Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Asif.Hossain

Pages: [1] 2 3 ... 16
1
দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো এখন বিশ্বমানের ওষুধ উৎপাদন করছে। ওষুধ রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বর্তমানে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক। সাম্প্রতিক সময়ে ওষুধ রপ্তানির গতি বাড়ায় দ্বিতীয় প্রধান রপ্তানি খাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট উদ্যোক্তারা মনে করেন। এছাড়া এক সময় চাহিদার ৭০ শতাংশ ওষুধ বিদেশ থেকে আমদানি হতো। আর এখন দেশের চাহিদার ৯৮ শতাংশ মিটিয়ে বিশ্বের ১২৭ দেশে বাংলাদেশের প্রস্তুত ওষুধ রপ্তানি হচ্ছে। বিশ্বমানের ওষুধ এত কম দামে আর কোথাও পাওয়া যায় না। এ ছাড়া ওষুধ প্রযুক্তি ও কাঁচামাল সরবরাহকারী দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। বর্তমানে দেশের অভ্যন্তরেই প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকার ওষুধের বাজার। আর বছরে প্রায় ১০০০ কোটি টাকার ওষুধ রপ্তানি হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ও বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি (বিএএসএস)-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ওষুধ ব্যবসায়ীরা জানান, বর্তমানে দেশের দেড় শতাধিক প্রতিষ্ঠান ৫ হাজার ব্র্যান্ডের ৮ হাজারের বেশি ওষুধ উৎপাদন করছে, যার মধ্যে বড় ১০ কোম্পানি দেশের চাহিদার ৮০ শতাংশ মিটিয়ে থাকে। বড় ২০ কোম্পানি বিবেচনায় নিলে তারা মোট চাহিদার ৯০ শতাংশ সরবরাহ করছে। আর ৪০ কোম্পানি ১৮২টি ব্র্যান্ডের সহস্রাধিক রকমের ওষুধ রপ্তানি করছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ১ কোটি ৫৭ লাখ ডলারের ওষুধ রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় ১৫.৬৩ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম তিন মাসে রপ্তানি হয়েছিল ১ কোটি ৩৬ লাখ ডলারের ওষুধ। আর গত বছর পুরো সময়ে আয় হয়েছে ৮ কোটি ২১ লাখ ডলার বা ৬৫০ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছরে প্রথম তিন প্রান্তিকে দেশের ৬ কোটি ৯৬ লাখ ডলারের ওষুধ রপ্তানি হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। ২০১১-১২ অর্থবছরে ওষুধ রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪ কোটি ৮২ লাখ ডলার। ২০১২-১৩ অর্থবছরে তা ছয় কোটি ডলারে গিয়ে পৌঁছে। ২০১৩-১৪ অর্থবছরে প্রায় সাত কোটি ডলারের, ২০১৪-১৫ অর্থবছরে ৭ কোটি ২৬ লাখ ডলারের, ২০১৫-১৬ অর্থ বছরে ৮ কোটি ২১ লাখ ডলারের ওষুধ বিদেশে রপ্তানি করা হয়েছে।

উদ্যোক্তারা বলছেন, স্বল্প মূলধন ও ওষুধের গুণগত মান বজায় রাখায় বিদেশি বাজারে বাংলাদেশের ওষুধের চাহিদা বাড়ছে। এ ছাড়া অন্য দেশের তুলনায় বাংলাদেশের ওষুধের দাম অনেক কম। আগামী ১০ বছরের মধ্যে বিশ্বের ওষুধবাণিজ্যের ১০ শতাংশ দখল করা সম্ভব। এতে ওষুধ রপ্তানির পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৭০০ কোটি ডলার। একই সঙ্গে এ খাতে ২ লাখেরও বেশি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের ওষুধশিল্প সবদিক দিয়ে পরিপক্বতা অর্জন করেছে। মান বেড়েছে, সরকারের নিয়ন্ত্রণও উন্নত হয়েছে। এখন ওষুধশিল্প উড়াল দেয়ার পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে দেশের ১০-১২টি কোম্পানি বিভিন্ন দেশে নিবন্ধন পেয়েছে। বিশ্বে ওষুধের রপ্তানি বাজার ১৭০ বিলিয়ন ডলারের। এর ১০ শতাংশ ধরা গেলে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার হবে।

সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠান আইএমসি ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তাদের প্রতিবেদন অনুযায়ী, গত বছর বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরে অর্থাৎ ওষুধ শিল্পখাতে প্রবৃদ্ধি হয়েছে শতকরা বত্রিশ ভাগ। পৃথিবীর খুব কম দেশেই এটি সম্ভব হয়েছে। ওষুধশিল্প সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামান বলেন, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানিগুলো আন্তর্জাতিক মান বজায় রেখে উৎকৃষ্টমানের ওষুধ উৎপাদন করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ রপ্তানিতে অগ্রগামিতা অর্জনের মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে ওষুধ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম প্রধান দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি বলেন, ওষুধ রপ্তানিতে আগামী কয়েক বছরের মধ্যেই পোশাক খাতকে ধরতে পারবো। করণে ওষুধ রপ্তানি প্রতি বছরেই বাড়ছে। ফলে আমরা বাংলাদেশের দ্বিতীয় প্রধান রপ্তানি খাতে পরিণত হতে বেশি লাগবে না বলে আমরা আশা করছি। ২০৩০ সাল নাগাদ ওষুধ রপ্তানিতে বাংলাদেশ এক নম্বর দেশ হতে পারে, এমন সম্ভাবনা আছে। তিনি বলেন, মুন্সীগঞ্জের এপিআই পার্ক পূর্ণাঙ্গ চালু হলে ওষুধশিল্পের কাঁচামালের জন্য আর কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।

এদিকে সম্প্রতি তুরস্কে বাংলাদেশের ওষুধ শিল্পের বিকাশে বিশাল সম্ভাবনা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বেক্সিমকো ফার্মার সিইও এসএম রাব্বুর রেজা বাংলাদেশের ওষুধের গুণগত ও আন্তর্জাতিক মান, বহির্বিশ্বে এর চাহিদা এবং ওষুধ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের ওষুধের পরিসংখ্যানগত অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ফার্মাসিউটিক্যাল সেক্টর বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল একটি শিল্প খাত এবং ২৫৭টি ওষুধ কোম্পানির উৎপাদিত ওষুধের বর্তমান বাজার মূল্য বার্ষিক ২ বিলিয়নের উপরে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশ থেকে ৫৪টি ওষুধ রপ্তানিকারি প্রতিষ্ঠান ১২৭টি দেশে রপ্তানি করে থাকে। ২০১১ সালে রপ্তানিকারী দেশের সংখ্যা ছিল ৪৭টি। এর পর কয়েক বছর কোনো প্রতিষ্ঠান চালু হয়নি। কিন্তু ২০১৫ সালে কোম্পানির সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১১৩টিতে। বর্তমানে ১২৭টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে আমেরিকার উত্তর ও দক্ষিণের ২৫টি দেশে। ইউরোপের ২৬টি, অস্ট্রেলিয়ার ৫টি, আফরিকার ৩৪টি ও এশিয়ার ৩৭টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয়।

