Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - nadim.pr

Pages: [1]
1
Various Sura & Dua / Re: সূরা মূলক এর শক্তি
« on: November 29, 2022, 11:52:49 AM »
Thank YOu

3
অ্যাপ ছাড়াও বিভিন্ন কারণে আমাদের স্মার্টফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। স্মার্টফোনের সেটিংস পরিবর্তন করে ব্যাটারির চার্জ বাঁচানো যায়। স্মার্টফোনের ব্যাটারির চার্জ বাঁচানোর কৌশলগুলো জেনে নিন।

স্মার্টফোনের স্ক্রিন
স্ক্রিনের আকার বড় হওয়ায় টেলিভিশনের বদলে স্মার্টফোনেই পছন্দের অনুষ্ঠান, ভিডিও বা সিনেমা দেখেন অনেকে। তবে আপনি জানেন কি, স্মার্টফোনের এই বড় স্ক্রিনই কিন্তু ব্যাটারির চার্জ শেষ করার জন্য অনেকাংশেই দায়ী। তবে ব্যাটারি বেশি খরচ করে বলে কি আমরা স্মার্টফোন কম ব্যবহার করব? মোটেই তা নয়। ব্যাটারির খরচ কমাতে স্মার্টফোনে কিন্তু চমৎকার একটি ফিচার রয়েছে, যা অ্যাডাপ্টিভ ব্রাইটনেস নামে পরিচিত। ফিচারটি চালু থাকলে আশপাশের আলো পর্যালোচনা করে স্ক্রিনের উজ্জ্বলতা কমে বা বৃদ্ধি পায়। স্ক্রিনের উজ্জ্বলতা কম হলে ব্যাটারিও কম খরচ হবে।
 রাতে স্মার্টফোন ব্যবহারের সময় বিভিন্ন অ্যাপের ডার্ক মোড ফিচার ব্যবহার করেও ব্যাটারি খরচ কমানো যায়। এর পাশাপাশি স্মার্টফোনের লাইভ ওয়ালপেপারের বদলে কালো রঙের ওয়ালপেপার ব্যবহার করেও উপকার পাওয়া যাবে।




নেটওয়ার্কের সমস্যা
ঘরে বা বাইরে অনেক সময় ভালো মানের মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। নেটওয়ার্কের সমস্যা হলে আপনার স্মার্টফোন মোবাইল টাওয়ারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। এতে ব্যাটারির চার্জ বেশি খরচ হয়। সমস্যা সমাধানে আপনার এলাকায় যে মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ভালো সে প্রতিষ্ঠানের সিম ব্যবহার করতে পারেন। নম্বর পরিবর্তন করা সম্ভব না হলে নেটওয়ার্ক এক্স টেন্ডার বা সিগন্যাল বুস্টার ব্যবহার করেও স্মার্টফোনের ব্যাটারির চার্জ বাঁচানো যায়।


অ্যাপের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ
কাজের সময় আমরা সাধারণত ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপগুলো ব্যবহার করি না। তবে বন্ধ থাকলেও অ্যাপগুলো কিন্তু ঠিকই বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকে। ফলে ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। আপনি চাইলেই ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপের কার্যক্রম নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখতে পারেন। এ জন্য Settings থেকে Apps অপশনে প্রবেশ করে অপ্রয়োজনীয় অ্যাপগুলো নির্বাচন করুন। এবার Advanced থেকে Battery অপশন থেকে Restricted নির্বাচন করলেই অ্যাপগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি প্রয়োজন না থাকলে স্মার্টফোনের ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেও ব্যাটারির খরচ বাঁচানো যায়।

জিপিএস লোকেশন, ওয়াই-ফাই এবং ব্লুটুথ বন্ধ
স্মার্টফোনের জিপিএস লোকেশন, ওয়াই-ফাই এবং ব্লুটুথ সেবাগুলো ব্যাটারি বেশি খরচ করে। আর তাই প্রয়োজন ছাড়া জিপিএস লোকেশন, ওয়াই-ফাই এবং ব্লুটুথ সেবা বন্ধ রাখাই ভালো।

