Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: Anuz on July 12, 2019, 08:57:43 PM

Title: ভারতে দেড় কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস ‘এজেন্ট স্মিথ’ ম্যালওয়্যারে আক্রান্ত
Post by: Anuz on July 12, 2019, 08:57:43 PM
বিশ্বব্যাপী আড়াই কোটি অ্যান্ড্রয়েড ফোন ‘এজেন্ট স্মিথ’ নামক নতুন এক ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছে। শুধু ভারতে এ ম্যালওয়্যার দেড় কোটি অ্যান্ড্রয়েড ফোনে পৌঁছেছে। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানেও এ ম্যালওয়্যার ছড়িয়ে পড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান চেক পয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। খবর এনডিটিভি। চেক পয়েন্টের প্রতিবেদন অনুযায়ী, শুরুতে গুগল অ্যাপ হিসেবে এ ম্যালওয়্যার অ্যান্ড্রয়েড ফোনে প্রবেশ করে। পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে গুগল অ্যাপের পরিবর্তে এ ম্যালওয়্যার নিজের অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেয়। ডিভাইস ব্যবহারকারীদের অজান্তেই এ ঘটনা ঘটছে। এছাড়া সুরক্ষা সম্পর্কিত ‘লটুর’ নামের একটি ম্যালওয়্যারের উপস্থিতির কথা জানিয়েছেন গবেষকরা।

চেক পয়েন্টের দাবি, অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের ভুয়া অ্যাপ ইনস্টলের সুবিধা দিয়ে ফোনে বিজ্ঞাপন দেখিয়ে বিপুল অংকের অর্থ উপার্জন করছে এজেন্ট স্মিথ ম্যালওয়্যার। তবে শক্তিশালী এ ম্যালওয়্যার খুব সহজেই অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে সক্ষম। আপাতত বিজ্ঞাপন প্রদর্শন ছাড়া এজেন্ট স্মিথ আর কী ধরনের কাজ করছে, তা বোঝা যায়নি। ডিভাইস ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার মতো কোনো অভিযোগ পাওয়া যায়নি। সাইবার নিরাপত্তা গবেষকরা সম্প্রতি ‘হামিংবার্ড কপিক্যাট’ নামে নতুন এক ম্যালওয়্যারের উপস্থিতি শনাক্ত করেন, যা অ্যান্ড্রয়েড ডিভাইসে দ্রুত ছড়িয়ে পড়েছিল। এজেন্ট স্মিথ হামিংবার্ড কপিক্যাটের মতোই দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়। এ ধরনের ম্যালওয়্যার ডিভাইস ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখিয়ে কয়েক কোটি ডলার হাতিয়ে নিয়েছে বলে দাবি করা হয়। জানা যায়, তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর ‘৯অ্যাপস’ থেকে এজেন্ট স্মিথ ছড়িয়ে পড়েছে। তবে আরবি, হিন্দি, ইন্দোনেশিয়ান ও রুশ ভাষায় চলা ফোনে এ ম্যালওয়্যার বেশি দেখা গেছে। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে এ ম্যালওয়্যার সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে।