Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Lazminur Alam

Pages: 1 ... 15 16 [17] 18
241
Mr. Md. Sabur Khan, Chairman, Board of Trustees of Daffodil International University met with Ms. Aung San Suu Kyi, Nobel Laureate for Peace, Visionary leader and Chairperson of National League for Democracy, Myanmar on June 29, 2014 at her residence in Myanmar. During the meeting, Mr.  Sabur Khan shared his views and lot of issues and handed over the invitation letter to visit Bangladesh and join any convocation of the university in future. While discussing Ms. Suu Kyi emphasized repeatedly about education which must need to spread to all people and she stressed that for keeping everyone healthy we need education.

She also expressed that as a neighboring country Bangladesh and Myanmar should work together because this geographical location will lead next economical scope. Myanmar have linkage with China, Thailand,  Laos, Cambodia and Bangladesh have linkage with India, So total networking is of almost 250 crore people which is  two third of world population.

Ms. Suu Kyi accepted the invitation of Daffodil International University and showed her keen interest and willingness to join in future. While Mr. Md. Sabur Khan handed over a souvenir of our Rickshaw she praised a lot.

242
‘Social Business-The Next Generation’s Business’ workshop in Jahangirnagar University

“Social Business-The Next Generation’s Business” a seminar to encourage youth generation for being involved in the social business for the betterment of the society and community, has been organized by the Business Research Club (BRC) in association with MyVision SBSF- Jahangirnagar University Chapter and Daffodil International University (DIU) on 1st July in Jahangirnagar University.

In the seminar, Joanna Klimczak, CEO of MyVision and Luisa Brunori, Professor of University of Bologna, Italy have honored the position of Keynote speakers.

Dr. Md. Bellal Hossain, Associate Professor, NF&E, DIU is discussing about DIU Social Business Project Initiative.
Dr. Md. Belal Hossain, Associate Professor, Daffodil International University and an ex-student of Jahangirnagar University and  Kazi Misu and Md Asraful Alam Sunny from Social Business Students Forum (SBSF) were present as guest speakers.

In the seminar Mr. Awal-Al Kabir, member of advisory panel of Business Research Club was also present. Awal-Al Kabir said “The new entrepreneurs of social business should start from Zero and should be confident enough to make it successfully established”. Joanna Klimczak opined “Social business is the best form business in where you can make profit as well as do something great for the society and your community. She added “Young people of Bangladesh should come forward to undertake social venture and perform their social responsibility towards society they are belongings. 

At present Myvision and MyVision SBSF Jahangirnagar University Chapter are working together to promote social business among the university students to change the country to be free from socio-economic problems.

243
ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আশাবাদ, প্রত্যাশা, উদ্যমতা জীবনের সবকিছুই সহজ করে তোলে। যখন আপনি আপনার কর্মক্ষেত্র, ব্যবসায় বা অন্য কোনো ব্যাপারে কর্মদক্ষতার কমতি দেখবেন তখন ইতিবাচক মনোভাব আপনার জন্য ‘সুপারচার্জ’এর মতো কাজ করবে।

এটা কখনো স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠেনা। এর জন্য প্রয়োজন কিছুটা চেষ্টা ও সদিচ্ছার মিলিত প্রচেষ্টা। তবে কিছু উপায় আছে, যেগুলো অনুসরণ করলে আপনি যে পরিস্থিতিতে যেখানেই থাকেন না কেন সর্বদা ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারবেন। -

স্মরণ রাখুন আপনি আপনার মনোভাবের নিয়ন্ত্রক
আপনার দৃষ্টিভঙ্গি বা মনোভাবের প্রকাশ আপনার সামনে সংগঠিত নিত্যদিনের বিভিন্ন ঘটনা থেকে উদ্ভূত হয়না, এটি বরং আপনি নিজে কি সিন্ধান্ত নিচ্ছেন সেটি থেকে উদ্ভূত হয়।

যেমন ধরুন, কেউ একজন তার পরিচিত তিনজন মানুষকে একটি করে স্টিলের ব্রেসলেট উপহার দিল। প্রথম ব্যক্তি চিন্তা করলো এটি একটু  মূল্যহীন বস্তু ছাড়া অন্য কিছু নয়, দ্বিতীয় জন ভাবলো এটি একটা অল্প দামের জিনিস। অন্যদিকে, তৃতীয় ব্যক্তি মনে করলো এটি প্রকৃতপক্ষে একটি অতুলনীয় বস্তু।

প্রতিটি ক্ষেত্রেই একজন ব্যক্তির সিদ্ধান্ত নির্ভর করে কীভাবে একটি ঘটনা ঘটছে, এ বিষয়টি ব্যক্তির নিজস্ব ব্যাখ্যার ওপর এবং এই মানসিকতা নিয়ন্ত্রণ করবে আপনার দৃষ্টিভঙ্গির ওপর।

যেকোনো ঘটনাকে ইতিবাচক উপায়ে গ্রহণ ও বিশ্বাস করুন
জ়ীবন ও কর্ম সম্পর্কে আপনার বিশ্বাস এবং বিধি-নিষেধের মাত্রা নির্ধারণ করবে আপনার সম্মুখে সংঘঠিত ঘটনাগুলো কীভাবে ব্যাখ্যা করবেন তার ওপর। এই ভিত্তিতে আপনার দৃষ্টিভঙ্গি তৈরি হবে। নিজের মধ্যে দৃঢ় বিশ্বাস তৈরির সিদ্ধান্ত নিন, যেটি খারাপ মনোভাব তৈরির চেয়ে ভালো মনোভাব তৈরি করবে।

উদাহরণসরূপ, বাসা থেকে বের হওয়ার পূর্ব মুহূর্তে মোবাইল ফোনের মাধ্যমে ছোটখাট একটা দুঃসংবাদ পেলেন, সেই মুহূর্তে অন্যরা সাধারণত চিন্তা করবে দিনটা হয়তোবা মাটি হয়ে গেল। কিন্তু আপানি চিন্তা করুন প্রতিটি ফোন কল একটি অপরটি হতে আলাদা এবং পরবর্তী সংবাদ পূর্বেরটি থেকে নিশ্চয়ই ভালো হবে।

ইতিবাচক চিন্তার একটি "লাইব্রেরি" তৈরি করুন
প্রতিদিন সকালে কমপক্ষে ১৫ মিনিট সময় ব্যয় করে কিছু উৎসাহমূলক ও প্রেরণামূলক বিষয় পড়ুন, দেখুন অথবা শুনুন। আপনি নিয়মিত এ কাজটি করার ফলে আপনার চিন্তা ও অনুভূতি শক্তিগুলো এমন কি আপনার মনও সর্বদা প্রস্তুত থাকবে যদিও কোনো ঘটনা বা কাজ আপনি ঠিক যেভাবে পছন্দ করেন বা চেয়েছেন সেভাবে সংঘঠিত না হয়।

তোষামেদকারী ও অভিযোগকারীদের উপেক্ষা করুন
তোষামেদকারী ও অভিযোগকারীরা পৃথিবীকে দেখে রঙিন চশমার মধ্য দিয়ে। তারা কোনো কিছু ভালো না করে বরং ভুল বিষয়ে বেশি কথা বলে। আর সর্বোপরি অভিযোগকারী ব্যক্তি অন্যের খুশি এবং সন্তুষ্ট সহ্য করতে পারে না।

আপনি যদি কখনো কোনো অভিযোগকারীকে আপানার অর্জিত কোনো সাফল্য সম্পর্কে বলেন সে আপনাকে অভিনন্দন জানাবে ঠিকই, কিন্তু তা হবে অন্তঃসারশূন্য। আর আপনি এটি অনুধাবন করতে পারবেন যখন তাকে আপনি আপনার দুর্দশাগ্রস্ত অবস্থার কথা বলবেন।

বেশি বেশি ইতিবাচক শব্দ ব্যবহার করুন
আপনার মুখ থেকে উচ্চারিত শব্দগুলো শুধুমাত্র আপনার মস্তিষ্কে কি আছে তার প্রতিফলন নয়, বরং এগুলো হচ্ছে আপনার মস্তিষ্ক কীভাবে চিন্তা-ভাবনা করে সেগুলোকে প্রতিফলিত করে। সুতরাং, আপনি যদি ইতিবাচক মনোভাব তৈরি করতে চান আপনাকে অবশ্যই নিয়মিতভাবে ইতিবাচক শব্দ ব্যবহার করতে হবে।