Source: https://www.prothomalo.com/technology/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87

4
তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্কের গতি কমে যাওয়ার অন্যতম কারণ হতে পারে অন্য কেউ যদি আপনার ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে। শুধু এ কারণেই ওয়াই-ফাইয়ের গতি কমে যায়, বিষয়টি এমন নয়। তবে গতি কমে যাওয়ার এটি অন্যতম কারণ। হতে পারে কেউ আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জেনে বা চুরি করে লুকিয়ে ইন্টারনেট ব্যবহার করছে। আবার আপনার প্রতিবেশী কিংবা পার্শ্ববর্তী এলাকার কেউ আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কে যন্ত্র সংযুক্ত করে দীর্ঘদিন থেকে ইন্টারনেট ব্যবহার করছেন। এসব কারণে আপনি আপনার ওয়াই-ফাইয়ে কাঙ্ক্ষিত গতি পাবেন না। আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কে কোন কোন যন্ত্র যুক্ত রয়েছে, তা আপনি দেখে নিতে পারেন। আর অপরিচিত যন্ত্রগুলো বিচ্ছিন্নও করে দিতে পারবেন।

ওয়াই-ফাই নেটওয়ার্ক সুরক্ষিত রাখতে জরুরি হলো শক্তিশালী পাসওয়ার্ড দেওয়া। এতে আপনাকে না জানিয়ে অন্য কেউ আপনার ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করতে পারবে না। পাসওয়ার্ড হ্যাক করে অন্য কেউ ওয়াই-ফাই ব্যবহার করলে ম্যালওয়ার ছড়াতে পারে। ইন্টারনেটের গতি ঠিক থাকলেও নির্দিষ্ট সময় পরপর ওয়াই-ফাই নেটওয়ার্কে কোন কোন যন্ত্র যুক্ত, তা দেখে নেওয়া ভালো।


সব যন্ত্রে ওয়াই-ফাই সংযোগ বন্ধ করে রাউটার ট্যাব বা অ্যাপ রিফ্রেশ করে যুক্ত থাকা যন্ত্রের তালিকা দেখা যাবে। আপনার বা আপনার বাড়ির যন্ত্র ছাড়া অন্য যন্ত্র যুক্ত থাকলে এ তালিকায় তা দেখা যাবে। ওয়াই-ফাই পাসওয়ার্ড পরিবর্তন করে আপনার যন্ত্রগুলো আবার সংযুক্ত করতে পারেন। এতে অপরিচিত কেউ নতুন পাসওয়ার্ড ছাড়া তাঁদের যন্ত্র যুক্ত করতে পারবেন না।

পাসওয়ার্ড পরিবর্তন না করেও অপরিচিত যন্ত্র অপসারণ করা যায়। মিডিয়া অ্যাকসেস কন্ট্রোল বা ম্যাক ঠিকানার সাহায্যে ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত যন্ত্র শনাক্ত করা যায়। ম্যাক ফিল্টার ব্যবহার করে ওয়াই-ফাই নেটওয়ার্কে যন্ত্রের সংযোগ নিয়ন্ত্রণ করা যায়।


এ ছাড়া বন্ধু বা অন্যদের জন্য আলাদা গেস্ট ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরি করা যেতে পারে। এর মাধ্যমে নির্দিষ্ট সময় পর সেই যন্ত্রগুলো নিষ্ক্রিয় করে দেওয়া যায়।

Source: https://www.prothomalo.com/technology/dt0s01se52

5
Know How it Spreads


There is currently no vaccine to prevent coronavirus disease 2019 (COVID-19).
The best way to prevent illness is to avoid being exposed to this virus.
The virus is thought to spread mainly from person-to-person.
Between people who are in close contact with one another (within about 6 feet).
Through respiratory droplets produced when an infected person coughs or sneezes.
These droplets can land in the mouths or noses of people who are nearby or possibly be inhaled into the lungs.


Take steps to protect yourself

Clean your hands often
Wash your hands often with soap and water for at least 20 seconds especially after you have been in a public place, or after blowing your nose, coughing, or sneezing.
If soap and water are not readily available, use a hand sanitizer that contains at least 60% alcohol. Cover all surfaces of your hands and rub them together until they feel dry.
Avoid touching your eyes, nose, and mouth with unwashed hands.

