Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - maruppharm

Pages: 1 [2] 3 4 ... 77
16
প্রস্তুতি ম্যাচের তিক্ত অভিজ্ঞতা ভুলে বাংলাদেশ দলের ভাবনায় এখন কেবল আফগানিস্তান। ১৮ ফেব্রুয়ারির ম্যাচ খেলতে মাশরাফি বিন মুর্তজার দল গতকালই পৌঁছেছে ক্যানবেরায়। আজ ছুটির আমেজেই সময় কাটিয়েছে বাংলাদেশ দল। বিকেলে মাশরাফিরা গিয়েছিলেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের বাসভবনে।
কিছুক্ষণের জন্য হাইকমিশনারের বাসভবন যেন রূপ নিয়েছিল এক টুকরো বাংলাদেশে! অটোগ্রাফ দেওয়া, ছবি তোলা—দারুণ কিছু মুহূর্ত পার করেছেন মাশরাফি-সাকিবরা। একপর্যায়ে মাশরাফিকে স্মারক উপহার তুলে দেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন। একই সময় বাংলাদেশ দলের পক্ষ থেকেও হাইকমিশনারকে স্মারক উপহার তুলে দেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ। ফেরার আগে হাইকমিশনারের বাসভবনে স্থাপিত শহীদ মিনারে নীরব দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মরণ করলেন অধিনায়ক মাশরাফি। প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ১৮ ফেব্রুয়ারি। এর আগে ভাষার মাসে ভাষা শহীদদের কাছ থেকে নেওয়া প্রেরণা মাশরাফিদের জন্য বাড়তি জ্বালানি হয়ে আসবে নিশ্চয়ই।

17
Sports Zone / মেসির পরেই রোনালদো
« on: November 27, 2014, 01:54:47 PM »
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবাইকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। কাল মেসিকে ছাড়িয়ে যাওয়ার অভিযাত্রায় আরও একধাপ এগোলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সুইস ক্লাব বাসেলের বিপক্ষে গোল করে চ্যাম্পিয়নস লিগে নিজের ৭১তম গোলটি পেয়েছেন এই পর্তুগিজ। গোলটি তাঁকে নিয়ে গেছে রাউল গঞ্জালেসের সঙ্গে যৌথভাবে এই তালিকার দ্বিতীয় স্থানে। তাঁর গোলেই বাসেলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপের শীর্ষস্থানটি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
বাসেলের বিপক্ষে জয়টি ছিল রিয়ালের টানা পঞ্চদশ জয়। আগের ১৪ ম্যাচে ৫৬ গোলের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমে বাসেলের বিপক্ষে অবশ্য তেমন ‘খুনে’ চেহারায় দেখা যায়নি। তবে রোনালদোর কল্যাণে পূর্ণ পয়েন্টটা ঠিকই আদায় করে নিয়েছে কার্লো আনচেলত্তির বাহিনী।
খেলার ৩৫ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে এই গোলে রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাকে বড়সড় একটা ধন্যবাদ দিতেই পারেন রোনালদো। বক্সের বাঁ প্রান্ত দিয়ে ক্ষিপ্রগতিতে বল নিয়ে ঢুকে প্রায় গোললাইনের কাছ থেকে বাড়ানো তাঁর পাসটিই গোলে পরিণত করেন রোনালদো। খেলার একেবারে শুরুতেই অবশ্য গোল পেয়ে যেতে পারতেন রোনালদো। তাঁর বাঁ পায়ের শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন বাসেলের গোলরক্ষক। ৭৭ মিনিটে তাঁর শট বারপোস্টে লেগে প্রতিহত হয়। এই অর্ধে বাসেলের দুটি প্রচেষ্টাও ব্যর্থতায় পর্যবসিত হয়। সূত্র: রয়টার্স।

18
শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন ফিল হিউজ। অস্ট্রেলিয়ান ওপেনারের অকালপ্রয়াণে শোকাহত গোটা ক্রিকেট দুনিয়া। এ খবরে মর্মাহত সাকিব আল হাসানও।
এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে একসঙ্গে খেলেছিলেন দুজন। হিউজ তখন সাকিবের অধিনায়কও ছিলেন। প্রিয় সতীর্থের এমন মৃত্যুতে শোকে বিমূঢ় সাকিব। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘ক্রিকেট দুনিয়ার জন্য এটা বড় দুঃসংবাদ। মাথায় বল লাগার তিন দিন পর অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটসম্যান ফিল হিউজ মারা গেল মাত্র ২৫ বছর বয়সে। হিউজের পরিবার-বন্ধুদের জন্য আমার প্রার্থনা রইল।’
এর আগে হিউজের সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছিলেন এই অলরাউন্ডার। নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, ‘হিউজের খবরটা শুনে মর্মাহত। আমার প্রার্থনা তার সঙ্গে আছে। আশা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। সেরে ওঠো বন্ধু।’ আফসোস, সেরে উঠতে পারলেন না হিউজ, পারলেন না আগের মতো আবার মাঠে ফিরতে।