ধরুন, কোনো এক কারণে আপনি রেগে আছেন বা  বিচলিত বোধ করছেন, সেই মুহূর্ত আবেগি এবং নিরপেক্ষ শব্দ ব্যবহার করুন। ‘আমি এখন রেগে আছি’ বা ‘আমি এখন রাগান্বিত’ বাক্যের বদলে বলুন ‘আমি এখন কিছুটা বিরক্ত। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/293333.html

244
পৃথিবীতে চলার পথে যেসব ব্যক্তিরা সফল, তাদের সবার মধ্যেই ছয়টি বিশেষ বৈশিষ্ট রয়েছে। আমেরিকার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের প্রফেসর জেফারি পিফারের গবেষণায় এসব বৈশিষ্ট উঠে এসেছে।
সফলতার শর্ত-১: শক্তি ও দৈহিক সহনশীলতা
বড় কিছু অর্জন করার পূর্বশর্ত নিরলসভাবে কঠোর পরিশ্রম করা। আর এর জন্য দরকার শক্তি। সেই সঙ্গে দরকার কাজের ব্যবস্থাপনার যোগ্যতা, যা যেকোন প্রতিষ্ঠানের উন্নতি ও অগ্রগতির ওপর প্রভাব ফেলে।

সফলতার শর্ত-২: স্থির লক্ষ্য
যারা কোনো কাজের জন্য লক্ষ্য স্থির রাখে, কখনো সেই পথ থেকে বিচ্যুত হয়না, তারা সফল হতে বাধ্য। ব্যক্তিগত ক্ষেত্রে তো বটেই, সামাজিক, রাজনৈতিক এমনকি বৈসায়িক ক্ষেত্রেও এ বিষয়টিকে অনেক গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি তাকেই দায়িত্ব দিতে স্বাচ্ছন্দ বোধ করেন, যারা নির্দিষ্ট লক্ষ অর্জনে দৃড় প্রতিজ্ঞ।

সফলতার শর্ত-৩: অন্যকে চেনা
আপনার আশপাশে যারা থাকেন অথবা কাজ করেন তাদের সঙ্গে সম্পর্ক তৈরি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারা কি চায় বা সমস্যা কি, সেটা আপনাকে জানতে হবে। সেই সঙ্গে সমস্যার সামাধান দিতে হবে। এ দুটো কাজ যদি করতে পারেন তাহলে আপনি সফল, আর শুধু প্রথমটা করতে পারলেও আপনার সফলতার পথ অনেকখানি খুলে যাবে।

সফলতার শর্ত-৪: নমনীয়তা
এটি এমন একটি গুন যা মানুষকে সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। কিন্তু এটা কিভাবে সফলতার শর্ত? নমনীয়তা প্রকাশ করার ক্ষেত্রে যদি আপনি কৌশলী হতে পারেন তবে আপনি এক্ষেত্রে সফল। আপনার নমনীয়তা আপনার অধিনস্থদের পরিপূর্ণ ও সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দিবে। এতে আপনি উপকৃত হবেন, আপনার আশপাশের লোকজনও উপকৃত হবে। (*নমনীয়তাকে অনেকেই দূর্বলতা হিসেবে দেখে। এতে আপনার যতটা না ক্ষতি হবে, সংশ্লিষ্ট ব্যক্তির অনেক বেশি ক্ষতি হবে)

সফলতার শর্ত-৫: সহ্য ক্ষমতা
সফলতার পথ যত প্রশস্ত হবে, আপনি তত বেশি বাধার মুখোমুখি হবেন। টর্নেডো, সাইক্লোনের মতে ধেয়ে আসবে বাধার পাহাড়। এসব বাধা ডিঙিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। অনেক সময় দ্বন্দ্ব-ফ্যাসাদ, প্রতিবাদ-প্রতিরোধ করাটাই বুদ্ধিমানের কাজ- যাতে আপনার প্রতিদ্বন্দ্বীরা বুঝতে পারে যে, প্রয়োজনে আপনি যেকোন কিছুর মুখোমুখি হতে প্রস্তুত।

সফলতার শর্ত-৬: অহঙ্কার দমন
সব সময় প্রতিবাদ, প্রতিরোধ একটি খারাপ অভ্যাস। ঐক্য ও সমঝোতা করে বেশি লাভবান হওয়া সম্ভব। অহঙ্কার না করে বরং সঠিক পথে এগিয়ে যেতে হবে। অহঙ্কার হজম করার বড় ধরনের উপকার রয়েছে। কারণ, বড় যুদ্ধে জিততে গেলে ছোটখাট যুদ্ধে যে হারতে হয়!

http://www.banglanews24.com/beta/fullnews/bn/290548.html

245
Common Forum/Request/Suggestions / ICT Scholarship for Generations
« on: June 29, 2014, 12:37:33 PM »
Jobsbd provides ICT Scholarship for Generations. To get this scholarship opportunity please visit and apply online to http://scholarship.jobsbd.com.