দেশের শীর্ষস্থানীয় ওষুধ রপ্তানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২০১৫ সালের জুন মাসে দেশের প্রথম ওষুধ প্রস্তুতকারী কোম্পানি হিসেবে ইউএস এফডিএ কর্তৃক নিরীক্ষিত ও অনুমোদিত হয়। বর্তমানে কোম্পানিটি ৫০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে। বেক্সিমকো ফার্মা ইউএস এফডিএ, এজিইএস (ইইউ), টিজিএ অস্ট্রেলিয়া, হেলথ কানাডা, জিসিসি এবং টিএফডিএসহ বিশ্বের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক স্বীকৃত।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল কয়েক বছরের দেশ থেকে ওষুধ রপ্তানি উল্লেখ্যযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০১১ সবমিলিয়ে ওষুধ রপ্তানি হয় ৪২৬ কোটি টাকা। ১২ সালে রপ্তানি হয়েছে ৫৫১ কোটি টাকা। ১৩ সালে ৬১৯ কোটি টাকা। ১৪ সালে ৭৩৩ কোটি টাকা। ২০১৫ সালে রপ্তানি হয়েছে ৮৩২ কোটি টাকা। সর্বশেষ গত বছর ২০১৬ সাল পর্যন্ত দেশে থেকে ওষুধ রপ্তানি হয়েছে ২ হাজার ২৪৭ কোটি টাকা।

অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, দেশে বিশ্বমানের ওষুধ পরীক্ষাগারের কাজ চলছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরকে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। এসব কাজ শেষ হলে এ শিল্পের অবস্থান আরও দৃঢ় হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধপ্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বলেন, বাংলাদেশের ওষুধশিল্পের বিকাশ খুবই আশাব্যঞ্জক। বছর কয়েক আগেও জীবনরক্ষাকারী ৫০ শতাংশেরও বেশি ওষুধ আমদানি করতে হতো। এখন সেটি অনেক কমে এসেছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্যমতে, এখনো দেশের বেশিরভাগ ওষুধের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশে ওষুধের কাঁচামালের বাজার প্রায় ১২০০ কোটি টাকা।

বাংলাদেশের ওষুধ শিল্পের অগ্রযাত্রার মূল কারণ আমাদের ওষুধ নীতির যথার্থ বাস্তবায়ন। ১৯৮২ সালে এদেশে যে ওষুধ নীতি করা হয় তার সুফল এখন পাওয়া যাচ্ছে। দেশে ওষুধ প্রস্তুতের কাঁচামাল উৎপাদন বাড়াতে পারলে উৎপাদন ব্যয়ও কমবে, ওষুধের দামও মানুষের নাগালের মধ্যে রাখা সম্ভব হবে।
বিজিএমইএ’র তথ্যে দেখা গেছে, বিদায়ী অর্থবছরে ২,৮১৫ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। তার আগের ২০১৫-১৬ অর্থবছর ২,৮০৯ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। ২০১৫-১৬ অর্থবছরে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল ১০.১৪ শতাংশ।

Source: http://www.mzamin.com

2
অনেকটা আড়ালে আবডালেই বাংলাদেশের ঔষধ শিল্পখাত তরতর করে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের ভ্যাকসিন উৎপাদন ঔষধের অভ্যন্তরীণ চাহিদা পূরণ, আন্তর্জাতিক মানসম্পন্ন ঔষধ উৎপাদন, বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন ঔষধ বিদেশে রপ্তানি-সবখানেই এই খাতের সাফল্য এখন আকাশ ছোঁয়া। প্রতি বছরই ঔষধ শিল্পখাতে নতুন নতুন উদ্ভাবন আর বিস্ময়কর সব সাফল্য আসছে। ঔষধ রপ্তানির দেশের সংখ্যাও একের পর এক বেড়ে চলেছে। ঔষধ আমদানিও কমে আসছে।

এসবই সম্ভব হয়েছে এই খাতের মেধাবী উদ্যেক্তা, ফার্মাসিস্ট, কেমিস্ট, বায়োকেমিস্ট, বায়োটেকনোলজিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের নিরলস পরিশ্রম এবং সরকারের স্বাস্থ্যমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোর ধারাবাহিক সহযোগিতার কারণে। একসময় কারো কল্পনাতেও ছিল না যে ইউরোপ, আমেরিকার মতো উন্নত দেশ বাংলাদেশে উৎপাদিত ঔষুধ কিনে খাবে। অথচ সত্যটা হলো-বাংলাদেশে উৎপাদিত ঔষধ এখন আমেরিকা, ইউরোপের দেশগুলোতে বিক্রি হচ্ছে। সেদেশের মানুষ আস্থা ও বিশ্বাসের সাথে বাংলাদেশে উৎপাদিত ঔষধ ব্যবহার করছে। ঔষধ শিল্পখাতের জন্য এটি নিঃসন্দেহে ঈর্ষণীয় সাফল্য।

সম্প্রতি এ খাতের সবচেয়ে বড় সাফল্য হলো-গুণগত মান অক্ষুন্ন রেখে আমেরিকাসহ বিদেশের বাজারে বাংলাদেশে উৎপাদিত ঔষধের ব্যাপক চাহিদা সৃষ্টি করা। বিদেশের বাজারে প্রতিনিয়ত আমাদের উৎপাদিত ঔষধ রপ্তানি হচ্ছে, যার পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গর্বের সাথেই উল্লেখ করতে হয় আগে অনেক ঔষুধ বাজারে পাওয়া যেত না, বাইরের দেশের দিকে তাকিয়ে থাকতে হতো, কিন্তু এখন আর সে অবস্থা নেই। আমাদের দেশে এখন অনেক উন্নত মানের ও উচ্চ প্রযুক্তির ঔষধ তৈরি হচ্ছে।

এখানেই শেষ নয়, সময়ের সাথে সাথে এই খাতে বহুবিধ পরিবর্তন ও নতুনত্বও আসছে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো এখন শুধু ঔষুধ উৎপাদনেই নিজেদের সম্পৃক্ত রাখেনি, আন্তর্জাতিক বাজারকে সামনে রেখে নিজেদেরকে বিভিন্নভাবে বিস্তৃত করছে। বায়োহাইজিন ইকুইপমেন্ট তৈরি করা থেকে শুরু করে ঔষধের কাাঁচামাল তৈরিতেও মনযোগী হয়েছে বাংলাদেশের কোম্পানিগুলো।

২০১৬ সালে বিদেশ থেকে আমদানির চাপ ও ঝুঁকি কমিয়ে আনতে দেশেই বায়োহাইজিন ইকুইপমেন্ট তৈরি শুরু করে দেশের অন্যতম ঔষুধ উৎপাদনকারী কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তাদের এই উদ্যোগে সারথী হয় বায়োইঞ্জিনিয়ারিং (সুইজারল্যান্ড) এবং এএমএস টেকনোলোজি (জার্মানি)। মনে আছে সে বছরের (২০১৬ সাল) ২৭ সেপ্টেম্বর রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ঢাকা ওয়াটার গার্ডেনে ‘সুইস বায়োহাইজিনিক ইকুইপমেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের রাষ্ট্রদূত মি. ক্রিসচিয়ান ফোচ্। আরও উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ‘সুইস বায়োহাইজিনিক ইকুইপমেন্ট’-এর অন্যতম পরিচালক আব্দুল মুক্তাদির, ‘সুইস বায়োহাইজিনিক ইকুইপমেন্ট’-এর পরিচালক গ্যাবরিয়ালা মায়ার, ‘সুইস বায়োহাইজিনিক ইকুইপমেন্ট’-এর ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার ডলডার।

সেদিন অনুষ্ঠানে প্রধান অতিথি সুইজারল্যান্ড দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মি. ক্রিসচিয়ান ফোচ্ বলেছিলেন, বাংলাদেশের বিকাশমান ঔষধ শিল্পের আরও অগ্রগতিতে ‘সুইস বায়োহাইজিন ইকুইপমেন্ট’ বড় ধরনের প্রভাব রাখতে সক্ষম হবে, যা বাংলাদেশের অর্থনীতিকে আগামীতে আরও সমৃদ্ধ করবে।

