Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Badshah Mamun

Pages: [1] 2 3 ... 117
1
Islam / বরকতের দশটি চাবি
« on: February 06, 2024, 05:43:13 PM »
বরকতের দশটি চাবি

সমস্ত প্রশংসা মহান মালিক রাব্বুল আ’লামীনের জন্য। দরুদ এবং সালাম নাযিল হোক তারই প্রেরিত রাসুল মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম। তার প্রতি এবং তার আলো আসহাব সকলের প্রতি। সম্মানিত ভাই বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব ইনশাল্লাহ বরকতের চাবি সমূহ বিষয়ে। বরকতের শব্দের অর্থ হল কল্যাণ বেশি হওয়া, যে কোন কিছুতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ যুক্ত হওয়া- এটা হল বরকত। দুনিয়ার যে কোন বস্তুতে যখন আল্লাহ সুবাহানাল্লাহুতায়ালার পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয়, বিষয়টা যখন কল্যাণকর হয়ে যায়, উপকারী হয়ে যায়, তখন সেটা পরিমাণে অনেক অনেক অল্প হলেও, আমাদের জন্য সেটা অনেক বেশি উপকার বয়ে আনে। অনেকে অনেক দীর্ঘ হায়াত পাইছেন, কিন্তু দীর্ঘ হায়াতে তেমন কিছু করার সুযোগ পান নাই, তার মানে জীবনে বরকত হয় নাই। অনেকে প্রচুর পরিমাণ সম্পদ কামাই করেছেন, কিন্তু সে সম্পদ থেকে কোন হিসাব খুজে পাচ্ছেন না যে কোথায় কি করলেন, বরকত নাই। অনেকে দেখা যাচ্ছে যে অনেক কাজ করেছেন কিন্তু ফলাফল দেখা যাচ্ছে খুব বেশি একটা দৃশ্যমান না। তার মানে বরকত নেই। এর বিপরীতে দেখা যায়, একজন অল্প কামাই করছে মাশাআল্লাহ এর ভেতরে অনেক কিছু করে ফেলেছে। কারণ হলো তারে কামাইতে কি ছিল? বরকত ছিল। এ কামাইতে আল্লাহ সুবাহানাল্লাহুতায়ালার পক্ষ থেকে কল্যাণ ছিল। অতএব আমাদের জীবনে, আমাদের আমলে, আমাদের রুজিতে, আমাদের ইনকামে, আমাদের সন্তান-সন্ততিতে, আমাদের সবকিছুতেই আল্লাহ সুবাহানাল্লাহুতায়ালার পক্ষ থেকে বরকত আসবে বেশ কিছু আমল আছে সে আমলগুলো করলে। এগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতের দশটি চাবি। এই চাবিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ইনশাআল্লাহ বিদনিল্লাহ আমাদের জীবন বরকতময় হয়ে যাবে।

তার ভিতরে এক নম্বরের চাবি হল বরকতের ঈমান এবং তাকওয়া। প্রিয় ভাইয়েরা যখন ঈমান এবং তাকওয়া কারো মধ্যে থাকে, তখন আল্লাহ সুবাহানাল্লাহুতায়ালার পক্ষ থেকে বরকতের বারিধারা তার প্রতি বর্ষণ হতে থাকে। আল্লাহ কোরআনে কারীমের বলেছেন “যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তাহলে আমি আসমান থেকে এবং জমিন থেকে উপর থেকে নিচ থেকে উভয় দিক থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে দিবো”। সম্মানিত ভাইয়েরা, এজন্যই দেখা যায় সারা পৃথিবীতে অন্য ধর্মের মানুষেরা, অমুসলিমেরা কোন কোন দিক থেকে অনেক বেশি সুখে শান্তিতে আছে বলে আমাদের কাছে মনে হয়, কিন্তু আসলে সুখে শান্তিতে খুব একটা নাই। বিভিন্ন জরিপ বলছে সুইসাইড বা আত্মহত্যার পরিমাণ তাদের মধ্যে বেশি। আত্মহত্যা মানুষ তখনই করে যখন সুখের চাইতে দুঃখের পরিমাণ বেড়ে যায়, কিন্তু মুসলমানদের মধ্যে আত্মহত্যার পরিমাণ অনেক কম। মুসলমানরা বেশিরভাগই গরীব-অভাবী। তারপরেও তাদের মধ্যে আত্মহত্যার পরিমাণ কম। এটা একটা আলামত, যে তাদের জীবনে কি আছে বরকত আছে। কারণ ঈমান সামান্য হলেও আছে। আর যার জীবনে ঈমান নাই তাকে দেখবেন যে অনেক অট্টালিকাতে সে আছে, সুখে শান্তির অনেক উপকরণ তার কাছে, আছে কিন্তু আসলে সুখ শান্তিতে খুব একটা সে নাই। কারণ তার জীবনে কি নাই? বরকত নাই। এজন্য কেউ যদি ইমান আনে আর তাকওয়া অবলম্বন করে, এ দুটি জিনিস যদি কারো ভিতরে থাকে তাহলে আল্লাহ সুবাহানাল্লাহুতায়ালার ওয়াদা হলো আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো তার জন্য কি করে দেয়া হবে- খুলে দেয়া হবে। এজন্যে ভাই ঈমানকে খালেছ করতে হবে। শিরক থেকে, কুফুরি থেকে, নেফাকি থেকে, “শির্ক-কুফুর-নেফাক” এগুলো থেকে ঈমানকে পরিচ্ছন্ন করতে হবে আর তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়ে যেকোন হারাম কাজ থেকে বেঁচে থাকা। আল্লাহর ভয়ে যদি আমি হারাম কাজ থেকে বেঁচে থাকার মানসিকতা আমার ভিতরে থাকে, যার ভিতরে যত বেশি থাকবে, আল্লাহ সুবাহানাল্লাহুতায়ালার তার জীবনকে তত বেশি বরকতময় করে দিবেন।

বরকতের দ্বিতীয় নম্বর চাবি হলো- যেকোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। যে কোন কাজ শুরুতে কি করা? নবী আলাইহিসসালাতু আসসালাম বলেছেন- তোমাদের মধ্যে কেউ যখন খায়, খানা শুরু করে এবং সে যদি বিসমিল্লাহ বলে তো শয়তান তার সাথে ওই খাবারে যোগ দিতে পারে না। ভাগ বসাতে পারে না, যেটুকু আছে শুধু তার জন্য কল্যাণ বয়ে আনে, কল্যাণকর হয় খাবার। অনুরূপভাবে কেউ যদি বাসা বাড়িতে প্রবেশ করে বিসমিল্লাহ বলে ঢুকে তাহলে সেই ঢুকার সময় তার সাথে কি হতে পারে না? শয়তান যোগ দিতে পারে না। অনুরূপভাবে প্রত্যেকটা কাজে বান্দা যখন ভাল কাজে যখন বিসমিল্লাহ বলে শুরু করে তখন শয়তান সে কাজে আর অংশগ্রহণ করতে পারে না। আর শয়তান যখন ইন্টারফেয়ার করতে পারে না তাহলে আল্লাহ সুবাহানাল্লাহুতায়ালার পক্ষ থেকে সেখানে বরকত আসা খুবই সহজ হয়ে যায়, এটাই স্বাভাবিক। অতএব বিসমিল্লাহর পরিমাণ বেশি পড়া।

তিন নম্বর বরকতের চাবি হল ভাই কোরআনে কারীমের সাথে সম্পৃক্ততা বাড়ানো। যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়বে, তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে। যে ঘরে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের চর্চা হবে, কোরআনের শেখা হবে, কোরআন বুঝাবুঝি হবে, কোরআনের উপর আমল করার প্রবণতা থাকবে অভ্যাস থাকবে সেই ঘরে আল্লাহ সুবাহানাল্লাহুতায়ালার বরকত তত বেশি আসবে। আল্লাহ সুবাহানাল্লাহুতায়ালার কোরআনে কারীমের ভিতরে বলেছেন কুরআনে কারিমকে আল্লাহ সুবাহানাল্লাহুতায়ালা কোরআনের বহু জায়গায় বলেছেন যে, এটা কিতাবে মোবারাক। এই কোরআনটা হল কি বরকতময়। অতএবের সাথে যে যত বেশি সম্পৃক্ত হবে তত বেশি তার জীবন কি হবে বরকতময় হয়ে যাবে। নবী আলাইহিসসালাতু আসসালাম বলেছেন সহিহ মুসলিমের হাদিসে আল্লাহতা’য়ালা এই কিতার দিয়ে বহু মানুষকে উপরে উঠাবেন আবার বহু মানুষকে নিচে নামাবেন। অর্থাৎ এই কিতাব কোরআন এটাকে যারা ফলো করবে আল্লাহ তাদেরকে মর্যাদা বাড়াবেন, আর যারা ফলো করবে না তাদের মর্যাদা কমাবেন। বাহ্যিকভাবে মনে হবে সুখের সাগরে ভাসছে আসলে দুঃখের কোন অন্ত তাদের জীবনে থাকবে না। তাহলে বরকতের তিন নম্বর চাবি হলো কি কোরআনের সাথে সম্পর্ক বেশি বেশি করা। কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করা, যত বেশি যে করবে আল্লাহ তা'আলা তার জীবনের প্রতিটা পদে পদে তত বেশি বেশি কি দিবেন? বরকত দান করবেন।