246
Body Fitness / দিবানিদ্রা উপকার
« on: June 21, 2014, 03:49:48 PM »
দুপুরে ভাত ঘুম! সে তো এখন অ্যান্টিক কনসেপ্ট। আম জনতার কাছে এক দুর্লভ বিলাসিতা। কর্পোরেট কালচারে একে দেখা হয় বেশ নিচু নজরেই। কিন্তু জানেন কি দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণের দিবানিদ্রা বা পাওয়ার ন্যাপ আপনার কর্মক্ষমতা বাড়িয়ে দিতে পারে আরও কয়েক গুণ? বেশি না, মাত্র পাঁচটি গুণের কথাই বলি আপনাদের। তারপর না হয় আপনারাই বিচার করবেন আদৌ দিবানিদ্রাকে কোনো প্রাধান্য দেওয়া উচিত কি না।

আপনাকে করে তোলে আরও সজাগ ও সতর্ক

নাসা'র বিজ্ঞানীরা গবেষনায় দেখিয়ে দিয়েছেন যে, মাত্র ৪০ মিনিটের দিবানিদ্রা কাজে ৩৪ শতাংশ সতর্কতা বাড়াতে সাহায্য করে। বিশেষ করে যারা রাতে ড্রাংভিং করেন তারা যাতে সজাগ থাকেন এবং ক্লান্তির কারণে ঝিমিয়ে না পড়েন, তার জন্যে ন্যাশনাল স্লিপিং এসোসিয়েশন তাদেরকে দিবা নিদ্রা বা ন্যাপ স্লিপ করার পরাপর্শ দেন।

চটজলদি বিশ্রাম
কাজের ফাঁকে বা কাজের শেষে অন্তত আধ ঘন্টার ঘুম আপনাকে সম্পর্ণ বিশ্রাম এর উপকারিতা দেবে। আপনিও অনেক বেশি চনমনে থাকবেন।

ক্লান্তিকে বিদায়
কাজের ফাঁকে দিবা নিন্দ্রা আপনাকে সমস্ত কাজের ক্লান্তি থেকে মুক্তি দেবে। রাস্তায় জ্যামে আটকে পড়েছেন! আর শুধু অফিসে বসেই বা কেন? গাড়িতে যাওয়া আসা করার ফাঁকে চোখ বুজে কয়েক মুহূর্ত জিরিয়ে নিতে পারেন।

মনকে শান্ত করে
এই ছোট সময়ের হালকা দিবানিদ্রা আপনার মাথার উপর থেকে কাজের সব চাপ আর দুশ্চিন্তা দূর করে আপনার মনকে দেবে প্রশান্তি। ফলে নতুন উদ্যমে কাজ করার এনার্জি পাবেন।

স্মৃতিশক্তি বাড়ায়
হ্যাঁ, ঠিকই পড়ছেন। দিবা নিদ্রা আপনার স্মৃতি শক্তি বাড়াতেও সাহায্য করে। এটা কী কখনও লক্ষ্য করে দেখেছেন, সকাল বেলা ঘুম থেকে উঠে অনেক বেশি ফ্রেশ লাগে। এমনকি কোনো কিছু মনে করার প্রয়োজন হলেও সেটি বিনা বাক্যব্যায়ে মনে পড়ে যায়। আসলে আমাদের মস্তিষ্কের মধ্যে যে নিউরন থাকে তা সামান্য বিশ্রাম পেলে আরও সজাগ হয়ে ওঠে।- ওয়েবসাইট।

