Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Hockey => Topic started by: Anuz on July 17, 2017, 12:17:06 PM

Title: ফেদেরারনামা
Post by: Anuz on July 17, 2017, 12:17:06 PM
১৯
রজার ফেদেরারের গ্র্যান্ড স্লাম শিরোপা। পুরুষ বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল।


অষ্টম উইম্বলডন জিতে উইলিয়াম রেনশ ও পিট সাম্প্রাসকে ছাড়িয়ে অল ইংল্যান্ড ক্লাবে সবচেয়ে সফল পুরুষ খেলোয়াড় এখন ফেদেরার।

৩৫ বছর ৩৪২ দিন
উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সে উইম্বলডন জিতলেন ফেদেরার। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক পেছনে ফেললেন আর্থার অ্যাশকে। ১৯৭৫ সালে ৩১ বছর বয়সে উইম্বলডন জিতেছিলেন অ্যাশ।

২য়
উন্মুক্ত যুগে ফেদেরারের চেয়ে  বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জিতেছেন শুধু কেন রোজওয়াল। ১৯৭২ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের দিন রোজওয়ালের বয়স ছিল ৩৭ বছর ৬২ দিন।

১৯৭৬
ফেদেরারের আগে কোনো সেট না হেরে সর্বশেষ ১৯৭৬ সালে উইম্বলডন পুরুষ একক জিতেছিলেন বিয়র্ন বোর্গ।