বরকতের চার নম্বর যে চাবি আছে সেটা হল ভাই সদকা করা, দান করা। কি করা? দান করা, সদকা করা। সদকা এবং দান করলে বহু হাদিস থেকে বুঝা যায় জানা যায়, যে বিপদ আপদ দূর হয়ে যায়। আমাদের যেকোনো কাজ থেকে, যে কোন অর্থ-কড়ি থেকে, যেকোন উপার্জন থেকে আমাদের কল্যাণটা আসে না, এর একটা বড় কারণ হলো বিপদ এসে যায়। আমি এটা দোকান থেকে শুরু করলাম একটা বিপদ এসে গেল। তাহলে আমার সেখান থেকে কল্যাণটা আর আসলো না। তো বরকত যদি আপনি চান প্রত্যেকটা বস্তুতে, প্রত্যেকটা জিনিসের কল্যাণ আসুক, উপকার হোক, জিনিসটা আপনার জন্যে অল্প-ছোট চাকরি, অল্প আয়, ছোট ব্যবসা এর ভিতরেই আল্লাহতালা কল্যাণ দিয়ে দিক, আপনি যদি চান তাহলে আপনার কি করতে হবে? সাদকার অভ্যাস করতে হবে, দান দান। দান করলে মুসিবত এবং বিপদ দূর হয়। তো আপনার ওই অল্প আয় থেকে যখন বিপদ দূর হয়ে যাবে, বা বিপদ মুক্ত থাকবে, তখন ইনশাআল্লাহ বিদনিল্লাহ আপনার জন্যে কি হয়ে যাবে? কল্যাণকর এবং বরকতময় হয়ে যাবে। ওর ভিতরে আপনার জন্য বরকত থাকবে। অতএব সদকার অভ্যাস করা, সারা বছর অল্প-স্বল্প হলেও পরিমানে খুব অল্প হোক, এক হাদীসে আসছে নবী আলাইহিসসালাতু আসসালাম বলেছেন- খেজুরের অংশ ‍দিয়ে হলেও তবুও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। বিপদ থেকে রক্ষার জন্য আমরা সাধ্য অনুযায়ী সাদকা করব। অনেক বেশি করা কোন জরুরী না, প্রতিদিন সদকা করা একটা জটিল বিষয়। এমনকি প্রতিদিন আমি অভাবী লোক পাইও না। তাহলে একটা বাক্স রাখতে পারি বাসায়, যে প্রতিদিন আমি সেখানে একটা টাকা রাখবো, দুইটা টাকা রাখবো, যতটুকু সাধ্যে কুলায় ততটুকু রাখব। তাহলে নিয়মিত আমি দানের সওয়াবটা পেয়ে গেলাম। এই টাকাটা অভাবী লোকের। পরে কয়দিন পরপর খুলে আমি দিয়ে দিলাম মানুষকে। তাহলে প্রতিদিন সদকার আমলটা হয়ে গেল এবং সদকা নিয়মিত করলে কি হয়? বরকত প্রত্যেকটা ক্ষেত্রে নেমে আসে।

নাম্বার পাঁচ, বরকতের পাঁচ নম্বর চাবিটা হলো ভাই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা। এটা বহুল পরিক্ষিত একটি আমল ভাই। আত্মীয় স্বজনের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে, মা-বা, ভাই-বোন, ফুফু, চাচা, কাছের লোকজন, রক্ত সম্পর্কীয় লোক, যারা বিশেষ করে তাদের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে এবং তাদের সাথে সম্পর্ক কে নষ্ট করে না, তারা যদি দুর্ব্যবহার করে তো নিজের পক্ষ থেকে ভালো বার করার চেষ্টা করে। তো এই লোকের জীবনে আল্লাহ তাআলা বরকত দান করেন। এটা পরীক্ষিত বিষয়। অতএব এই চাবিটি বরকতের। এটা খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর, অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে রক্ত সম্পর্কীয় লোকদের সাথে কি করতে হবে? সম্পর্ক সব সময় বিল্ড আপ করার চেষ্টা করতে হবে। তাদের খোঁজখবর নিতে হবে। সাধ্য অনুযায়ী তাদের পাশে দাড়াতে হবে। যদি পাশে দাড়াইতে নাও পারেন অন্তত সম্পর্কটাকে কি করতে হবে? ভালো রাখার চেষ্টা করে যেতে হবে।

নাম্বার ছয়, বরকতের ছয় নম্বর চাবি হলো ভাই, সকালবেলা ভোরে ভোরে কাজে যাওয়া। নবী আলাইহিসসালাতু আসসালাম দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতকে সকালবেলা আপনি বরকত দান করবেন। অন্য এক রেওয়ায়েতে আসছে তিনি বলেছেন আমার উম্মতের জন্য সকাল বেলা সময়টাতে বরকত দেওয়া হয়েছে। অতএব সকালের সময়টাতে যদি আপনে ঘুমায় থাকেন তাহলে বরকত কোত্থেকে আসবে। এই টাইমটাতে কাজ করতে হবে এবং কিছু কিছু কাজ আছে কিছু কিছু পেশা আছে যে সকাল বেলা করার মতো না। আপনার মার্কেটে দোকান আছে, সকালে ভোরে খোলার সিস্টেম নাই। তাহলে সেটাতো আপনি খুলবেন না কিন্তু অন্তত তার প্রস্তুতি প্রাকপ্রস্তুতি গুলো সকাল থেকে হয়ে যাওয়া উচিত। এবং সকালের টাইমটা আসলে ঘুমের কোন উপযুক্ত টাইম না। আপনি রাতে ভাল করে ঘুমান, বেশি করে ঘুমান, সকালে ঘুমাবেন না। দুপুরে ঘুমান কিন্তু সকালে ঘুম এটা কোন প্রশংসনীয় ঘুম নয়। স্বাস্থ্যের জন্যও ভালো নয়, ইসলামের দৃষ্টিতেও খুব বেশি প্রশংসনীয় নয়। এজন্য সকাল বেলা যদি কাজে বের হওয়া যায় তাহলে ইনশাআল্লাহ জীবনে কি আসবে? বরকত আসবে। যে কাজই করেন আপনি সকালবেলা, সেই কাজে আল্লাহতায়া’লা কি দিবেন বরকত দান করবেন।

নাম্বার সাত, বরকতের সাত নম্বর চাবি হলো ভাই, নিজে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং পরিবারের লোকদেরকে সালাতের নির্দেশ করতে হবে। বহু লোক নিজে নামাজ পড়ে কিন্তু বাচ্চা-কাচ্চা ফ্যামিলির লোকজন তারা নামাজ পড়ছে কিনা সেই বিষয়ে কোনো খবর রাখে না। আল্লাহ সুবাহানাল্লাহুতায়ালা কোরআনে কারিমের ভেতরে বলেছেন তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো। নিজে তো পড়তেই হবে পরিবারকেও নির্দেশ কর। এবং এটার উপর অটল থাকো। ধরে রাখো এটাকে, তাহলে কি হবে? আমি তোমাদের কাছ থেকে আল্লাহ বলছেন আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না বরং এ কাজ করলে, আমল করলে আমি তোমাদেরকে রিযিক দেব। বরকত চলে আসবে ইনশাআল্লাহ। নামাজ নিজে পড়তে হবে এবং পরিবারকে নামাজের নির্দেশ করতে হবে।

নাম্বার আট, বরকতের আট নম্বর চাবি হলো ভাই তাওয়াক্কুল করা আল্লাহর উপরে। আল্লাহর উপর ভরসা করা। মুমিন যত বেশি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহতায়া’লা তত বেশি তাকে সাহায্য করবে। আর আল্লাহর প্রতি ভরসা যত কমে যাবে, আস্থা যত কমে যাবে, নির্ভরতা যত কমে যাবে, দুনিয়ার কোন বস্তুর প্রতি যখন আস্থা বেশি হয়ে যাবে, আল্লাহতায়া’লা তাকে ঐ বস্তুর হাতেই বেইজ্জত করে ছাড়েন। এটাই আল্লাহ সুবাহানাল্লাহুতায়ালার সুন্নাহ। যার কারণে আল্লাহর প্রতি যে যত বেশি তাওয়াক্কুল করে আল্লাহতালা তাকে তত বেশি উদ্ধার করেন এবং সাহায্য করেন। বরকতের জন্যে এটা একটা অন্যতম উপায়। যে যত বেশি আল্লাহর উপর ভরসা করবে, বিশেষ করে রিজিকের ব্যাপারে, তত বেশি আল্লাহ সুবাহানাল্লাহুতায়ালার পক্ষ থেকে কি আসবে? বরকত আসবে। একটু কোন কারণে আমাদের ইনকামের উপরে চাপ আসলে প্রেসার আসলে আমরা অস্থির হয়ে যাই, হা-হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাযই, অনেকে তো আজেবাজে মন্তব্য করা শুরু করি। আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে না। তো আসবে কোত্থেকে রিজিক, রিজিক আসবে তখন যদি আল্লাহর উপর ভরসাটা পূর্ণমাত্রায় থাকে। নবী আলাইহিসসালাতু আসসালাম বলেছেন “আল্লাহর প্রতি যে রকম ভরসা রাখা দরকার যে রকম আস্থা রাখা দরকার তোমরা যদি সেই মাপের আস্থা রাখতে পারো নির্ভরতা আল্লাহর উপরে তোমরা রাখতে পারো” তাহলে কি হবে আলাহতায়া’লা পাখিকে যেভাবে রিজিক দেন তোমাদেরকে সেভাবে রিজিক দিবেন। সারপ্রাইজ রিযিক, কল্পনাও করতে পারবেন যদি কোথায় আলাহ রিজিকু দিয়ে রাখছেন। এরকম বরকত জীবনে নেমে আসবে, যদি কি করা হয়? আল্লাহর উপরে পরিপূর্ণ এই তাওয়াক্কুল অবলম্বন করা হয়।

বরকতের জন্য নয় নম্বর আমল হলো, বেশি বেশি ইস্তেগফার করা। কি করা ভাই? ইস্তেগফার করা, ইস্তেগফার। উঠতে,চলতে,ফিরতে সব সময় ইস্তেগফার করা অথবা সাইয়িদ্যুল ইসতেগফার করা। কিছু না পারেন শুধু আস্তাগফিরুল্লাহ পড়া। আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইক এতটুকু পড়া। এবং যখন পড়বেন অর্থ বুঝে পড়বেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আপনি, আর ক্ষমা চাইলে ক্ষমা চাওয়ার মুড থাকে আলাদা, একটা মানুষের কাছে যখন মাফ চান আপনি, তখন মাফ চাওয়ার মুড ভিন্ন থাকে না? আস্তাগফিরুল্লাহ যখন বলবো তখন নিজের অপরাধের কথা স্মরণ করে অথবা আমি যে বহু অপরাধ করি সে কথাটা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাই। যত বেশি ইস্তেগফার করব তত বেশি রিজিক আসবে, সূরা নুহ’ এর ভিতরে আল্লাহতায়া’লা আল্লাহর নবী নুহ(আঃ) সম্পর্কে বলেছেন-যে নুহ(আঃ) বলেছেন, তার জাতিকে “তিনি বলেন আমি আমার জাতিকে বলেছিলাম তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো তোমাদের রব ক্ষমাশীল”। তাহলে কি হবে ইস্তেগফার করলে? এক নম্বর তিনি ক্ষমা করবেন। তার পরে সম্পদ এবং সন্তান-পরিবার এই দুটি দিয়ে তোমাদের শক্তিশালী করবেন। রিচ করে দিবেন সমৃদ্ধ করে ‍দিবেন। তোমাদের জন্য বাগবাগিচা দিবেন এবং নহর প্রশমন দান করবেন অর্থাৎ রুজি রুটির বরকত দান করবেন। সম্মানিত ভাই বন্ধুগণ, তাহলে ইস্তেগফার করলে রুটি রুজির বরকত হয়, সম্পদে আপনার বরকত হয়, সন্তানের বরকত হয়, পরিবারে বরকত হয় অতএব ইস্তেগফার বেশি বেশি করতে থাকতে হবে। নবী আলাইহিসসালাতু আসসালাম বলেছেন “যে ব্যাক্তি ইস্তেগফারকে ধরে রাখবে সবসময় নিয়মিত ইস্তেগফার করবে, “সকল কঠিন মুহূর্ত থেকে বের হওয়ার জন্য আল্লাহতায়া’লা তাকে পথ দেখিয়ে দিবেন”। “সকল পেরেশানি থেকে তাকে প্রশস্ততার পথ দেখিয়ে ‍দিবেন”। যদি সে ইস্তেগফার কে ধরে রাখে, এক দুইবার পড়া না নিয়মিত পড়তে থাকে, ধরে রাখে। অতএব বরকতের জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে।

দশ নম্বর বরকতের চাবি হলো ভাই, পরিপূর্ণ সালামের ব্যাপক পরিমানে প্রচলন ঘটাতে হবে। দিতে হবে। সালামের পরিপূর্ণরূপ “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু”। এখানে আমরা সবাই জানি দোয়া করা হয়, আপনার জন্যে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক আল্লাহর বরকত নাযিল হোক আপনার প্রতি। তাহলে আপনি যখন কারো প্রতি সালাম দিচ্ছেন পূর্ণাঙ্গ সালাম “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু” তার মানে আপনি কেমন যেন তার জন্য বরকাত দোয়া করছেন শান্তির দোয়া করছেন, আর হাদিসে আসছে কোনো মুসলিমের জন্যে যদি আপনি বরকতের দোয়া করেন বা যেকোনো দোয়া করেন, তো ফেরেস্তা আপনার জন্য দোয়া করে, যে আল্লাহ এই বান্দাকেও আপনি দান করেন। তাছাড়া যাকে সালাম দিবেন তিনিও জবাব দিবেন, আপনি যেহেতু ওয়া বারাকাতুহু পর্যন্ত পড়বেন তার জন্য উচিত হবে ওয়া বারাকাতুহু পর্যন্ত দেওয়া। সালাম যতটুকু দেয় হয়, পরিপূর্ণ কমপক্ষে অতটুকু ‍দিতে হয়। অতএব যত বেশি সালাম দেওয়া হবে, তত বেশি ফেরেস্তা আমার জন্য বরকতের দোয়া করবে। আর যাকে সালাম দিচ্ছি, তিনিও করবেন। তাহলে সালামের প্রচলন যদি ব্যাপক পরিমানে যদি করতে পারি, তাহলে আমাদের জীবনে কি আসবে ভাই? বরকত নেমে আসবে, আর আগেই বলেছি বরকতের অল্প বেবরকতের বহু চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে বরকতের সম্পদ দান করুক। অধিক সম্পদ নয়, বরকতের সম্পদ। আল্লাহ আমাদের বরকতের সন্তান দান করুক, অধিক সন্তান নয় বরকতের সন্তান কল্যাণ। কল্যাণ যে  সন্তানে আছে সেখানে, অনেক বেশি হলো কিন্তু কল্যাণ তার ভিতরে নাই, উপকারটা নাই, তাহলে এই বেশির কোনো লাভ হলো না।

আমাদের গোটা জীবনকে আমাদের উপার্জনকে, আমাদের সম্পদকে, আমাদের নেক আমলকে, আমাদের সন্তান-সন্ততিকে, আমাদের পরিবারকে, পরিজনকে, আমাদের চিন্তা চেতনাকে, আমাদের সবকিছুকে আল্লাহ সুবহানাতায়ালা বরকতম করে দিন। সবকিছুতে আল্লাহতালা কল্যাণ এবং উপকারিতা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দিক। জাযাকাল্লাহ।

- শায়খ আহমাদুল্লাহর আলোচনা অবলম্বনে

ভিডিও লিংক:

2
AI in Education / Disrupting Education & Healthcare with AI
« on: December 26, 2023, 10:17:44 AM »
Disrupting Education & Healthcare with AI

Disrupting Education...

What happens when the best teachers are AIs? When a virtual simulation of an educational experience is more fun, impactful and engaging than sitting around a 40-year-old classroom?

Now I’m not saying that *everything* will be learned through an AI and VR format, but I am saying that A LOT of it will be... especially visual and complex topics like history and science.

We want our kids to learn, not to conform... to grasp and not regurgitate. AI and VR will allow them to absorb knowledge in their own desired fashion (audio, visual...), rather than in a group-grope (one-size-fits-all) approach.

Better yet, the coming education industry will grow out of seeds planted by today’s video game industry.

In 2022, the revenue from the worldwide gaming market was estimated at almost $347 billion, with the mobile gaming market generating an estimated $248 billion of the total.

In comparison, the global K-12 private education market was valued at $2.08 trillion in 2020, with revenues expected to reach around $2.94 trillion by the end of 2026.

Guess what, when the video gaming industry wakes up and realizes that the private K-12 education market is 10X bigger, THE GAMING INDUSTRY WILL EAT OUR EDUCATIONAL SYSTEM FOR LUNCH.

Playing games is fun, even addictive, and the industry has a lot to teach our educational establishments.

For example, in K-12 education when you start a new class, you begin with a score of 100% and every time you get something wrong, your class averages go down...

In a video game, you start every game with a score of zero, and every time you get something right, your score goes up.

Just imagine which of these is most motivating for your kids?

Soon, we will also take gaming out of the traditional environment and move it into our homes and everyday lives through the use of smart toys, a global market that is expected to grow from $14 billion in 2023 to over $40 billion by 2032.

Smart toys, powered by AI, can learn your child’s name, react to triggers, learn from interactions, and choose the way they behave with your child in accordance with your educational objectives.

Ultimately, they will allow kids to learn and play in new ways. Here are just a few examples of AI-powered toys for kids that are available today:

Moxie by Embodied Robotics is an AI-enabled robot that knows your kid’s name and face, and supports social-emotional growth in kids through fun activities and creative play. The New York Times said about Moxie, “Moxie’s eyes can move to console you for the loss of your dog, and it can smile to pump you up for school.” It’s a robot friend that teaches life skills, improving social-emotional development through play. With hundreds of interactive activities from brain twisters to dance games, Moxie’s library is constantly growing, and whether your kids are into reptiles or rocks, Moxie is ready to chat! As Wired magazine proclaimed, “Moxie is the robot pal you dreamed of as a kid.” Having played with Moxie along with my own children, I was blown away by how life-like and engaging Moxie’s AI made our interactions.

Artie 3000 is a programmable coding robot that draws. It comes with a variety of games and can be programmed by kids to draw a range of shapes and objects. And Talking Tom Cat is an AI-powered robot that records, responds to questions, sings songs, and much more. It’s easy to use and can repeat recordings back to the user.

And these are just the early days. For example, Allan Wong, CEO and Chairman of toymaker VTech Holdings, described in a June 2023 interview with the Financial Times his vision for future features: “AI will generate stories customized for the kid rather than having you reading from a book … You can incorporate not only the kid’s name, but the kid’s daily activities. It knows which school you go to, and who your friends are.”

The Disrupt of Healthcare...

 The home healthcare market was valued at over $330 billion in 2021 and is projected to nearly double to $635 billion by 2030. As we move healthcare out of the hospital and the doctor’s office and into the home, AI will play a huge role in that growth.

Let’s begin by understanding that the human body is incredibly good at *HIDING DISEASE*... Do you really know what’s going on inside your body? You might feel okay, but do you KNOW if you’re okay? The problem with a lot of today’s healthcare (i.e., sickcare) is that it is reactive and retrospective, finding disease too late, rather than at the earliest moments when it is easiest to repair and avert expensive and sometimes deadly results.

Here are four ways in which AI will improve the quality of home healthcare in the decade ahead, and prevent disease by making medicine personalized and proactive:

First, embedded AI sensors on your body, in your body and in your furniture will enable biometric-based triggers. AI-based sensors will be used to track your biometrics 24/7—even when you’re resting or sleeping. Everything from your heart rate, body temperature and blood glucose levels, to the sound of your cough, quality of your sleep and the number of steps you take every day. One of my companies, Fountain Life, will soon be rolling out Fountain@Home as an AI-enabled platform that integrates all wearables, remote blood draws, telemedicine and occasional imaging uploads at Fountain Life Centers. Another company I co-founded with Tony Robbins, called MyLifeForce, today offers quarterly blood draws and remote telemedicine with access to a personalized supplement, medicine, and hormone regimen.

Over the coming decade, biometric data aggregation will disappear into the background of everyday life.

Second, diet monitoring through AI apps and devices will help you to maintain your willpower and make smart food decisions. For example, AI-powered imaging software such as Passio.ai, could offer real-time food recognition that dissuades you or encourages you to eat certain foods based upon your nutrition objectives.