19
সেন্টার উইকেটে অনুশীলনে ভালোই চার-ছক্কা হাঁকাচ্ছিলেন। হঠাৎই তাসকিন আহমেদের একটা ইয়র্কার এসে আঘাত করল ডান পায়ের পাতার ওপর। হুমড়ি খেয়ে উইকেটের ওপর পড়ে গেলেন তামিম ইকবাল।
কাল এরপর আর অনুশীলনে ব্যাট করেননি বাঁহাতি ওপেনার। যতক্ষণ মাঠে ছিলেন, পায়ে ক্র্যাপ ব্যান্ডেজ বেঁধে হেঁটেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। তার মধ্যেই পায়ের কী অবস্থা জানতে চাইলে তামিম বলেছেন, ‘ব্যথা আছে। তবে এখনো কিছু বোঝা যাচ্ছে না। কাল (আজ) একটা কিছু বোঝা যাবে।’
ফিজিও বিভব সিংও একই কথা জানালেন, ‘তামিমের ডান পায়ের অ্যাঙ্কেলের সামনের দিকে চোট লেগেছে। জায়গাটা ফুলে গেছে ও ব্যথা আছে। আশা করছি আশঙ্কাজনক কিছু নয়। তবে ২৪ ঘণ্টা যাওয়ার আগে স্পষ্ট করে কিছু বলা যাবে না। এর পর প্রয়োজন মনে হলে এক্স-রে করা হবে।’

20
শুরুটা আশা জাগানিয়াই ছিল।একটু একটু করে সে আশা পূরণ করে তিনি হয়ে উঠছিলেন ‘দ্য ফিনিশার’।কিন্তু ফর্ম হারিয়ে গত কিছুদিন সেই নাসির হোসেনই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন! মিরপুরে কাল তারেক মাহমুদের সঙ্গে এসব নিয়েই কথা বলেছেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান
l ক্যারিয়ারের শুরুটা বেশ ভালো ছিল। ২০১২ সালটাও কাটল দুর্দান্ত। কিন্তু সম্প্রতি ফর্মটা যেন পড়তির দিকে। কারণ কী মনে হয়?
নাসির হোসেন: যেভাবে শুরু করেছিলাম, সর্বশেষ কয়েকটা ম্যাচে সেভাবে খেলতে পারিনি। তা ছাড়া গত কিছুদিন আমরা বেশি খেলেছি টি-টোয়েন্টি ম্যাচ। টি-টোয়েন্টি এমন একটা খেলা, বলা যায় না কে কখন রান করবে, কখন করবে না। হ্যাঁ, ওয়ানডেতেও আমি চার-পাঁচটা ম্যাচ খারাপ খেলেছি। ইনশা আল্লাহ খুব তাড়াতাড়ি এটা কাটিয়ে উঠব।
l অভিষেক ম্যাচ থেকেই তো মনে হতো ব্যাটিংটা আপনার জন্য অনেক সহজ। তখনকার তুলনায় এখন তো সেটা আরও সহজ হওয়ার কথা...
 নাসির: তখনো আমি খেলা উপভোগ করেছি, এখনো করি। কিন্তু এখন হয়তো বা আমার কাছে মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তবে যেহেতু আমি পেশাদার ক্রিকেটার, চাপ নিয়েই খেলতে হবে।
l চাপও কি পড়তি ফর্মের একটা কারণ?
নাসির: আপনি যখন ভালো খেলবেন, আপনার কাছে প্রত্যাশা থাকবেই। এটা স্বাভাবিক। আর আমার মনে হয় না কেউ চাপ ছাড়া খেলে। চাপ থেকে বের হয়ে আসতে পারাটাই চ্যালেঞ্জ।
l একটা পর্যায়ে আপনার নাম হয়ে যাচ্ছিল ‘দ্য ফিনিশার’। সে নামটা তো এখন হারিয়ে যেতে বসেছে...
নাসির: দুই-তিনটা ম্যাচ ভালোভাবে শেষ করতে পেরেছি, সে জন্যই মানুষ ফিনিশার নামটা দিয়েছে। এখন আবার তারাই অনেক ধরনের কথা বলছে। এটা স্বাভাবিক, এটা বলবেই। আমি তাদের দোষ দেব না। এটা আমারই দোষ, খারাপ খেললে মানুষ কথা বলবে। আমি চেষ্টা করছি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে।
l দ্য ফিনিশার নামটা কি উপভোগ করতে শুরু করেছিলেন?
 নাসির: অবশ্যই। তবে সবাই যখন বলতে শুরু করল ‘ফিনিশার’, আমার ওপর একটা চাপও কাজ করেছে। আমাকে ম্যাচ জেতাতে হবে, দলের জন্য ভালো খেলতে হবে।
l শুরুর দিকে উইকেটে গিয়ে গান গাইতেন, শিষ বাজাতেন...এসব আপনার মুখেই শোনা। এখনো কি অতটা হালকা মেজাজে থাকেন?
 নাসির: এটা আমার ব্যক্তিগত একটা ব্যাপার ছিল...কিছু জিনিস করলে আমি ভালো খেলতাম। যখন আমি রান করেছি, তখন অন্যদেরও সে জিনিসগুলো ভালো লেগেছে। বলত—দেখো, ও কত রিল্যাক্সড থাকে! রান না করায় এগুলো এখন খারাপ হয়ে গেছে। অর্থ অন্য রকম হয়ে গেছে। এসব নিয়ে তাই আর কথা বলতে চাই না।
l মাঠে অত নির্ভার থাকতেন কী করে? কোনো টেনশন কাজ করত না?
নাসির: টেনশন আমার সব সময়ই কাজ করে। তবে আমি চিন্তা করি খুব কম। যেটা মন চায় সেটা করি, তাৎক্ষণিক কাজ করতে পছন্দ করি। বলতে পারেন চিন্তার গভীরতা কম।

l খেলা নিয়ে চিন্তাটা যদি আরও আগেই বাড়াতেন, খারাপ সময় হয়তো এত দ্রুত আসত না...