Avoid close contact

Avoid close contact with people who are sick
Put distance between yourself and other people if COVID-19 is spreading in your community. This is especially important for people who are at higher risk of getting very sick.


Take steps to protect others

Stay home if you’re sick
Stay home if you are sick, except to get medical care. Learn what to do if you are sick.


Cover coughs and sneezes

Cover your mouth and nose with a tissue when you cough or sneeze or use the inside of your elbow.
Throw used tissues in the trash.
Immediately wash your hands with soap and water for at least 20 seconds. If soap and water are not readily available, clean your hands with a hand sanitizer that contains at least 60% alcohol.



Wear a facemask if you are sick


If you are sick: You should wear a facemask when you are around other people (e.g., sharing a room or vehicle) and before you enter a healthcare provider’s office. If you are not able to wear a facemask (for example, because it causes trouble breathing), then you should do your best to cover your coughs and sneezes, and people who are caring for you should wear a facemask if they enter your room. Learn what to do if you are sick.

If you are NOT sick: You do not need to wear a facemask unless you are caring for someone who is sick (and they are not able to wear a facemask). Facemasks may be in short supply and they should be saved for caregivers.


Clean and disinfect


Clean AND disinfect frequently touched surfaces daily. This includes tables, doorknobs, light switches, countertops, handles, desks, phones, keyboards, toilets, faucets, and sinks.

If surfaces are dirty, clean them: Use detergent or soap and water prior to disinfection.

Collected From: Centers for Disease Control and Prevention

6
ICT / App to help you learn foreign languages ‘fast’
« on: May 18, 2015, 10:01:25 AM »
App to help you learn foreign languages ‘fast’




Here is an app that would teach you a foreign language without eating up your precious time!

The researchers have developed the app to fill the time gap we spend waiting for a friend or co-worker to respond while we are chatting on GChat.

WaitChatter, a Chrome extension for GChat, generates interactive foreign language vocabulary exercises, so you can make the most of your time as a conversation partner is typing out a response.

Carrie Cai, a PhD student at MIT’s Computer Science and Artificial Intelligence Lab, discovered that the average person spends up to 15 minutes a day waiting for replies, in other words about an hour and a half a week.

“But what if you could do something constructive with those moments like, say, learn a language? That’s precisely what the new app provides,” Cai said in MIT Technology Review.

And what makes the system effective is that it detects when you are waiting for an instant message.

“This integrated approach, which we call ‘wait-learning’, is far less likely to be perceived as time consuming or intrusive compared to using a separate learning app,” Cai said.

Another key differentiator is that WaitChatter is embedded right within the chatbox.

With most other micro-learning apps, like Duolingo, users may feel as if they have to make a significant extra effort or set aside time to study up.

With WaitChatter, they don’t have to close a window or even switch apps, since it’s incorporated into the programme they are already using.

WaitChatter has been tested in two languages: French and Spanish.

In a two-week pilot study, WaitChatter users learned an average of four words per day. The system pulls words from both a built-in list and from the user’s ongoing chat conversations.

For example, people discussing their pets might be quizzed on terms about animals, while those chatting about an upcoming Starbucks date will learn words for “coffee” and “tea”[/size]


Source: http://goo.gl/NNkqgK

7
IT Forum / Do You want to buy laptop?
« on: May 14, 2015, 10:38:33 AM »
ল্যাপটপ কিনতে যাচ্ছেন?


নতুন ল্যাপটপ কম্পিউটার কেনার কথা ভাবছেন? যাচ্ছেন কিনতে? বাজারে রয়েছে অনেক ল্যাপটপ। এগুলোর মধ্য থেকে হঠাৎ করেই এমন একটি ল্যাপটপ কিনে ফেললেন।  পরে দেখা গেল সেটি আপনার উপযোগী নয়। তাই ল্যাপটপ কিনতে যাওয়ার আগেই পরিকল্পনা সেরে নেওয়া ভালো।