আব্দুল মুক্তাদির ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ‘সুইস বায়োহাইজিনিক ইকুইপমেন্ট’-এর অন্যতম পরিচালক আব্দুল মুক্তাদির বলেছিলেন, বাংলাদেশে বসেই ঔষুধসহ খাদ্য ও বেভারেজ শিল্পের একজন উদ্যোক্তা এখন বায়োহাইজিন ইকুইপমেন্ট এবং এএমএস টেকনোলজি (অ্যাপারেট মেশিন সিস্টেম টেকনোলজি) চাহিদা পূরণ করতে সক্ষম হবেন। বিদেশ থেকে এ ধরনের ইকুইপমেন্ট এখন আর আমদানী করতে হবে না।

সন্দেহ নেই “সুইস বায়োহাইজিন ইকুইপমেন্ট” আন্তর্জাতিক মানের সেবা এবং টেকসই পণ্য সরবরাহের মধ্য দিয়ে দেশের শিল্পকে সমৃদ্ধির পথে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এটা সত্য যে আব্দুল মুক্তাদিরের মতো দেশপ্রেমিক স্বপ্নবান আত্মবিশ্বাসী প্রচারবিমুখ আধুনিক উদ্যোক্তাদের কারণেই আজ ঔষধ শিল্পের এক বিস্ময়কর উত্থান ঘটেছে।

ঔষধ শিল্পখাতের এসব সাফল্য ও গল্প আমাদের অর্থনীতিকে মজবুত করছে। একসময় জীবনরক্ষাকারী যেসব ভ্যাকসিনের জন্য মানুষকে মাথা কুটতে হতো, এখন সেই সব ভ্যাকসিন উৎপাদন করে দারুণ সক্ষমতা দেখিয়েছে ইনসেপ্টাসহ বেশ কয়েকটি দেশীয় কোম্পানটি। এইতো কদিন আগে ফেব্রুয়ারিতে বাংলাদেশ ঔষুধ শিল্প সমিতির আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ৯ম এশিয়া ফার্মা এক্সপো। প্রধান অতিথি হিসেবে এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। তিনি বললেন, বাংলাদেশে উৎপাদিত ঔষধ এখন অভ্যন্তরীণ চাহিদার শতকরা ৯৮ ভাগ মিটিয়ে বিশ্বের ১৫১টি দেশে রপ্তানি করা হচ্ছে। এটি বাংলাদেশের ঔষধ কোম্পানিগুলোর কত বড় সাফল্য তা বলে শেষ করবার নয়। আগামীতে ঔষধ শিল্পখাত আরো এগিয়ে সবাইকে তাক লাগিয়ে ছাড়বে।

ঔষধ শিল্পখাতের পেছনের ইতিহাস খুবই করুণ বললে ভুল হবে না। তথ্য বলছে স্বাধীনতাত্তোর বাংলাদেশে কমপক্ষে ৭০ ভাগ ঔষধ দেশের বাইরে থেকে আমদানি করতে হতো। ফলে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি দেশের এই খাতকে কুক্ষিগত করে ফেলেছিল। কিন্তু আশির দশকে এই খাতের এক নবযাত্রা শুরু হয়। নতুন নতুন ঔষধ কোম্পানি খুলতে এগিয়ে আসেন উদ্যোক্তারা। বাংলাদেশে প্রতি বছর ঔষুধের বাজারের পরিধি ১৭ হাজার কোটি টাকার উপরে। আর এখন পর্যন্ত প্রতিবছর রপ্তাানি হচ্ছে দুই হাজার ২০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন ধরনের ঔষধ।

ঔষুধ শিল্পখাতের সার্বিক বিকাশ এবং অগ্রযাত্রায় অনেকগুলো ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেশ আগেই ঔষধ প্রশাসন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করা হয়েছে। এতে ঔষধের মান বৃদ্ধির সুযোগ আরও সম্প্রসারিত হয়েছে। সরকারি পর্যায়ে ঔষধের পরীক্ষা ও বিশ্লেষন ব্যবস্থা আরো শক্তিশালী করা হয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরকে ডিজিটাইজড করায় তথ্য আদান-প্রদানের অপার সুযোগ তৈরি হয়েছে। জনগণ যাতে করে সব ধরনের তথ্য পেতে পারে সেজন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইটকে অ্যাকটিভ রাখা হয়েছে এবং সেখানে সব ধরনের তথ্য সন্নিবেশ করা রয়েছে।

ঔষধ শিল্পকে সামগ্রিকভাবে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ইতোমধ্যে ঢাকার অদূরে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্টস বা এপিআই শিল্পপার্ক স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন কোম্পানির নামে প্লট বরাদ্দের কাজ সম্পন্ন করা হয়েছে। এই পার্ক পরিপূর্ণভাবে চালু হলে ঔষধ শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। ঔষুধের কাঁচামালের জন্যে আর বিদেশের দিকে তাকিয়ে থাকতে হবে না। উল্টো এই পার্ক পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশি কোম্পানিগুলো কাঁচামাল বিদেশে রপ্তানি করে দেশের জন্যে আয় বাড়াতে পারবে।

এই খাতের আরেকটি বড় সাফল্য হলো-ইতিমধ্যেই ওয়ার্ল্ড ট্রেড অরগাইনাইজেশন(ডব্লিউটিও) আগামী ২০৩৩ সাল পর্যন্ত বাংলাদেশকে ঔষধ শিল্পে মেধাস্বত্তে ছাড় দিয়েছে। যার ফলে আগামীতে আমাদের ঔষধ রপ্তানির সুযোগ আরও অবারিত হয়েছে। ফলে দামি ঔষধগুলো আমাদের দেশেই তৈরি হবে।

বাংলাদেশের ঔষধ শিল্প খাত মূলত বেসরকারি পর্যায়ে একটি দ্রুত বর্ধনশীল শিল্প খাত, যা দেশের জাতীয় উৎপাদন ও বৈদেশিক মুদ্রা অর্জনেও ব্যাপক ভূমিকা পালন করছে। এ খাত থেকে প্রতিবছর আমরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছি, যা আমাদের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এছাড়া এ খাত প্রতিনিয়ত দেশের অভ্যন্তরে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে চলেছে। যা দেশের বেকারত্ব ও দারিদ্র্য মোচনেও প্রশংসনীয় ভূমিকা রাখছে।

এটিতো সত্য যে ঔষধ আর দশটা ভোগ্যপণ্যের মতো নয়। যেনতেন করে বা ইচ্ছেমতো উৎপাদন করা যায়। ঔষধ উৎপাদন করতে সবসময় ডাব্লিউ এইচও’র গাইড লাইন এবং অপরাপর নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হয়। সেই নির্দেশনার বরখেলাপ হলে কোথাও ঔষধ গ্রহণযোগ্য হবে না। বিদেশে ঔষধ রপ্তানির ক্ষেত্রে সে দেশের নিয়মনীতি সুনির্দিষ্টভাবে পূরণ করতেই হবে।

বিশেষ করে সেসব দেশের তত্ত্বাবধানকারী সংস্থাসমূহের শর্ত সঠিকভাবে পালন করা না হলে সেদেশের বাজারে ঔষধ রপ্তানি করার বিন্দুমাত্র সুযোগ নেই। ঔষধ শিল্প খাত বিশ্ব বাজারে আরো সফলতা অর্জন করুক, এই খাত থেকে আরও বৈদেশিক মুদ্রা অর্জিত হোক- আমরা এই প্রত্যাশা করছি।