Third, AI voice assistants will enable updates and just-in-time information. Near-term versions of today’s voice assistants (e.g., Siri, Alexa, and Google Assistant) will remind you to take your medicine, check your blood pressure, create and remember your medical appointments, or seek information about the nearest physician or symptoms for a disease. In the long term, your AI assistant will become your diagnostician, reviewing a constant flow of medical data coming off your wearables, detecting any concerning conditions at the earliest possible point.

Finally, AI will be built into healthcare insurance. One of the key ways that AI is transforming healthcare is through insurtech. To provide customers (both potential and existing) better coverage, companies are using AI-based machine learning programs to collect data from wearable devices and previous patient records. The future of insurance will focus on “advanced testing” (such as Fountain Health Solutions) in order to prevent disease in advance, rather than paying you after you’re sick.

By tracking eating habits, fitness levels, sleeping patterns and more using devices with sensors, insurtech will not only offer better coverage, but also mitigate risks for both the customer and the insurer.

Why This Matters


Education and healthcare represent two industries that haven’t fundamentally changed in decades.

But AI, especially when combined with other exponential tech like robotics and VR, promises to revolutionize how we treat patients and serve students.

Given how fast everything is changing, it’s not hard to understand that this technology can scare people, making many desire “the good old days.” Some fear that the speed of change (i.e., the rate of disruption) will cause people to revolt. The only prescription for such fear will be knowledge—this means giving people access to high-quality education and helping them believe that they have a future that is compelling and abundant.

AI will ultimately dematerialize, demonetize, and democratize the world’s best education for your child and for all adults—giving all 8 billion+ of us access to the best education independent of where anyone lives or how much wealth they have.

And at the same time, AI is also drastically changing the face of medicine by analyzing massive quantities of data to uncover patterns and insights that can save our lives.

In the not-too-distant future, the best diagnosticians in the world will be AIs, and the best surgeons will be robots driven by AIs.

Our next blog, the final one covering this particular Metatrend, will look at what Embedded Intelligence means for global abundance.

Source: Collected.

3
সময়ের গুরুত্ব ও ব্যবহার

আল্লাহ তাআলা বলেন, ‘মহাকালের শপথ! মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয়; যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণে সহায়তা করে।’ (সুরা আসর, আয়াত: ১-৩)।

সময়ের হিসাবের নিমিত্তে আল্লাহ তাআলা চন্দ্র ও সূর্য সৃষ্টি করেছেন। কোরআনের বর্ণনা, ‘তিনিই সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন এবং তাদের মনজিল নির্দিষ্ট করেছেন, যাতে তোমরা বছর গণনা ও সময়ের হিসাব জানতে পারো। আল্লাহ এসব নিরর্থক সৃষ্টি করেননি। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এসব নিদর্শন বিশদভাবে বিবৃত করেন।’ (সুরা: ১০ ইউনুস, আয়াত: ৫)। ‘আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে, ইহা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মনজিল; অবশেষে সেটি শুষ্ক বক্র পুরোনো খর্জুর শাখার আকার ধারণ করে।’ (সুরা: ৩৬ ইয়াসিন, আয়াত: ৩৮-৩৯)। ‘নিশ্চয়ই আকাশমণ্ডলী-পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস গণনায় মাস ১২টি।’ (সুরা: ৯ তাওবা, আয়াত: ৩৬)। 

ইসলামে মানুষের অনর্থক কাজে সময় ব্যয় করার কোনো সুযোগ নেই। আল্লাহতায়ালা বলেন, ‘কাজেই যখনই অবসর পাও ইবাদতের কঠোর শ্রমে লেগে যাও। এবং নিজের রবের প্রতি মনোযোগ দাও।’ (সূরা ইনশিরাহ : ৭-৮)

একদা রাসূলুল্লাহ (সা.)কে প্রশ্ন করা হলো, সৌভাগ্যবান কারা? তিনি বললেন, সৌভাগ্যবান তারা, যারা দীর্ঘায়ু লাভ করেছে এবং তা নেক আমলের মাধ্যমে অতিবাহিত করেছে। অতঃপর আবার জিজ্ঞেস করা হলো, দুর্ভাগা কারা? তিনি বললেন, দুর্ভাগা তারা যারা দীর্ঘায়ু পেয়েছে এবং তা বদ আমলে কাটিয়েছে বা আমলবিহীন অতিবাহিত করেছে। (তিরমিজি-২৩২৯, মুসনাদে আহমাদ-১৭৭৩৪)।

হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘রোজ হাশরে শেষ বিচারের দিনে প্রতিটি মানুষ পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পা পর্যন্ত নড়তে পারবে না। প্রশ্নগুলো হলো-তার জীবনকাল কী লক্ষ্যে কাটিয়েছে? যৌবনকাল কী কাজে ব্যয় করেছে? কোন পথে আয় করেছে? কী কাজে ব্যয় করেছে? জ্ঞান অনুযায়ী কর্ম সম্পাদন করেছে কিনা?’ (তিরমিজি ৪:৬১২/২৪১৬)।

সময়কে কাজে লাগানোর অন্যতম উপায় হলো লক্ষ্য স্থির করা। লক্ষ্যহীন মানুষ সময়ের অপচয় করে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা পাঁচটি জিনিসকে তার বিপরীত পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন কর ও তার সদ্ব্যবহার কর। তোমার যৌবনকে বার্ধক্যের আগে, সুস্থতাকে অসুস্থতার আগে, সচ্ছলতাকে দারিদ্র্যের আগে, অবসরকে ব্যস্ততার আগে, জীবনকে মৃত্যুর আগে।’ (বায়হাকি-১০২৪৮, মুসনাদে হাকিম-৭৮৪৬)।

উপযুক্ত সময়ে উপযুক্ত কাজটি করতে না পারলে, অসময়ে শত চেষ্টার পরও তা করা সম্ভব হবে না। আল্লাহতায়ালা বলেন, ‘(হে রাসূল) যদি তুমি দেখতে! অপরাধীরা যখন তাদের প্রতিপালকের সম্মুখে মাথা নত করে বলবে, ‘হে আমাদের প্রতিপালক! আমরা দেখলাম ও শুনলাম এখন তুমি আমাদের পুনরায় (পৃথিবীতে) পাঠিয়ে দাও, আমরা সৎকাজ করব। নিশ্চয়ই আমরা (এখন) দৃঢ় বিশ্বাসী (সূরা আস সাজদাহ : ১২)।

এ ক্ষণস্থায়ী দুনিয়ায় যতটুকু সময় পাওয়া যায় আল্লাহর পথে ব্যয় করা উচিত। এ প্রসঙ্গে আল্লাহতায়ালা বলেন, ‘হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা কর, আল্লাহ সে বিষয়ে খবর রাখেন।’ (সূরা মুনাফিকুন : ১০-১১)।

ময়ের গুরুত্বারোপ অনেক সূরার প্রারম্ভে সময়ের কসম করা হয়েছে। রাত্রি ও দিনের কসম করে বলেন : ‘শপথ রাত্রির যখন তা আচ্ছন্ন করে। শপথ দিনের যখন তা উদ্ভাসিত করে।’(সূরা আল-লাইল : ১-২) এখানে রাত ও দিনের কসমে বান্দাদেরকে কল্যাণের চিন্তা ও গবেষণা করার ইঙ্গিত দিয়েছেন। ফজর ও দশ রাতের কসম করে বলেন : ‘শপথ ফজরের! শপথ দশ রাতের।’ (সূরা আল-ফাজর : ১-২) অন্য আয়াতে বলেন : ‘শপথ সকালও পূবাহেৃর! শপথ রাত্রির যখন তা গভীর হয়।’(সূরা দ্বোহা :১-২) সময়ের কসম করে বলেন : ‘সময়ের শপথ! নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমর্জিত।’ (সূরা আসর : ১-২)

ইসলাম প্রতিটি কাজের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে। নামাজ, রোজা, হজ, জাকাত ছাড়াও অধিকাংশ বিষয়সমূহ সময়ের মালায় গাঁথা। আল্লাহ বলেন : নিশ্চয় নামাজ মুসলমানদের জন্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ করা হয়েছে। (সূরা নিসা : ১০৩)। এখানে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সালাত আদায়ের তাকিদ দিয়ে সময়ের গুরুত্ব বোঝানো হয়েছে। তেমনিভাবে ইসলামের প্রতিটি কাজ সময় মতো পালন করতে হবে। অন্যথায় তা যথাযথভাবে আদায় হবে না।

 সময়কে শ্রেষ্ঠ নিয়ামত বর্ণনা করে আল্লাহ বলেন : ‘তিনিই রাত ও দিন, সূর্য ও চাঁদকে তোমাদের উপকারে নিয়োজিত করেছেন এবং তারকারাজিও তারই নির্দেশমতো কর্মে নিয়োজিত। নিশ্চয় তাতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রয়েছে।’(সুরা ইব্রাহিম : ৩৩-৩৪) অর্থাৎ রাতকে দিনে রূপান্তর করেছেন এবং দিনকে রাতে রূপান্তরিত করেন। যাতে একটি সময় নষ্ট হয়ে গেলে অন্য সময় এর প্রতিকার করা যায়।

এমনিভাবে হাসান বসরি রহ. বলেন : হে আদম সন্তান, নিশ্চয় তুমি অনেকগুলো দিন পেয়েছো আর প্রত্যেক দিনের পর দিন অতিবাহিত হয়ে চলে গিয়েছে।’ সময় নিয়ে আপসোস বিষয়ে কুরআন দু’টি অবস্থানের কথা বর্ণনা করেছে। প্রথম অবস্থান : জীবনের অন্তিম মুহূর্ত। তখন সে আফসোস করবে, যদি তাকে একটুখানি সময় দেয়া হতো। যদি একটু সুযোগ দেয়া হতো তবে সে তার বিনষ্ট অবস্থা ঠিক করে নিত এবং ছুটে যাওয়া আমলগুলো সংশোধন করে নিতে পারত। এই বিষয়ে কুরআনে বলা হয়েছে :‘হে মুমিনগণ! তোমাদের ঐশ্বর্য ও সন্তান-সন্তুতি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসিন না করে। যারা উদাসিন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত হবে। আমি তোমাদের যে রিজিক দিয়েছি তোমরা তা হতে ব্যয় করবে তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে ; অন্যথায় সে বলবে, হে আমার রব্ব! আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সাদাকাহ করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম।’ (সূরা আল-মুনাফিকুন : ৯-১০)। অবশ্য এ আশা পরিবর্তনযোগ্য ও কর্তনকারী কেউ নেই।