নাসির: আমি ছোট থেকে যেভাবে বড় হয়েছি, চেষ্টা করছি এখনো সেভাবে থাকার। খেলা নিয়ে চিন্তা অবশ্যই করি। কোচ, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলি। তবে এটা ঠিক, আমিও কখনো ভাবিনি, এত তাড়াতাড়ি খারাপ সময় আসবে।

l এ’ দলের অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ফর্মে ফিরতে পারলেন না। জাতীয় দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরটা নিশ্চয়ই বাড়তি চ্যালেঞ্জ হবে আপনার জন্য...

নাসির: প্রত্যেকটা ম্যাচই চ্যালেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আমাদের জন্য খুব সহজ হবে না। ওখানকার উইকেট, কন্ডিশন সবই বাড়তি চ্যালেঞ্জ। ওখানে ৫০, ৬০ বা ৭০ রান করা মানে বাংলাদেশে ১০০ রান করা।

l এমন কি মনে হয় যে, খুব অল্প সময়ের মধ্যে তারকা ক্রিকেটার হয়ে যাওয়াটাই সমস্যা হয়েছে? নিজেকে সেভাবে ধরে রাখতে পারেননি...

নাসির: নিজেকে এখনো আমি তারকা মনে করি না। খুব ভালো খেলোয়াড়ও মনে করি না। আমার একটাই কথা—আমি যদি ভালো খেলি, আমাকে মাথায় তোলার দরকার নেই। আমি যদি খারাপ খেলি আমাকে ফেলে দেওয়ারও দরকার নেই। ভালো খেললে আমাকে আপনারা যে চোখে দেখবেন, খারাপ খেললেও যেন সেভাবেই দেখেন।

l হঠাৎ করে বিখ্যাত হয়ে যাওয়া, তারকাখ্যাতি পাওয়া এসব অনেক সময় মাথা ঘুরিয়ে দেয়। আপনি কীভাবে সামলাচ্ছেন এই ব্যাপারগুলো?

 নাসির: জাতীয় দলে আসার পর প্রথম প্রথম এসব খুব উপভোগ করতাম। এখনো করি, কিন্তু আগের মতো নয়। চাইলেই এখন পাবলিক প্লেসে যেতে পারি না, চাইলেই প্রকাশ্যে সবকিছু করতে পারি না। চেষ্টা করি সব সময় রিজার্ভ থাকতে। তবে মাঝে মাঝে হাসি লাগে—মানুষ আমার সঙ্গে ছবি তোলে কেন? আমার অটোগ্রাফ নেয় কেন? যারা অটোগ্রাফ নেয়, আমি তো তাদের মতোই মানুষ!

l ব্যক্তিগত জীবনে আপনি একটু চঞ্চল স্বভাবের। হাসি-ঠাট্টা বেশি করেন। এগুলো কোনোভাবে খেলায় প্রভাব ফেলছে না তো?

 নাসির: যেভাবে বড় হয়েছি, যেভাবে জাতীয় দলে ঢুকেছি বা ঢোকার পর যেভাবে খেলেছি, সেটা তো রাতারাতি বদলে ফেলা যায় না। আর বদলালেই যে ভালো খেলব, এমনও কথা নেই। তবে এটা ঠিক যে আগে এমন অনেক কিছুই করতাম, জাতীয় দলে খেলায় যেগুলো এখন করতে পারছি না।

21
Football / ফের চোট রোনালদোর
« on: August 05, 2014, 06:45:30 PM »
পায়ের চোটটা নতুন কিছু নয়। গেল মৌসুমের শেষ দিক থেকেই এই চোট নাকাল করে দিচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। লা লিগার শেষ দিকে বেশ কয়েকটি ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওই চোট নিয়ে খেলেই স্বাদ নিয়েছেন ‘লা ডেসিমা’র। কিন্তু সেই চোট তাঁকে স্বরূপে আবির্ভূত হতে দেয়নি দেশের হয়ে বিশ্বকাপে। নতুন মৌসুম শুরুর প্রাক্কালে সেই চোটই আবার অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে তাঁকে। এই মৌসুমটা তাঁর কেমন যাবে, কে জানে!
এই তো দুদিন আগেই মিশিগানে নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছিলেন রোনালদো। খেলার শেষ দিকে মাঠে নামলেও তাঁর নাকি ম্যাচ-ফিটনেস একেবারেই ছিল না। উল্টো সবার বারণ সত্ত্বেও মাঠে নেমে আসছে মৌসুমের শুরুর দিকে নিজের মাঠে নামাকেই সমস্যাসংকুল করে তুললেন তিনি।
কোচ কার্লো আনচেলত্তির বারণ ছিল। বারণ ছিল দলের ফিজিও-ট্রেনারদেরও। কিন্তু কে শোনে কার কথা। কিছুটা আবেগের বশবর্তী হয়েই মূলত ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ফল চোট আরও কিছুটা বেড়ে যাওয়া।
এদিকে রোনালদোর এই গোয়ার্তুমিতে যারপরনাই বিরক্ত তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্ট। ১৯ ও ২২ আগস্ট অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের লড়াইয়ে তাঁর খেলার ওপর বিধি আরোপ করা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই কেবল তিনি ওই দুটো ম্যাচে খেলবেন, নচেত্ নয়।
দু-একটি ম্যাচ খেলার জন্য পুরো মৌসুমে ‘অকেজো’ রোনালদোকে দেখতে চায় না বার্নাব্যুর লোকেরা। এএফপি।

