Daffodil International University

Science & Information Technology => Technology => Technology News => Topic started by: Shahana Parvin on March 22, 2022, 11:05:19 AM

Title: নিরাপত্তাঝুঁকিতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন
Post by: Shahana Parvin on March 22, 2022, 11:05:19 AM
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোন নিরাপত্তাঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে ‘ক্রিপ্টোওয়্যার’। মুঠোফোনের নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির দাবি, স্মার্টফোনে ব্যবহৃত ‘ইউনিসক’ প্রসেসরে নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। এই ত্রুটি কাজে লাগিয়ে সহজেই স্মার্টফোনে সাইবার হামলা চালাতে পারে হ্যাকাররা। ফলে প্রসেসরটিতে চলা স্মার্টফোনগুলো নিরাপত্তাঝুঁকিতে রয়েছে। চীনে তৈরি ‘ইউনিসক’ প্রসেসর সাধারণত বিভিন্ন ব্র্যান্ডের কম দামি স্মার্টফোনে ব্যবহার করা হয়। ক্রিপ্টোওয়্যার জানিয়েছে, ইউনিসক প্রসেসরের ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা সহজেই স্মার্টফোনে থাকা বার্তা, ই-মেইল ঠিকানাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। শুধু তা–ই নয়, চাইলে স্মার্টফোনের নিয়ন্ত্রণও নিতে পারে।

নিরাপত্তা ত্রুটির কারণও খুঁজে পেয়েছে ক্রিপ্টোওয়্যার। তাদের দাবি, ইউনিসক প্রসেসরের সঙ্গে থাকা অ্যাপগুলো বৈধ প্রটোকল অনুসরণ করে তৈরি না হওয়ায় এ নিরাপত্তা সমস্যা তৈরি হয়েছে। এই নিরাপত্তাত্রুটি কেবল প্রসেসর নির্মাতার পক্ষেই সমাধান করা সম্ভব। এরই মধ্যে বিষয়টি ইউনিসককে জানানো হয়েছে।

ইউনিসক প্রসেসরের কারণে সাইবার হামলার হুমকিতে থাকা স্মার্টফোনগুলোর তালিকাও প্রকাশ করেছে ক্রিপ্টোওয়্যার। নিরাপদে থাকতে স্মার্টফোনগুলো ব্যবহার না করার পরামর্শ দিয়েছে তারা। তালিকায় লেনোভো এ৭ ও কে১৩, মটোরোলার মটো ই৬ আই এবং ই৭ আই পাওয়ার, রিয়েলমির সি১১, স্যামসাংয়ের গ্যালাক্সি এ০৩ এবং এ০৩ কোরসহ নকিয়া, এইচটিসি এবং জেডটিই-এর একাধিক মডেলের স্মার্টফোন রয়েছে।
Title: Re: নিরাপত্তাঝুঁকিতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন
Post by: dulal.lib on March 22, 2022, 07:00:49 PM
Thanks.... for sharing information.