Daffodil International University

IT Help Desk => Use of PC => Topic started by: Sultan Mahmud Sujon on October 09, 2011, 09:01:16 AM

Title: Nobody can change your PC settings.
Post by: Sultan Mahmud Sujon on October 09, 2011, 09:01:16 AM
আপনি ছাড়া কেউ পরিবর্তন করতে পারবে না আপনার পিসি’র সেটিংস!!!

আমরা সবাই জানি যে, কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রিত হয় কন্ট্রোল প্যানেলের মাধ্যেম। সকল পিসির সকল সেটিংস কন্ট্রোল প্যানেলে থাকে।
আর আমাদের পিসি বলতেই পার্সোনাল কম্পিউটার, সুতরাং আমরা সকলেই চাই যে, আমার কম্পিউটারের কোন সেটিংস যে কেউ পরিবর্তন করতে না পারে। এটা মূলত দরকার পড়ে তখনি যখন আপনি আপনার পিসি অন্য কারো হাতে দিয়ে শান্তিতে থাকতে পারেন না। এই কারণেই কন্ট্রোল প্যানেলের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনি ইচ্ছা করলে লুকিয়ে রাখতে পারেন। অথবা প্রকাশ করতে পারেন।
আমি আজ আপনাদের দেখাব কিভাবে কন্ট্রোল রেজিস্ট্রি এডিট এর মাধ্যমে এই কাজটি করা যায়। এখান থেকে আপনি ইচ্ছেমতো কন্ট্রোল প্যানেলের বিভিন্ন আইটেমকে লুকিয়ে রাখার ব্যবস্থা করতে পারবেন। যেমন আপনি যদি নির্দ্দিষ্ট ব্যবহারকারীদের কাছ থেকে আপনার কম্পিউটারের ডিসপ্লে সেটিংসকে রুকিয়ে রাখতে চান, তাহলে আপনি এখান থেকে এমন ব্যবস্থা করতে পারবেন যে, কন্ট্রোল প্যানেলে Display সেটিংস আর দেখা যাবে না।