22
বিশ্বকাপ ও বিশ্বকাপ-পরবর্তী ছুটির পর আবারও ন্যু ক্যাম্পে তারার মেলা! আজ মঙ্গলবার দুপুরে অনুশীলনে ফিরেছেন দলের অন্যতম দুই ভরসা লিওনেল মেসি ও নেইমার। সঙ্গে ফিরেছেন দানি আলভেজ ও হাভিয়ের মাচেরোনাও।
কোচ লুইস এনরিকে অবশ্য অনুশীলন শুরু করেছেন ১৪ জুলাই। বিশ্বকাপ শেষে ধকল কাটিয়ে উঠতে বাড়তি কিছুদিন নিজেদের মতো সময় কাটিয়েছেন চার তারকা। এ কারণে বার্সার প্রাক-মৌসুমের ম্যাচগুলোয় অংশ নেননি মেসি, নেইমার, মাচেরোনা ও আলভেজ।
২৪ আগস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ-মিশন শুরু করবে বার্সা। তার আগে নেইমারকে কিছু স্বাস্থ্য পরীক্ষার মুখোমুখি হতে হবে। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মেরুদণ্ডে মারাত্মক চোট পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। নেইমার পুরোপুরি সেরে উঠেছেন বলেই জানা গেছে। সূত্র: এফসিবার্সেলোনা ডট কম।

23
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন স্পেনের স্বর্ণালী প্রজন্মের অন্যতম প্রধান তারকা জাভি হার্নান্দেজ। আর এর সঙ্গে সঙ্গে স্প্যানিশ ফুটবলের একটি অধ্যায়েরই যেন সমাপ্তি ঘটে গেল।
২০০০ সালে অভিষেকের পর থেকেই জাভি ছিলেন স্প্যানিশ মাঝমাঠের অন্যতম প্রধান স্তম্ভ। বিশ্ব ফুটবলে স্প্যানিশ আধিপত্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন এই মিডফিল্ডার। ২০০৮ ও ২০১২ সালের ইউরো ও ২০১০ সালে স্পেনের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর এই ৩৪ বছর বয়সী ফুটবলার।
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের মুহূর্তটা অবশ্য খুব সুখকর হয়নি জাভির। ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের গ্লানি জাভির শেষ অধ্যায়টাকে ম্লানই করে দিয়েছে। হতাশাটা গোপনও করেননি তিনি। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণাটি দিয়ে তাঁর কণ্ঠেও একই প্রসঙ্গ, ‘গত মৌসুমটা খুবই হতাশা নিয়ে কেটেছে। বার্সেলোনার জন্য বা জাতীয় দলের জন্য নিজেকে আর প্রয়োজনীয় বলে মনে করতে পারছি না। গত মৌসুমটি হয়ে থাকবে আমার জীবনের সবচেয়ে হতাশাগ্রস্ত সময়।’
গত মৌসুমের ব্যর্থতা জাভিকে কীভাবে কুরে খাচ্ছে, তার সবচেয়ে বড় উদাহরণ হতে পারে তাঁর বার্সেলোনাকেও বিদায় বলা। মাঝখানে ন্যু ক্যাম্প ছাড়ার সব বন্দোবস্ত প্রায় পাকাই করে ফেলেছিলেন। নতুন গন্তব্যও ঠিক করেছিলেন মেজর লিগ। কিন্তু যুক্তরাষ্ট্রের লিগ শুরু হতে ঢের বাকি থাকায় আপাতত বার্সেলোনার জার্সি গায়ে জানুয়ারি পর্যন্ত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানুয়ারিতে মধ্য মৌসুম দলবদলের সময় মেজর লিগের ব্যাপারটা নতুন করে ভাববেন তিনি।
বার্সেলোনার হয়েও ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেননি জাভি। এই হতাশা থেকেই হয়তো বিদায় বলেছিলেন বার্সেলোনাকেও। কিন্তু শেষ পর্যন্ত কোচ লুইস এনরিকের অনুরোধে আর একটি মৌসুম খেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রয়টার্স।

24
Xiaomi has arrived.
The upstart Chinese smartphone maker has knocked Samsung off its throne in China, shipping more units than its South Korea-based rival for the first time in the second quarter.

The performance is the latest indication that Xiaomi has evolved from niche player in China to a major force in its home market.
The company, founded just four years ago by Lei Jun, captured 14% of the Chinese market in the second quarter, according to research firm Canalys. That translates to 15 million smartphones, a 240% improvement over the same period last year.
"This is a phenomenal achievement for Xiaomi," said Canalys analyst Jingwen Wang, who praised Xiaomi's marketing and product lineup.
Related: China's red hot phone market is cooling
In a nod to the competitiveness of the smartphone business in China, Xiaomi has only a narrow lead over its rivals. Samsung, Lenovo, Yulong and Huawei all have more than 10% of the market. Samsung, in particular, is expected to rebound in the third quarter.
"[Xiaomi] does now need to deliver LTE products in China to address growing demand for 4G services if it is to retain its momentum," Wang said.
Xiaomi is still relatively unknown outside China, the destination for 97% of its shipments in the second quarter. But the company has been quietly stockpiling tech talent as it builds a business worth more than $10 billion.
Last year, the firm poached Google (GOOG) executive Hugo Barra to help fulfill its ambition to become a global player. Indonesia, Mexico, Russia, Thailand and Turkey have all been mentioned as expansion targets.
Related: China's Xiaomi poaches top Google exec
The privately-held company is known in China for its rabid fanbase and skillful marketing. Its phones -- which some critics deride as Apple knockoffs -- typically price at around $130, or just about the cost of parts and labor.
"Our business model is more similar to Amazon," Lei told CNN last year, referring to Amazon's (AMZN, Tech30) habit of selling hardware at cost.
"We sell all our products online and our gross profit rate is very low. Our price is one third of Apple's," he said. "We make our profits through content and services."
Xiaomi engineers are also encouraged to speak directly to consumers, gathering feedback they use to tinker with the company's software.
The turnaround is rapid, and Xiaomi updates its Android operating system every Friday, much to the delight of its obsessed fans.

