ট্রেনিং সেশনের আয়োজন
Post by: Sultan Mahmud Sujon on January 11, 2020, 12:11:49 PM
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন, মটরযান আইন ও সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে চালক ও হেল্পারদের সচেত

(https://i0.wp.com/blog.daffodilvarsity.edu.bd/wp-content/uploads/2020/01/IMG_9219_50-scaled.jpg?resize=1038%2C576&ssl=1)

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবহন পুল কর্তৃক ‘‘ ডিআইইউ ট্রান্সপোর্ট’’ চালক – হেল্পারদের সচেতন করার লক্ষ্যে ০৫ জানুয়ারী ২০২০ (সকাল ১০:০০ ঘটিকা থেকে) একটি ট্রেনিং সেশনের আয়োজন করে। ডিআইইউ ট্রান্সপোর্ট পরিবহন পুল যা প্রতিবছর কয়েক বার এমন সচেতনতা ট্রেনিং সেশনের আয়োজন করে থাকে। উল্লেখ্য যে, ছাত্র-ছাত্রী, শিক্ষক, প্রসাশনিক কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনের জন্য এসি-ননএসি বাস, পিক আপ ভ্যান, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ মোট ৫০ টি যানবাহন রয়েছে।


(https://i0.wp.com/blog.daffodilvarsity.edu.bd/wp-content/uploads/2020/01/IMG_9269_50-scaled.jpg?resize=768%2C474&ssl=1)

তে এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ অহিদুর রহমান, মোটরযান পরিদর্শক,বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ( বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ এবং র‌্যাংগস থেকে উপস্থিত ছিলেন জনাব দেব নারায়ণ নন্দী , সিনিয়ার ম্যানেজার , র‌্যাংগস মটর

(https://i2.wp.com/blog.daffodilvarsity.edu.bd/wp-content/uploads/2020/01/IMG_9275_50-scaled.jpg?resize=768%2C475&ssl=1)

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন, মটর-যান আইন ও সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে চালক ও হেল্পারদের সচেতন করার  লক্ষ্যে  দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

জনাব, মোঃ ইসহাক মিজি, ডেপুটি রেজিস্ট্রার , ডিআইইউ  ও কাজী মোঃ দিলজেব কবির, সিনিয়র সহকারী পরিচালক, ডিআইইউ , বলেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন এবং মটর যান আইন ও সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে চালক ও হেলপারদের সচেতন করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, স্টুডেন্ট বান্ধব ট্রান্সপোর্ট ব্যবস্থা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

Source: https://blog.daffodilvarsity.edu.bd/%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%af%e0%a6%be/