Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - monirulenam

Pages: 1 2 [3] 4 5 6
31
ইসলাম ডেস্ক : শয়তান ছয় ভাবে আমাদের অনিষ্ট করার চেষ্টা করে; এই চেষ্টায় সে ততক্ষণ পর্যন্ত লেগে থাকে যতক্ষণ পর্যন্ত না মানুষকে এর মধ্যের কোন একটি বা একের অধিক ক্ষতিতে ফেলতে পারেঃ

১) শিরক এবং অবিশ্বাস বা কুফরের মধ্যে ফেলা;

২) তারপর বিদাআতে জড়িয়ে ফেলা;

৩) অতঃপর বড় গুনাহে প্রলুব্ধ করা;

৪) তারপর ছোট গুনাহে লিপ্ত করানো;

৫) এরপর নেক আমলের পরিবর্তে ‘মুবাহ’ আমলে ব্যস্ত রাখা; (যে কাজে গুনাহ বা সওয়াব কোনটিই হয় না এমন কাজকে মুবাহ বলে, যেমন খাওয়া, ঘুম ইত্যাদি);

উপরের কোন উপায়েই যদি অনিষ্ট না করতে পারে তাহলে

৬) অবশেষে অধিক সওয়াবের আমলের পরিবর্তে তুলামূলক কম সওয়াবের আমলে ব্যস্ত রাখা।

শয়তান থেকে আত্মরক্ষার দশটি উপায়ঃ

১) আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া;

২) সুরা ফালাক ও সুরা নাস তেলাওয়াত করা;

৩) আয়াতুল কুরসি তেলাওয়াত করা;

৪) সুরা বাকারা তেলাওয়াত করা;

৫) সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করা;

৬) সুরা গাফির এর প্রথম তিন আয়াত তেলাওয়াত করা;


৭) “লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু, লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ‘আলা কুল্লি শাইইন কাদীর” একশত বার পড়া যার অর্থ – আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোন মাবুদ নেই, তিনি এক তাঁর কোন শরীক নেই, রাজত্ব তারই, প্রশংসা মাত্রই তাঁর, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।

৮) অধিক হারে আল্লাহর জিকির করা;

৯) ভালভাবে ওজু করা এবং সালাত আদায় করা;

১০) অনর্থক এদিক সেদিক খেয়াল করা, অসার কথা বলা, অতিরিক্ত খাওয়া ও অহেতুক লোকজনের সাথে মেলামেশা থেকে নিজেকে বিরত রাখা।

32
ইতিহাসের কৌতুক বোধ হয় একেই বলে! যেমন ইংল্যান্ডের সঙ্গে জানজিবারের যুদ্ধ। সব যুদ্ধই নিঃসন্দেহে বেদনার। কিন্তু ইংল্যান্ডের সঙ্গে জানজিবারের যুদ্ধের সঙ্গে মিশে রয়েছে খানিকটা হাস্যরসও। জানেন কি, বিশ্বের সবচেয়ে স্বল্প সময়ের যুদ্ধের তকমা পেয়েছে ১৮৯৬ সালে হওয়া অ্যাংলো-জানজিবার যুদ্ধ? হ্যাঁ, এই যুদ্ধটি চলেছিল মাত্র ৩৮ মিনিট এবং শেষ পর্যন্ত জানজিবারের সুলতান ব্রিটিশদের কাছে পরাজয় স্বীকার করেন। সেই সময়ের জানজিবার বর্তমানে পূর্ব আফ্রিকার তানজানিয়ার অন্তর্ভূক্ত একটি আংশিক স্বশাসিত দেশ।
সালটা ১৮৯৬ সাল। বিশ্বজুড়ে সাম্রাজ্য বিস্তার করতে ব্যস্ত ব্রিটিশরা। রহস্যে মোড়া আফ্রিকা মহাদেশের অনেকটা অংশই তখন চলে গিয়েছে ইংল্যান্ডের দখলে। আফ্রিকার সুলতান শাসিত একটি ক্ষুদ্র দেশ জানজিবারও ব্রিটিশদের হাতে পরাধীন। তবে শাসন ক্ষমতা ছিল সুলতানের হাতেই। আসলে ১৮৮৬ সালে জানজিবারের সুলতান হামাদ বিন থুয়াইনির সঙ্গে ব্রিটিশদের একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। চুক্তির শর্ত ছিল, জানজিবারের সুলতান নির্বাচন করতে গেলে ব্রিটিশদের অনুমতি নিতে হবে। ১৮৯৬ সালে মৃত্যু হয় ব্রিটিশদের পছন্দের সুলতান হামাদ বিনের। ব্রিটিশ শাসক পরবর্তী সুলতান নির্বাচন করেই রেখেছিল। কিন্তু সুলতান খালিদ বিন বারঘাস ব্রিটিশদের উপেক্ষা করে সুলতানের তখতে বসে যান।
ব্রিটিশরা যুদ্ধ ঘোষণা করে। ১৮৯৬ সালের ২৭ অগাস্টে মাত্র ৩৮ মিনিটেই পরাজিত হন সুলতান খালিদ বিন বারঘাস। নির্বাসনে পাঠানো হয় তাঁকে।

33
নদীর বহমান পানির দৃশ্য, সাঁতার কাটা অনেক মজার একটা অনুভূতি। শৈশবে নদীতে ঝাঁপিয়ে পড়ার অপরূপ স্মৃতি সত্যিই অনেক মজাদার। আপনি কি কখনও ভেবেছেন যদি এমন হয় যে, নদীতে ডুব দিলেন আর যখন ভেসে উঠলেন আপনার গায়ে কিছুই নেই, শুধু হাড়গুলোই ছাড়া। তাহলে ব্যাপারটা কেমন হবে?

অবাক করা হলেও সত্যি স্পেনে এমন একটি নদী আছে, যেখানে ডুব দিলে কঙ্কাল হয়ে উঠতে হবে। রিও টিনটো নামের এ নদীর পানি অত্যন্ত আম্লিক (এসিডিক)  (pH-1.7-2.5) এবং ভারী ধাতু সমৃদ্ধ। নদীর পানিতে রয়েছে প্রচুর ফেরিক আয়রন।

এ কারণেই নদীটি অত্যন্ত ভয়ানক। এ নদীর কারণেই দেশটির অনেক গ্রাম স্থানান্তর করতে হয়েছে। এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও গ্রাস করেছে। স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এ নদীটির উৎস আন্দালুসিয়া পর্বতে। এ নদীটি মাইন খননের সময় উৎপন্ন হয়েছে।

প্রায় পাঁচ হাজার বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে। এই মাইনটির ব্যাপ্তি এতোটাই ব্যাপক যে এর আশেপাশের গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে। এই খননের প্যাটার্ন অর্থাৎ নদীটি এতোটাই দৃষ্টি নন্দিত যে দেখলে মনে হবে আপনি চাঁদে আছেন। তবে যতই সুন্দর হোক, এটাকে স্পর্শ করা যায় না।

34
Islam / History of Muhammad & Islam
« on: February 15, 2015, 12:15:58 PM »
Muhammad led 27 military campaigns against innocent
villages and caravans & planned 38 others

“I am the prophet that laughs when killing my enemies.”  (Hadith)
 

Christians & Jewish martyrs say; "I will die for what I believe".
 A Muslim martyr says; "you will die for what I believe"....

We apologize to anyone who may be offended by the history of the founder of Islam (Muhammad) below.  And we are aware of the sensitivities involved.  However, infinitely more damage has been done to Islam's "believers" by Islam's history of withholding the truth about its founder to them -- - and the circumstances surrounding its inception --  than any "damage" this true history below can cause.  BUT, In our opinion - Islam is a satanically inspired religion because (1) Islam rejects the God of the Bible as a Father. (2)  Islam rejects Jesus as the divine son of God. (3)  Islam rejects the Jewish people as inheritors of God's promises. (4) Islam rejects ALL the tenets of the Christian faith, especially - Islam LIES that Jesus/Yeshua NEVER died on across outside the gates of Jerusalem. IF that never happened, Satan well knows the that there is absolutely NO path to salvation. YET, the Four (4) Gospel writers (Apostles of Jesus) told us that the sinless Son of God (Jesus/Yeshua) loved us so much that He took our sins upon Himself, so that we who believe He is God's Son, and sincerely repent of our Sins will be in Heaven one day. Alternatively, Islam's Muhammad was a militaristic  7th century terrorist who insisted on 20% of all booty for himself - from the Muslim attacks on innocent cities and caravans. Muhammad also had many wives, and he had sex with 9 year old A'isha when he was in his 50's. That is in her words.  If you are a Christian we pray that you will study the history of Islam 'in depth', before you make the fatal decision to become a Muslim - and thus rejecting the only path to eternal salvation the real God has laid out (embracing Jesus/Yeshua's sacrificial death for your sins).

As you will see below, Muhammad posed as an apostle of God.  Yet his life is filled with lustfulness (12 marriages and sex with a child, slaves and concubines), rapes, warfare, conquests, and unmerciful butcheries.  The infinitely good, just and all holy God simply cannot tolerate anything in the least unjust or sinful.  What Muhammad produced in the Qur'an is simply a book of gibberish consisting of later evil verses abrogating (superseding) earlier peaceful verses. These verses in Arabic poetically "tickle" the ears of Arab listeners.   Islam is a caustic blend of paganism and twisted Bible stories. Muhammad, its lone "prophet", who made no prophecies, conceived his religion to satiate his lust for power, sex, and money. He was a terrorist. And if you think these conclusions are shocking, wait until you see the evidence mostly from Islamic historians below.  70% of what is here is from Muslim and ex-Muslim historians - back to the 8th century and the Qur'an itself.

35
Islam / Life of the Muhammad
« on: February 15, 2015, 12:09:00 PM »
 
Biography the Prophet

Muhammad is the founder and chief prophet of Islam and the source for the Quran. "Muhammad" - whose name means "highly praised" - was born in Mecca in 570 AD. His father died shortly before his birth, and he lost his mother at the age of six. Muhammad was then raised primarily by his uncle, for whom he worked as a shepherd. At age 9 (some sources say 12), he joined his uncle on a caravan to Syria.

As a young man, Muhammad worked as a camel driver between Syria and Arabia. Soon he established a career managing caravans on behalf of merchants. Through his travel first with his uncle and later in his career, Muhammad came into contact with people of many nationalities and faiths, including Jews, Christians and pagans. (Comparison chart: Islam, Judaism, and Christianity.)

At age 25, Muhammad was employed by Khadija, a wealthy Meccan widow 15 years his senior. The two were married, and by all accounts had a loving and happy marriage. Early records state that "[Allah] comforted him through her, for she made his burden light." Although polygamy was common practice at the time, Muhammad took no other wife until her death 24 years later.

                                                      Divine Revelation

In his late 30's, Muhammad took to regularly visiting a cave in Mount Hira, on the outskirts of Mecca, to seek solitude and contemplation. In 610, at the age of 40, Muhammad returned from one such visit telling his wife he had either gone mad or become a prophet, for he had been visited by an angel. The initially startled Khadija became his first convert.

Muhammad reported that while in a trance-like state, the angel Gabriel appeared to him and said "Proclaim!" But like Moses, Muhammad was a reluctant prophet. He replied, "I am not a proclaimer." The angel persisted, and the Prophet repeatedly resisted, until the angel finally overwhelmed Muhammad and commanded him:

    Proclaim in the name of your Lord who created!
    Created man from a clot of blood.
    Proclaim: Your Lord is the Most Generous,
    Who teaches by the pen;
    Teaches man what he knew not. (Qur'an 96:1-3)

After receiving Khadija's support, and additional angelic visits, Muhammad became confident he had indeed been chosen as the messenger of Allah and began to proclaim as he had been commanded.

Muhammad's message to his countrymen was to convert from pagan polytheism, immorality and materialism, repent from evil and worship Allah, the only true God. He was always careful to clarify his role in God's work - he was only a prophet. He was not an angel, he did not know the mind of God, he did not work miracles. He simply preached what he had received.

In the first three years of his ministry, Muhammad gained only 40 followers. And as his teachings threatened the Meccan way of life, both moral and economic, he and his followers experienced heavy persecution. It first took the form of mockery, but soon turned into open violence. Members of the small movement were stoned, covered in dirt as they prayed, beat with sticks, thrown into prison and refused service by merchants.
Hijira

Persecution continued to increase until Muhammad received some welcome news: he had gained followers in the city of Yathrib, 280 miles north of Mecca. The city was in need of a strong leader, and a delegation from Yathrib proposed that Muhammad take the job. In return, they pledged to worship Allah only, obey Muhammad and defend him and his followers to the death. Allah revealed to Muhammad his approval of this arrangement, and Muhammad made plans to escape to Yathrib. (See Mecca)

The leaders in Mecca heard of the planned escape, and attempted to prevent it. But Muhammad and his close friend Abu Bakr managed to make a narrow escape north out of the city, evading a Meccan search party and arriving safely in Yathrib. This event is celebrated by Muslims as the Hijira. The year in which it occurred, 622, is the date at which the Muslim calendar begins. Yathrib was renamed Medinat al-Nabi, "the City of the Prophet," and is now known simply as Medina, "the City." (See Medina)

In Medina, Muhammad proved himself an able politician and statesman as well as a prophet.

    Exercising superb statecraft, he welded the five heterogenous and conflicting tribes of the city, three of which were Jewish, into an orderly confederation.... His reputation spread and people began to flock from every part of Arabia to see the man who had wrought this 'miracle.' (Smith, 230).

Battle for Mecca

After establishing himself in Medina and accomplishing the job he had been invited to do, the people of Medina began several years of battle with Muhammad's former home city. In 624, the Muslims won their first battle against the Meccans. As the latter had a much larger army, the former took the victory as a sign that God was on their side. However, a subsequent battle was not victorious, and Muhammad himself was wounded. But in 627, the Meccans attacked Medina, and Medina came out on top. The prophet was not to lose again.

In 630, Muhammad and his forces marched to Mecca and defeated it. The prophet rededicated the Ka'ba temple to Allah, witnessed the conversion to Islam of nearly the entire Meccan population, then returned to Medina. Muhammad died in 632, having conquered nearly all of Arabia for Islam.
Spread of Islam

By 634, Islam had taken over the entire Arabian peninsula. Within 100 years of Muhammad's death, it had reached the Atlantic in one direction and borders of China in the other. This success was due in large part to the military and political abilities of Muhammad's successors, the caliphs.

36
Islam / The Forgotten Islamic Roots of American Slaves
« on: February 15, 2015, 11:54:36 AM »
Muslims represent one-fifth of humanity. Many Americans are unaware of this simple fact. But there is another statistic of which most Americans are also unaware: More than one fifth of all "slaves" brought to these shores during the horrific period of transatlantic slave trading were also people of the Islamic faith.

While this has been known by some in the African-American community for many decades, little serious academic research was done on the subject until recently. Alan Austin, a retired professor of history from Massachusetts, did much of the original research that culminated in his book "African Muslims in Antebellum America: Transatlantic Stories and Spiritual Struggles." Since then, many other prominent researchers have expanded on his groundbreaking research.

Despite the sound basis of his work, Austin's research was largely ignored in the academic community. Sylviane Diouf's book -- "Servants of Allah: African Muslims Enslaved in the Americas" -- is another well-written, academic work now in it its second printing, but it too has not received the attention it deserves.

Those who want more information on this subject will find the information fascinating. Many of these Muslims were highly educated in their African homeland, and they considered America to be barbaric compared to their own civilized communities in Africa.

The stories of these people are moving, to say the least. Some, in fact, sound like ready-made screenplays for a Hollywood film. One is that of Prince Abdar Rahman, who was born a prince in his homeland of Mali and, because of his aristocratic breeding, intimidated many of the Southern whites who crossed his path. Some of these men became lecturers and toured the country giving speeches about their lives and experiences, and some even made it back to their homelands through diplomatic and business ties.

These stories should be written in every textbook of American history. Americans should realize that Islam is not an alien faith new to this land but has been here from the first arrivals of Europeans to these shores, and perhaps even before that.

This information is a powerful tool that can be used to dispel false beliefs about the ignorance of Africans and their lack of culture and civilization. It can enable young people as well as old to see the rich tapestry that makes up the continent of Africa and how much of that richness came to and embellished these shores.

Surely, we owe it to the men and women who suffered so greatly to at least find out who they were and to read and hear about the powerful responses they gave to the awesome tribulations and hardships they faced.

