Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Md. Rasel Hossen

Pages: 1 ... 18 19 [20]
286
Thanks sir....  :)

287
Teaching & Research Forum / Re: Characteristics of a Great Teacher
« on: November 17, 2015, 04:16:37 PM »
Thanks for sharing sir......  :)

288
New concept....thanks for sharing

289
Thanks for sharing....

290
Useful information... thanks to share....

293
All of us need to be in precaution about this matter

295
Thanks for sharing....

296
Faculty Sections / DIU vs Research
« on: October 27, 2015, 03:39:51 PM »
Research and education are among the main tasks of professors/associate professors/assistant professors/senior lecturers/lecturers, with the amount of time spent on research or teaching depending strongly on the type of institution. Publication of articles in conferences, journals, and books is essential to occupational advancement. The best universities are led by outstanding scholars and also that better scholars improve the future performance of universities.

Daffodil International University is one of the leading private university of Bangladesh. To make DIU as a top most world ranked university it is important to increase the number of good scholar faculties and also research facilities. Here, I give a link which shows the number of scholar of Daffodil International University..........

https://scholar.google.com/citations?mauthors=Daffodil+International+University&hl=en&view_op=search_authors

297
Faculty Sections / How to write a good research paper!!!!!!
« on: October 27, 2015, 02:47:53 PM »
Please see the attached file......

298
Faculty Sections / ঢাকায় গুগল ডেভফেস্ট
« on: October 26, 2015, 12:06:39 PM »
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমসহ গুগলের বিভিন্ন প্রযুক্তি নিয়ে শুক্রবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে হয়ে গেল গুগল ডেভেলপার্স ফেস্টিভাল বা ডেভফেস্ট। গুগলের পৃষ্ঠপোষকতায় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে গুগল ডেভেলপার্স গ্রুপ (জিডিজি) বাংলা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। দিনব্যাপী এ আয়োজনে কোডল্যাব, অ্যানড্রয়েড চালিত রোবট প্রদর্শনী, গুগল কার্ডবোর্ড, গুগল ম্যাপ ও গুগল ট্রান্সলেশনে শব্দ যোগ, টেক-টক, সেমিনার, অ্যাপ আইডিয়া প্রতিযোগিতা, প্রদর্শনীসহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার।

 
Source: Kaler Kantho

299
কেউ সফটওয়্যার ডেভেলপার, কেউ বা হবু। সবার মনেই ঘাপটি মেরে আছে একটা স্বপ্ন, উবার কিংবা হোয়াটস অ্যাপের মতো সফল মোবাইল অ্যাপ বানানো। কত শত আইডিয়া মাথায় গিজগিজ করছে, এগুলো একটু গোছাতে পারলেই আর ঠেকায় কে! একটু পরামর্শ দরকার; অভিজ্ঞদের কথা শুনলে পরিকল্পনাটা সহজ হয়। কীভাবে কী করতে হবে, সফলদের কথা আর কারিগরি ব্যাপার-স্যাপারগুলো জানতে-বুঝতে ভোর থেকেই হাজির ‘অা বিগ আইডিয়া’ওয়ালা তরুণ অ্যাপ নির্মাতা আর প্রোগ্রামাররা। নিজেদের মেধ্য অভিজ্ঞতা বিনিময় আর দিকনির্দেশনার জন্য এই সুযোগটা করে দিয়েছিল গুগল। ২৩ অক্টোবর সকালে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) মিলনায়তনে গুগলের পৃষ্ঠপোষকতায় ডেভেলপার্স ফেস্টিভ্যাল বা ডেভফেস্টের আয়োজন করে গুগল ডেভেলপার্স গ্রুপ (জিডিজি) বাংলা ও ডিআইইউ।

দিনভর ডিআইইউ ক্যাম্পাসের মিলনায়তন ও চারটি ল্যাবে একই সঙ্গে আয়োজন করা হয় ১২টি কোড ল্যাব পর্ব ও টেক-টক। এগুলোতে প্রশিক্ষণ ও আলোচনায় অংশ নেন ২৭ জন আলোচক ও প্রশিক্ষক। সব মিলিয়ে ডেভফেস্টে অংশ নেন ১৬টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০০ শিক্ষার্থী। তবে ডেভফেস্টে অংশ নিতে দুই দিনে অনলাইনে আবেদন করছিলেন এক হাজার ৮৫০ জন। আয়োজনের সীমাবদ্ধতার কারণে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। এদের মধ্যে দশম শ্রেণিতে পড়ুয়া অ্যান্ড্রয়েড ডেভেলপার যেমন ছিলেন, ছিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের একটি দলও।

ডেভফেস্টে ডিআইইউ’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয় সফটওয়্যারের নির্মাতা মোস্তাফা জব্বার, ডিআইইউর উপাচার্য ইউসুফ এম ইসলাম, গুগলের কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট খান মুহাম্মদ আনোয়ারুস সালাম, ডেভফেস্টের আয়োজক কমিটির সভাপতি সৈয়দ আখতার হোসাইন, বিল্যান্সারের প্রতিষ্ঠাতা শফিউল আলমসহ অনেকে। সঞ্চালনা করেন জিডিজি বাংলার কমিউনিটি ব্যবস্থাপক জাবেদ সুলতান।

ডেভফেস্টে ‘বাংলা কম্পিউটিং ও বাংলা অ্যাপ’ শিরোনামের আলোচনায় তরুণ ডেভেলপারদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী আশ্রাফ আবীরসহ অতিথিরা। বাংলাদেশের সম্ভাবনা আর তারুণ্যের অগ্রগতি নিয়ে আয়োজিত ‘আমরাই বাংলাদেশ’ শীর্ষক আলোচনা জমে ওঠে সরব কথোপকথনে। এতে আলোচনা করেন বেসিসের সভাপতি শামীম আহসান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নোভা আহমেদ, গ্রামীণফোনের হেড অব ইন্টারনাল কমিউনিকেশন খায়রুল বাশার ও গিকি সোশ্যালের সহপ্রতিষ্ঠাতা মাহাদি হাসান।
গুগলের বিভিন্ন প্রযুক্তি নিয়ে আয়োজিত কোড-ল্যাব নামক কারিগরি অধিবেশনের বিষয়গুলোতে ছিল বৈচিত্র্য। এতে ম্যাটেরিয়াল ডিজাইনের মতো কঠিন বিষয় যেমন ছিল, তেমনি ছিল গুগল কার্ডবোর্ডের মতো মজার বিষয়ও। ছিল মোবাইল অ্যাপ্লিকেশনের আইডিয়া নিয়ে একটি প্রতিযোগিতা, লোকাল গাইডস আর কাগজে অ্যাপের নকশা করার মজার আয়োজনও। অ্যান্ড্রয়েড-চালিত রোবটের প্রদর্শনী যেমন ছিল, ছিল ড্রোন দিয়ে সেলফি তোলার তোড়জোড়। দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিআইইউয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক আয়োজন। সংগীত পরিবেশন করেন শিল্পী মিনার। আয়োজনে সহযোগিতা করে রকমারি ডটকম, এমসিসি লিমিটেড, বিল্যান্সার ও বিডিওএসএন।

Source: Prothom Alo

Pages: 1 ... 18 19 [20]