Source: https://www.channelionline.com

3
বাজারে পাওয়া ৭৫ শতাংশের বেশি পাস্তুরিত (প্যাকেটজাত তরুল) দুধে ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। পাস্তুরাইজেশন করাই হয়ে থাকে দুধকে নিরাপদ করার উদ্দেশ্যে যেন গরম করা ছাড়াই পান করা যায়। আইসিডিডিআরবির মাইক্রোবায়োলজি বিভাগ গরুর দুধ সংগ্রহ প্রক্রিয়া থেকে শুরু করে দোকানে সাজানো পাস্তুরিত দুধের প্যাকেট পরীক্ষা করে কয়েক প্রকার ব্যাকটেরিয়া পেয়েছে। বিজ্ঞানীরা পাস্তুরিত দুধে বাংলাদেশের বিএসটিআই অথবা আন্তর্জাতিক মানের চেয়ে বেশি মাত্রায় ব্যাকটেরিয়া পেয়েছেন। তবে বিজ্ঞানীরা বলছেন, ব্যাকটেরিয়াযুক্ত পাস্তুরিত দুধ কাঁচা পান করলেই কেবল বিপদের কারণ হবে। উত্তমরূপে সিদ্ধ করে পান করলে এসব ব্যাকটেরিয়া শরীরের কোনো ক্ষতি করবে না।

গবেষণাটি ইতোমধ্যে ইন্টারন্যাশনাল জার্নাল অব ফুড মাইক্রোবায়োলজিতে গত এপ্রিলে প্রকাশিত হয়েছে। গবেষণার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল ২০১২ থেকে ২০১৩ সময়ের মধ্যে।

বগুড়া, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, জয়পুরহাট, রংপুর, সিরাজগঞ্জের ১৮টি উপজেলা থেকে মাইক্রোবায়োলজিস্টরা ৪৩৮ সি নমুনা সংগ্রহ করেন দুধ উৎপাদনকারী, সংগ্রহ করে রাখার স্থান (কালেকশন পয়েন্ট) ও ঠাণ্ডা করার কারখানা (চিলিং প্ল্যান্ট), স্থানীয় রেস্তোরাঁ থেকে এবং অপর ৯৫টি নমুনা সংগ্রহ করেন ঢাকা ও বগুড়ায় বিক্রির জন্য দোকানো সাজানো বাণিজ্যিকভাবে তৈরি করা প্যাকেটজাত পাস্তুরিত দুধ থেকে।

মাইক্রোবায়োলজিস্টরা দুধের উৎপাদনকারী পর্যায় থেকে প্রাপ্ত দুধে ৭২ শতাংশ কলিফরম ও ৫৭ শতাংশ ফিকাল কলিফরম (ব্যাকটেরিয়া) পেয়েছেন এবং এসব নমুনায় ১১ শতাংশ ইকোলি ব্যাকটেরিয়া পেয়েছেন। তারা বলছেন, সব ধরনের কালেকশন পয়েন্ট থেকে সংগৃহীত নমনায় অতি উচ্চ মাত্রার কলিফরম পাওয়া গেছে। কালেকশান পয়েন্টের ৯১ শতাংশ নমুনায় পাওয়া গেছে গোবরের অণু এবং এখান থেকে প্রাপ্ত ৪০ শতাংশের বেশি নমুনায় পাওয়া গেছে ইকোলি।

পরীক্ষায় দেখা গেছে, ঠাণ্ডা করার প্ল্যান্টে কালেকশন পয়েন্টের চেয়ে বেশি ব্যাকটিরিয়া পাওয়া গেছে। উত্তরাঞ্চলের মোট ১৫টি ঠাণ্ডা করার প্ল্যান্ট থেকে দুধের নমুনা পরীক্ষা করা হয়। এতে বেশি পরিমাণে কোলিফর্ম, ফিকাল কোলিফরম পাওয়া গেছে। সব ঠাণ্ডা করা প্ল্যান্টেই ইকোলি পাওয়া গেছে, ৬৭ শতাংশ প্ল্যান্টে পাওয়া গেছে সবচেয়ে বেশি। ঠাণ্ডা প্ল্যান্টে আরো পাওয়া গেছে স্টেফাইলোকক্কাসও নামক ব্যাকটেরিয়া। তবে এসব ব্যাকটেরিয়ার পরিমাণ ছিল নির্দিষ্ট সীমার মধ্যে।

মাইক্রোবায়োলস্টিরা বলছেন, উৎপাদন পর্যায় থেকে প্যাকেট করে বিক্রির পর্যায় পর্যন্ত ধীরে ধীরে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়েছে।

আইসিডিডিআরবির ফুড মাইক্রোবায়োলজি ল্যাবের প্রধান এবং এ গবেষণার প্রধান ইনভেস্টিগেটর ড. আমিনুল ইসলাম বলেন, ‘প্যাকেটজাত এসব দুধ সিদ্ধ করা ছাড়া পান করা উচিত নয়। তবে ইউএইচটি মিল্কের প্যাকেটে কোনো ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়নি। ইউএইচটি গরম করা ছাড়া পান করা যেতে পারে।’ ড. আমিনুল ইসলাম বলেন, এই গবেষণায় আমরা কেবল জীবাণুর উপস্থিতি দেখেছি। কোনো রাসায়নিক উপস্থিতির পরীক্ষা কিংবা ভেজাল আছে কি না তা জানার চেষ্টা করা হয়নি।

Sourse:http://bdcolumn.com

4
Chinese researchers have developed a new pesticide with nano slow-releasing technology that can increase efficiency and decrease pollution in the soil.

A team led by Wu Zhengyan of the Hefei Institute of Physical Science under the Chinese Academy of Sciences said this on Thursday.

Zhengyan said soluble starch was used as a template and porous calcium carbonate micro spheres as carriers to make a nano-controlled release pesticide.

It can control the migration of pesticide molecules in the environment, reducing pesticide loss and damage to environment.

The results were recently released in an academic journal published by the American Chemistry Society called the ACS Sustainable Chemistry and Engineering.

Zhengyan said China’s agriculture industry relies heavily on the use of pesticides, using an estimated more than one million tonnes annually.

However, only 30 per cent of pesticides have an effect on crops and the rest are simply washed away.

Conventional farming, therefore, requires several rounds of pesticide spraying each day, which not only raises the cost, but also causes serious environmental contamination and excessive pesticide residue.

Zhengyan says the pesticide release technology is environmentally friendly and cost efficient, providing a good solution to bottlenecks in China’s agriculture industry.

Source: Nigerian Newspaper

5
Life Science / Medicinal Values of Diospyros blancoi
« on: May 08, 2018, 04:34:37 PM »

Medicinal Values of Diospyros blancoi
A decoction of the young leaves is used as a treatment for hypertension, heart ailments and diabetes. The leaves are heated and squeezed with the leaves of Plectranthus amboinicus to make a preparation that is used to treat chest colds.

The bark is astringent, A decoction is used as a treatment for coughs, fevers, dysentery and diarrhoea. The bark and the leaves are used as a wash to treat skin ailments such as itchy skin. They are also used as an eyewash. The juice of the bark and leaves is used to treat snakebites.

The juice of unripe fruit is astringent. It is used as a wash for wounds. An infusion of the fruit is used as a gargle in treating aphthous stomatitis. An oil expressed from the seeds is used as a treatment for diarrhoea and dysentery.

