Daffodil International University

Faculty of Engineering => EEE => Review and Opinion => Topic started by: Md. Khalid Hasan on April 10, 2019, 03:04:47 PM

Title: বৃষ্টির কারণে ঢাকায় বাতাসের মানোয়ন্নন
Post by: Md. Khalid Hasan on April 10, 2019, 03:04:47 PM
ঝড়-বৃষ্টির কারণে রাজধানী ঢাকায় বাতাসের মান উন্নত হয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২ মিনিটে ২২তম অবস্থানে উঠে এসেছে ঢাকা। আগে এর স্কোর ছিল ৮২, যা নির্দেশ করে বাতাসের গুণগত মান মাঝারি মানের।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে কালবৈশাখী ঝড় আঘাত হানে। এ সময় বাতাসের তীব্রতা ছিল ঘণ্টায় ৮৫ কিলোমিটার। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী এক ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আজ সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৮০ তে অবস্থান করলেও ৯টায় তা ৮৩তে দাঁড়ায়।

অন্যদিকে ১৫৩ স্কোর পেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় প্রথমে রয়েছে দিল্লি। এর পরে আছে ব্রাসেলস ও চিয়াঙ মাই।

উল্লেখ্য, প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। এছাড়া বাতাস কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে কিনা তা জানায়।

ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। গ্রীষ্মকালে শহরটিতে বায়ু দূষণ চরমে উঠলেও বর্ষায় অবস্থার উন্নতি দেখা যায়।
Title: Re: বৃষ্টির কারণে ঢাকায় বাতাসের মানোয়ন্নন
Post by: nusrat.eee on July 14, 2019, 08:12:53 PM
 :)