Source: http://bd24live.com/details/3419

247
বিয়ের আগে পরিবার পরিজন, আত্মীয় স্বজন সংক্রান্ত যাবতীয় খোঁজ খবর নিয়ে থাকি আমরা, কিন্তু ভুলে যাই সব চেয়ে প্রয়োজনীয় ব্যাপার স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ সংক্রান্ত ব্যাপার টি, আসুন জেনে নেয়া যাক এই বিষয়ে  জরুরী কিছু তথ্যঃ

স্বামী-স্ত্রীর ব্লাড গ্রুপ কেমন হওয়া উচিত সে বিষয়টি নিয়ে আলোচনা করার আগে প্রথমে আমাদের ব্লাড গ্রুপ সম্পর্কে কিছু কথা জানা দরকার।  প্রধানত ব্লাড গ্রুপ কে দুই ভাগে ভাগ করা হয়। একটা হল ABO system (A, B, AB & O), আরেকটা হল Rh factor {Rh positive(+ve) & Rh negative(-ve)}. অর্থ্যাৎ Rh factor ঠিক করবে ব্লাডগ্রুপ পজেটিভ হবে না নেগেটিভ হবে। তাহলে ব্লাড গ্রুপগুলো হলঃ A+ve, A-ve, B+ve, B-ve, AB+ve, AB-ve O+ve, O-ve.

জেনে নেয়া যাক, যদি অন্য গ্রুপের ব্লাড কারো শরীরে দেওয়া হয় তাহলে কী হবে?

যখন কোনো Rh নেগেটিভ গ্রুপের ব্যক্তিকে Rh পজেটিভ গ্রুপের ব্লাড দেয়া হয় তখন প্রথমবার সাধারনত কিছু হবে না। কিন্তু এর বিরুদ্ধে রোগীর শরীরে এন্টিবডি তৈরী হবে যার ফলে যদি কখনো রোগী আবার পজেটিভ ব্লাড নেয় তাহলে তার ব্লাড cell গুলো ভেঙ্গে যাবে, এর কারনে অনেক সমস্যা হবে। যেমন জ্বর, কিডনি ফেইলিউর, হঠাৎ মৃত্যু ইত্যাদি। এই সমস্যাকে মেডিকেল টার্ম এ বলা হয় ABO incompatibility.

স্বামী-স্ত্রীর ব্লাডগ্রুপ কী রকম হওয়া দরকার?

স্বামীর ব্লাডগ্রুপ যদি পজেটিভ হয় তাহলে স্ত্রীর ব্লাডগ্রুপ ও পজেটিভ হতে হবে। আর যদি স্বামীর ব্লাডগ্রুপ নেগেটিভ হয় তাহলে স্ত্রীর ব্লাডগ্রুপ পজেটিভ বা নেগেটিভ যে কোনো একটি হলেই হবে। তবে স্বামীর ব্লাডগ্রুপ যদি পজেটিভ হয় তাহলে কোনোভাবেই স্ত্রীর ব্লাডগ্রুপ নেগেটিভ হওয়া চলবে না। এক্ষেত্রে যদি স্ত্রীর ব্লাডগ্রুপ নেগেটিভ হয় তাহলে তার স্বামীর ব্লাডগ্রুপ ও নেগেটিভ হতে হবে।

যদি স্বামীর ব্লাডগ্রুপ পজেটিভ হয় আর স্ত্রীর ব্লাডগ্রুপ নেগেটিভ হয় তাহলে কী সমস্যা হবে?

রক্তের গ্রুপ মিলে গেলে কোন সমস্যা হয় না। তবে স্ত্রী যদি নেগেটিভ হয় আর স্বামী যদি পজিটিভ হয় তাহলে ‘লিথাল জিন’ বা ‘মারন জিন’ নামে একটি জিন তৈরি হয় যা পরবর্তীতে জাইগোট তৈরিতে বাঁধা দেয় বা জাইগোট মেরে ফেলে। সে ক্ষেত্রে মৃত বাচ্চার জন্ম হয়।

যদি স্বামীর ব্লাডগ্রুপ পজেটিভ হয় তাহলে সাধারনত বাচ্চার ব্লাডগ্রুপ ও পজেটিভ হবে। যখন কোনো নেগেটিভ ব্লাডগ্রুপের মা ধারন করবে পজেটিভ Fetus(ভ্রুন) তখন সাধারনত প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