25
Astronomy / 'El Gordo' is largest distant galaxy cluster ever seen
« on: August 05, 2014, 06:32:04 PM »
The largest distant galaxy cluster has been spotted by astronomers using a telescope in Chile.

Galaxy clusters are the largest stable structures in our Universe.

Seven billion light years away and with two million billion times the mass of our Sun, the cluster was nicknamed "El Gordo" - "the Fat One" in Spanish.

Astronomers reporting at the 219th American Astronomical Society meeting said El Gordo was currently undergoing a merger and growing even larger.

Alongside other clusters highlighted at the meeting, astronomers hope to better understand how they form, grow and collide with one another.

Galaxy clusters yield many cosmic superlatives; mergers such as the one that El Gordo appears to be undergoing are the most energetic events in the Universe, as vast amounts of matter - and the mysterious dark matter - crash into each other at breakneck speeds.

The growth of clusters and their mergers are driven by gravity; normal matter we see along with the dark matter imaged on a grand scale in Monday's announcement act to draw things together.

Meanwhile, the even more mysterious dark energy works to drive the expansion of the Universe - to draw things apart.

Mapping out the process of cluster growth will be critical to understand the interplay between these dark forces.

Background check
The cluster was discovered by the Atacama Cosmology Telescope high in the mountains of Chile.

Clusters like El Gordo release energetic particles that have an effect on the cosmic microwave background, the extremely faint glow left over from the Big Bang that permeates the Universe.

"El Gordo is at a distance that corresponds to a distance of about seven billion light years - we're looking at it at a time that the Universe was only half as old as it is now, when structure was forming at a different rate," explained Jack Hughes of Rutgers University in New Jersey, US.

"By looking at and understanding the properties of El Gordo, we're able to understand the time evolution of the structure formation of the Universe," Prof Hughes told BBC News.

Continue reading the main story

Start Quote

Every great advance in our understanding of the physical universe is a direct result of understanding how things change with time”

William Dawson
University of California Davis
Twice as big as its contemporaries at similar distances, El Gordo represents a galaxy cluster in the middle of a lifetime.

Two rather smaller galaxy clusters were also unveiled that will help lay out this timeline.

A team including Michele Trenti of the University of Colorado used the Hubble telescope to pinpoint a handful of bright galaxies making up the most distant known "protocluster".

The light we see from it now was given off nearly 13 billion years ago, when the Universe was only about 650 million years old, and the team estimates the protocluster itself was just 300 million years old.

"This discovery is remarkable because we are witnessing the infancy of a future galaxy cluster," he told the meeting.

At the other end of the cluster evolution spectrum, William Dawson of the University of California Davis and his colleagues used the Hubble and Chandra space telescopes to spot a cluster in the latest stages of colliding that has ever been seen.

The sparse, widely separated galaxies from two clusters have passed through each other and carried on travelling, but much of the loose, thin gas making up the clusters has remained in the middle of the crash scene.

Mr Dawson said that these snapshots in the lifetimes of the Universe's largest structures were a gateway into learning much more.

"Every great advance in our understanding of the physical universe is a direct result of understanding how things change with time," he told the meeting.

That in turn should shed more light on the relative proportions of dark energy and dark matter, as well as help shore up theoretical models of just how big El Gordo will get.


26
Astronomy / Neutron starbursts can forge gold
« on: August 05, 2014, 06:31:39 PM »
New evidence has been uncovered of a rare cosmic event that is proposed as a source of heavy elements such as gold.

Observations from the Hubble Space Telescope appear to show a distant collision between two neutron stars - the remnants of massive supernovae.

Astronomers suggest that such collisions are responsible for ultra-short bursts of gamma rays occasionally seen across the Universe.

The work is described in a paper on the pre-print server Arxiv.org.

Although rare, neutron star collisions would generate the enormous fluxes of neutrons needed to make elements heavier than iron, like platinum, lead and gold, by rapid neutron capture.

Prof Edo Berger and colleagues from Harvard University analysed Hubble observations of a short burst of gamma rays, lasting only one fifth of a second, seen from a galaxy 3.9 billion light years away.

The infrared afterglow of this burst of gamma-ray light appears to show the characteristics expected during radioactive decay of atomic nuclei generated in a neutron star collision.

This sort of event emits light with an intensity that lies between normal star light and that of a supernova, and the term "kilonova" has been coined to describe it.

They appear to be around 1,000 times rarer than supernova explosions, and occur when the remnants of two supernovae collide.

If confirmed, the result represents the first observation of a neutron star collision, and provides an explanation for the rapid "R-process" of atom-building that must generate the heavy elements on the periodic table, such as gold and platinum.

Neutron stars are incredibly dense and massive. As well as bursts of light, when they collide they are also expected to send gravity "shock waves" through the Universe.

Experiments in America and Europe are now focussed on measuring such waves, and combined with the type of events seen by Hubble in the last month this will provide a further confirmation of neutron star collision.

Astronomers are now testing the conclusions of the Harvard group with further detailed analysis of the Hubble data.

27
Astronomy / Triple star system 'can reveal secrets of gravity'
« on: August 05, 2014, 06:31:21 PM »
Astronomers have discovered a unique triple star system which could reveal the true nature of gravity.

They found a pulsar with two white dwarfs all packed in a space smaller than Earth's orbit of the Sun.