 

37
কুরআন এ আছে, মানুষ কি ভেবেছে আমি তার অস্থিসমুহ একত্র করতে পারব না? অবশ্যই আমি সক্ষম এমনকি তার আঙ্গুলের আগাকেও পূণরায় সৃষ্টি করতে। আজ থেকে চৌদ্দশত বছর আগের লোকেরা ফিঙ্গার প্রিন্ট সম্পর্কে খুব কম এ জানত। তবে কেন আল্লাহ কোরআন এ ফিঙ্গারপ্রিন্ট এর তুলনা দিয়েছেন? আসুন একটু দেখি।

১৮৭৫সালে জেন জিন্সেন নামক এক ইংলিশ বিজ্ঞানি আবিস্কার করেন যে আঙ্গুলের ছাপ একটি অসাধারন বিষয়। এর রেখার ধরন একটি আরেকটির চেয়ে ভিন্ন এবং সম্পূর্ণ আলাদা। এবং আপনি যা কিছু ছোঁবেন তাতেই আপনার আঙ্গুলের ছাপ বসে যাবে, এটা সবার ই জানা কথা তবে ১৪০০বছর আগের লোকেরা এ ব্যাপারে খুব কম এ জানতেন।

এই আঙ্গুলের আগার রেখার গঠন এবং গড়ন মাতৃগর্ভের প্রথম তিন মাসে হয়। এর অনেক ব্যাখ্যা রয়েছে, একটি হল মানুষের সকল চারিত্রিক বৈশিষ্ট্য এই আঙ্গুলের ছাপে এনকোডেড রয়েছে।

সুতরাং আমাদের পুনরুত্থান এর সময় আল্লাহ আমাদের শরীর পুরাপুরি ফিরিয়ে দিবেন এবং আমাদের বিচার করবেন, আর শুধু আঙ্গুলির মাথার ছাপ দিয়েই আমাদের সকল চারিত্রিক বৈশিষ্ট্য জানা সম্ভব। আঙ্গুলের আগা কে এক কথায় ডাটা ব্যাংক বলা জেতে পারে। নিশ্চয় ডিএনএ একটি অতি মূল্যবান আবিষ্কার।

ডিএনএ আবিকার হবার পর এই ধারনা বদলে গেছে যে কোষ তার অবস্থিত এলিমেন্ট নিয়ে একটি সাধারন সৃষ্টি নয়। আরও গভির গবেষণায় এর জটিলতা প্রকাশ পেয়েছে। মানুষের একটি ডিএনএ কোটি কোটি কোড সম্বলিত হয়, আমাদের চুলের রঙ থেকে শুরু করে নখ পর্যন্ত সকল তথ্য এই কোড এ থাকে. আঙ্গুলের আগার একটি ডিএনএ এর কোড ছাপালে লক্ষ পৃষ্ঠার হাজার কপি বই হবে। আর আঙ্গুলের আগার একটি ডিএনএ দিয়ে যে কারো সকল তথ্য জানা সম্ভব।

এ কথা তাহলে খুবই স্পষ্ট যে আল্লাহর কাছে আমাদের পুনরুত্থান কোন ব্যাপার এ না। কোরআন এ সকল বিজ্ঞানের সমাধান আছে যা আমরা জানি না।

38
একদিনের ক্রিকেটে এক বলে সর্বোচ্চ রান করার নতুন ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রিলে রসৌউ ।সেঞ্চুরিয়ানে ওয়েস্ট ইন্ডিজ বোলার আন্দ্রে রাসেলের একটি ডেলিভারিতে ১৪ রান তোলেন রসৌউ । নিজেদের ইনিংসের ৩০ তম ওভারের চতুর্থ বলে ‘নো’ বলে ওভার বাউন্ডারি মারেন, তারপরের বলটা হয় ওয়াইড, অবশেষে বৈধ বলটিতেও ওভার বাউন্ডারি হাঁকান রসৌউ ।
অর্থাৎ একটি বৈধ ডেলিভারিতে মোট ১৪ রান করেন তিনি । পরিসংখ্যানবিদরা জানাচ্ছেন, কোনও আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে এক বলে ১৪ রান নেওয়ার নজির আর কারও নেই ৷
রাসেলের সেই ‘বিশেষ’ ওভারটিতে ওঠে মোট ২৮ রান । এই ম্যাচে রসৌউয়ের ব্যক্তিগত রান ১৩২ ৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বড় ব্যবধানে ম্যাচটিও জিতে নেয় প্রোটিয়া ব্রিগেড ৷
 

39
বিসমিল্লাহির রাহমানির রাহিম

সকল প্রশংসা আল্লাহ্‌ তা’আলার জন্য এবং সালাম ও আল্লাহর রহমত বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপর।

আমরা যারা নিয়মিত সালাত আদায় করার চেষ্টা করি, আমাদের সবগুলো সালাত ঠিক থাকলেও ‘ফজরের সালাত’ নিয়ে কিছুটা  সমস্যায় পড়তে হয়। অনেকেই অনেক চেষ্টা করেও পারি না ভোরবেলা ঘুম থেকে উঠতে। কীভাবে করা যায় এ সমস্যার সমাধান? আমি শুধু দু’ একদিনের কথা বলছি না, বলছি প্রতিদিনের কথা। আসুন জেনে নেই এ ব্যাপারে কিছু কার্যকরী কৌশল।


আমরা যখন প্রতিদিন সূরা আল-ফাতিহা তিলাওয়াত করি, দিনে কমপক্ষে ১৭ বার, আমরা এই আয়াতটিও তিলাওয়াত করিঃ

“আমরা একমাত্র তোমারি ইবাদত করি এবং শুধুমাত্র তোমারি সাহায্য প্রার্থনা করি।” [সূরা আল-ফাতিহাঃ ০৫]

আমরা কি সত্যিই আল্লাহর ইবাদত করতে চাই? “অবশ্যই!” তাহলে আল্লাহর সাহায্যও চাই? “হুম!” আবার ফজরের সালাতের  জন্যও জেগে উঠতে চাই? “জ্বী, ভাই!” কিন্তু তারপরও আমরা পারি না কেন? কারণ, আমাদের চাওয়ায় আন্তরিকতার অভাব।

আপনার কি কখনও ঘুমাতে যাওয়ার মুহূর্তে এমন অনুভূতি হয়েছে যে, আপনি অবশ্যই ফজরের সালাতের জন্য উঠবেন কিংবা আগে থেকেই আপনি জানতেন সেদিন বেশি ঘুমাবেন? নিচের দৃশ্যপট দুটি কল্পনা করার চেষ্টা করুন। আমি মনে করি, আমরা প্রায় সকলেই এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছি।

দৃশ্যপটঃ ১

আপনার হৃদয় ঈমানে পরিপূর্ণ, আপনি বিতির পড়েছেন, কিছুটা কুর’আন তিলাওয়াত-ও করেছেন এবং যদিও আপনার হাতে ফজর পর্যন্ত ঘুমানোর জন্য মাত্র দু’ ঘণ্টা সময় আছে, তারপরও জেগে উঠার ব্যাপারে আপনি নিশ্চিত। কারণ, আপনি আপনার মন, হৃদয় ও দেহকে প্রস্তুত করে নিয়েছেন। এমনকি মাঝে মাঝে ওয়াক্ত পার হয়ে গিয়ে সালাত মিস করার ভয়ে মাঝ রাতেও ঘুম থেকে জেগে উঠেছেন। যদি আপনি এ ধরনের কোন ঘটনার সম্মুখীন না হয়ে থাকেন, তবে এমন সময়ের কথা ভাবুন যেদিন আপনাকে খুব ভোরে বাস কিংবা ট্রেন ধরতে হয়েছিল। আর ভাবুন, কীভাবে আপনার মন, হৃদয় ও দেহ সজাগ ছিল। হয়তো অনেক দেরিতে ঘুমিয়েও জেগে
উঠেছিলেন বাস কিংবা ট্রেনের জন্য।

দৃশ্যপটঃ ২

আপনার জীবনে হয়তো এমন অনেক দিন আছে যেগুলোতে আপনি প্রকৃতপক্ষেই বেশি ঘুমাতে চান। যার জন্য আপনি আগে থেকেই ‘অতিরিক্ত ঘুমানোর’ পরিকল্পনা করেন। তারপরও আপনি জেগে উঠেছেন, আর তখনই শুরু হয়েছে ‘Snooze Alarm’ এর সাথে যুদ্ধ এবং আধুনিক শয়তানের কৌশল, “আর মাত্র পাঁচ মিনিট…”

