Daffodil International University

Entertainment & Discussions => Multimedia Section => Topic started by: M Z Karim on July 26, 2012, 11:49:06 AM

Title: পিএসডি থেকে এইচটিএমএল কনভার্ট করুন
Post by: M Z Karim on July 26, 2012, 11:49:06 AM
পিএসডি থেকে এইচটিএমএল কনভার্ট করুন

যাঁরা আউটসোর্সিংয়ে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে চান, তাঁরা শুরু করতে পারেন পিএসডি টু এইচটিএমএল কনভার্ট কাজ দিয়ে। এ ধরনের কাজের জন্য আপনার এইচটিএমএল, সিএসএস ও ফটোশপ সম্পর্কে ধারণা থাকলেই চলবে। যাঁরা এইচটিএমএল, সিএসএস জানেন না, তবে শিখতে চান এবং শেখার পর কাজ শুরু করতে চান, তারা www.w3schools.com/html/default.asp ঠিকানা থেকে এইচটিএমএল এবং www.w3schools.com/css/default.asp ঠিকানা থেকে সিএসএস শিখতে পারেন। এই সাইটে আপনি প্র্যাকটিস করারও সুযোগ পাবেন। এইচটিএমএল এবং সিএসএস শেখার পর http://goo.gl/GHqVF ঠিকানা থেকে দেখে নিতে পারেন, কীভাবে পিএসডি ইমেজ বা টেম্পপ্লেটকে ফটোশপ দিয়ে কেটে এইচটিএমএলে কনভার্ট করা হয়। এই ঠিকানায় ২০টিরও বেশি টিউটোরিয়াল দেওয়া আছে। এগুলো দেখে যেভাবে আপনার কাছে সহজ মনে হয়, সেভাবে আপনি করতে পারেন। এই কাজগুলো শিখে কোনো আউটসোর্সিং সাইটে অ্যাকাউন্ট খুলে পিএসডি টু এইচটিএমএল কনভার্ট লিখে সার্চ দিলেই অনেক কাজ পাবেন। সেই কাজগুলো পড়ে আপনার পছন্দমতো আবেদন করুন।

Source : মো. আমিনুর রহমান ( Prothom-alo)
Title: Re: পিএসডি থেকে এইচটিএমএল কনভার্ট করুন
Post by: sharifmajumdar on February 23, 2015, 11:21:16 AM
I think, it is a good initiative to start a career as a freelancer.