দ্বিতীয় অবস্থান : আখিরাতের মুহূর্ত। আল্লাহ বলেন: ‘সেখানে তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের রব্ব! আমাদেরকে নিষ্কৃৃতি দিন, আমরা সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এতো দীর্ঘ জীবন দান করিনি? যে, তখন কেহ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারতে? তোমাদের নিকট তো সতর্ককারীরাও এসেছিল। সুতরাং শাস্তি আস্বাদন করো, জালিমদের কোনো সাহায্যকারী নেই।’ (সূরা আল-ফাতির : ৩৭)

মুসলমানের উচিত সময়ের প্রতি কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ববান হওয়া। ওমর ইবন আবদুল আজিজ বলেছেন : রাত-দিন তোমরা কাজে ডুবে থাক অতএব সময়ও তোমাদের মাঝে ডুবে থাকবে! মূলত ঘৃণার আলামত হলো সময় নষ্ট করা। আর সময় হলো একটি তলোয়ার তুমি তাকে নষ্ট না করলে সেও তোমাকে নষ্ট করবে না। সর্বদায় এক ভালো অবস্থা থেকে আরো উন্নত অবস্থানের জন্য প্রাণান্তকর উন্নতির চেষ্টা করা মুমিনের উপর ওয়াজিব। (আল্লামা ইউসুফ আল-কারযাভী, মুসলিম জীবনে সময়, পৃ.২০)।

আবদুল্লাহ ইবন মাসউদ (রা:)বলেন : ‘সে দিন আমি অত্যন্ত লজ্জিত হয়েছি, যে দিনের সূর্য ডুবে গেছে। আমার আয়ু কিছুটা হলেও ফুরিয়ে গেছে, অথচ আমার আমলের কোনো উন্নতি হয়নি!’

আল্লাহ তায়া’লা বলেন, “আমি জিন ও ইনসানকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি।” (সূরা যারিয়াত, আয়াত নং ৫৬) সুতরাং যে জীবন ও সময় আল্লাহর ইবাদতের জন্য এবং তার ইবাদতের সহায়ক দুনিয়াদারী করার জন্য সৃষ্ট, তা মুসলিম খেলায় ও হেলায় নষ্ট করতে পারে না।


যে দেহ ও তার অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহর সৃষ্টি এবং আমাদের নিকট যা আমানত, সে দেহ ও অঙ্গ-প্রত্যঙ্গকে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কাজে কিরূপে ব্যয় করতে সাহস করতে পারি? তিনি আমাদেরকে, আমাদের হায়াত ও মওতকে খেলার জন্য নয়, বরং কাজের জন্য সৃষ্টি করেছেন। মহান আল্লাহর ঘোষণা হল, “যিনি তোমাদেরকে এই পরীক্ষা করার জন্য জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যে, কে তোমাদের মধ্যে কর্মে সবচেয়ে উত্তম।” (সূরা মুল্‌কঃ আয়াত নং ২)


মহানবী (সা.) বলেন, “মানুষ মারা গেলে তার (সকল) আমল বন্ধ হয়ে যায়।------।” (সহীহ্ মুসলিম, হাদীস নং ১৬৩১) অর্থাৎ, মরণের পূর্ব পর্যন্ত তার কর্ম বন্ধ হয় না। অতএব যে জাতির কোন অবসর নেই, তার আবার অবসর-বিনোদন’ কি? মুসলিমের জীবনের মূল্য আছে, লক্ষ্য আছে। যাদের জীবনের কোন লক্ষ্য নেই, কেবল তাদের কাছেই সময়ের কোন কদর নেই। সুতরাং মুসলিম খেল-তামাশায় তার জীবন ও সময় অপচয় করতে পারে না।

খেলা এমন জিনিস, যা অনর্থক সময় নষ্ট করে। অথচ মুসলিম যুবকের উচিত, সময়ের যথােচিত কদর করা, সময়ের যথার্থ মূল্যায়ন করা। কারণ, সময়ই হল জীবন। অতএব যে ব্যক্তি নিজের জীবনকে ভালোবাসে, সে ব্যক্তির উচিত, সময়ের অপচয় না করা। হাসান বসরী (রঃ) বলেন, 'হে আদম সন্তান! তুমি আসলে কতকগুলি দিনের সমষ্টি।

আল্লাহ তায়া’লা বলেন, “আমি জিন ও ইনসানকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি।” (সূরা যারিয়াত, আয়াত নং ৫৬) সুতরাং যে জীবন ও সময় আল্লাহর ইবাদতের জন্য এবং তার ইবাদতের সহায়ক দুনিয়াদারী করার জন্য সৃষ্ট, তা মুসলিম খেলায় ও হেলায় নষ্ট করতে পারে না।


যে দেহ ও তার অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহর সৃষ্টি এবং আমাদের নিকট যা আমানত, সে দেহ ও অঙ্গ-প্রত্যঙ্গকে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কাজে কিরূপে ব্যয় করতে সাহস করতে পারি? তিনি আমাদেরকে, আমাদের হায়াত ও মওতকে খেলার জন্য নয়, বরং কাজের জন্য সৃষ্টি করেছেন। মহান আল্লাহর ঘোষণা হল, “যিনি তোমাদেরকে এই পরীক্ষা করার জন্য জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যে, কে তোমাদের মধ্যে কর্মে সবচেয়ে উত্তম।” (সূরা মুল্‌কঃ আয়াত নং ২)


মহানবী (সা.) বলেন, “মানুষ মারা গেলে তার (সকল) আমল বন্ধ হয়ে যায়।------।” (সহীহ্ মুসলিম, হাদীস নং ১৬৩১) অর্থাৎ, মরণের পূর্ব পর্যন্ত তার কর্ম বন্ধ হয় না। অতএব যে জাতির কোন অবসর নেই, তার আবার অবসর-বিনোদন’ কি? মুসলিমের জীবনের মূল্য আছে, লক্ষ্য আছে। যাদের জীবনের কোন লক্ষ্য নেই, কেবল তাদের কাছেই সময়ের কোন কদর নেই। সুতরাং মুসলিম খেল-তামাশায় তার জীবন ও সময় অপচয় করতে পারে না।

খেলা এমন জিনিস, যা অনর্থক সময় নষ্ট করে। অথচ মুসলিম যুবকের উচিত, সময়ের যথােচিত কদর করা, সময়ের যথার্থ মূল্যায়ন করা। কারণ, সময়ই হল জীবন। অতএব যে ব্যক্তি নিজের জীবনকে ভালোবাসে, সে ব্যক্তির উচিত, সময়ের অপচয় না করা। হাসান বসরী (রঃ) বলেন, 'হে আদম সন্তান! তুমি আসলে কতকগুলি দিনের সমষ্টি।

Ref:
Daily Jugantor
Prothom Alo
Daily Noya Digonto

4
রিজিকের স্তর কয়টি ও কী কী


রিজিক মানে শুধু ধনসম্পদে সচ্ছল হওয়া নয়, রিজিকের বিভিন্ন স্তর রয়েছে। বেশির ভাগ মানুষ রিজিক বলতে শুধু ধনদৌলত, অর্থাৎ আর্থিক সচ্ছলতা বোঝেন। সমাজে যাঁরা আর্থিকভাবে সচ্ছল, তাঁদের বেশি রিজিকপ্রাপ্ত এবং যাঁরা আর্থিকভাবে অসচ্ছল, তাঁদের কম রিজিকপ্রাপ্ত ভাবা হয়। অথচ ধনসম্পদ বা টাকাপয়সা হলো রিজিকের সর্বনিম্ন স্তর।

রিজিকের আরও বেশ কিছু স্তর রয়েছে, সেগুলো হলো—

সর্বনিম্ন স্তর

রিজিকের সর্বনিম্ন স্তর হলো আর্থিক সচ্ছলতা। এটাই একমাত্র স্তর নয়; রিজিক বলতে শুধু ধনসম্পদ, টাকাপয়সায় সচ্ছলতা অর্জন—এমনটি বোঝা এবং এমন বুঝের ওপর অটল থাকা অজ্ঞতার পরিচায়ক। রিজিকের সংজ্ঞায় বলা হয়েছে, দুনিয়াতে যা কিছু মানুষকে উপকৃত করে, সবই রিজিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘ধনসম্পদ আর সন্তানসন্ততি পার্থিব জীবনের শোভা।’ (সুরা কাহাফ, আয়াত: ৪৬)

আমরা যে ধনসম্পদ উপার্জনের জন্য লালায়িত থাকি, পবিত্র কোরআন ও হাদিসে তাকে ফিতনা ও পরীক্ষা বলা হয়েছে। রিজিকের প্রথম ও প্রধান স্তর ভেবে যা অর্জনের নেশায় ডুবে থাকি, প্রকৃত অর্থে তা রিজিকের সর্বনিম্ন স্তর ও শোভামাত্র। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘জেনে রাখো! নিশ্চয়ই তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি ফিতনা বা পরীক্ষা। আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার।’ (সুরা আনফাল, আয়াত: ২৮)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক উম্মতের জন্য ফিতনা রয়েছে। আর আমার উম্মতের ফিতনা হলো ধনসম্পদ।’ (তিরমিজি, হাদিস: ২৩৩৬; মুসনাদে আহমাদ, হাদিস: ১৭৪৭১)

সর্বোচ্চ স্তর

রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক ও মানসিক সুস্থতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘এবং আমি যখন অসুস্থ হই; তখন তিনিই (আল্লাহ) আমাকে সুস্থতা দান করেন।’ (সুরা শুয়ারা, আয়াত: ৮০)