এই দুটি দৃশ্যপটের মধ্যে একটি দৃশ্যপট বর্ণনা করে ‘আপনি অবশ্যই ঘুম থেকে জেগে উঠবেন’ আপনার এ ধরনের গভীর  মানসিকতার কথা, আর অন্য দৃশ্যপটটি বর্ণনা করে ‘আপনি ঘুম থেকে উঠতে পারবেন না’ এ ধরনের মানসিকতার কথা। কারণ, আপনার অন্তর এটা চায় না, আর আপনিও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে সকালে ঘুম থেকে জেগে উঠার চ্যালেঞ্জটি গ্রহণ করার জন্য প্রস্তুত নন। নিচে আমি কিছু কৌশলের কথা বর্ণনা করছি যেগুলো আপনাকে সব সময় দৃশ্যপটঃ ১ এর মত সফলতা অর্জনে সাহায্য করবে ইনশা আল্লাহ্‌।

আধ্যাত্মিক কৌশল

 

১. আল্লাহকে চেনাঃ

এটা ফজরের সালাতের জন্য জেগে উঠার চাবিকাঠি এবং এক নম্বর কৌশল। আপনি যদি জানেন আপনি কার ইবাদত করছেন, আর এ-ও জানেন যে, তিনি চান আপনি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তাঁর ইবাদত করুন, তাহলে আপনি জেগে
উঠবেনই! ‘আল্লাহ্‌’ কে- এ ব্যাপারে আমাদের জ্ঞানের কমতিই আমাদেরকে দৃশ্যপটঃ ২ এর দিকে ধাবিত করে। তাই আপনার প্রভুকে জানুন, আর এটাই আপনার চাবিকাঠি।

২. আন্তরিকতাঃ

ফজরের সালাতের জন্য জেগে উঠার ব্যাপারে আন্তরিক হওন। নিজেকে শুধু এটুকু বলবেন না যে, ‘যদি আমি ফজরের ওয়াক্তে উঠতে পারি তবে ভালো হবে’, বরং আন্তরিকতার সাথে বলুন, ‘আমি ফজরের ওয়াক্তে জেগে উঠবোই ইনশা আল্লাহ্‌!’

৩. ঘুমাতে যাওয়ার আগে উযূ করাঃ

Ibn Abbas reported that Allah’s Messenger said: “Purify these bodies and Allah will purify you, for there is no slave who goes to sleep in a state of purity but an Angel spends the night with him, and every time he turns over, [the Angel] says, ‘O Allah! Forgive Your slave, for he went to bed in a state of purity.”

আপনি কি মনে করেন এ ধরনের একজন মানুষ অতিরিক্ত ঘুমাবে আর ফজরের সালাত মিস করবে?

৪. বিতিরের সালাত ও দু’আঃ

বিতিরের সালাত আদায় না করে ঘুমাবেন না, আর বিতিরের সালাত আদায়ের সময় আল্লাহর কাছে অনুনয়-বিনয় করুন যাতে তিনি
আপনাকে ঘুম থেকে জেগে উঠতে সাহায্য করেন।

৫. সামান্য কুর’আন তিলাওয়াত করুনঃ

মহা গ্রন্থ আল-কুর’আনের মাধ্যমে দিনের সমাপ্তি অবশ্যই আপনার মনোযোগকে ফজরের সালাতের জন্য জেগে উঠার দিকে নিবন্ধিত করবে। মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘুমাতে যাওয়ার আগে সূরা আল-সাজদাহ ও সূরা আল-মূলক (৩২ ও ৬৭ নম্বর সূরা) তিলাওয়াত করার পরামর্শ দিতেন।

৬. ঘুমাতে যাওয়ার আগে আল্লাহকে স্মরণ করুনঃ

এটা আমার বর্ণনাকৃত প্রথম পয়েন্টেরই অংশ। আর এখানেই আপনি আপনার সকল অনুনয়-বিনয় আল্লাহর কাছে জানাবেন। প্রথম প্রথম দু’আগুলো পড়ার জন্য আপনি ছাপিয়ে নিতে পারেন কিংবা দু’আর বই ব্যবহার করতে পারেন। কিন্তু এক বা দু’ সপ্তাহের মধ্যেই দু’আগুলো আপনার মুখস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ। আর ঠিক ঘুমিয়ে পড়ার আগেই সেগুলো নিয়মিত পড়বেন।

৭. ফজরের সালাত আদায়কারীদের জন্য ঘোষণাকৃত পুরস্কারগুলোর কথা স্মরণ করুনঃ

মুনাফিকের হাত থেকে বেঁচে থাকা, শেষ বিচারের দিন আলোকিত হওয়া, সারাদিন আল্লাহর নিরাপত্তায় থাকা, জীবন থেকে অলসতা কেটে যাওয়া, কর্মঠ হওয়া- এই পুরস্কারগুলোর কথা স্মরণ করুন, ইনশা আল্লাহ আপনি জেগে উঠতে পারবেন।

এছাড়া অন্যান্য যে সব কৌশল আপনাকে ফজরের সালাতের জন্য জেগে উঠতে সাহায্য করবে, সেগুলো হলঃ

*. জাগিয়ে দেয়ার জন্য বন্ধু বা পরিবারের সদস্যদের বলাঃ পরিবারের অন্যান্য সদস্য কিংবা বন্ধুদের বলুন আপনাকে জাগিয়ে দিতে। আর পরস্পরকে সাহায্য করুন। যদি আপনি আগে জেগে উঠেন তবে স্বার্থপর না হয়ে অন্যদেরও জাগিয়ে তুলুন।

*. দেড় (১.৫) ঘন্টা ঘুমানোর নিয়মঃ একটি গোপন কৌশল জানিয়ে দিচ্ছি, ঘুম বিজ্ঞানে একটি তত্ত্ব আছে যাতে বলা হয়েছে, প্রত্যেক মানুষ তার ঘুমের একটি পূর্ণ চক্র সম্পন্ন করে দেড় ঘন্টায়। কাজেই আপনি যদি দেড় (১.৫ ঘন্টা) এর গুণীতকে (যেমনঃ ১.৫ ঘন্টা, ৩ ঘন্টা কিংবা ৪.৫ ঘন্টা ইত্যাদি) জেগে উঠতে পারেন, তবে আপনি থাকবেন সতেজ ও পুনরিজ্জ্বীবিত। তা নাহলে আপনার মাঝে আলসেমি থেকে যাবে। তাই ফজরের সালাত যদি ভোর পাঁচটায় হয়, আর আপনি বারোটা বাজে ঘুমান, তবে অবশ্যই আপনার এলার্ম সাড়ে চারটায় দিন। কারণ, এতে আপনি সাড়ে চার ঘন্টা ঘুমাতে পারবেন (অবশ্য ঘুম আসতে আপনার যদি সময়ের প্রয়োজন হয় তবে তা যোগ-বিয়গ করে নিবেন)।

*. দুপুরে সামান্য ভাত ঘুম দিনঃ আরেকটি কৌশল, যা নেয়া হয়েছে সুন্নাহ ও অনেকের পরামর্শ থেকে, আর তা হল দুপুরে খাওয়া- দাওয়ার পর সামান্য ভাত ঘুম দেয়া। মাত্র আধ ঘন্টার ঘুমই আপনাকে করে তুলবে উজ্জীবিত।

কৌশলগুলো মেনে চলার চেষ্টা করুন, ইনশা আল্লাহ আপনি সফল হবেনই। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুক এবং সঠিকভাবে দ্বীনকে বোঝার ও মানার তৌফিক দান করুক।

আমীন

( লেখক, মোহাম্মদ মুসাফির শহীদ )

40
মদিনার এক রহস্যময় স্থান ওয়াদি আল জ্বিন । অদ্ভুত সব কান্ড কারখানার জন্য মদিনার এই অঞ্চলের রাস্তাটির কথা মুখে মুখে ফেরে সবার । কোন এক অজনা কারনে এখানে ইঞ্জিন বন্ধ থাকলেও গাড়ি চলতে শুরু করে ঢালুর বিপরীতে । ইঞ্জিন অফ থাকলে গাড়ি ঢালুর দিকে চলবে এটা স্বাভাবিক কিন্তু ঢালুর বিপরীতে উপরের দিকে যায় এমন কথা খুব কম মানুষই শুনেছেন । তবে এটাই বাস্তবে ঘটে রহস্যময় ওয়াদি আল জ্বিনে । অনেকেরই ধারণা জায়গাটিতে প্রচুর চুম্বকজাতীয় পদার্থ আছে তাই এমনটি হতে পারে।কিন্তু এখানে এমনকি পানির বোতল কিংবা পানি ফেললেও তা ঢালুর বিপরীত দিকে গড়াতে থাকে ।