কিন্তু ডেলিভারির সময় পজেটিভ Fetus এর ব্লাড, placental barrier ভেধ করে এবং placental displacement এর সময় মায়ের শরীরে প্রবেশ করবে। মায়ের শরীরে ডেলিভারির সময় যে ব্লাড প্রবেশ করবে, তা ডেলিভারি হওয়ার কয়েক মাসের মধ্যেই মায়ের শরীরে Rh এন্টিবডি তৈরী করবে। যখন মা দ্বিতীয় সন্তান বহন করবে, তখন যদি তার fetus এর ব্লাডগ্রুপ পুনরায় পজেটিভ হয়।

তাহলে মায়ের শরীরে আগে যেই Rh এন্টিবডি তৈরী হয়েছিলো সেটা placental barrier ভেধ করে বাচ্চার শরীরে প্রবেশ করবে। আর যখন fetus এর শরীরে Rh antibody ঢুকবে তখন fetal এর RBC এর সাথে agglutination হবে, যার ফলে RBC ভেঙ্গে যাবে। একে মেডিকেল টার্ম এ “Rh incompatibility” বলে।

Source: http://bd24live.com/details/3514

248
It is a great pleasure that DCCI Entrepreneurship and Innovation Expo is going to be held on following schedule:

Date:June 22, 2014 (Sunday) Time : 2.30pm Venue: Hall of Fame, Bangabandhu International Conference  Center (BICC), Sher-e-Bangla Nagar, Dhaka.

We know, 2000 Entrepreneurs project is a dreamy project that our honorable Chairman sir has been leading as Chairman of this project.
 
During the Expo,Mr. Md. Sabur Khan (Honorable Chairman, Daffodil Group) will share his valuable experience, vision, and direction to the young generation. It will be a golden opportunity to enjoy some interactive moments with him. It is a good chance to be a part of Entrepreneurship and Innovation Expo! Our Student, Faculty & Admin are cordially invited to attend the session accordingly, seats are limited!

                                                                                                   Don’t Miss It!

Note:

1. No entry fee required for any Daffodil Member.
2. First come, first serve.
3. Transport will be available from DIU main Campus from 12.15 noon with 
    each 15 minutes interval. Be faster to get best seats at the Hall of
    Fame!

249
নতুন উদ্যোক্তাদের সহযোগিতার জন্য পূর্ণাঙ্গ দিক-নির্দেশনা সম্বলিত একটি বই প্রকাশ হয়েছে। ‘উদ্যোক্তা উন্নয়ন নির্দেশিকা’ নামের বইটি রচনা ও প্রকাশ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সাবেক সভাপতি মো. সবুর খান।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
 
ড. আতিউর রহমান বলেনে, “বইটির মাধ্যমে নতুন উদ্যোক্তারা যথেষ্ট লাভবান হবেন। ‘চাকরি খুজঁব না চাকরি দেব’ এই মানসিকতায় আমাদের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বইটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।”   

তিনি বলেন, “আমাদের দেশের সার্বিক উন্নয়নে সবচেয়ে বেশী প্রয়োজন নতুন নতুন উদ্যোক্তা তৈরি। স্বাধীনতার ৪৩ বছরে আমরা গার্মেন্টস থেকে শুরু করে তথ্যপ্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের যে সাফল্যের গল্প দেখছি তা মূলত উদ্যোক্তাদেরই অবদান। যদিও সরকার বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছে।”

বাংলাদেশ ব্যাংক গভর্ণর বলেন, “দেশের মোট জনসংখ্যার ৫৫% তরুণ, এই তরুণ প্রজন্মকে সুশিক্ষিত প্রশিক্ষত ও উদ্যোক্তা তৈরী করে তুলতে পারলেই বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলা হিসাবে গড়ে তোলা সম্ভব। বড় উদ্যোক্তাদের পাশাপাশি ছোট উদ্যোক্তাও প্রয়োজন। আমরা ইতিমধ্যে ১০০ কোটি টাকার উদ্যোক্তা ফান্ড গঠন করেছি। আমরা জুড়ি বোর্ডের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং এই ফান্ড থেকে সহায়তা দিব।”
 