6
Nutrition and Food Engineering / Ananas comosus (Pineapple)
« on: May 08, 2018, 04:24:53 PM »
আনারস এক প্রকারের ফল। এর অন্যান্য নাম – Pineapple, Anannas, Ananus, Bahunetraphalam, Anamnasam । এর বৈজ্ঞানিক নামঃ Ananas comosus (L.) Merr. আনারসের গুণাবলী জানার আগে আসুন আনারসের জন্ম পরিচয়টা জেনে নেই। প্রকৃতি বিজ্ঞানীদের মতে, সুদূর ব্রাজিল আনারসের জন্মভূমি। পরের গন্তব্য ছিল ইউরোপে। ক্রিষ্টোফার কলম্বাসের হাত ধরে ইউরোপে এসেছিল আনারস। সেখান থেকে পাড়ি দেয় আমাদের এশিয়ার দিকে। এবং নিজ গুনেই আনারস দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

সারা বিশ্বে জনপ্রিয় ফলগুলোর একটি আনারস। ফলটি সুস্বাদু, রসালো, তৃপ্তিকর এবং পুষ্টিগুণে ভরপুর। রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম। আঁশ ও ক্যালোরিযুক্ত কোলেস্টেরল ও চর্বিমুক্ত ফলটির স্বাস্থ্য সুরায় জুড়ি নেই। ভিটামিন সি ভাইরাস প্রতিরোধ করে এবং গলা থেকে কফ দূর করে। ঠাণ্ডা ইনফেকশন হয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হলেও আনারস খেলে বেশ উপকার পাওয়া যায়।


এক গবেষনায় দেখা গেছে আনারসের মধ্যে আছে এক ধরনের এ্যানজাইম। যা কাজ করে প্রদাহ নাশক হিসেবে। আছে প্রচুর ভিটামিন আর মিনারেল। সর্দি, কাশি ও গলা ব্যথায় আনারস এক মোক্ষম অস্ত্র। জ্বরেরও খুব ভালো ওষুধ আনারস। আর আনারস হজমেও সাহায্য করে বৈকি। কিনতে হবে কিন্তু পাকা দেখে আনারস। পাকা আনারস শরীরের জন্য খুব ভালো। সতেজ আনারস দেহের জন্য উপকারী।


Source: healthbangla.com

7
Genetic & Biotechnology / Benefits of Ganoderma Coffee
« on: March 31, 2018, 11:12:34 AM »
Widely popular in Chinese medicine, Ganoderma coffee is brewed using coffee beans that are infused with a certain type of mushroom or fungus known as Ganoderma lucidum, or reishi. Its caffeine content, at 9 milligrams per cup, is lower than the traditional coffee which normally contains 150 to 200 milligrams of caffeine in a similarly sized serving. Ganoderma coffee is not only tasty, but research on cells and animals suggests it also possesses several other health benefits such as treating insomnia and fatigue.
May Prevent Cancer
Cancer afflicts more than 1.6 million Americans, according to American Cancer Society’s statistics. Drinking a cup of Ganoderma coffee may suppress the development of cancer cells. As reported in the 2004 issue of "Nutrition and Cancer", scientists at Cancer Research Laboratory of the Methodist Research Institute found Ganoderma lucidum prevents the proliferation of breast cancer cells. Besides strengthening your immune system, Ganoderma lucidum also kills cancer cells in the lab by triggering apoptosis, which is programmed cell death.

Urinary Tract Infections
Normally caused by bacteria, urinary tract infections produce uncomfortable symptoms such as painful urination, cramps in the lower abdomen and fever. According to University of Maryland Medical Center, taking 150 to 300 milligrams of Ganoderma lucidum extract two to three times per day may relieve urinary tract infections. However, if you are taking blood thinning medication, avoid drinking large amounts of Ganoderma coffee as high doses can thin blood.

Prevents Parkinson’s disease
A condition that affects mostly older people, Parkinson’s disease is a degenerative disorder that makes it difficult for you to walk, balance and coordinate your body easily, leading to tremors. It is caused by the inflammation of the nervous system. A study by Chinese scientists published in the June 2011 issue of the “Evidence-Based Complementary and Alternative Medicine” found that the inflammatory properties of Ganoderma lucidum may help fight Parkinson’s disease. It does so by preventing the gradual degeneration of nerve cells. Drinking Ganoderma coffee may also protect against other degenerative disorders such as Alzheimer’s disease.

Insomnia and Fatigue
If you suffer from insomnia, drinking Ganoderma coffee may help you sleep longer and better. A study by scientists at Peking University in China published in February 2012 in the “Journal of Ethnopharmacology” found that Ganoderma lucidum extract induced sleep in rats that moved around freely in the test environment. Drinking Ganoderma coffee can also help alleviate chronic fatigue disease, a condition that makes you feel exhausted most of the time.

http://healthyeating.sfgate.com

8
Genetic & Biotechnology / Health Benefits Of Ganoderma Mushrooms
« on: March 31, 2018, 11:09:09 AM »
We hear a lot about mushrooms but how many are aware of the fact that mushrooms too have a number of different forms! Have you ever heard of Ganoderma Lucidum mushroom? I’m sure most of you are unaware of this wonder mushroom. It contains more than 400 trace elements to maximize the body’s own healing abilities.
Commonly known as reishi mushroom, genoderma is the most alkaline food in the world. Its scientific name is Ganoderma Lucidum and it is species of red mushrooms. It has a documented history of over 200 years and is the most revered herb in traditional Chinese medicine. Ganoderma or reishi mushroom was earlier referred to as “Herb of Spiritual Potency” and the “Ten Thousand Year Mushroom”. Wealthy people in ancient times used this wonder mushroom in the hope of obtaining immortality and calmness.

Now this wonder herb is called the “King of the Herbs”. Ganoderma is believed to promote health and longevity. It has been long used in Chinese medicine for treating a number of diseases like body aches, cancer, and liver diseases. It is also prescribed for various psychiatric and neurological diseases.

Reishi mushroom is available in six different colors, but the red variety is most commonly cultivated and used. Reishi mushroom is not used for cooking as it has an extremely bitter taste. You may not find it in your grocery store or supermarket. They are only used for medicinal purposes.

Ganoderma was earlier grown only in the wild, but is now cultivated in special farms and gardens. It is cultivated using the tissue culture method. The process uses centrifugal separation technique to retain the nutrients.

Nutritional Value:
Ganoderma contains a whopping 400 nutrients! The nutrients present in this amazing herb promote health and vitality. Some of the important nutrients are polysaccharides, antioxidants, adenosine, protein and alkaloids. It contains potassium, phosphorus, calcium, Vitamin A, C, E, D and B complex vitamins.


Ganoderma Mushroom Benefits for Health:
1. Heart Health:
Researchers in China and Japan have found that the ganoderic acid present in ganoderma improves blood flow and lowers oxygen consumption in the heart muscle. It also lowers cholesterol and inhibits platelet clumping, which often leads to heart attack. Ganoderma prevents the buildup of plaque in the arteries. Plaque restricts blood flow by narrowing the passage within the arteries, resulting in atherosclerosis. A study has found that consuming ganoderma for 2 weeks can significantly lower blood pressure.

2. Anti-Allergic:Ganoderma extract can significantly inhibit different types of allergic reaction, including asthma and dermatitis. Tritpenes, a compound found in ganoderma provides anti-viral and anti-allergic effects. It inhibits the histamine release, making the herb potentially useful for allergies. Polysaccharides improve the ability of antibodies to fight bacteria and viruses that cause allergic reaction. Ganoderma is useful for treating allergies caused due to atopic shock, dermatitis, hay fever, hives, and food and drug allergies.

3. Healing the Liver:This potent herb protects the liver from damage caused due to physical and biological factors. It also treats alcohol induced fatty liver and cirrhosis. Ganoderma can help people in the early stages of alcoholic liver diseases especially those who have not experienced severe loss of liver function. It also helps patients suffering from hepatitis B and elevated liver enzymes. Hepatitis B is quite difficult to clear from the body and its recurrence after treatment is high. The powerful compounds present in ganoderma accelerate the clearance of drugs and chemicals stored in the liver. The antioxidants present in ganoderma combats the free radicals, promoting liver regeneration.