ওয়াদি আল জ্বিন জায়গাটির অবস্থান মদিনার আল বায়দা উপত্যকায় । উপত্যকাটি মসজিদে নববীর উত্তর পশ্চিম দিকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত । ২০০৯-২০১০ সালের দিকে সৌদি সরকার এই ওয়াদি আল জ্বিনে একটি রাস্তা বানানোর পরিকল্পনা করে । কিন্তু ত্রিশ কিলোমিটার পর্যন্ত কাজ করার পর সমস্যা শুরু হয় । হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে । যেন কেউ যন্ত্রপাতিগুলো মদিনার দিকে ঠেলছে। কিন্তু কে ঠেলছে তাকে দেখা যাচ্ছে না ।

এমনকি পিচ ঢালাইয়ের ভারী রোলারগুলোও বন্ধ থাকা অবস্থায় আস্তে আস্তে ঢালু বেয়ে উপরের দিকে উঠতে থাকে । এ সব দেখে কর্মরত শ্রমিকরা ভয় পেয়ে যায় । তারা কাজ করতে অস্বীকার করে। রাস্তাটির কাজ যেখানে বন্ধ করা হয় সেখানে চারিদিকে বিশাল কালো পাহাড় ।

ওখানেই শেষ মাথায় গোল চক্করের মতন করে আবার সেই রাস্তা দিয়েই মদিনা শহরে আসার ব্যবস্থা করা হয়েছে । ওই রাস্তাটি ২০০কিলোমিটার করার কথা থাকলেও ৪০কিলোমিটার করেই নির্মাণ কাজ শেষ করে সংশ্লিষ্ট কতৃপক্ষ। সৌদি নাগরিকরাও সহজে কেউ এই স্থানটিতে যেতে চান না । তবে রাস্তাটি সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখা হয় । বিকাল ৪ টার পর আর কোন গাড়ি বা মানুষকে ওয়াদি জ্বিন এলাকায় যেতে দেওয়া হয় না ।

স্থানীয় মানুষরা এই এলাকায় অনেক অতিপ্রাকৃতিক ঘটনা দেখেছেন বলে দাবি করেন । কারো কারো মতে এখানে জ্বিনেরা বসবাস করে । অনেক পর্যটকও এই স্থানে অদ্ভুত ঘটানার সাক্ষী হয়েছেন বলে শোনা যায় ।

41
আযান ফুল। হ্যাঁ, আমি মুসলমানদের নামাজের জন্য যে আযান, তার কথাই বলছি। বিস্ময়কর হলেও সত্য যে, আজারবাইজানের এক প্রজাতির ফুল আযান শুনলেই ফোঁটে। আবার আযান শেষ হলেই বন্ধ হয়ে যায়।এই ফুল নিয়ে অনেক গবেষণা হয়েছে।

আযানের মতো সুর করে অন্য কোনো কিছু গাওয়া হলে ফুল ফুঁটছে না। যতবার আযানের শব্দ ওখানে পৌঁছায়, ততবার ফুঁটছে সে ফুল।বিজ্ঞানের সকল গবেষণার পর ফল একটা-ই পাওয়া গেছে। আর তা হলো- ‘দু:খিত! আমরা এই রহস্যের ব্যাখা করতে পারছি না। একমাত্র আল্লাহই ভালো জানেন’।

42
 এতো বিশাল গভীর সমুদ্র তৈরী হলো কী করে! এমন প্রশ্ন আপনার আমার মাথায় হয়ত সবসময় ঘুরপাক খায় প্রতিনিয়ত। কিন্তু আমাদের লাগামছাড়া চিন্তাভাবনা সঠিক পরিণতির থেকে যোজন যোজন দূরে নিয়ে যাবে। তাই, আমরা দ্বারস্থ হতে পারি ভূতাত্ত্বিকদের কাছে। শুনে আসি তারা কি বলে আর আমাদের চিন্তার লাগাম এখানেই টেনে দেই। তাদের মতে, পৃথিবীর মানচিত্রটা বেশ ভালো করে মাপজোখ করলে দেখা যাবে, পাঁচটা মহাসমুদ্র আর ছেষট্টিটা সমুদ্র মিলিয়ে পৃথিবীর প্রায় একাত্তর ভাগ অংশই জলে ঢাকা, আর বাদ বাকীটা স্থল অর্থাৎ মহাদেশ। সমুদ্র যে কত বড়ো (৩৬১,০০০,০০০ বর্গ কিঃমিঃ) তা অনেকটাই বোঝা যায় সমুদ্রের পাড়ে বসে চোখ দু’টো সামনে মেলে দিলে। শুধু আকারেই বড় নয়, গভীর দারুণ। কোথাও কোথাও এতা গভীর যে সেখানে আমাদের ডাঙার সবচেয়ে উচুঁ পাহাড় হিমালয়কে ছেড়ে দিলে তার কিছুই আর দেখতে পাওয়া যাবে না।