প্রয়োজন বুঝে নিন
প্রথমেই চিন্তা করুন, ল্যাপটপ দিয়ে কী করবেন। এটি সঠিকভাবে বের করতে পারলে ল্যাপটপ কেনার কাজটি অনেকটাই সহজ হয়ে যাবে। ল্যাপটপ কম্পিউটার দিয়ে অনেক কাজ করা যেতে পারে, তবে সাধারণভাবে কাজগুলোকে এভাবে ভাগ করা যায়:

অফিস ও পড়াশোনার কাজে—মূলত অফিস ঘরানার সফটওয়্যারের মাধ্যমে লেখালেখি, হিসাব কষা, প্রেজেন্টেশন তৈরি এবং অফিস ও শিক্ষার জন্য বিশেষ সফটওয়্যার ব্যবহার করা যায়।
গেম খেলা—সর্বশেষ গেমগুলো খেলা, এর পাশাপাশি অন্য কাজগুলোও করা যায়।

ওয়েব ব্যবহার—ওয়েবসাইট ব্রাউজ করা, ই–মেইল, ভিডিও স্ট্রিমিং ও সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবহার করা যায়।
মিডিয়া প্রোডাকশন—ছবি, অডিও, ভিডিও ক্যাপচার, সম্পাদনা ইত্যাদি কাজ করা।

সুবিধা-অসুবিধা জানুন
ডেস্কটপ কম্পিউটারের তুলনায় ল্যাপটপ ব্যবহারে বিশেষ কিছু সুবিধা পাওয়া যায়। তবে এটি কখনোই বলা যায় না, সব কাজের বেলায় ল্যাপটপ ডেস্কটপের বিকল্প হতে পারে। সুবিধার মধ্যে রয়েছে ল্যাপটপ সহজে বহন করা যায়। ডেস্কটপের প্রায় সব কাজই এখানে করা যায় ল্যাপটপে, কম বিদ্যুৎ খরচ ও কম জায়গা লাগে।

ল্যাপটপ ব্যবহারের অন্যতম প্রধান সুবিধা হলো এটি ব্যাটারিতে চলে। তবে সব সময় বহন করা হয় বলে এটি চুরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং দুর্ঘটনায় পড়ে এর ক্ষতি হতে পারে। ল্যাপটপের বিভিন্ন যন্ত্রাংশ চাইলেই পরিবর্তন করা যায় না। ফলে অনেক ক্ষেত্রে ল্যাপটপ হালনাগাদ নাও হতে পারে।

এবার আসুন বাজেটে
ল্যাপটপ কেনার জন্য কত টাকা খরচ করবেন, সেটি আগে থেকেই নির্ধারণ করে রাখুন।

অপারেটিং সিস্টেম কোনটা
অপারেটিং সিস্টেম হলো কম্পিউটারের চালক সফটওয়্যার, যার ওপর ভিত্তি করে অন্যান্য আরও প্রোগ্রাম ব্যবহার করা যায়। অপারেটিং সিস্টেমের মধ্যে প্রচলিত হলো উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ও ক্রোম। ল্যাপটপ কেনার সময়ই সাধারণত অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে। ল্যাপটপ কেনার পর আলাদাভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা যাবে। সাধারণ কাজের জন্য এটি অন্যতম জনপ্রিয় ও সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম। তবে ম্যাক ওএস ব্যবহারের জন্য অ্যাপল ম্যাক যন্ত্রের দরকার হবে। লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য বিশেষ কোনো নিয়ম নেই। যেকোনো ধরনের হার্ডওয়্যারেই লিনাক্স ব্যবহার করা যায়। লিনাক্স অপারেটিং সিস্টেমের বিভিন্ন সংস্করণ পাওয়া যায়, যেগুলো ডিস্ট্রো নামে পরিচিত। যেমন উবুন্টু, ফেডোরা, রেড হ্যাট ইত্যাদি। গুগল ক্রোম ব্রাউজারের ওপর ভিত্তি করে ক্রোম ওএস তৈরি করা হয়েছে। ওয়েবভিত্তিক কাজগুলো করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