The trio's unusually close orbits allow precise measurements of gravity and could resolve difficulties with Einstein's theories.

The results appear in Nature journal and will be presented at the 223rd American Astronomical Society meeting.

"This triple system gives us a natural cosmic laboratory far better than anything found before for learning exactly how such three-body systems work and potentially for detecting problems with general relativity that physicists expect to see under extreme conditions," said Scott Ransom of the US National Radio Astronomy Observatory (NRAO) in Charlottesville, VA.

"This is a fascinating system in many ways, including what must have been a completely crazy formation history, and we have much work to do to fully understand it."

Pulsars emit lighthouse-like beams of radio waves that rapidly sweep through space as the stars spin on their axes.

They are formed after a supernova collapses a burnt-out star to a dense, highly magnetised ball of neutrons.

Using the Green Bank Telescope, the astronomers discovered a pulsar 4,200 light-years from Earth, spinning nearly 366 times per second.

Such rapidly-spinning bodies are called millisecond pulsars - and are used by astronomers as precision tools for studying gravitational effects and other phenomena.

Subsequent observations showed the pulsar is in a close orbit with a white dwarf star, and that pair is in orbit with another, more-distant white dwarf.

Green Bank radio telescope, West Virginia
Green Bank is 100m wide - the world's largest fully steerable radio telescope
Three-body systems are keenly studied because they allow competing theories of gravity to be tested.

But until now the only known triple system containing a millisecond pulsar was one with a planet as the outer companion, causing only weak gravitational interactions.

"This is the first millisecond pulsar found in such a system, and we immediately recognised that it provides us a tremendous opportunity to study the effects and nature of gravity," Prof Ransom said.

"The gravitational perturbations imposed on each member of this system by the others are incredibly pure and strong."

By precisely timing the arrival of the pulses, the scientists were able to calculate the geometry of the system and the masses of the stars.

The pulsar's inner white-dwarf companion has an orbital period of less than two days, while the outer dwarf has a period of almost a year.

The system gives the scientists the best opportunity yet to look for violations of the equivalence principle described by Einstein - which states that the effect of gravity on a body does not depend on the nature or internal structure of that body.

This was famously illustrated by Galileo's dropping of two balls of different weights from the Leaning Tower of Pisa, and Apollo 15 Commander Dave Scott's dropping of a hammer and a falcon feather while standing on the Moon in 1971.

Rather than drifting to the ground, the feather plummeted, falling as fast as the hammer. Without air resistance to slow the feather, both objects hit the lunar dust at the same time.

"While Einstein's theory of general relativity has so far been confirmed by every experiment, it is not compatible with quantum theory," said Prof Ransom.

"Because of that, physicists expect that it will break down under extreme conditions."

High-precision timing of the pulsar's "lighthouse" flashes will let astronomers hunt for deviations in the equivalence principle at a sensitivity several orders of magnitude greater than ever before, said astronomer Prof Ingrid Stairs of the University of British Columbia.

"Finding a deviation would indicate a breakdown of general relativity and point us toward a new, correct theory of gravity," she said.

The 223rd AAS meeting runs from 5-9 January in Washington DC.

28
Astronomy / Dark matter hints in widest-yet view of dark mystery
« on: August 05, 2014, 06:30:58 PM »
Researchers have released the biggest images yet detailing dark matter, the mysterious substance that makes up 85% of the Universe's mass.

Each image, a billion light-years across, shows evidence of dark matter clumps scattered through the cosmos.

The team from the Canada-France Hawaii Telescope inferred the dark matter's existence by the way it bends light.

The images were presented at the 219th meeting of the American Astronomical Society in Austin, US.

The four images were taken at four different seasons of the year, each capturing a swath of the sky about as large as a palm held at arm's length.

They are a big step forward in understanding both dark matter itself, and the means by which dark matter influences the way normal matter clumps into the galaxies we see in the night skies.

Together, they represent the images of more than 10 million galaxies, whose light gives the only hints of the large-scale structure of dark matter.

Continue reading the main story
Dark energy and dark matter mysteries

Dark matter distribution simulation
Gravity acting across vast distances does not seem to explain what astronomers see
Galaxies, for example, should fly apart; some other mass must be there holding them together
Astrophysicists have thus postulated "dark matter" - invisible to us but clearly acting on galactic scales
At the greatest distances, the Universe's expansion is accelerating
Thus we have also "dark energy" which acts to drive the expansion, in opposition to gravity
The current theory holds that 73% of the Universe is dark energy, 23% is dark matter, and just 4% the kind of matter we know well
BBC Universe: Dark matter
BBC Universe: Dark energy
"Light coming toward us from a distant galaxy is bent by the gravity of a lump of matter in the middle," explained Catherine Heymans of the University of Edinburgh.

"Einstein's theory of general relativity tells us that mass bends space and time, so when light comes toward us through the Universe, if it passes some dark matter, its light gets bent and the image we see gets bent and distorted," Dr Heymans told the meeting.

"Dark matter is leaving its signature on the images of very distant galaxies."

The survey is some 100 times larger than the previous largest map of the web of dark matter, gathered by the Hubble telescope's Cosmic Evolution Survey, or Cosmos.

In the new image, the full-scale distribution of vast clumps of dark matter can be seen around galaxy clusters, connected by wispy filaments of dark matter and trailing off to enormous voids where no matter exists.

Thankfully for theoretical astrophysicists, these images line up neatly with theory.

"Our theories of dark matter say that it should form a giant intricate cosmic web and that's exactly what we see in this data, a cosmic web that's housing the galaxies that we can see," Dr Heymans told BBC News.

