Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Hadith => Topic started by: ehsan217 on October 09, 2013, 07:04:05 PM

Title: ছহীহ ইবনু হিববান, ২য় খন্ড, পৃঃ ৩০৮, হা/৪১০, ৩য় খন্ড, পৃঃ ৩০৪, হা/৯০৯ ছহীহ আত-তার
Post by: ehsan217 on October 09, 2013, 07:04:05 PM
আল্লাহ তা‘আলার রহমত হতে যারা দূরে-
মালেক বিন হুয়াইরিস (রাঃ) হ’তে বর্ণিত,
তিনি বলেন, ‘একদা রাসূলুল্লাহ (ছাঃ)
মিম্বরে উঠেন, প্রথম সিঁড়িতে উঠে আমীন
বলেন। অতঃপর দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন,
আমীন। অতঃপর তৃতীয় সিঁড়িতে উঠে বললেন,
আমীন।

অতঃপর বললেন, আমার নিকট জিবরীল (আঃ)
এসে বললেন, হে মুহাম্মাদ( সাঃ)!
যে ব্যক্তি রামাযান মাসে উপনীত হওয়ার পরও
তার জীবনের গোনাহকে ক্ষমা করাতে পারল না,
আল্লাহ তাকে রহমত থেকে দূর করুন।
আমি তা শুনে বললাম, আমীন।
তারপর বলেন, যে ব্যক্তি তার পিতা-
মাতাকে অথবা তাদের একজনকে পেল, অথচ
(তাদের সাথে সদ্ব্যহার না করে)
জাহান্নামে প্রবেশ করল, আল্লাহ
তা‘আলা তাকেও তাঁর রহমত থেকে দূর করুন।
আমি বললাম, আমীন।
অতঃপর বললেন, যে ব্যক্তির সামনে আপনার
নাম ( নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম )উচ্চারিত হওয়ার পর
আপনার উপর দুরূদ (সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ) পাঠ করল না, সেও
আল্লাহ তা‘আলার রহমত থেকে দূর হোক।
আমিও তাতে বললাম, আমীন’।