Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - shaikat

Pages: 1 2 3 [4] 5 6 ... 16
46
Brand Image of DIU / Re: TOP IT University in Bangladesh
« on: April 16, 2012, 08:54:45 AM »
We are the best and unique in Bangladesh.

47
Very modern and update subject in Bangladesh.

48
সকল প্রকার শাকসব্জি...

49
সাথে মানসিক প্রশান্তি ও দরকার..

50
বিশুদ্ধ পানির বিকল্প নেই...

51
Fell proud to hear this news...

52


সিজারাজ জাহান মিমি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের উদ্যোগে ৩১ মার্চ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে তথ্য ও যোগাযোগ নিরাপত্তা বিষয়ক ৪র্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ডাচ্ বাংলা ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক  প্রকৌশলী আবুল কাশেম মোহাম্মদ শিরিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির  প্রতিষ্ঠাতা উপাচার্য  ও এমিরিটাস প্রফেসর ড. আমিনুল ইসলাম ।

ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর. ড. এম. লুৎফর রহমান এর সভাপতিত্বে সমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের  স্কুল অব ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সের প্রফেসর ড. আবদুস সোবহান। সেমিনারে আরো বক্তব্য রাখেন,  বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. এস মাহাবুব –উল হক মজুমদার,  আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. গোলাম মওলা চৌধূরী ও  আয়োজক কমিটির  সম্পাদক প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক ।

পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটির  প্রায় ৫০০ শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা  এ সম্মেলনে অংশগ্রহন করেন।  

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী আবুল কাশেম মোহাম্মদ শিরিন  বলেন, আই সি টি প্লাটফর্ম এখন শুধু লোকাল এরিয়া নেটওয়ার্কে সীমাবদ্ধ নয়, বর্তমানে এটি  ইন্ট্র্রানেট এবং ইন্টারনেটে সম্প্রসারিত  হয়েছে। ফলে একদিকে যেমন ব্যবসার যোগাযোগ নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষেত্র সহজতর হয়েছে তেমনি কিছু ক্ষেত্রে ঝুঁকিও রয়েছে। এসব ঝুঁকি নিরসনে এবং তথ্যপ্রযুক্তির নিরাপত্তা  নিশ্চিতে  বিশ্বের বিভিন্ন দেশে সরকারি পর্যায়ে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের জন্য  অনুসৃত কিছু  আইন ও নীতিমালার ব্যবস্থা করা হয়েছে। দৃষ্টান্তস্বরূপ তিনি বিশ্বব্যাপী সমাদৃত নীতির কথা উল্লেখ করেন।

এছাড়া তথ্য নিরাপত্তায় বর্তমানে ব্যবহৃত কয়েকটি বিষয়ে আলোকপাত করতে গিয়ে শিল্পক্ষেত্রের সুরক্ষা সম্পর্কে  মাষ্টার ও ভিসা কার্ডের জন্য তৈরী  এটিএম কার্ড যা ই এম বি সিকিউরিটি হিসেবে পরিচিত, ই- কর্মাস ট্রাঞ্জেকশান যা থ্রিডিসি কোড দ্বারা সুরক্ষিত, আর এস এ, অথেনটিকেশন সার্ভার এবং সুইফট যা বিশ্বব্যাপী  এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর কাজে ব্যবহার হয় এসব বিষয়ের সঠিক প্রয়োগের কথা বলেন।

তিনি আরও বলেন আইসিটি প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। তাই প্রয়োজন প্রচুর গবেষণা, আজকের এই সম্মেলন তারই একটি উদাহরণ। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দক্ষ করা এবং দেশের স্বনামধন্য আইটি কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। ফলে দেশ সেবায় শিক্ষার্থীরা বিশেষ অবদান রাখবে।

53
Science Discussion Forum / Re: Never skip ur breakfast
« on: April 01, 2012, 08:13:28 AM »
I missed the breakfast most of the time..

54
IT Forum / Re: খরচ কমাবে মানিব্যাগ!
« on: April 01, 2012, 08:03:31 AM »
বেশ মজার..

55
সিজারাজ জাহান মিমি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম



‘সামার অব কোড’ হল গুগলের অর্থায়নে পরিচালিত একটি পোগ্রাম। ২০০৫ সাল থেকে শুরু হওয়া এই পোগ্রামের আওতায় ‘ওপেন সোর্স প্রজেক্টে’ বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় পর্যায়ের যোগ্য আগ্রহী শিক্ষার্থীরা কাজ করার সুযোগ পাচ্ছে। তিন মাস সময়সীমার এই প্রশিক্ষনমূলক কার্যক্রমে কর্মরতদের খন্ডকালিন বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

এবারের অর্থাৎ ২০১২ সালের সামার অব কোড পোগ্রামের নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে গুগল। ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান এবং মেনটরসদের থেকে আসা প্রচুর পরিমানে প্রস্তাবিত প্রজেক্ট জমা পড়েছে। যার মধ্যে থেকে গুগল ১৮০টি প্রজেক্ট নির্বাচিত করেছে। তাই নিবন্ধনের পালা এখন। আগ্রহীরা তাদের পছন্দনুযায়ী প্রজেক্টের জন্য আবেদন করতে পারবে। গুগলের পরামর্শমূলক তথ্য হিসেবে দেওয়া আছে-আবেদনকারীকে অবশ্যই সেই কাজে সম্পূর্ণভাবে দক্ষ হতে হবে।

বিশ্বজুড়ে পরিচালিত এই পোগ্রামের নির্বাচিত শিক্ষার্থীদের ‘প্রতি দুইজন’ মেনটরসদের অধীনে কাজ করবে। মেনটরস/পরামর্শকগণ মুলত তাদের সফটওয়্যার দুনিয়ার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে পাশাপাশি ভবিষ্যতে ভালো কর্মক্ষেত্রে সুযোগ করে দিতে জোড়ালো সহায়তা করবে।