এ বিষয়ে প্রথম উল্লেখযোগ্য মতবাদটি বিবর্তন প্রবক্তা চার্লস ডারউইনের ছেলে জর্জ ডারউইনের। আজ থেকে প্রায় একশো ত্রিশ বৎসর আগে ১৮৭৮ খ্রীষ্টাব্দে জর্জ ডারউইন সৃষ্টির ব্যাপারে এক চমকপ্রদ কথা শোনালেন। তিনি বললেন প্রায় চারশো কোটি বৎসর আগে পৃথিবীর বাইরের খোলস যখন পুরোপুরি শক্ত হয় নি, ভেতরে নরম গরম অবস্থা, সেই সময়ে সূর্যের টানে পৃথিবীর তরল বুক থেকে খানিকটা অংশ চিটকে বেরিয়ে গিয়েছিল মহাকাশে। সেই উপড়ে চলে যাওয়া অংশই হলো চাঁদ। ফলে পৃথিবীর বুকে তৈরী হলো এক বিরাট গর্ত, যার নাম প্রশান্ত মহাসাগর।
জর্জ ডারউইনের এই মতবাদ উনিশ শতকে ও বিশ মতকের প্রথম দিকে খুব আলোড়ন তুললেও পরবর্তী কোনো বিজ্ঞানীই তার এই মতবাদে বিশ্বাস করেননি। এই মতবাদের বিরুদ্ধে বিজ্ঞানীরা যুক্তি দিলেন, ভুস্তর সৃষ্টির পর, তা যত পাতলাই হোক এমনই কঠিন হয়ে পড়েছিল যে তখন তার পক্ষে আর পৃথিবী থেকে উৎক্ষিপ্ত হওয়া সম্ভব ছিল না। মহাসাগর সৃষ্টির ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য তত্ত্বটি হলো জার্মান ভূবিজ্ঞানী ওয়গনারের (১৮৮০-১৯৩০)। ১৯১২ খ্রীষ্টাব্দে প্রচারিত ‘চলমান মহাদেশ’ তত্ত্বটিকে তিনি মহাসাগর সৃষ্টির কথা বলেন।
ওয়েগনার বলেছেন, আজ থেকে পচিঁশ কোটি বছর আগেও পৃথিবীর মহাদেশ আর মহাসমুদ্রের চেহারা এইরকম ছিল না। তখন পৃথিবীর সব মহাদেশগুলি মিলে একটাই মহাদেশ ছিল। সেই আদি প্রাগৈতিহাসিক মহাদেশ ঘিরে ছিল এক আদি মহাসমুদ্র প্যান্থালসা। ভূবিজ্ঞানী ওয়েগনারের মতে খুব সম্ভবত । মেসোজোয়িক (Mesozoic) যুগের প্রথম দিকে অর্থাৎ আজ থেকে প্রায় কুড়ি কোটি বছর আগে প্রাকৃতিক কারণে প্যানজিয়া মহাদেশটি দু’টো টুকরোয় ভেঙে গিয়ে সরে গেল একে অন্যের কাছ থেকে। তাদের একটা টুকরোর নাম গণ্ডোয়ানা মধ্যপ্রদেশের ‘গণ্ড’ আদিবাসীদের নাম অনুসারে। এতে ছিল দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, অষ্ট্রেলিয়া আর কুমেরু।
অন্যটার নাম ‘লরেশিয়া’। যাতে ছিল ইউরোপ, এশিয়া গ্রীণল্যান্ড, আর উত্তর আমেরিকা। এই দুই মহাদেশের মাঝখানে রইলো টথিস সাগর। পরে গণ্ডোয়ানা আর লরেশিয়া আরো কয়েকটি টুকরোয় ভেঙ্গে গিয়ে ছড়িয়ে পড়লো চারিদিকে, আর তাদের মাঝখানে আদি মহাসাগর প্যানথালসার রুপ বদল হয়ে জন্ম নিল আজকের মহাসাগর। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা ভেঙ্গে সরে গেল গণ্ডোয়ানা থেকে। এদের মাঝে জন্ম নিল দক্ষিণ আটলান্টিক মহাসাগর।
এ দুটি মতবাদ ছাড়াও আরও বেশ কিছু মতবাদ রয়েছে মহাদেশ ও সমুদ্র সৃষ্টির ব্যাপারে। তবে আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের যুগে সেই প্রকল্পগুলি নেহাৎই সেকেলে।
সমুদ্রে এতা জল এলো কোথা থেকে?
সকল সমুদ্রের জলের পরিমাণ পৃথিবীর আয়তনের তুলনায় কম হলেও, নয় নয় করে এই জল, ১৩৭ কোটি ঘন কিঃমিঃ এবং তা পৃথিবীর পৃষ্ঠে মাত্র পাচঁ কিঃমিঃ পুরু জলের স্তর তৈরী করেছে। বলা বাহুল্য যে, পৃথিবীর আবহমন্ডল থেকে এ জল পাওয়া যায় নি। কারণ আবহমন্ডলের জল ধরে রাখবার যা ক্ষমতা, তাতে পৃথিবীর সমুদ্র জলের উচ্চতা বড়জোর ৫ সেঃমিঃ বাড়ানো যেতে পারে তার বেশী নয়। কিন্তু পাঁচ কিলোমিটার পুরো জলের স্তর! অসম্ভব ! এরপর ভূবিজ্ঞানীরা তাকিয়েছেন ভূত্বকের (Crust) দিকে, যদিও তা থেকে জলের হদিস্ মেলেনি। ভূত্বকের নীচে রয়েছে ম্যাণ্টল (Mantle) যা তরল ও কঠিনের মাঝামাঝি একটা অবস্থান আছে।
ম্যাণ্টলের চরিত্র বিচার করে ভূবিজ্ঞানীরা রায় দিয়েছেন, পৃথিবীর এতো জল এসেছে ম্যাণ্টলের পেট থেকে আগ্নেয়গিরির মাধ্যমে। অগ্ন্যুৎপাতের সময়ে আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে যে গ্যাস বেরিয়ে আসে তার অনেকটাই জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প ঠান্ডা হয়েই যে জলের জন্ম তা না হয় বোঝা গেল, কিন্তু আগ্নেয়গিরির পেটে এতো জলীয় বাষ্প জমে কি করে? ভূবিজ্ঞানীদের মতে এই জল এসেছে জল (বা হাইড্রকসসিল) বাহী কিছু খনিজ পদার্থ থেকে। যা থাকে ম্যাগমার ভেতরে। যেমন অভ্র (Mica) স্যারপেনটিন (Serpentine), অ্যামফিবোল (Amphibole) ইত্যাদি খনিজগুলি যদি ২৩০ ডিগ্রী সেলসিয়াসে পোড়ে, তবে এই খনিজের জলটুকু বাইরে বেরিয়ে আসে, জলীয় বাষ্পের আকারে। ম্যান্টলের শিলার মধ্যে এ ধরণের খনিজ যথেষ্টই রয়েছে। এই কারণে পৃথিবীর সমুদ্রগহ্বর পূর্ণ হতে বেশী সময় লাগেনি। পৃথিবীর পিঠে যতো জল রয়েছে, তার চেয়ে কয়েক হাজারগুন জল পৃথিবীর বহু খনিজ পদার্থের মধ্যে এখনো বন্দী অবস্থায় আছে।
পৃথিবীর মোট জলের শতকরা ৯৮ ভাগই সমুদ্রের নোনাজল, বাদবাকি ২ শতাংশ ছড়িয়ে আছে হ্রদ, নদী, হিমবাহ, মেঘ ও পাথরের ফাটলে সঞ্চিত ভূজলে।
সমুদ্রে জল লোনা হবার কারণঃ
মহাসাগর গুলি সম্পর্কে তথ্য জোগাড় করার প্রথম প্রচেষ্টা হিসেবে ১৮৭২ খ্রীষ্টাব্দে ব্রিটিশ জাহাজ ‘চ্যালেঞ্জার’ সমুদ্রের মোট ৭৭টি বিভিন্ন জায়গা থেকে জলের যে নমুনা সংগ্রহ করেছিল, তা বিশ্লেষণ করে ব্রিটিশ রসায়নবিদ ডিটমার (১৮৮৪) দেখেছেন, প্রতি লিটার সমুদ্রের জলে নানা জাতের লবনের পরিমাণ প্রায় ৩৫ গ্রাম। অথচ প্রায় একশো বছর পরেও দেখা যাচ্ছে সমুদ্রজলে লবনের পরিমাণ প্রায় একই আছে। যদিও আটলান্টিক মহাসাগরে জলে লবনের পরিমাণ (লিটারে ৩৪.৯০ গ্রাম), ভারত (লিটারে ৩৪.৭৬ গ্রাম) ও প্রশান্ত (লিটারে ৩৪.৬২ গ্রাম) মহাসাগরের চেয়ে সামান্য বেশি। তবে নদী গুলো যতোই লবন এনে ফেলুক না সাগরের জলে, সমুদ্রের নোনতা ভাব তাতে বাড়ছে না। ভূবিজ্ঞানীরা হিসেব করে বলেছেন, সমুদ্রের জলে মোট ৫ x ১০১৮ কিলোগ্রাম লবন মিশে আছে।
পরীক্ষা করে দেখা গেছে সমুদ্রের জলে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পরিমাণ নদীর জলের তুলনায় অন্তত ১৭ গুণ বেশি। এসব সত্ত্বেও নিজস্ব প্রক্রিয়ায় সমুদ্রজল তার নোনতা ভাব একই জায়গায় ধরে রাখছে। এই প্রক্রিয়ার একটা ব্যাপার হলো, মহাদেশ গুলি থেকে অসংখ্য নদী নালা মারফৎ নানা ধরনের লবন সমুদ্র যতোটা নেয় তার অনেকটাই আবার ফিরিয়ে দেয় মহাদেশকে। যেমনঃ জোয়ারের সময়ে সাগরজলে মিশে থাকা লবন টুকু থিতিয়ে যায় মাটির শরীরে। সমুদ্রের জলকণা বাষ্প হয়ে মহাদেশগুলির দিকে ছুটে যাওয়ার সময়তেও সঙ্গে করে অনেকটা লবন নিয়ে যায়। এই লবনের কিছুটা অংশ অবশ্য করে আবার নদী জলের সঙ্গে মিশে সমুদ্রে ফিরে আসে। তবে বেশ কিছুটা পড়ে থাকে ডাঙার মাটিতে। এছাড়া সমুদ্রের জলে বিভিন্ন ধরনের লবনে র মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় অধঃক্ষেপ (Precipitate) তৈরী হয়, যা থেকে সামুদ্রিক স্তর অথবা খনিজ নুড়িও (Nodule) তৈরী হতে পারে।
সমুদ্রে লবনের পরিমাণ সব সময়ে মোটামুটি একই রকম থাকলেও মাঝে মাঝে তারতম্য হয়। যেমন বৃষ্টিপাতের অঞ্চলে প্রচন্ড বৃষ্টিপাতের ফলে সমুদ্রের নোনতা ভাব সমসাময়িকভাবে যেমন কমে, তেমনি প্রচণ্ড গ্রীষ্মের সময়ে সমুদ্রের জল বাষ্প হয়ে আকাশে উড়ে গেলে, সমুদ্রের জলে নোনতা ভাব খানিকটা বেড়ে যায়। এছাড়া সমুদ্রের জল ঠান্ডায় জমে হিমশৈল তৈরী হলেও যে সমুদ্রে শতকরা মাত্র ৩০ ভাগ লবনই বরফের ভেতরে যেতে পারে, বাদবাকী ৭০ ভাগই পড়ে থাকে সমুদ্রের জলে।