প্রকাশনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম গোলাম রহমান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ, নির্মল চন্দ্র ভক্ত, মহাব্যবস্থাপক আসাদুজ্জামান ও মাসুম পাটওয়ারীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রকাশনা অনুষ্ঠানে বই এর প্রকাশক এবং লেখক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজ এর চেয়ারম্যান ও মো. সবুর খান বলেন, “বইটিতে অত্যন্ত সহজ ভাষায়- দক্ষতা অর্জন, পণ্যের মূল্য নির্ধারণ, ক্রেতাকে সন্তুষ্ট রাখার কৌশল, ব্যবসায়িক কার্যক্রম শুরু, ট্রেড লাইসেন্স প্রাপ্তি, লোন প্রাপ্তি, প্রকল্প পরিকল্পনা তৈরির বিভিন্ন দিকসহ ব্যবসার খুটিনাটি ধারাবাহিকভাবে সন্নিবেশিত করা হয়েছে এবং সহায়ক লিংক সমূহ দেয়া আছে যা উদ্যোক্তা হতে ইচ্ছুক যে কাউকে পরিস্কার দিক নির্দেশনা দিতে সক্ষম হবে।

বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্ধেক দামে বইটি নিতে পারবেন বলেও জানান তিনি।

250
Bangladesh Bank Governor Dr. Atiur Rahman  and writer and publisher of the  “Hand Book of Entrepreneurship Development” along with distinguished guests at the publication ceremony held today at Bangladesh Bank.

Bangladesh Bank Governor Dr. Atiur Rahman said, creating more and more New Entrepreneurs development is very important for the overall development of Bangladesh. He said, after 43rd years of liberation, the success story of Bangladesh what we see in different sectors specially Garments and ICT- Entrepreneurs are the mainly contributor. He said, 55% of the total population of the country is youth and it is possible to build our dreaming self reliant Golden Bangladesh if we can train up this young generation with technology, education and entrepreneurship skills. He said these while addressing as the chief guest at the publication ceremony of the book titled “Hand Book of Entrepreneurship Development” written and published by Md. Sabur Khan, Chairman, Daffodil International University and Former President, Dhaka Chamber of Commerce and Industry (DCCI) which is a complete guideline to assist new entrepreneurs. He also said, SME is also essential besides big entrepreneurs. We have created a fund amounting Tk.100 crore for SME and we will distribute these amount among the Young Entrepreneurs after trained up them through Jurry board.

The function was also attended by Prof. Dr. M. Golam Rahman, Dean Faculty of Humanities and Social science, Executive Director of Bangladesh Bank Mr. Ahsan Ullah, Mr. Nirmal Chandra Vakta, and General Manager Mr. Asaduzzaman and Mr. Masum Patwary.

In the publication Ceremony writer and publisher of the book Mr. Md. Sabur Khan said, the book will help the new entrepreneurs as a guideline to know ins and outs to form a new company or initiating a new business. Gaining skills, pricing of product, techniques to satisfy  customers, starting business activities, getting trade license, loan and different guidelines for preparing a project plans have been discussed elaborately in the book  which will help anyone intended to become an Entrepreneur, he added.

He also said, the amount earned from the sales of the books will be donated for forming `Innovation Center’ to develop entrepreneurs and the students of different colleges and universities will get the book in 50% discount rate.

251
Common Forum/Request/Suggestions / Students: Opening Doors
« on: June 21, 2014, 10:07:28 AM »
                                                                            Students: Opening Doors
A class of Art of Living has been held under the sky yesterday on 19 June 2014. Students of Business Administration section C was in the limelight of the beautiful morning. It was a presentation of the course along with an assignment. Mr. Syed Mizanur Rahman, the course facilitator and the Director of Students’ Affairs, DIU has assigned students to act a presentation in form of drama. Students were 100% enthusiastic to play their team performance in front of public at Dhanmondi lake – 32. The content of the drama was educative, they focused on daily life phenomenon to disseminate a message about miscommunication and worst consequences of zero tolerance.


The course philosophy firmly believes that it will keep our students away from those worst behavior commonly done by mass people and also will help them to be confident in public speaking which will make their life beautiful in an artistic way.