4. Detoxify the Body:Ganoderma eliminates the toxins accumulated in the body due to excess intake of medicines and junk food. It promotes the efficient synthesis of bile and fatty acids, promoting faster detoxification of the chemicals from the body. Moreover, it enhances the body’s ability to take in more than 1.5 times oxygen. Ganoderma rapidly oxygenates the body and adjusts its pH value.

5. Cure for Kidney Disease:
Kidney disease includes chronic nephritis, diabetic renal syndrome, and nephritis. It occurs due to high blood sugar and cholesterol levels in the body. Overloaded kidney prevents the blood from reaching the renal capillaries. This causes fatigue, urine retention and uremia. Ganoderma lowers proteinuria and cholesyerolemia, maintaining proper renal function.

6. Sound Sleep:
Chinese herbalists have traditionally recommended Ganoderma for its sleep promoting properties. Regular usage of ganorderma can promote a slow wave of sleep.

7. Mental Health:
In Japan, dried Ganoderma is recommended for the treatment of neuroses caused by environmental stress. A study also found that regular intake Ganoderma can help patients suffering from Alzheimer’s disease. It provides a calming effect, which is neither a narcotic nor hypnotic.

8. Muscle Relaxant:
Ganoderma has been used widely for its muscle relaxing and pain inhibiting properties. It is believed that the herb can also treat anorexia and debility following a chronic disease.

9. Immune System:
Ganoderma is very useful in boosting the body’s immune system. Reishi mushrooms not only stimulate the immune system, but also regulate it. It regulates metabolic balance and promotes a synthesis of nucleic acid in the body. Polysaccharides raise the levels of interferon in the body by promoting the release of protein from the white blood cells. These white blood cells assist in inhibiting the spread of diseases. Studies have shown that patients taking ganoderma show fewer side effects from chemotherapy and radiation. The post-operative recovery is also smoother.

10. Ageing:
The polysaccharides in ganoderma promote nuclear DNA synthesis and increased cell division, delaying the onset of ageing. It also contributes to longer life spans. This wonder herb helps to manage some of the most life threatening age conditions and autoimmune diseases like cancer and other neurodegenerative diseases.

11. Weight Loss:
Oxygen is very essential for burning fat for fuel. High levels of oxygen boost the body’s metabolism, leading to weight loss. It increases the rate at which the body provides blood to the oxygen, giving you extra energy. Increased energy levels help you to work out for longer, aiding weight loss.

12. Antioxidants:
Ganoderma is a potent source of antioxidants. It contains one of the highest sources of antioxidant found in herbs. Ganoderma Lucidum peptide is the most powerful antioxidant found in this herb. Other antioxidants include polysaccharide, polysaccharide peptide complex and phenolic components.

13. Cancer:
Ganoderma is touted for its anti-cancer benefits. It strengthens the immunity and combats cancer cell proliferation. It stimulates the production of interleukin-2, which helps to fight several types of cancer. Ganoderic acid, a compound found in ganoderma, helps to fight liver cancer. It counteracts suppression by stimulating the creation of protein in the bone marrow. In a trial, 34 people with advanced stage cancer were given ganoderma three times a day for 12 weeks. The results showed a significant increase in the T-cells.

Lack of oxygen is one of the major causes of cancer. Cancer cells are known to thrive in oxygen-depleted environment. Conversely, cancer cells cannot thrive in an oxygen rich environment. Several laboratory studies have shown that ganoderma can prevent cancer metastasis. It inhibits the migration of cancer cells and angiogenesis. The extracts of ganoderma are used in pharmaceuticals to suppress cancer cell proliferation. Furthermore, combining ganoderma with green tea augments its power to retard the growth of cancer cells.

14. Infection:
Ganoderma stimulates the maturity of immune cells called macrophages, which digest infectious bacteria. This further prevents the development of secondary infection. It is also active against yeast infection.

15. Stress:
Ganoderma has been prescribed since centuries to people suffering from stress and anxiety. It can effectively reduce emotional outbursts during chronic stress and depression. Ancient Chinese monks used reishi mushroom to calm their minds for meditation.

16. Skin Health:
Topical application of ganoderma can be very effective for healing skin wounds, eczema, psoriasis, bug bites, stings, and scrapes.

17. Urinary Tract Infection:
Ganoderma can also provide relief from urinary tract infections. In a study, 88 people suffering from urinary tract infection were given ganoderma for 2 weeks. The researchers found that ganoderma was significantly superior to placebo in providing relief from urinary tract infection. It inhibits 5- alpha reductase, an enzyme that converts testosterone to Dihydrotestosterone. These 5 alpha reductase can lead to swollen prostate and the health problem that accompanies it. It also improves urine flow in men with mild to moderate urinary tract symptoms.

18. Inflammation:
Ganoderma extract is very effective for decreasing post-herpetic pain, which occurs soon after the herpes lesions heal. A combination of ganoderma with San Mioa (a mixture of several Chinese herbs) may help reduce rheumatoid arthritis. It helps to reduce the swelling associated with rheumatoid arthritis. Ganoderma is also effective for stiff neck and arms.

19. Blood Sugar:
Ganoderma also provides blood sugar lowering effect. It contains polysaccharides known as Ganoderans A, B and C, which provides hypoglycemic effect. It elevates plasma insulin levels to enhance peripheral tissue utilization and liver metabolism of glucose.

20. Radiation:
Ganoderma augments the effects of radiation therapy while acting directly against tumors. It strengthens the immune system, which helps the body to manage radiation therapy and chemotherapy. It also eases the symptoms of radiation therapy like nausea, vomiting, fever, infection, and hair fall and weight loss.


http://www.stylecraze.com

9
Genetic & Biotechnology / Poland anomaly:inherited and generally sporadic
« on: December 05, 2017, 04:52:37 PM »
Named after Sir Alfred Poland, Poland anomaly (PA) is described as an underdevelopment or absence of the chest muscle (pectoralis) on one side of the body and webbing of the fingers (cutaneous syndactyly) of the hand on the same side (ipsilateral hand). Sometimes referred to as "Poland syndrome," it is an uncommon condition present at birth (congenital). For people born with PA, the breastbone portion (sternal) of the pectoralis is also missing.


Since the severity of Poland anomaly differs from person to person, it is not often diagnosed or reported. Sometimes, a person does not realize they have the condition until puberty, when lopsided (asymmetrical) growth makes it more obvious. The incidence, therefore, is difficult to determine. Current estimates are between one in 10,000 to one in 100,000 births. Poland anomaly is more common in boys than girls, and the right side is affected twice as often as the left. The reasons for these differences are unknown.

People born with Poland anomaly have several physical and cosmetic disabilities, which can be treated if correctly diagnosed. Although severity and associated features vary from patient to patient, there are some common characteristics of this condition:

Absence (aplasia) of some of the chest (pectoralis) muscles.
The end of the main chest muscle, where it attaches to the breastbone, is usually missing.
The nipple, including the darkened area around it (areola) is underdeveloped or missing. And in females, this may extend to the breast and underlying tissues.
Abnormally short, webbed fingers (syndactyly).
Often, the armpit (axillary) hair is missing.
The skin in the area is underdeveloped (hypoplastic) with a thinned subcutaneous fat layer.
The upper rib cage can be underdeveloped or missing. Sometimes, such abnormal development extends to the shoulder blade or the bones of the arm.
Rarely, spine or kidney problems may also be present.
All these symptoms occur on one side of the body (unilateral). Also, it is important to note that Poland anomaly does not typically affect intelligence.

