Daffodil International University

Tour & Travel => Tour and Travel => Topic started by: Nusrat Jahan Moon on December 01, 2022, 12:41:30 PM

Title: পাহাড়ে ভ্রমণের সতর্কতা
Post by: Nusrat Jahan Moon on December 01, 2022, 12:41:30 PM
শীত আসা মানেই ভ্রমণপিপাসুদের হাইকিং আর ক্যাম্পিং এর ভূত চাপা। রোমাঞ্চ যেখানে সেখানে আতঙ্ক থাকবেই। আর পাহাড়ে দূর্ঘটনা নতুন কিছু কি? নিরাপদে পাহাড়ে ভ্রমণ সাঙ্গ করার জন্য কিছু সতর্কতা অবলম্বন করতেই হবে। এই যেমন -

পাহাড়ের আবহাওয়া জেনে নিন। আবহাওয়ার কারণে রাস্তাঘাট পিচ্ছিল হতে পারে। তাই আগে থেকেই পরিস্থিতি বুঝে নেওয়া জরুরি।

শীতে হাইকিং এর জন্য উপযুক্ত পোশাক নির্বাচন জরুরি। পাহাড়ের শীতের সঙ্গে শহরের শীতের তুলনা করবেন না ভুলেও।

হাইকিং-এর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আরামদায়ক পোশাক নির্বাচন করুন।

শীতে উপযুক্ত পোশাক নির্বাচন করা এই নয় যে লাগেজ ভর্তি করে যাত্রা করবেন। ব্যাগে প্রয়োজনীয় গ্যাজেট আর কয়েকটি জামা নিলেই হয়। ভারসাম্যের দিকে নজর দিন।

হাইকিং এর সময় শর্টকাট নেওয়ার মানে নেই। অনেক সময় এসব রাস্তা বেশ বিপজ্জনক হয়।

শীতে হাইড্রেটেড থাকা খুব জরুরি। পর্যাপ্ত খাবার এবং রিফিলযোগ্য পানির বোতল সঙ্গে রাখুন।
খাবারে কোনো আপোষ করবেন না।

সূর্যের অতিরিক্ত তাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। চোখে এক জোড়া সানগ্লাস ও সানস্ক্রিন রাখা জরুরি।

পাহাড়ি রাস্তায় পোকামাকড়ের উপদ্রব অস্বাভাবিক কিছু নয়। তাই সঙ্গে পোকা নিরোধক ওষুধ রাখবেন।

পাহাড়ে স্থানীয়দের সাহায্য নেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করবেন না।

https://www.ittefaq.com.bd/622202/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE
Title: Re: পাহাড়ে ভ্রমণের সতর্কতা
Post by: Afroza Akter on December 02, 2022, 02:29:35 PM
Thanks for nice information