 

252
THE DUKE OF EDINBURGH'S INTERNATIONAL AWARD BANGLADESH

REGISTER & BE RECOGNIZED  INTERNATIONALLY
23 JUNE         MONDAY       10:30 AM       @ DIGITAL CLASS ROOM

The Duke of Edinburgh's Award (commonly abbreviated DofE), is the generic name for a youth awards programme founded in the United Kingdom in 1956 by Prince Philip, Duke of Edinburgh that has since expanded to 146 other countries.On 20 August 2008, the former British High Commissioner to Bangladesh HE Mr. Stephen Evans initiated the programme in Dhaka. Since the inception 4,500 students from 28 leading institutions from Dhaka and Chittagong enrolled for the award.
To achieve an award, the participant must work on each section for a minimum period of time, and must be monitored and assessed. Each progressive level demands more time and commitment from participants:

1.      Bronze             : 3–6 months;

2.      Silver               : 6–9 months;

3.      Gold                : 12–18 months.

Adventurous Journey

·         Bronze—1 night and 2 days plus one practice journey of the same level

·         Silver—2 nights and 3 days plus one practice journey of the same level

·         Gold—3 nights and 4 days plus one practice journey of the same level

GET MORE

23 JUNE           MONDAY           10:30 AM            @ DIGITAL CLASS ROOM

 
Daffodil International University, DSA Office, 4/2, Sobahanbag ( 5th Floor),Tel: 880-2-8130864, Ext. 352

253
Seminar

On

‘Career Windows for Real Estate Graduates’

Chief Guest: Md. Yeasin Ali

Chairman, Bangladesh House Building Finance Corporation

 

Special Guest: Mr. Alamgir Shamsul Alamin

President, Real Estate & Housing Association of Bangladesh

&

Chairman, Shamsul Alamin Group

 

Chaired by: Prof. Dr. Md. Zakir Hossain

                                  Dean, Faculty of Business and Economics

 &

                                              Director of Studies, Daffodil International University

 

Date: 22 June 2014 (Sunday)

Time: 10.00 am

Venue: DIU Auditorium

All are cordially invited at the Seminar

Organized by

Department of Real Estate

Faculty of Business and Economics

Daffodil International University

254


A great teacher is one a student remembers and cherishes forever. Teachers have long-lasting impacts on the lives of their students, and the greatest teachers inspire students toward greatness. To be successful, a great teacher must have:

1.    An Engaging Personality and Teaching Style
    A great teacher is very engaging and holds the attention of students in all discussions.
2.    Clear Objectives for Lessons
    A great teacher establishes clear objectives for each lesson and works to meet those specific objectives during each class.
3.    Effective Discipline Skills
    A great teacher has effective discipline skills and can promote positive behaviors and change in the classroom.
4.    Good Classroom Management Skills
    A great teacher has good classroom management skills and can ensure good student behavior, effective study and work habits, and an overall sense of respect in the classroom.
5.    Good Communication with Parents
    A great teacher maintains open communication with parents and keeps them informed of what is going on in the classroom as far as curriculum, discipline, and other issues. They make themselves available for phone calls, meetings, and email.
6.    High Expectations
    A great teacher has high expectations of their students and encourages everyone to always work at their best level.
7.    Knowledge of Curriculum and Standards
    A great teacher has thorough knowledge of the school's curriculum and other standards they must uphold in the classroom. They ensure their teaching meets those standards.
8.    Knowledge of Subject Matter
    This may seem obvious, but is sometimes overlooked. A great teacher has incredible knowledge of and enthusiasm for the subject matter they are teaching. They are prepared to answer questions and keep the material interesting for the students.
9.    Passion for Children and Teaching
    A great teacher is passionate about teaching and working with children. They are excited about influencing students' lives and understand the impact they have.
10.    Strong Rapport with Students
    A great teacher develops a strong rapport with students and establishes trusting relationships.

http://teaching.org/resources/top-10-qualities-of-a-great-teacher

255
Fair and Events / National Computer Programming Contest-2014
« on: June 18, 2014, 06:43:36 PM »
DIU Primitive team of Daffodil International University consists of Md. Samiul Islam, Sharif Ahmed and Shuvo Karmaker won the 3rd prize in Daffodil National Collegiate Programming Contest 2014. It may be mentioned here that Daffodil International University obtained first position among the private universities of Bangladesh. A total of 115 teams from 52 public and private universities participated in the programming contest.Members of DIU Primitive team receiving awards from Mr. Imran Ahmed,MP and Honorable Chairman, Standing Committee, Ministry of Posts, Telecommunication and Information Technology, Bangladesh Parliament in the award giving ceremony.

Pages: 1 ... 15 16 [17] 18