43
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যানকর/ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর”- আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ‘নারী’ কবিতায় খুব স্পষ্টভাবেই সমাজে তথা সমগ্র বিশ্বে পুরুষের পাশাপাশি নারীর যে অবদান তা উল্লেখ করেছেন। তার মতে, নারীর ভূমিকা সমাজে পুরুষের তুলনায় কোন অংশেই কম নয় বরং সমান। কিন্তু পুরুষশাসিত সমাজে অধিকাংশ ক্ষেত্রেই নারীর এই অবদানের বিষয়টি অগোচরেই থেকে যায়।
নারী তার মেধা, মনন এবং অধ্যবসায় দিয়ে যত কাজই করুক না কেন দিন শেষে সে তার প্রাপ্য স্বীকৃতি হতে বঞ্চিত। অনেকেই বলে থাকেন নারীর এই দুরবস্থা শুধুমাত্র অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতেই দেখা যায়। কিন্তু বাস্তবতা হল পশ্চিমা বিশ্বের উন্নত দেশগুলোতেও নারীর প্রতি এই বৈষম্যমূলক আচরণ দেখা যায়। তবে কতিপয় নারী রয়েছেন যারা এই বৈষম্যমূলক আচরণের ধার ধারেন নি। যারা তাদের কর্ম দিয়ে আজ ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। আজ আমরা জানব এমনই কতিপয় দিগ্বিজয়ী নারীর কথা। সেরকই কয়েকজন নারীর কথা তুলে ধরছি বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমের পাঠকদের জন্য:
রানী ভিক্টোরিয়াঃ (জন্মঃ ১৮১৯, মৃত্যুঃ ১৯০১)
ইতিহাসের সবচেয়ে ক্ষমতাশালী নারীর তালিকায় প্রথম স্থানে তিনি রয়েছেন কারন তিনি শুধুমাত্র ইংল্যান্ড শাসন করেছেন এজন্য নয় তিনি পুরো পৃথিবী শাসন করেছেন। ছয়টি মহাদেশই তার শাসনে ছিল। তার সাম্রাজ্য ছিল ১৪.২ মিলিয়ন বর্গ মাইল। তার শাসনামলে ৪০০ থেকে ৪৫৮ মিলিয়ন মানুষ তার সাম্রাজ্যের অন্তর্গত ছিল।
রাশিয়ার কাথেরিন ২: (জন্মঃ ১৭২৯ সালে, মৃত্যুঃ ১৭৯৬ সালে)
কাথেরিন ২ আসলে "কাথেরিন দ্যা গ্রেট" নামে পরিচিত। তিনি পুরো রাশিয়া শাসন করেছেন টানা ৩৪ বছর ধরে আর ভৌগলিক দিক দিয়ে রাশিয়াই ছিল পৃথিবীর সবচেয়ে বড় দেশ। ৩৪ বছর রাশিয়াকে সফল্ভাবে শাসন করার জন্য উনাকে আমি দ্বিতীয় স্থানে রেখেছি।
ইসাবেলা ১: (জন্মঃ ১৪৫১ খ্রিষ্টাব্দ, মৃত্যুঃ ১৫০৪ খ্রিষ্টাব্দ)
ইসাবেলা ১ কে ধরা হয় স্পেনের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাশালী নারী যদিও এ বিষয়ে বিতর্ক আছে। তিনি ক্রিস্টফার কলম্বাসের সমুদ্র যাত্রায় পৃষ্ঠপোষকতাকারী হিসাবে স্মরণীয়। তিনি তার স্বামীর সাথে যৌথ ভাবে স্পেন শাসন করতেন। বেশির ভাগ সিদ্ধান্ত তিনিই নিতেন।
সম্রাজ্ঞী থিওডোরাঃ (জন্মঃ ৫০০ খ্রীষ্টাব্দ, মৃত্যুঃ ৫৪৮ খ্রীষ্টাব্দ)
মধ্য যুগের গোড়ার দিকে থিওডোরা ছিলেন একজন প্রভাবশালী এবং ক্ষমতাশালী নারী। তিনি বাইজেন্টাইন সাম্রাজ্য যৌথ ভাবে তার স্বামীর সাথে শাসন করতেন। রাজ্যের বেশির ভাগ কাজ হত তার আদেশে। তিনিই সম্ভবত সর্বপ্রথম নারীর অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। তিনি অনেক চার্চ প্রতিষ্ঠা করেন।সাথে সাথে তিনি একজন ভাল অভিনেত্রীও ছিলেন।
- See more at: http://www.bd24live.com/bangla/article/15142/index.html#sthash.kj3969GQ.dpuf

44
ইদানিং কি প্রায়ই এমন হয়, আপনার মোবাইল ফোন থেকে টাকা হারিয়ে যাচ্ছে ? ব্যালান্স থেকে হুট করে টাকা গায়েব  এরকম অভিযোগ এখন অনেকের কাছেই শোনা যায় । এবার বিশেষজ্ঞরা বের করেছেন এর পেছনের রহস্যজনক বিষয় ।

মোবাইল ফোন থেকে হঠাৎ করেই টাকা গায়েব? এর পেছনে থাকতে পারে ভয়ংকর একটি ট্রোজান ভাইরাস। অ্যান্ড্রয়েডনির্ভর মোবাইল ফোনে নতুন একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে যা ব্যবহারকারীর মোবাইলে থাকা অর্থ শেষ করে ফেলতে পারে। এ ছাড়া তথ্য চুরি করা কিংবা মোবাইলে থাকা কন্ট্যাক্ট নম্বরগুলোতে বার্তা পাঠিয়ে সর্বনাশ করতে পারে। সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মারাত্মক এই ট্রোজান ভাইরাসটির নাম ‘অ্যান্ড্রয়েড এসএমএস সেন্ড’।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ‘অ্যান্ড্রয়েড এসএমএস সেন্ড’ ভাইরাসটি প্রিমিয়াম সার্ভিস বিনষ্টকারী ম্যালওয়্যারের তালিকায় পড়ে। অ্যান্ড্রয়েডে ভুয়া অ্যাপ্লিকেশনের ছদ্মবেশে এ ভাইরাসটি ঢুকে পড়ে মোবাইলের সর্বনাশ করে। একবার এ ভাইরাসটি ইনস্টল হয়ে গেলে কন্ট্যাক্ট তালিকায় থাকা নম্বরগুলোতে টেক্সট বার্তা পাঠাতে থাকে।
কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম অব  (সিইআরটি-ইন) গবেষকেরাঅ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের এ ভাইরাসটি সম্পর্কে সতর্ক করেছেন।
পুরোনো ফোনের বিপদ ও সুরক্ষাবিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি স্মার্টফোনের আইএমইআই নম্বর, মোবাইল আইডি, মোবাইলের ধরনসহ অন্যান্য তথ্য চুরি করে দুর্বৃত্তদের কাছে পাঠাতে পারে এবং মোবাইলে অন্যান্য স্পাইওয়্যার ডাউনলোডের জন্য জায়গা করে দিতে পারে। ভাইরাসটি এতটাই মারাত্মক যে মোবাইল থেকে নম্বর চুরি, ছবি গায়েব, লোকেশন ট্র্যাক, পাসওয়ার্ড চুরি, টেক্সট মেসেজ কপি, মোবাইল পুরোপুরি অচলও করে দিতে পারে। এ ছাড়া মোবাইল ব্যাংকিংয়ের তথ্যও হাতিয়ে নিতে পারে। অ্যান্টি ভাইরাস সফটওয়্যারকেও ফাঁকি দিতে পারে এ ভাইরাসটি।
অনলাইনের অ্যাপ মার্কেটপ্লেসে পরিচিত অ্যাপের ছদ্মবেশে এ ভাইরাসটি লুকিয়ে থাকে। দুর্বৃত্তরা পরিচিত অ্যাপের মধ্যে এ ভাইরাস ঢুকিয়ে তা মার্কেটপ্লেসে রেখে দেয়।