ইবনে আব্বাস (রা.)–এর বিবরণে আছে যে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘এমন দুটি নিয়ামত রয়েছে, বেশির ভাগ মানুষ যার ব্যাপারে ধোঁকায় পতিত—সুস্বাস্থ্য ও অবসর।’ (বুখারি, হাদিস: ৬৪১২; ইবনে মাজাহ, হাদিস: ৪১৭০)

রাসুলুল্লাহ (সা.) সুস্থতাকে উৎকৃষ্ট নিয়ামত আখ্যা দিয়ে বলেছেন, সুস্বাস্থ্য ও সুস্থতা অর্থসম্পদের চেয়েও মূল্যবান নিয়ামত। তিনি আরও বলেন, ‘তাকওয়ার অধিকারী (খোদাভীরু) মানুষদের ধনসম্পদের মালিক হওয়াতে কোনো দোষ নেই। আর খোদাভীরু মানুষের জন্য সুস্থতা ধনসম্পদের চেয়ে অধিক উত্তম। মনের প্রফুল্লও নিয়ামতরাজির অন্তর্ভুক্ত।’ (ইবনে মাজাহ, হাদিস: ২১৪১)

সর্বোত্তম স্তর

রিজিকের সর্বোত্তম স্তর হলো পুণ্যবতী স্ত্রী ও নেককার সন্তানসন্ততি। একজন স্বামীর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পুণ্যবতী স্ত্রী। একইভাবে একজন স্ত্রীর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পুণ্যবান স্বামী। নারীর সংস্পর্শ ছাড়া কোনো পুরুষের জীবন এবং পুরুষের সংস্পর্শ ছাড়া কোনো নারীর জীবন পূর্ণতা লাভ করে না। দাম্পত্য জীবনে স্ত্রী যদি পুণ্যবতী হন এবং স্বামী যদি হন পুণ্যবান, স্বর্গরাজ্যে পরিণত হয় সংসার। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পার্থিব জগৎ হলো ক্ষণিকের উপভোগের বস্তু। আর পার্থিব জগতের সর্বোত্তম সম্পদ হলো পুণ্যবতী স্ত্রী।’ (মুসলিম, হাদিস: ১৪৬৭; মুসনাদে আহমাদ, হাদিস: ৬৫৬৭)

পুণ্যবতী স্ত্রীর পাশাপাশি নেক সন্তান বান্দার প্রতি আল্লাহ তাআলার সর্বোত্তম উপহার। আল্লাহ তাআলা সুসন্তানকে দুনিয়ার শোভা বলে ইরশাদ করেছেন, ‘ধনসম্পদ ও সন্তানসন্ততি দুনিয়ার জীবনের শোভা।’ (সুরা কাহাফ, আয়াত: ৪৬)

প্রত্যেক মা-বাবা একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করে থাকবেন—সুসন্তান মানে পরিবারের স্বস্তি। মা–বাবার চক্ষু শীতলকারী সন্তানসন্ততি মানে সুখ। আর এ সুখই হলো রিজিকের সর্বোত্তম স্তরের অংশবিশেষ।

পরিপূর্ণ স্তর

রিজিকের পরিপূর্ণ স্তর হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। প্রত্যেক মুমিন-মুসলিম বান্দার জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় এবং এটিই সবচেয়ে বড় সাফল্য।’ (সুরা তওবা, আয়াত: ৭২)

আবু উমামা আল বাহেলি (রা.)–এর বর্ণনায় আছে যে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলা শুধু ওই আমল কবুল করবেন, যা শুধু তাঁর জন্য করা হবে এবং যে আমল দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উদ্দেশ্য হবে।’ (নাসায়ি, হাদিস: ৩১৪০)

আবশ্যক স্তর

রিজিকের আবশ্যক স্তর হলো ইমান। মুসলিমের জীবনে ইমান অর্জনের চেয়ে বড় কোনো রিজিক ও নিয়ামত নেই। ইমানের নিয়ামত যাদের অর্জন হয়েছে, সৌভাগ্যবান তারা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘তারা ইসলাম গ্রহণ করে আপনাকে ধন্য করেছে মনে করে। বলুন, তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছ মনে কোরো না; বরং আল্লাহ তাআলাই ইমানের দিকে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন, যদি তোমরা সত্যবাদী হও।’ (সুরা হুজরাত, আয়াত: ১৭)

উসমান (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস (যিনি এক ও অদ্বিতীয়) নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে; সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে।’ (মুসলিম, হাদিস: ২৬)

অন্যান্য স্তর

কোনো কোনো গবেষক কোরআন-হাদিসের বিভিন্ন বর্ণনার আলোকে জ্ঞান বা হিকমা অর্জন করা এবং মুমিন বান্দাদের ভালোবাসা প্রাপ্তিকেও রিজিকের স্তর হিসেবে ব্যক্ত করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন এবং যাকে প্রজ্ঞা দান করা হয়, নিশ্চয়ই তাকে প্রভূত কল্যাণ দেওয়া হবে। জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া কেউ এটা উপলব্ধি করতে পারে না।’ (সুরা বাকারা, আয়াত: ২৬৯)

মুমিন বান্দার প্রতি মুমিন বান্দার ভালোবাসাও এক প্রকার রিজিক বা নিয়ামত। কারণ, আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন, তার প্রতি ইমানদারদের মনে ভালোবাসা সৃষ্টি করে দেন। আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন যে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিব্রাইল (আ.)–কে ডেকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি; তাই তুমিও তাকে ভালোবাস। কাজেই জিব্রাইল (আ.) তাকে ভালোবাসেন। অতঃপর জিব্রাইল (আ.) আসমানে ঘোষণা করে বলেন, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাস। তখন তাকে আসমানবাসীরা ভালোবাসেন এবং পৃথিবীবাসীদের মধ্যেও তাকে গ্রহণীয় বানানো হয়।’ (বুখারি, হাদিস: ৭৪৮৫)

লেখক ও গবেষক: মিরাজ রহমান

Source: https://www.prothomalo.com/religion/islam/62mklrm6jl

5
কুরআনে রিজিকের ফর্মুলা

আল্লাহ তায়ালা বলেন- يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اَنۡفِقُوۡا مِنۡ طَيِّبٰتِ مَا كَسَبۡتُمۡ وَمِمَّاۤ اَخۡرَجۡنَا لَـكُمۡ مِّنَ الۡاَرۡضِ وَلَا تَيَمَّمُوا الۡخَبِيۡثَ مِنۡهُ تُنۡفِقُوۡنَ وَلَسۡتُمۡ بِاٰخِذِيۡهِ اِلَّاۤ اَنۡ تُغۡمِضُوۡا فِيۡهِؕ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰهَ غَنِىٌّ حَمِيۡدٌ‏ - "হে মু’মিনগণ! তোমাদের উপার্জিত উত্তম সম্পদ থেকে এবং তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করেছি তাত্থেকে ব্যয় কর এবং নিকৃষ্ট বস্তু ব্যয় করার নিয়ত করো না, বস্তুতঃ তোমরা তা গ্রহণ কর না, যদি না তোমাদের চক্ষু বন্ধ করে থাক। আর জেনে রেখ, আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত।" (বাকারা, ২৬৭)

লক্ষ্য করুন, এখানে 'কাসাব' (উপার্জন) শব্দটি খুবই গুরুত্বপূর্ণ।  এই আয়াতে আল্লাহ অর্থ-সম্পদ নিয়ে আমাদের মনোভাব ঠিক করে দিচ্ছেন। আল্লাহ এখানে বলছেন তোমাদের সম্পদ থেকে নয়, তোমাদের "উপার্জিত উত্তম সম্পদ" থেকে দান করো।

আল্লাহ এখানে একটি বিষয় তুলে ধরছেন। আল্লাহ চান আমরা যেন কঠোর পরিশ্রম করি এবং অর্থ উপার্জন করি এরপর দান করি। তখন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। আপনাকে আগে কঠোর পরিশ্রম করতে হবে টাকাটা আয় করার জন্য। টাকাটা এমনি এমনি আপনার হাতে এসে পড়েনি। কেউ কোটিপতির ঘরে জন্মগ্রহণ করলো। এরপর লক্ষ টাকার চেক দান করে দিলো। এ টাকা পাওয়ার জন্য তাদের পরিশ্রম করতে হয়নি। এটা তাদের জন্য বড় কোনো ব্যাপার নয়।

আল্লাহ চান আপনি যেন টাকাটা আয় করার জন্য পরিশ্রম করেন এরপর দান করেন।

এরপরের কিছু আয়াতে আল্লাহ সুদ নিয়ে কথা বলেছেন। সুদ উপার্জন করার জন্যে তো আপনাকে কোনো পরিশ্রম করতে হয় না। এটা 'কাসাব' নয়।

তাই, এ আয়াতে তিনি আমাদের মনোভাব ঠিক করে দিচ্ছেন যে উপার্জনের ব্যাপারটা কিভাবে কাজ করার কথা।

এরপর তিনি বলেন- وَ مِمَّاۤ اَخۡرَجۡنَا لَکُمۡ مِّنَ الۡاَرۡضِ - " এবং তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করেছি তাত্থেকে ব্যয় কর।"

উলামারা এখানে মন্তব্য করেছেন- আমরা এখানে দুই ধরণের সম্পদের কথা জানছি। একটা আমাদের উপার্জিত সকল সম্পদ এবং আরেকটা কৃষি সম্পদ। কৃষি সম্পদ সম্পর্কে আল্লাহ বলেন এ সম্পদ আমি জমিন থেকে বের করি। এখানে কৃষি সম্পদকে অন্যান্য সম্পদ থেকে পৃথক করে উল্লেখ করা হয়েছে।

এখানে খুবই সুন্দর একটি যৌথ কর্মের কথা উল্লেখ করা হয়েছে। খুবই সুন্দর। এখন, কৃষক নিয়ে একটু চিন্তা করি। কৃষককে জমি তৈরী করতে হয়, ফসল ফলানোর উপযোগী করে মাটি সাজাতে হয়, পানি দিতে হয়--প্রচুর পরিশ্রম করতে হয়। তাই না? কিন্তু সবার শেষে কে জমিন থেকে চারাগাছ বের করে আনেন? আল্লাহ।

