Daffodil International University

Faculty of Allied Health Sciences => Public Health => Topic started by: rumman on December 27, 2013, 10:59:49 AM

Title: প্রতিস্থাপিত হৃৎপিণ্ডে ৩১ বছর
Post by: rumman on December 27, 2013, 10:59:49 AM
প্রতিস্থাপিত হৃৎপিণ্ড নিয়ে ৩১ বছর পার করেছেন যুক্তরাজ্যের জন ম্যাক ক্যাফার্টি। বিশ্বে প্রতিস্থাপিত হৃৎপিণ্ড নিয়ে দীর্ঘদিন বাঁচার এটাই সর্বোচ্চ রেকর্ড। ইতিমধ্যেই তাঁর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে উঠে গেছে। এর আগের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের টনি হিউসম্যানের। প্রতিস্থাপিত হৃৎপিণ্ড নিয়ে ৩০ বছর পার করার পর ২০০৯ সালে তিনি মারা যান।
ক্যাফার্টির বয়স এখন ৭১। ১৯৮২ সালে মাত্র ৩৯ বছর বয়সে তাঁর হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। ওই সময় তিনি কার্ডিওমায়োপ্যাথি নামের হৃৎপিণ্ড বিকল করা একটি রোগে ভুগছিলেন। চিকিৎসকরা তাঁকে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের সময় বলেছিলেন, এতে তিনি আরো পাঁচ বছর পর্যন্ত বাঁচবেন। তবে চিকিৎসকদের এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে ক্যাফার্টির ক্ষেত্রে।
বাকিংহামশায়ারের এই অধিবাসীর আশা, তাঁর এই রেকর্ড হৃৎপিণ্ড প্রতিস্থাপনের জন্য অপেক্ষমাণ রোগীদের উৎসাহিত করবে। ইতিমধ্যেই তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদ হাতে পেয়েছেন। তাঁর পরামর্শ হলো- সব সময় আশাবাদী থাকতে হবে, ইতিবাচক মন নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং অবশ্যই চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলতে হবে।
রয়েল ব্রম্পটন ও হেয়ারফিল্ড ন্যাশনাল হেলথ সার্ভিস ফাউন্ডেশন ট্রাস্টের পরিচালক অ্যান্ড্রা সাইমন বলেন, ‘জন ক্যাফার্টির অর্জন উল্লেখ করার মতো। তাঁকে দেখেই বোঝা যায়, প্রতিস্থাপনের মাধ্যমে কী করা সম্ভব!’  সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Title: Re: প্রতিস্থাপিত হৃৎপিণ্ডে ৩১ বছর
Post by: Saqueeb on December 30, 2013, 12:35:32 PM
interesting post.
Title: Re: প্রতিস্থাপিত হৃৎপিণ্ডে ৩১ বছর
Post by: nadimhaider on January 04, 2014, 06:42:21 PM
nobody knows but Allah
Title: Re: প্রতিস্থাপিত হৃৎপিণ্ডে ৩১ বছর
Post by: R B Habib on January 05, 2014, 12:45:10 PM
Alhamdulillah
Title: Re: প্রতিস্থাপিত হৃৎপিণ্ডে ৩১ বছর
Post by: tnasrin on February 10, 2014, 12:06:26 PM
rakhe allah mare ke.......
Title: Re: প্রতিস্থাপিত হৃৎপিণ্ডে ৩১ বছর
Post by: nayeemfaruqui on March 12, 2014, 02:53:12 PM
Nice post