The cause of Poland anomaly is unknown. Most evidence supports the idea that something happens during the sixth week of fetal development (gestation). This event most likely involves the vascular (blood and lymph) system. Speculations include:

An interruption of the embryonic blood supply of the arteries that lie under the collarbone (subclavian arteries). This could be caused by the forward growth of the ribs reducing the flow of blood.
A malformation of the subclavian arteries causes a reduced amount of blood delivered to the developing tissues on one side of the body.

Poland anomaly is rarely inherited and generally sporadic. Though instances of patients with PA are isolated within the family, familial occurrence has been observed. The exact mode of transmission has not yet been confirmed. Familial occurences include.


Source:genome.gov

10
Genetic & Biotechnology / Down syndrome
« on: April 20, 2017, 04:53:34 PM »
Down syndrome
Down syndrome is a chromosomal condition related to chromosome 21. It affects 1 in 800 to 1 in 1000 live born infants.
People who have Down syndrome have learning difficulties, mental retardation, a characteristic facial appearance, and poor muscle tone (hypotonia) in infancy.
Individuals with Down syndrome also have an increased risk for having heart defects, digestive problems such as gastroesophageal reflux or celiac disease, and hearing loss. Some people who have Down syndrome have low activity of the thyroid gland (hypothyroidism) - an organ in the lower neck that produces hormones.

Down syndrome diagnosed


Down syndrome can be diagnosed in infancy based on the characteristic clinical findings. When Down syndrome is suspected in a person, a genetic test called a chromosome analysis is performed on a blood or skin sample to look for an extra chromosome 21 (trisomy 21). Trisomy 21 means that each cell in the body has three copies of chromosome 21 instead of the usual two copies.
Having an extra number 21 chromosome interrupts the normal course of development, causing the characteristic clinical features of Down syndrome. Some people who have Down syndrome have an extra number 21 chromosome in only some of their body's cells. This type of Down syndrome is called mosaic Down syndrome.
A small number of individuals have Down syndrome because part of chromosome 21 becomes attached (translocated) to another chromosome before or at the time of conception. These individuals have two copies of chromosome 21, and additional material from chromosome 21 that is attached to another chromosome. The chromosomes of parents of a child with Down Syndrome caused by a translocation are studied to see whether the translocation was inherited.

Treatment for Down syndrome
Treatment for Down syndrome is based on the person's physical problems and intellectual challenges. Many babies who have Down syndrome do not have good muscle tone, which makes it harder for them to roll over and walk. Physical therapy can help with these problems.
About 40 - 60 percent of babies born with Down syndrome have a heart defect. Therefore, all newborns with Down syndrome have their heart checked with an electrocardiogram and an echocardiogram. When there is a heart defect present in an infant with Down syndrome, the infant is referred to a pediatric cardiologist for medical management or to a pediatric cardiac surgeon for early surgical repair.
Some infants with Down syndrome have difficulties with swallowing or they may have blockages in their bowels. Surgery can be performed to correct these problems. Once corrected, they usually cause no further health issues.
Children with Down syndrome may have frequent colds and sinus and ear infections. These are treated early and aggressively to prevent hearing loss and chronic infections.
Low thyroid levels are more common in infants who have Down syndrome. It is recommended that thyroid level testing be performed at least yearly.
Some infants with Down syndrome have eye problems such as cataracts (cloudy lenses) or crossed eyes (strabismus). Surgery can help with these problems.
Sucking problems related to low muscle tone or heart problems may make breast feeding difficult initially. Occupational therapists, speech therapists, breast feeding consultants and support groups usually have specific resources for the mothers of infants with Down syndrome.
Intelligence in individuals with Down syndrome ranges from low normal to very slow to learn. At birth it is not possible to tell the level of intelligence a baby with Down syndrome will have. All areas of development including motor skills, language, intellectual abilities, and social and adaptive skills are followed closely in children with Down syndrome. Early referral, beginning at birth, to an early intervention program will help enhance development. Preschool programs for children with Down syndrome include physical, occupational, speech and educational therapies.
Many adults with Down syndrome have jobs and live independently.

Down syndrome inherited
Most cases of Down syndrome are not inherited, but occur as random events during the formation of reproductive cells (eggs and sperm). An error in cell division called nondisjunction results in reproductive cells with an abnormal number of chromosomes. For example, an egg or sperm cell may gain an extra copy of chromosome 21. If one of these atypical reproductive cells contributes to the genetic makeup of a child, the child will have an extra chromosome 21 in each of the body's cells.
Mosaic Down syndrome is also not inherited. It occurs as a random error during cell division early in fetal development. As a result, some of the body's cells have the usual two copies of chromosome 21, and other cells have three copies of the chromosome. Translocation Down syndrome can be inherited. An unaffected person can carry a rearrangement of genetic material between chromosome 21 and another chromosome. This rearrangement is called a balanced translocation because there is no extra material from chromosome 21. Although they do not have signs of Down syndrome, people who carry this type of balanced translocation are at an increased risk of having children with the condition.



Source: www.genome.gov

11
Nutrition and Food Engineering / Phyllanthus emblica
« on: April 19, 2016, 04:30:27 PM »
আমলকির ভেষজ গুণ রয়েছে অনেক। ফল ও পাতা দুটিই ওষুধরূপে ব্যবহার করা হয়। আমলকিতে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। পুষ্টি বিজ্ঞানীদের মতে, আমলকিতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে ৩ গুণ ও ১০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। আমলকিতে কমলার চেয়ে ১৫ থেকে ২০ গুণ বেশি, আপেলের চেয়ে ১২০ গুণ বেশি, আমের চেয়ে ২৪ গুণ এবং কলার চেয়ে ৬০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে।একজন বয়স্ক লোকের প্রতিদিন ৩০ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ দরকার। দিনে দুটো আমলকি খেলে এ পরিমাণ ভিটামিন ‘সি’ পাওয়া যায়। আমলকি খেলে মুখে রুচি বাড়ে। স্কার্ভি বা দন্তরোগ সারাতে টাটকা আমলকি ফলের জুড়ি নেই। এছাড়া পেটের পীড়া, সর্দি, কাশি ও রক্তহীনতার জন্যও খুবই উপকারী।[তথ্যসূত্র প্রয়োজন] লিভার ও জন্ডিস রোগে উপকারী বলে আমলকি ফলটি বিবেচিত। আমলকি, হরিতকী ও বহেড়াকে একত্রে ত্রিফলা বলা হয়। এ তিনটি শুকনো ফল একত্রে রাতে ভিজিয়ে রেখে সকালবেলা ছেঁকে খালি পেটে শরবত হিসেবে খেলে পেটের অসুখ ভালো হয়। বিভিন্ন ধরনের তেল তৈরিতে আমলকি ব্যবহার হয়। কাচা বা শুকনো আমলকি বেটে একটু মাখন মিশিয়ে মাথায় লাগালে খুব তাড়াতাড়ি ঘুম আসে।কাচা আমলকি বেটে রস প্রতিদিন চুলে লাগিয়ে দুতিন ঘন্টা রেখে দিতে হবে। এভাবে একমাস মাখলে চুলের গোড়া শক্ত, চুল উঠা এবং তাড়াতড়ি চুল পাকা বন্ধ হবে।