অন্য কথায়, সে তার কাজ না করলে আল্লাহ তার জন্য জমিন থেকে ফসল উৎপাদন করবেন না। তাকে তার কাজ করতে হবে। এরপর আল্লাহ তাকে দিবেন।

এটাই হলো কুরআনে রিজিকের ফর্মুলা। ফর্মুলাটা ভালো করে বুঝুন এবং আত্মস্থ করুন।

সমাজে দুইটা চরম চিন্তা প্রচলিত আছে। একদিকে মানুষ বলে- আমি চাকরি বাকরি খুঁজবো না। আল্লাহ আমাকে রিজিক দিবেন।
- "কেন তুমি চাকরির জন্য আবেদন করছো না?"
- "তুমি দেখবে আল্লাহ যখন দরজা খুলে দিবেন তখন এমনিতেই পেয়ে যাবো।"

ভালো করে শোন। আল্লাহ চান তুমি আবেদন করো। ইন্টারভিউ ফেস করো। আল্লাহ আকাশ থেকে তোমার মাথায় চাকরি ফেলে দিবে না। এভাবে চাকরি আসে না।

অন্যপ্রান্তে, মানুষ বলে- আমি চাকরি পেয়েছি কারণ আমি ডিগ্রি অর্জন করেছি। আমি ইন্টারভিউতে ভালো করেছি। আমার সব যোগ্যতা ছিল তাই আমি চাকরি পেয়েছি। আমি স্মার্ট ইনভেস্টমেন্ট করি। আমি অত্যন্ত যোগ্য। আমি আমি আমি।

আপনি যত পারেন জমিতে বীজ বপন করতে পারেন কিন্তু আল্লাহ যদি জমিন থেকে কোনো জীবন বের করে না আনেন, আপনার আমার পক্ষে কোনোদিনও মাটি থেকে জীবন বের করে আনা সম্ভব নয়।

অর্ধেক চেষ্টা আমাদের হাতে। বাকি অর্ধেক শুধু আল্লাহর মাধ্যমেই পূর্ণ করা সম্ভব। এই অর্ধেক অর্ধেক বুঝার চেষ্টা করুন। আপনি আপনার অর্ধেক না দিলে আল্লাহ আপনাকে আল্লাহর অর্ধেক দিবেন না। চেষ্টা না করে আল্লাহকে দোষ দিতে পারবেন না।

অনেক সময় মানুষ বলে- আমি দুই বছর যাবৎ চাকরি খুঁজছি। পাচ্ছি না। আল্লাহ দিচ্ছেন না।
আমি তখন জিজ্ঞেস করি- কি ধরণের চাকরি।
সে বলে- ইঞ্জিনিয়ারিং।     
- অন্য ধরণের কিছু খোঁজার চেষ্টা করেছেন?
- না। আমি তো একজন ইঞ্জিনিয়ার।

আচ্ছা। সবার আগে- " আল মা-সি রাদিয়া বীমা রা-কিব।" মরুভূমিতে পায়ে চলা ব্যক্তি যে কোনো বাহন পেলেই খুশি হয়ে যায়। যদি দুই বছর যাবৎ চাকরি না পেয়ে থাকেন যান মেকানিক হোন। যান টায়ার চেঞ্জ করুন। যান কোনো দোকানে কাজ করুন।

যা সম্ভব করুন। আপনি বলছেন আল্লাহ রিজিকের দরজা খোলেননি। হ্যাঁ, আল্লাহ ইঞ্জিনিয়ারিং এর দরজা খোলেননি। কিন্তু অন্য অনেক চাকরি আপনার জন্য এখনো খোলা আছে। এখন পছন্দ-অপছন্দের সময় নয়।

হ্যাঁ, আদর্শ পরিস্থিতিতে আমরা আমাদের পছন্দের সাবজেক্টে চাকরি পেতে চাই। কিন্তু সকল পরিস্থিতি তো আদর্শ পরিস্থিতি নয়।

আমাদের মূসা (আ) এর মনোভঙ্গি ধারণ করতে হবে। তিনি বলেছিলেন- "রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইইয়া মিন খাইরিন ফাকির।" ও আমার রব! আপনি আমার পথে যে কল্যাণই প্রেরণ করেন না কেন আমি তার ফকির। আমি তার দ্বারা উপকৃত হতে পারি।


- নোমান আলী খান

Source: Collected from Social Media ...

6
Safety and durable immunogenicity of the TV005 tetravalent dengue vaccine, across serotypes and age groups, in dengue-endemic Bangladesh: a randomised, controlled trial

Article:
https://www.sciencedirect.com/science/article/abs/pii/S1473309923005200?via%3Dihub#preview-section-snippets

7
গাড়ির যত্নে যে ৬টি টিপস আপনার জানা জরুরী 🍂
--------------------------------------------------------

১ |  ইঞ্জিনের তেল নিয়মিত বদলানঃ
ইঞ্জিন সুস্থ থাকে তেলের উপর নির্ভর করে। আর তাই আপনার ইঞ্জিনকে সচল রাখতে প্রতি ৩ মাস অন্তর অথবা ৩০০০ মাইল চালানোর পর গাড়ির তেল বদলাতে হবে।
কিন্তু কখনও কখনও এর বাইরেও কিছু কাজ করতে হয়। ঢাকা শহরের ধুলোবালিতে এবং জ্যামের মধ্যে চলা সব গাড়ির অবস্থায় অনেক নাজেহাল হয়ে যায়, তাই তেল স্বাভাবিক এর থেকে একটু বেশিবার বদলাতে হবে।
তেলের পাশাপাশি এর ফিল্টার, স্পার্ক প্লাগ এবং স্পার্ক প্লাগ ওয়্যার বদলানোর কাজটাও করতে হবে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর।


২ | ব্যাটারি নিয়মিত চেক করুনঃ

গাড়ি চালু করতে যে শক্তির প্রয়োজন তার পুরোটাই আসে এর ব্যাটারি থেকে। তাই গাড়িকে সচল রাখতে এর ব্যাটারিকে সচল রাখার কোনো বিকল্প নেই।
সবসময় খেয়াল রাখতে হবে ব্যাটারিকে পরিষ্কার রাখার দিকে এবং দেখতে হবে যেন এটি না কাঁপে।
ব্যাটারির পানির লেভেলও চেক করতে হবে নিয়মিত এবং একই সাথে সংযোগ স্থানে ঠিকভাবে সবকিছু সংযুক্ত যাচ্ছে কিনা সেদিকেও সতর্ক থাকা উচিত।

৩| এমিশন সিস্টেম এর পরিচর্যা করুনঃ
গাড়ির প্যাসেঞ্জার কেবিন, ইঞ্জিন সহ ভেতরের সবধরণের গ্যাস নিঃসৃত করার কাজটি করে থাকে গাড়ির এমিশন সিস্টেম।
গাড়ির নিচে থাকে এই অংশটি কিন্তু সবচেয়ে বেশি কষ্ট এই অংশটিকেই বহন করতে হয়। তাই প্রতিবছর অন্তত একবার গাড়ির এমিশন সিস্টেমটি এক্সপার্টদের দিয়ে চেক আপ করানো উচিত। 

৪ | ব্রেক সিস্টেমে খেয়াল রাখুনঃ
গাড়ি থামানোর কাজ ব্রেকের আর এই ব্রেক আসে ব্রেক প্যাডে হওয়া ঘর্ষণ থেকে। এই ব্রেকে একটু এদিক সেদিক হলেই ঘটে যেতে পারে বিশাল দুর্ঘটনা।
গাড়ির এই অংশটিতে কখন একজন মেকানিকের দৃষ্টি লাগবে তার কিছু লক্ষণ ব্রেক আগে থেকেই বোঝাতে শুরু করে।
যখন দেখবেন আপনার গাড়ির প্যাডেল স্পঞ্জের মতো আচরণ করছে তখনি বুঝে নেবেন আপনার হাইড্রোলিক সিস্টেমে বাতাস ঢুকেছে। এছাড়াও ব্রেকে লাল বাতির ওয়ার্নিং জ্বলা মানে আপনার ব্রেক সিস্টেমে ভারসাম্যহীনতা রয়েছে।

যখনই দেখবেন গাড়ি ব্রেক করলে বিভিন্ন ধরনের আওয়াজ হচ্ছে তখনি বুঝে নেবেন আপনার ব্রেক প্যাড বদল করার সময় হয়ে গেছে।

এসব ঝামেলা থেকে রেহাই পেতে আপনার গাড়ির সাথে আসা ম্যানুয়াল পড়ে জেনে নিন কিভাবে আপনার ব্রেক সিস্টেমের যত্ন নেবেন এবং কত সময় অন্তর অন্তর তা চেক আপের জন্য এক্সপার্টদের কাছে নিয়ে যাবেন।

তবে বছরে অন্তত একটিবার গাড়ির ব্রেক সিস্টেম এক্সপার্টদের দ্বারা চেক আপ করিয়ে নেওয়াই ভালো।

৫ | গাড়ির এয়ার কন্ডিশনিং সিস্টেমের খেয়াল রাখুনঃ
গাড়ি চালানোর এক্সপেরিয়েন্স ভালো কিংবা মন্দ করার একটা বিশাল অংশ নির্ভর করে করে গাড়ির এয়ার কন্ডিশনিং সিস্টেমে।

গাড়ির ভেতরের আবহাওয়া ঠান্ডা থাকবে নাকি গরম তার পুরোটারই দায়িত্ব থাকে এই অংশটির উপর।

গাড়ির এয়ার কন্ডিশনিং সিস্টেম কাজ করে রেফ্রিজারেটরের মত। তাই যখনি দেখবেন গাড়ির ভেতরের তাপমাত্রা আপনার আশানরুপ থাকছে না, বুঝে নিন যে এর এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টে ঝামেলা হয়েছে।

তাই এমতাবস্থায় গাড়ির এক্সপার্টের শরণাপন্ন হওয়াই শ্রেয়।

৬ | গাড়ির কুলিং সিস্টেম চেক আপ করিয়ে নিন :
গাড়ির কুলিং সিস্টেমের কাজ হল গাড়ির ইঞ্জিনকে সুষ্ঠূ তাপমাত্রায় রাখা। তাই এই অংশটিকে নিয়মিত এক্সপার্টের কাছে দেখানো গাড়ির জন্য ভালো।

উপরের প্রত্যেকটি টিপস নিয়মিত অনুসরণ করলেই গাড়িকে সুস্থ রাখা এবং বড় ধরণের খরচের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব।

Collected from Social Media

8
Patent Registration / Why Is Getting A Patent So Expensive?
« on: August 12, 2023, 10:44:40 AM »
Why Is Getting A Patent So Expensive?