এ ভাইরাসটি থেকে বাঁচতে পরিচিত উত্স ছাড়া আর কোনো স্থান থেকে অ্যাপ ডাউনলোড না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া হালনাগাদ মোবাইল সিকিউরিটি সফটওয়্যার বা অ্যান্টি ভাইরাস দিয়ে মোবাইল পুরোপুরি স্ক্যান করে ফেলতে বলেছেন তাঁরা। কোনো অ্যাপ ইনস্টল করার আগে তা কী ধরনের অনুমতি চাইছে তা দেখে নিতে বলছেন। কোনো সাইটের লিংকে ক্লিক করার আগে কিংবা অ্যান্ড্রয়েড আপডেট করার আগেও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।
গবেষকদের পরামর্শ হচ্ছে, অ্যান্ড্রয়েডের তথ্য অন্য কোথাও ব্যাকআপ হিসেবে রেখে দেবেন এবং অপরিচিত কোনো ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকবেন। ভাইরাস থেকে বাঁচতে ডিভাইস এনক্রিপশন ব্যবহার করুন।

45
Common Forum/Request/Suggestions / 10 Simple Truths Smart People Forget
« on: December 10, 2014, 05:00:45 PM »
ome of the smartest people I know continuously struggle to get ahead because they forget to address a few simple truths that collectively govern our potential to make progress.  So here’s a quick reminder:
#1 – Education and intelligence accomplish nothing without action.

It doesn’t matter if you have a genius IQ and a PhD in Quantum Physics, you can’t change anything or make any sort of real-world progress without taking action.  There’s a huge difference between knowing how to do something and actually doing it.  Knowledge and intelligence are both useless without action.  It’s as simple as that.  For some practical guidance on taking action, I highly recommend The Now Habit.
#2 – Happiness and success are two different things.

I know an extremely savvy businesswoman who made almost a million dollars online last year. Every entrepreneur I know considers her to be wildly successful.  But guess what?  A few days ago, out of the blue, she told me that she’s depressed.  Why?  “I’m burnt out and lonely.  I just haven’t taken enough time for myself lately,” she said.  “Wow!” I thought.  “One of the most successful people I know isn’t happy.”

I also know a surfer who surfs almost all day, every day on the beach in front of our condo complex in San Diego.  He’s one of the most lighthearted, optimistic guys I’ve ever met – always smiling from ear to ear.  But he sleeps in a van he co-owns with another surfer and they both frequently panhandle tourists for money.  So while I can’t deny that this man seems happy, I wouldn’t classify his life as a success story.

“What will make me happy?” and “What will make me successful?” are two of the most important questions you can ask yourself.  But they are two different questions.
#3 – Everyone runs their own business.

No matter how you make a living or who you think you work for, you only work for one person, yourself.  The big question is:  What are you selling, and to whom?  Even when you have a full-time, salaried, ‘Corporate America’ position, you are still running your own business.  You are selling one unit of your existence (an hour of your life) at a set price (the associated fraction of your salary) to a customer (your employer).

So how can you simultaneously save your time and increase your profit?  The answer is slightly different for everyone.  But it’s an answer you should be seeking.  The 4-Hour Workweek is a good read on this topic.
#4 – Having too many choices interferes with decision making.

Here in the 21st century where information moves at the speed of light and opportunities for innovation seem endless, we have an abundant array of choices when it comes to designing our lives and careers.  But sadly, an abundance of choice often leads to indecision, confusion and inaction.

Several business and marketing studies have shown that the more product choices a consumer is faced with, the less products they typically buy.  After all, narrowing down the best product from a pool of three choices is certainly a lot easier than narrowing down the best product from a pool of three hundred choices.  If the purchasing decision is tough to make, most people will just give up.

So if you’re selling a product line, keep it simple.  And if you’re trying to make a decision about something in your life, don’t waste all your time evaluating every last detail of every possible option.  Choose something that you think will work and give it a shot.  If it doesn’t work out, choose something else and keep pressing forward.
#5 – All people possess dimensions of success and dimensions of failure.

This point is somewhat related to point #2 on happiness and success, but it stands strong on its own as well…

Trying to be perfect is a waste of time and energy.  Perfection is an illusion.

All people, even our idols, are multidimensional.  Powerful business men, polished musicians, bestselling authors, and even our own parents all have dimensions of success and dimensions of failure present in their lives.

Our successful dimensions usually encompass the things we spend the most time doing.  We are successful in these dimensions because of our prolonged commitment to them.  This is the part of our lives we want others to see – the successful part that holds our life’s work.  It’s the notion of putting our best foot forward.  It’s the public persona we envision as our personal legacy:  “The Successful ABC” or “The Award Winning XYZ.”

But behind whichever polished storyline we publically promote, there lies a multi-dimensional human being with a long list of unprofessed failures.  Sometimes this person is a bad husband or wife.  Sometimes this person laughs at the expense of others.  And sometimes this person merely takes their eyes off the road and rear-ends the car in front of them.
#6 – Every mistake you make is progress.

Mistakes teach you important lessons.  Every time you make one, you’re one step closer to your goal.  The only mistake that can truly hurt you is choosing to do nothing simply because you’re too scared to make a mistake.

So don’t hesitate – don’t doubt yourself.  In life, it’s rarely about getting a chance; it’s about taking a chance.  You’ll never be 100% sure it will work, but you can always be 100% sure doing nothing won’t work.  Most of the time you just have to go for it!

And no matter how it turns out, it always ends up just the way it should be.  Either you succeed or you learn something.  Win-Win.  Remember, if you never act, you will never know for sure, and you will be left standing in the same spot forever.
#7 – People can be great at doing things they don’t like to do.

Although I’m not suggesting that you choose a career or trade you dislike, I’ve heard way too many smart people say something like, “In order to be great at what you do, you have to like what you do.”  This just isn’t true.

A good friend of mine is a public accountant.  He has told me on numerous occasions that he dislikes his job – “that it bores him to death.”  But he frequently gets raises and promotions.  At the age of 28, out of nearly a thousand Jr. Accountants in his division, he’s one of only two who were promoted to be Sr. Accountants this past year.  Why?  Because even though he doesn’t like doing it, he’s good at what he does.

I could come up with dozens of other examples just like this, but I’ll spare you the details.  Just realize that if someone dedicates enough time and attention to perfecting a skill or trade, they can be insanely good at doing something they don’t like to do.  For an insightful read in this department, I highly recommend The Talent Code.
#8 – The problems we have with others are typically more about us.

Quite often, the problems we have with others – our spouse, parents, siblings, etc. – don’t really have much to do with them at all.  Because many of the problems we think we have with them we subconsciously created in our own mind.  Maybe they did something in the past that touched on one of our fears or insecurities.  Or maybe they didn’t do something that we expected them to do.  In either case, problems like these are not about the other person, they’re about us.

And that’s okay.  It simply means these little predicaments will be easier to solve.   We are, after all, in charge of our own decisions.  We get to decide whether we want to keep our head cluttered with events from the past, or instead open our minds to the positive realities unfolding in front of us.

All we need is the willingness to look at things a little differently – letting go of ‘what was’ and ‘what should have been,’ and instead focusing our energy on ‘what is’ and ‘what could be possible.’
#9 – Emotional decisions are rarely good decisions.

Decisions driven by heavy emotion are typically misguided reactions rather than educated judgments.  These reactions are the byproduct of minimal amounts of conscious thought and primarily based on momentary ‘feelings’ instead of mindful awareness.

The best advice here is simple:  Don’t let your emotions trump your intelligence.  Slow down and think things through before you make any life-changing decisions.
#10 – You will never feel 100% ready when an opportunity arises.

The number one thing I persistently see holding smart people back is their own reluctance to accept an opportunity simply because they don’t think they’re ready.  In other words, they believe they require additional knowledge, skill, experience, etc. before they can aptly partake in the opportunity.  Sadly, this is the kind of thinking that stifles personal growth.

The truth is nobody ever feels 100% ready when an opportunity arises.  Because most great opportunities in life force us to grow emotionally and intellectually.  They force us to stretch ourselves and our comfort zones, which means we won’t feel totally comfortable at first.  And when we don’t feel comfortable, we don’t feel ready.

Just remember that significant moments of opportunity for personal growth and development will come and go throughout your lifetime.  If you are looking to make positive changes in your life you will need to embrace these moments of opportunity even though you will never feel 100% ready for them.

Pages: 1 2 [3] 4 5 6