আমলকীর উপকারিতাঃ
১। আমলকীর টক ও তেতো মুখে রুচি ও স্বাদ বাড়ায়।
২। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ।
৩। মানসিক চাপ কমায়।
৪। কফ, বমি ও অনিদ্রা দূর করে ।
৫। ব্যথা-বেদনা নিরাময়ে আমলকী অনেক উপকারী।
৬। হাঁপানী, কাশি, বহুমূত্র, অজীর্ণ রোগে ভাল কাজ করে ।
৭। জ্বর নিরাময়ে বিশেষ কার্যকরী।
৮। সর্দি-কাশি, পেটের পীড়া ভাল করে ।
৯। রক্তশূন্যতা দূরীকরণে বেশ ভালো কাজ করে।
১০। হজম শক্তি বৃদ্ধি ও বমিবমি ভাব দূর করে। স্টমাক এ্যাসিডে ব্যালেন্স বজার রাখে।
১১। নতুন রক্ত ও হাড় তৈরীতে বিশেষভাবে কাজ করে।
১২। শরীর ঠাণ্ডা রাখে, শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, মাসল টোন মজবুত করে।

12
ছোলা কাঁচা খাওয়ার উপকারিতা

– ছোলায় শর্করার গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয়।

– ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আঁশ আছে। এই খাদ্য আঁশ হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়।

– ছোলা খাদ্যনালীতে ক্ষতিকর জীবাণু দূর করে ক্যান্সার হওয়ার আশঙ্কা কমায়।
 
– ছোলার শর্করা গ্লুকোজ হয়ে দ্রুত রক্তে যায় না। তাই ডায়াবেটিকস রোগীর জন্য ছোলা খুবই উপকারী খাবার।

– ছোলার ফ্যাটের বেশিরভাগই পলি আনস্যাচুয়েটেড। এই ফ্যাট শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয়, বরং রক্তের চর্বি কমায়।

– কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয়।

– আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় এবং অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের জন্য প্রতিরোধ গড়ে তোলে। ছোলা খাওয়ার পর বেশ অল্প সময়েই হজম হয়।

– ছোলার আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে।

– ছোলায় বেশ ভাল পরিমাণ ফলিক এসিড থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

– ছোলায় থাকা প্রচুর পরিমাণে ক্যালরি দীর্ঘক্ষণ ধরে শরীরে শক্তির যোগান দেয়।

13
Genetic & Biotechnology / Extranuclear Inheritance
« on: March 10, 2016, 12:33:09 PM »
Extranuclear inheritance or cytoplasmic inheritance is the transmission of genes that occur outside the nucleus. It is found in most eukaryotes and is commonly known to occur in cytoplasmic organelles such as mitochondria and chloroplasts or from cellular parasites like viruses or bacteria

Mitochondria are organelles which function to transform energy as a result of cellular respiration. Chloroplasts are organelles which function to produce sugars viaphotosynthesis in plants and algae. The genes located in mitochondria and chloroplasts are very important for proper cellular function, yet the genomes replicate independently of the DNA located in the nucleus, which is typically arranged in chromosomes that only replicate one time preceding cellular division. The extranuclear genomes of mitochondria and chloroplasts however replicate independently of cell division. They replicate in response to a cell's increasing energy needs which adjust during that cell's lifespan. Since they replicate independently, genomic recombination of these genomes is rarely found in offspring contrary to nuclear genomes, in which recombination is common. Mitochondrial disease are received from the mother, fathers don't as sperm do not contribute (but a sperm contains a mitochondrion for its energy production).
Parasites

Extranuclear transmission of viral genomes and symbiotic bacteria is also possible. An example of viral genome transmission is perinatal transmission. This occurs from mother to fetus during the perinatal period, which begins before birth and ends about 1 month after birth. During this time viral material may be passed from mother to child in the bloodstream or breastmilk. This is of particular concern with mothers carrying HIV or Hepatitis C viruses. Examples of cytoplasmic [symbiotic] bacteria have also been found to be inherited in organisms such as insects and protists.

Three general types of extranuclear inheritance exist.
•Vegetative segregation results from random replication and partitioning of cytoplasmic organelles. It occurs with chloroplasts and mitochondria during mitotic cell divisions and results in daughter cells that contain a random sample of the parent cell's organelles. An example of vegetative segregation is with mitochondria of asexually replicating yeast cells.

•Uniparental inheritance occurs in extranuclear genes when only one parent contributes organellar DNA to the offspring. A classic example of uniparental gene transmission is the maternal inheritance of human mitochondria. The mother's mitochondria are transmitted to the offspring at fertilization via the egg. The father's mitochondrial genes are not transmitted to the offspring via the sperm. Very rare cases which require further investigation have been reported of paternal mitochondrial inheritance in humans, in which the father's mitochondrial genome is found in offspring. Chloroplast genes can also inherit uniparentally during sexual reproduction. They are historically thought to inherit maternally, but paternal inheritance in many species is increasingly being identified. The mechanisms of uniparental inheritance from species to species differ greatly and are quite complicated. For instance, chloroplasts have been found to exhibit maternal, paternal and biparental modes even within the same species.

•Biparental inheritance occurs in extranuclear genes when both parents contribute organellar DNA to the offspring. It may be less common than uniparental extranuclear inheritance, and usually occurs in a permissible species only a fraction of the time. An example of biparental mitochondrial inheritance is in the yeast Saccharomyces cerevisiae. When two haploid cells of opposite mating type fuse they can both contribute mitochondria to the resulting diploid offspring.

14
Life Science / Wild Guava
« on: December 02, 2015, 04:09:00 PM »
Common name: Wild Guava
Botanical name: Careya arborea
Family: Lecythidaceae (Brazilnut Family)



Wild Guava is a medium sized deciduous tree, up to 20 m tall, the leaves of which turn red in the cold season. It is the Kumbhi of Sanskrit writers, and appear to have been so named on account of the hollow on the top of the fruit giving it somewhat the appearance of a water-pot. Wild pigs are very fond of the bark, and that it is used by hunters to attract them. An astringent gum exudes from the fruit and stem, and the bark is made into coarse cordage. The Tamil name Puta-tanni-maram signifies ”water- bark-tree,” in allusion to the exudation trickling down the bark in dry weather. Bark surface flaking in thin strips, fissured, dark grey; crown spreading. Leaves arranged spirally, often clustered at the apices of twigs, simple, broadly obovate, tapering at base, margin toothed, stipules small, caducous. Flowers in an erect raceme at the end of branches. Flowers are large, white. Sepals are 4, petals 4, free. Stamens are many, connate at base; disk annular; ovary inferior, 4-5-locular with many ovules in 2 rows per cell, style 1. Fruit a large, many-seeded drupe, globose to depressed globose, crowned by the persistent sepals. Seedling with hypogeal germination; cotyledons absent (seed containing a swollen hypocotyl); shoot with scales at the first few nodes.

Medicinal uses: Unverified information The bark of the tree and the sepals of the flowers are well-known Indian remedies, and are valued on account of their astringent and mucilaginous properties, being administered internally in coughs and colds and applied externally as an embrocation.

15
Life Science / Ajwain
« on: December 02, 2015, 04:05:36 PM »
Common name: Ajwain
Botanical name: Trachyspermum ammi   
Family: Apiaceae (Carrot family)


Ajwain is an erect, hairless or minutely pubescent, branched annual herb. The stems are grooved. the leaves are rather distant, 2-3-pinnately divided in narrow linear segments. Flowers are borne in terminal or seemingly-lateral stalked, compound umbels, white and small. The fruits are ovoid, aromatic, greyish brown. The mericarps, which are the components of the fruit, are compressed, with distinct ridges and tubercular surface, 1-seeded. This is what is used as the spice Ajwain, in cooking.

Medicinal uses:  Unverified information Ajwain is also traditionally known as a digestive aid, relieves abdominal discomfort due to indigestion and antiseptic.


Source: Flower of India

Pages: [1] 2 3 ... 16