Daffodil International University

IT Help Desk => Use of email => Topic started by: Sultan Mahmud Sujon on February 16, 2023, 08:45:12 AM

Title: জিমেইলে গ্রুপ ই–মেইল তালিকা তৈরি করবেন যেভাবে
Post by: Sultan Mahmud Sujon on February 16, 2023, 08:45:12 AM
(https://images.prothomalo.com/prothomalo-bangla%2F2022-10%2F1e4e6477-3192-4f54-aa9e-b0db79fca724%2Fstephen_phillips_hostreviews_co_uk_3Mhgvrk4tjM_unsplash.jpg?rect=0%2C64%2C1393%2C784&auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=900&dpr=0.9)


দৈনন্দিন কাজে আমরা অনেকে নিয়মিত বিভিন্ন ব্যক্তিকে ই-মেইল পাঠিয়ে থাকি। তবে একই বিষয়ে একাধিক ব্যক্তিকে ই-মেইল পাঠানো বেশ ঝামেলা। এতে সময় বেশি প্রয়োজন হওয়ার পাশাপাশি অন্য কাজেও বিঘ্ন ঘটে। তবে চাইলেই জিমেইলে একসঙ্গে একাধিক ব্যক্তিকে গ্রুপ ই-মেইল পাঠানো যায়। এ জন্য ই-মেইল পাঠানোর আগে নির্দিষ্ট ব্যক্তিদের ই-মেইল ঠিকানার সমন্বয়ে গ্রুপ তৈরি করতে হবে। জিমেইলে গ্রুপ ই–মেইল তালিকা তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক—

গ্রুপ ই–মেইল তালিকা তৈরির জন্য প্রথমে contacts.google.com ঠিকানায় প্রবেশ করতে হবে। কন্টাক্ট লিস্টে কোনো নাম দেখা না গেলে বাঁ দিকে থাকা ফ্রিকোয়েন্টলি কন্টাক্টেড অপশনে ক্লিক করলেই জিমেইলে নিয়মিত যোগাযোগ করা ব্যক্তিদের নামের তালিকা দেখা যাবে। এবার প্রয়োজনীয় ব্যক্তিদের নাম নির্বাচন করে ওপরে থাকা ম্যানেজ লেবেল আইকনে ট্যাপ করতে হবে। এরপর নিচে থাকা ক্রিয়েট লেবেল নির্বাচন করে গ্রুপের নাম লিখে সেভ অপশনে ক্লিক করতে হবে। বাঁ দিকের প্যানেলে গ্রুপের নাম দেখা যাবে। এরপর নতুন ই-মেইল লেখার সময় কম্পোজ অপশনে মেইল ঠিকানার বদলে গ্রুপের নাম লিখলেই গ্রুপে থাকা সবার কাছে একসঙ্গে ই-মেইল চলে যাবে।


Source: https://www.prothomalo.com/technology/advice/dcoqts8ig1