Daffodil International University

Health Tips => Health Tips => Cold / Flu => Topic started by: Anuz on May 06, 2018, 12:06:41 AM

Title: ইনহেলার ছাড়া কি হাঁপানি থেকে বাঁচা সম্ভব
Post by: Anuz on May 06, 2018, 12:06:41 AM
হাতের কাছে ইনহেলার নেই আর তখন যদি হয় শ্বাসকষ্টের সমস্যা তাহলে তো বড় বিপাকের কথা। হঠাৎ করে হাঁপানির কারণে দম বন্ধ হওয়ায় কী করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। সব সময় ইনহেলারের ওপর নির্ভর করলে কিন্তু হবে না। তবে কি আছে অন্য কোনো কৌশল। হ্যাঁ, তাই জরুরি মুহূর্তে ইনহেলার ছাড়া হাঁপানি থেকে বাঁচতে পারবেন আপনি।

হাঁপানি কি?
হাঁপানি একটি শ্বাসকষ্টজনিত রোগ। হাঁপানির অর্থ হলো বা হাঁ-করে শ্বাস নেয়া। হাঁপানি বলতে আমরা বুঝি শ্বাসনালিতে বায়ু চলাচলে বাধা সৃষ্টির জন্য হয় শ্বাসকষ্ট। সারা বিশ্বের প্রায় ১৫ কোটিরও বেশি মানুষ অ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত হন। বাংলাদেশে প্রতি বছর ৫০ হাজার লোক এই রোগে আক্রান্ত হয়। মাত্র পাঁচ শতাংশ রোগী চিকিৎসা লাভ করে।

যাদের অ্যাজমা আছে তাদের সঙ্গে সাধারণত ইনহেলার থাকে। তবে কোনো কারণে হাতের কাছে ইনহেলার না থাকলে কী করণীয়? আসুন জেনে নেই ইনহেলার ছাড়া কীভাবে হাঁপানি থেকে রক্ষা করতে পারেন।

সোজা হয়ে বসুন
ঘরে যদি ইনহেলার না থাকে আর যদি শ্বাসকষ্টের সমস্যা হয়েই থাকে তবে সোজা হয়ে বসুন। এ সময় লম্বা শ্বাস নিন। আস্তে আস্তে দেখবেন কষ্ট অনেকটা কম মনে হচ্ছে।

লম্বা এবং গভীরভাবে দম নিন
হাঁসফাঁস যেন না ধরে সে জন্য লম্বা এবং গভীরভাবে দম নিন। তবে খুব বেশি চাপ নিয়ে দম নেবেন না। আস্তে আস্তে দম নিন। দেখবেন শারীরিকভাবে আপনি ভালো বোধ করবেন।

আতঙ্কিত হবেন না
হাঁপানি সমস্যা হলে যে বিষয়টি হয় সেটি হলো আপনি আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় বুকের মাংসপেশি আরও শক্ত হয়ে গিয়ে পরিস্থিতি জটিল করে তুলতে পারে। তাই মোটেই আতঙ্কিত হবেন না। দুশ্চিন্তা করবেন না।

ধুলাবালি এবং রাসায়নিক বাষ্প
ধুলাবালি এবং রাসায়নিক বাষ্প থেকে প্রচুর পরিমাণে এলার্জির সমস্যা দেখা দেয়। এলার্জির সমস্যা হলে শ্বাসকষ্ট বেড়ে যায়। তাই সব ধরনের ধোঁয়া, ধুলাবালি এবং রাসায়নিক বাষ্প থেকে নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনুন।

ক্যাফেইনযুক্ত গরম পানীয়

শ্বাসকষ্টের সমস্যা হলে ক্যাফেইনযুক্ত গরম পানীয় পান করুন। এতে শ্বাসনালি খুলবে। তাতেও কাজ না হলে অ্যাম্বুলেন্স ডাকুন। ফোন দিন ৯৯৯ নম্বরে।

ইনহেলার থাকলে
সোজা হয়ে বসে তা গ্রহণ করুন। চার মিনিট অপেক্ষা করুন। সমস্যা দূর না হলে আরেকবার ইনহেলার ব্যবহার করুন। দম ফুরানো ভাব না সারলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।