Astronomy of scale
Dark matter at these huge, cosmological scales is only one part of the story, however, and Sukanya Chakrabarti of Florida Atlantic University presented work showing how the "dark matter halo" that surrounds individual galaxies can be characterised.

Continue reading the main story

Start Quote

It's very widely believed that our final understanding of the 'dark universe' is going to have to invoke some new physics, something that will forever change our view”

Catherine Heymans
University of Edinburgh
Building on work first presented at last year's meeting, Dr Chakrabarti showed how the ripples in the gas trailing behind spiral galaxies are giving an ever-better view of how dark matter is distributed around galaxies, and how it may influence how they form.

Rachel Mandelbaum of Princeton University said that the findings were significant, tackling the mystery on two fronts.

"Both of these results represent two important ways of studying dark matter but in very different regimes," she told the meeting.

"They're important in themselves, but they're also important as a proof-of-concept for the future, allowing us to see how powerful these methods will be with other data sets to do additional work."

And a great deal of work is still needed. Dr Heymans conceded that we still need to find out the nature of the dark matter particle, as well as discover more about the even more mysterious dark energy, which serves to drive the Universe's expansion even as dark matter works to draw things together.

"I'll be very honest with you, we don't know what the dark matter particle is, we don't know what this dark energy is coming from," she said.

"It's very widely believed that our final understanding of the 'dark universe' is going to have to invoke some new physics, something that will forever change our view of the Universe.

"What the team is presenting today are the first steps to reaching this goal."

29
Astronomy / How close are we to finding dark matter?
« on: August 05, 2014, 06:30:37 PM »
Dark matter makes up about a quarter of the cosmos, but we still don't know what it is. As part of a two-part series called Light & Dark on BBC Four, physicist Jim Al-Khalili pondered how close we are to understanding the mysterious "dark stuff".

Given all the progress we've made in modern physics over the past century, you may be forgiven for thinking that physicists are approaching a complete understanding of what makes up everything in our Universe.

For example, all the publicity surrounding the discovery of the Higgs boson last year seemed to be suggesting that this was one of the final pieces of the jigsaw - that all the fundamental building blocks of reality were now known.

So it might come as something of a shock to many people to hear that we still don't know what 95% of the Universe is made of.

Continue reading the main story

Start Quote

The stars in galaxies revolve around like undissolved coffee granules on the surface of you mug of coffee just after you've stopped stirring it”

It's all rather embarrassing. Everything we see: our planet and everything on it, the moon, the other planets and their moons, the Sun, all the stars in the sky that make up our Milky Way galaxy, all the other billions of galaxies beyond with their stars and clouds of interstellar gas, as well as all the dead stars and black holes that we can no longer see; it all amounts to less than 5% of the Universe.

And we don't even know if space goes on for ever, what shape the Universe is, what caused the Big Bang that created it, even whether it is just one of many embedded multiverses.

About a quarter of all the stuff in our Universe is thought to be made up of dark matter. We know this because galaxies appear to weigh a lot more than the sum of all the normal matter they contain that we know about.

Many astronomical observations, including the patterns made by galaxies in the night sky, the motions of stars within a galaxy and the images of distant galaxies distorted by the intervening matter, all point to the unmistakable gravitational effect of some sort of elusive invisible - and therefore.. erm... dark matter.

Continue reading the main story
Dark energy and dark matter mysteries

Dark matter distribution simulation
Gravity acting across vast distances does not seem to explain what astronomers see
Galaxies, for example, should fly apart; some other mass must be there holding them together
Astrophysicists have thus postulated "dark matter" - invisible to us but clearly acting on galactic scales
At the greatest distances, the Universe's expansion is accelerating
Thus we have also "dark energy" which acts to drive the expansion, in opposition to gravity
The current theory holds that 68% of the Universe is dark energy, 27% is dark matter, and just 5% the kind of matter we know well
BBC Universe: Dark matter
BBC Universe: Dark energy
For example, the stars in galaxies revolve around like undissolved coffee granules on the surface of your mug of coffee just after you've stopped stirring it. The faster the stars are moving, then the harder they must be pulled towards the centre to keep them from flying away.

If the only matter in the galaxy was the stuff you could see then the outer stars should be revolving much more slowly than they actually are. In fact they are moving round so fast that without some extra gravitational force to hold on to them, they'd be flying off into the depths of space.

The only way to explain the way these stars are observed to behave is if there is additional gravitational attraction due to some kind of invisible form of matter, which surrounds the stars. And to have the effect it does, it would have to contain many times more mass than all the visible forms of matter put together.

The problem with dark matter is that, whatever it is made of, it seems to interact very weakly with normal matter. This makes it very hard to catch - like trying to catch a shadow. In fact, it streams right through the Earth as easily as sunlight passes through a glass window.

There are three different ways we can try to find out what dark matter is made of. We can look out into space and see the results of collisions of dark matter particles by trying to detect the normal matter particles created in the debris of these collisions; or we can try to catch dark matter particles directly as they stream through the Earth; or we make them ourselves in particle accelerators like the Large Hadron Collider at Cern.

It is the second of these methods though that is the most promising as far as current experiments go.

Dark matter map   Nasa/Esa/Massey
Dark matter can be mapped by studying its gravitational effects on the matter we can see
Most scientists believe that dark matter takes the form of particles called Weakly Interacting Massive Particles, or WIMPs, and that millions of these are streaming through us every second without a trace. In the last decade, there have been a number of announcements by different research groups around the world claiming to have seen hints of these elusive particles. One group has even claimed to have detected a dark matter signal definitively.