সামার অব কোডের (http://www.google-melange.com) ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধনের সুযোগ থাকছে ৬ এপ্রিল পর্যন্ত। উল্লেখ্য, মানসম্মত আবেদন করতে গুগলের ওয়েবসাইটে দেওয়া গুরুত্বপূর্ণ টিপস অনুসরণের সুযোগ রয়েছে আগ্রহীদের। শুধু তাই নয় আগ্রহীরা যাতে এ বিষয়ে বিশদ জানতে পারে, তাই গুগল ‘হ্যাং আউটের স্টুডেন্ট পেজে’ এপ্রিলের দুই তারিখ ৩:৩০ পিএম পিডিটি সময়ে ওপেন সোর্স পোগ্রামের ম্যানেজার ক্রিস ডিবোনো’র সাথে সরাসরি প্রশ্নত্তোর পর্বের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচিতদের তালিকা আগামী ২৩ এপ্রিল সামার অব কোড ওয়েবসাইটে প্রকাশ করার কথা জানিয়েছে গুগল।

তাই বাংলাদেশের যেসব প্রতিভাবান শিক্ষার্থী গুগলের মত বিখ্যাত প্রতিষ্ঠানে কাজ করার জন্য মুখিয়ে আছেন, তাদের জন্য নি:সন্দেহে বড় একটি সুযোগ। তাই নির্বাচকদের বিবেচনায় আসতে পারলে হয়ত এখান থেকে শুরু হতে পারে গুগলের সাথে আপনার পথ চলা।

56
দারুন এবং বেশ মজার তো...

57
Hadith / Re: একটি হাদিস
« on: March 18, 2012, 08:41:58 AM »
সুবহানাল্লাহ...

58
Convocation / 3rd convocation of DIU
« on: February 27, 2012, 04:06:12 PM »
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন
সিজারাজ জাহান মিমি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম



২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন।

সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আচার্য জিল্লুর রহমান, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ভারতের পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা বিভাগের মন্ত্রী শ্রী ব্রাত্য বসু, ড্যাফোডিল ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এম লুৎফর রহমান, বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীসহ অন্যান্যরা।

এবারের সমাবর্তনে বিভিন্ন বিভাগের প্রায় ২৬০০ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত হয় এবং জিপিএ ৪ পয়েন্টপ্রাপ্ত চারজন শিক্ষার্থীকে স্বর্ণ পদক প্রদান করা হয়।

রাষ্ট্রপতির ঘোষণা অনুসারে স্ব স্ব অনুষদ প্রধানরা ডিগ্রি প্রাপ্তদের তালিকা প্রকাশ করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রপতি উভয়ের মধ্যে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ভারেতর পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা বিভাগের মন্ত্রী শ্রী ব্রাত্য বসু সমাবর্তনে বক্তব্য রাখেন। এসময় তিনি সকল সদ্য ডিগ্রীধারী শিক্ষার্থীদের শিক্ষাজীবনের শীর্ষ স্থান অর্জনের জন্য শুভেচ্ছা জানান।

পাশাপাশি অভিবাবক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদাতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান যা তাদের এই অবস্থানে পৌঁছাতে সক্ষম করেছে এজন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি আরও বলেন, তাদের এই ত্যাগ কখনও বৃথা যাবেনা। এছাড়া তিনি উভয় দেশের মধ্যে সুসম্পর্ক গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

শুভেচ্ছা বক্তব্যে সবুর খান বলেন, যাত্রার দশ বছরে আমাদের অনেক সফলতা এসেছে ৫ হাজার উপযুক্ত গ্র্যাজুয়েট বেরিয়েছে। গুণগত ও যথাযত শিক্ষা নিশ্চিত করায় আন্তর্জাতিক অঙ্গনে ড্যাফোডিল একটি স্থান করতেও সক্ষম হয়েছে। এছাড়া প্রযুক্তির অগ্রসর অনুযায়ী সাবির্ক সুবিধা নিশ্চিত করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সঙ্গে একাগ্রতার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তির বিকাশ ঘটাতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

শিক্ষামন্ত্রী বক্তব্যে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি ২০১১ সালে চালু হওয়া ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ কর্মসূচিকে সাধুবাদ জানান। এছাড়া ২০১০ সালে প্রণীত শিক্ষানীতি অনুযায়ী পরিচালিত প্রতিষ্ঠানটির আগামী দিনের আরও সাফল্য প্রত্যাশা করেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি তার ভাষণে আপোষহীন শিক্ষার কথা তুলে ধরেন।

দিতীয় পর্যায়ে ডিগ্রি প্রাপ্তরা ফটোশসশনে অংশ নেন এরপর প্রতিজন শিক্ষার্থীদের মাঝে পেন ড্রাইভ বিতরণ করা হয়। সবশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাবর্তন অনুষ্ঠান শেষ হয়।

সমাবর্তন অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদ ইবনে রহমান।

সূত্র: http://banglanews24.com/detailsnews.php?nssl=91e94d269dd0ac7c3dfbb6abf8d05780&nttl=2012022701332791750

59
এ জন্যই তো কবিতায় বলা হয়েছে..Early to bed early to rise, makes a man healthy, wealthy and wise...

60
তারপরও মানুষ রাগ করে এবং তা নিয়ন্ত্রন করতে পারে না। আসলে কৌশলগুলো সবসময় অভ্যাস করে নিতে হবে না হলে হঠাৎ করে কাজে লাগানো যাবে না..

Pages: 1 2 3 [4] 5 6 ... 16