কম্পিউটারে কী ধরনের কাজ করা হবে, তার ওপর ভিত্তি করেও অপারেটিং সিস্টেম নির্বাচন করা যেতে পারে। যেমন: ছবি, অডিও, ভিডিও সম্পাদনার সফটওয়্যার ব্যবহার করার জন্য লিনাক্সের তুলনায় ম্যাক ও উইন্ডোজে সুবিধা বেশি। ওয়েবসাইট তৈরি ও অন্যান্য কারিগরি কাজের জন্য অনেকেই লিনাক্স ও ম্যাক ব্যবহার করে থাকেন। আবার যাঁরা গেম খেলার জন্য কম্পিউটার কিনছেন, তাঁদের জন্য উইন্ডোজই হবে সেরা অপারেটিং সিস্টেম।

মডেল নির্বাচন
ল্যাপটপের ধরন, পর্দার আকারসহ অন্যান্য বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এর মডেল নির্বাচন করতে হবে। সাধরণভাবে এই সময়ের ল্যাপটপগুলো নেটবুক, নোটবুক বা ল্যাপটপ, হাইব্রিড ল্যাপটপ ও ট্যাবলেট, ডেস্কটপের বিকল্প আলট্রাবুক—এই চারটি ভাগে ভাগ করা যায়। কাজের ধরনের ওপর ভিত্তি করে বেছে নিতে হবে নতুন ল্যাপটপটি।

বৈশিষ্ট্য যাচাই করে নেওয়া
ল্যাপটপ কেনার আগে এর বৈশিষ্ট্যগুলো যাচাই করে নেওয়া উচিত। বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে দামেও পার্থক্য তৈরি হয়। তবে একই দাম হলেও আলাদা মডেলের ল্যাপটপে আলাদা বৈশিষ্ট্য থাকবে।

প্রসেসর হলো কম্পিউটারের এমন একটি অংশ, যার মাধ্যমে সব ধরনের প্রসেসিং করা হয়। সাম্প্রতিক সময়ের প্রসেসরগুলোর মাধ্যমে কম্পিউটারের কাজগুলো সহজেই করা সম্ভব। ল্যাপটপ কেনার সময় সেলেরন, অ্যাটম, পেন্টিয়াম, সি, ই ইত্যাদি সিরিজের প্রসেসরগুলো এড়িয়ে যাওয়া ভালো।

র্যাম ও মেমোরি
কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজগুলো করা হয় র্যাম বা মেমরির ওপর ভিত্তি করে। মেমোরি যত বেশি হবে কম্পিউটার তত দ্রুতগতিতে কাজ করতে পারবে।

গ্রাফিকস প্রসেসর: গ্রাফিকস, অডিও সম্পাদনা, অ্যানিমেশনের মতো কাজগুলো করার জন্য যদি ল্যাপটপ ব্যবহার করা হয়, তবে একটি ভালো মানের গ্রাফিকস প্রসেসর যুক্ত রাখা প্রয়োজন।
হার্ডডিস্ক: কম্পিউটারে তথ্য সংরক্ষণের জন্য যে যন্ত্রাংশ ব্যবহার করা হয় তার নাম হার্ডডিস্ক। হার্ডডিস্কের আকার বেশি হলে একই সঙ্গে বেশি তথ্য সংরক্ষণ করা যায়। অধিকাংশ ল্যাপটপেরই হার্ডডিস্ক পরিবর্তন করা যায়, ফলে প্রয়োজন অনুযায়ী নতুন হার্ডডিস্ক সংযোজন করা যাবে। এসএসডি নামের নতুন ধরনের একটি ডিস্ক রয়েছে। সাধারণ মানের হার্ডডিস্কের তুলনায় বেশি গতিসম্পন্ন এই হার্ডডিস্কগুলো সাধারণ হার্ডডিস্কের তুলনায় কম বিদ্যুৎ খরচ করে।

পর্দার রেজ্যুলেশন
কাজের ধরন অনুযায়ী ল্যাপটপের পর্দা রেজ্যুলেশন নির্বাচন করা উচিত।


Source: http://goo.gl/GDsLUL

Pages: [1]