Several of these experiments are taking place at the Gran Sasso National Laboratory in central Italy, the world's largest underground laboratory, which lies beneath almost a kilometre-and-a-half of solid rock and can only be reached through a tunnel cut deep into the Italian Apennines.

The reason for this is because our planet is also constantly being bombarded by cosmic rays, which collide with the upper atmosphere creating a cascade of particles that shower down onto the surface of the Earth.

The rock above the laboratory effectively forms a 1,400m-thick roof that absorbs most of these particles, shielding and protecting the equipment below. But crucially for the researchers, dark matter itself passes straight through the rock, and, the hope is, into their detectors.

However, much recent excitement in the dark matter community has been surrounding the latest results from another underground laboratory. The LUX (Large Underground Xenon) detector is situated down a deep gold mine in South Dakota.

Atlas detector at Cern
The Large Hadron Collider will be used to probe the dark matter mystery when it re-starts in 2015
Its first three-month run took place earlier this year and while it did not detect any dark matter particles, it has shown itself to be the most powerful and sensitive detector of its kind so far.

It has already ruled out a number of candidate signals seen in other experiments - and knowing what dark matter isn't is almost as important as knowing what it is. Next year it is to begin its work in earnest.

Scheduled to start in 2014, this will be a continuous 300-day run that, it is hoped, will finally directly detect dark matter particles. And if it doesn't, well physicists are already designing a new bigger and more sensitive detector: the LZ experiment, which they believe should definitively detect WIMPs - if they're out there.

Of course, if physicists continue to come up empty-handed in their search, then it just may be that we've got it wrong about dark matter altogether. If it turns out not to be made up of WIMPs we will have to go back to our blackboards in the search for an alternative theory and explanation for what we are seeing through our telescopes.

And what happens when we solve the dark matter mystery? Well, there's still the two thirds of the Universe that is even more mysterious - the stuff called dark energy. And we have hardly even begun to figure out how to go looking for that.

30
Astronomy / Cosmic crash unmasks dark matter
« on: August 05, 2014, 06:29:08 PM »
Striking evidence has been found for the enigmatic "stuff" called dark matter which makes up 23% of the Universe, yet is invisible to our eyes.
The results come from astronomical observations of a titanic collision between two clusters of galaxies 5.7 billion light-years away.
Astronomers detected the dark matter because it separated from the normal matter during the cosmic smash-up.
The research team are to publish their findings in the Astrophysical Journal.
They used the Hubble and Chandra space telescopes to study the object MACSJ0025.4-1222 - formed after an incredibly energetic collision between two large galaxy clusters.
Each of these large clusters contains about a quadrillion times the mass of our Sun.
   
 It puts to rest all the worries that the Bullet Cluster was an anomalous case. We have gone out and found another one 
Richard Massey, Royal Observatory Edinburgh
A technique known as gravitational lensing was used to map the dark matter with Hubble.
If an observer looks at a distant galaxy and some dark matter lies in between, the light from that galaxy gets distorted.
It looks as if it is being seen through lots of little lenses. And each of these lenses represents a piece of dark matter.
Astronomers used the Chandra X-ray telescope to map ordinary matter in the merging clusters, mostly in the form of hot gas, which glows brightly in X-rays.
As the two clusters that formed MACSJ0025 merged at speeds of millions of kilometres per hour, hot gas in the two clusters collided and slowed down.
However, the dark matter kept on going, passing right through the smash-up.
Speeding bullet
This phenomenon has been seen before, in a structure called the Bullet Cluster - which also formed after the collision of two large galaxy clusters. The Bullet Cluster lies closer to Earth, at a distance of 3.4 billion light-years.
"It puts to rest all the worries that the Bullet Cluster was an anomalous case. We have gone out and found another one," co-author Richard Massey, from the Royal Observatory Edinburgh, told BBC News.
The study sheds light on the properties of dark matter.
The fact that dark matter does not slow down in the collision supports a view that dark matter particles interact with each other only very weakly or not at all (when one excludes their gravitational interaction).
"Dark matter makes up five times more matter in the Universe than ordinary matter," said co-author Marusa Bradac, from the University of California at Santa Barbara (UCSB).
"This study confirms that we are dealing with a very different kind of matter, unlike the matter that we are made of. And we're able to study it in a very powerful collision of two clusters of galaxies."
Larger sample
The latest astronomical observations suggest that dark matter makes up some 23% of the Universe. Ordinary matter - such as the galaxies, gas, stars and planets - makes up just 4%.
The remaining 73% is made up of another mysterious quantity; dark energy, which is responsible for speeding up the expansion of the cosmos.
CMS at Cern (M. Brice/Cern)
The Large Hadron Collider may shed further light on dark matter
According to one model, dark matter may be comprised of exotic sub-atomic "stuff" known as Weakly Interacting Massive Particles (WIMPS).
Others hold that the dark substance consists of everyday matter, rather than some elusive sub-atomic particle. However, this ordinary matter, referred to as Massive Astrophysical Compact Halo Objects (MACHOS), happens to radiate little or no light.
A powerful physics experiment, the Large Hadron Collider, situated on the French-Swiss border, could shed further light on this question after it begins operating later this year.
Dr Massey said his team had found other candidates for colliding clusters.
"Ideally, we don't want just one or two, we want lots of these things to really study them statistically," he explained.
"Then we either use the whole lot, or pick out one 'golden bullet' which will provide the best constraints on what dark matter is."
The Hubble Space Telescope failed just after the team had taken their image of MACSJ0025, so they have not yet been able to study these other candidates.
Dr Massey said the astronomers hope to do this after the next Hubble servicing mission with the space shuttle, which is due to launch in October 2008.

Pages: 1 [2] 3 4 ... 77