Have you ever considered obtaining a patent for your brilliant invention, only to be discouraged by the exorbitant costs involved? You’re not alone. The process of acquiring a patent can be a financial burden for many inventors, leaving them questioning why it is so expensive.

Imagine you have discovered a hidden treasure chest filled with precious gems. Excited by the potential value, you eagerly seek assistance to appraise and protect your newfound wealth. However, you quickly realize that the appraisal and protection services come with a hefty price tag. Similarly, obtaining a patent involves a complex and time-consuming process that requires the expertise of patent attorneys or agents, extensive research, and filing fees.

The total cost of obtaining a patent can vary depending on several factors, such as the type of patent, the complexity of the invention, and the geographical scope of protection desired.

In this article, we will delve into the reasons behind the high expenses associated with patents, explore the detailed cost breakdown, and shed light on the differences between utility and design patents.

So, let’s unravel the mystery of why getting a patent is so expensive.

Key Takeaways
  • btaining a patent can be a significant financial burden for inventors due to the high costs involved.
    The process of acquiring a patent requires the expertise of patent attorneys or agents, extensive research, and filing fees.
    The total cost of obtaining a patent can vary based on factors such as the type of patent, the complexity of the invention, and geographical scope of protection desired.
    Other fees and costs to consider include patent search fees, filing fees, and maintenance fees.

What makes Patents so Expensive?
When it comes to the cost of obtaining a patent, there are several key factors to consider.

First, the process of filing your patent application itself can be quite complex and time-consuming, requiring meticulous attention to detail.

Second, the fees associated with hiring a patent attorney to assist you in navigating the legal aspects of the application can be significant.

Lastly, there are various other fees and costs to consider, such as fees for conducting a patent search, filing fees, and maintenance fees, which can further add to the overall expense of obtaining a patent.

The Process of Filing Your Patent Application
Navigating the labyrinthine process of filing your patent application can be an exasperating and costly journey. It sometimes begins with preparing and filing a provisional patent application, which provides temporary protection for your invention. This optional step allows you to establish an early filing date while giving you time to further develop your invention.

Within a year after the provisional patent application is filed, you can initiate the formal patent application process. This involves preparing a detailed patent application, including a description, drawings, and claims that define the scope of your invention. It’s crucial to ensure accuracy and clarity throughout this process to maximize the chances of your patent being granted.

However, the costs associated with filing a patent application can quickly add up. From government fees to attorney fees, the expenses can be significant. Transitioning into the subsequent section about ‘patent attorney fees,’ it’s important to understand how these costs can impact your overall patent cost.

Patent Attorney Fees
Hiring a patent attorney can greatly assist in streamlining the complex process of filing your patent application, but their expertise comes at a cost. Patent attorney fees can vary depending on factors such as the complexity of your invention and the level of experience of the attorney. Here are five important things to know about patent attorney fees:

Patent attorneys typically charge an hourly rate for their services, which can range from as low as $150 to as much as $1,000 per hour.
Some patent attorneys may also offer fixed fee arrangements for specific tasks, such as drafting and filing a patent application.
In addition to their hourly or fixed fees, patent attorneys may also charge for expenses such as filing fees, search fees, and drawing fees.

It is important to discuss the fee structure with your patent attorney upfront to avoid any surprises later on.
Remember that while patent attorney fees may seem expensive, they’re an investment in protecting your intellectual property.
Understanding patent attorney fees is just one aspect of the overall patent costs. In the subsequent section, we’ll explore other fees and costs associated with the patent application process.

Other Fees and Costs

Another important consideration is the range of additional expenses and costs associated with the patent application process. In addition to patent attorney fees, there are several other fees that need to be taken into account.

These fees include government filing fees, which are required to submit a patent application to the United States Patent and Trademark Office (USPTO). The amount of these fees can vary depending on the type of patent being sought. For example, utility patents, which are the most common type of patent, have higher filing fees compared to design or plant patents.

Other costs may include fees for patent searches, patent drawings, and amendments to the patent application. It is important to carefully consider these expenses when budgeting for the patent application process.

With all these costs in mind, it’s important to understand how much is the total cost of obtaining a patent.

How much is the Total Cost of Obtaining a Patent?
When considering the total cost of obtaining a utility patent, you can expect to spend anywhere between $5,000 and $35,000. This cost includes fees for filing, examination, and maintenance.

On the other hand, obtaining a design patent is generally less expensive, with costs ranging from $2,000 to $6,000, inclusive of filing and examination fees.

Utility Patent Approximately Cost
Acquiring a utility patent can be quite costly, with prices ranging from a few thousand to tens of thousands of dollars. To give you a better understanding, here’s a breakdown of the approximate costs involved:

Patent search: Before filing a utility patent application, it’s crucial to conduct a comprehensive patent search. This search, performed by a patent attorney, helps identify any existing patents or prior art that may affect the patentability of your invention.
Utility patent application: The cost of preparing and filing a utility patent application can vary depending on the complexity of your invention. For example, the cost will be significantly greater for filing a software patent than for a simple mechanical device. The fees reflect the amount of time that will be spent by a patent attorney when creating a detailed description, drafting patent claims, creating official patent drawings, and preparing the necessary documentation.
The government filing fees for filing your patent application in the USPTO are higher than for provisional and design patent applications (which we will discuss next).

Patent attorneys: Hiring a patent attorney is highly recommended for navigating the complex patent process. Their expertise ensures that your utility patent application is prepared correctly and increases the chances of success.
Now to discuss a generally less expensive option, let’s explore the approximate cost of obtaining a design patent.

Design Patent Approximately Cost
Now let’s delve into the cost of obtaining a design patent. Similar to utility patents, acquiring a design patent can also be a complex and expensive process. Hiring a patent attorney or lawyer is highly recommended to navigate the intricate procedures involved in protecting your intellectual property. With a design patent, it is critically important that the design is properly expressed in the drawings the first time (when filing the application), as it might not be possible to fix any vague or improperly illustrated portions later. An experienced patent attorney can help ensure that there are no such issues with your design drawings, and if they are – that they are fixable.

The cost of obtaining a design patent can vary depending on several factors. These factors include the complexity of the design, the number of design variations, and the level of legal expertise required.

Additionally, fees associated with filing and prosecuting the application must also be considered. These fees are set by the United States Patent and Trademark Office (USPTO) and can range from a few hundred to a few thousand dollars.

A design patent attorney can provide a detailed cost breakdown based on your specific case.

Moving forward, let’s explore what exactly is a detailed cost breakdown for patents.

What Exactly Is a Detailed Cost Breakdown for Patents?
When it comes to obtaining a patent, there are several key cost factors you should be aware of. First, search expenses are incurred in order to determine if your invention is novel and non-obvious.

Additionally, a patent valuation study may be sought to assess the potential value of your patent.

USPTO filing fees are another significant cost and can vary depending on the type of patent being filed.

If you are seeking protection internationally, foreign filing fees and foreign associate fees can add up quickly. Other costs to consider include PCT and PPH fees for international protection, as well as the cost of patent drafting, which involves preparing a detailed application that meets all the necessary legal requirements.

Search Expenses
Search expenses can really add up when you’re trying to get a patent. Conducting a thorough search is crucial to determine if your invention is truly novel and non-obvious. Hiring a patent attorney is recommended, as they have the expertise to perform a comprehensive prior art search, and to truly understand the impact that the results may have on your ability to obtain relevant patent protection. This search involves looking for any existing patents, publications, or other public disclosures that may affect the patentability of your invention.

The patent office also conducts its own search during the examination process. Noting that filing a provisional patent application or a non-provisional patent application will incur costs, you should perform a prior art search. The reason you do your own search is to understand what the patent office examiner might later consider relevant, before you go to the expense of preparing and filing your patent application. The complexity of your invention and the amount of prior art to consider may determine the search expenses.

Transitioning to the subsequent section, a patent valuation study is another important aspect of the patent process.

Patent Valuation Study
Consider taking a step back and envisioning your invention as a beautiful and unique puzzle piece that could potentially fit into a larger, lucrative market. A patent valuation study can help you determine the true value and potential of your invention in the competitive landscape.

You might engage a patent attorney who specializes in patent valuation studies to thoroughly analyze and assess the market potential, competitive advantage, and economic viability of your invention. They will conduct a comprehensive review of prior art, utility patents, provisional patent applications, and utility patent applications to understand the uniqueness and novelty of your invention.

By conducting a patent valuation study, you will gain valuable insights into the market demand, potential licensing opportunities, and potential returns on investment. This study will empower you to make informed decisions about pursuing a patent and commercializing your invention.

Now, let’s explore the next step: USPTO filing fees.

USPTO Filing Fees
To start the process of obtaining a patent, you’ll need to budget for USPTO filing fees. These fees can vary depending on the type of patent application you submit and the size of your entity.

The United States Patent and Trademark Office (USPTO) charges different fees for different types of patent applications. This includes utility, design, and plant patents. The fees also vary based on whether you are a micro entity, a small entity, or a large entity. For example, a micro entity may pay reduced fees compared to a large entity.

The USPTO filing fees cover various aspects of the patent application process, including examination, search, and issuance fees. These fees help fund the operations of the USPTO and ensure that patents are granted to deserving inventions.

Moving forward to the next section about ‘PCT and PPH cost,’ you will find additional costs associated with the patent process.

PCT and PPH Cost
The cost of filing a Patent Cooperation Treaty (PCT) application, “national stage” filings in individual countries,  and participating in the Patent Prosecution Highway (PPH) can vary depending on the specific requirements of the international patent process.

For example, a tech startup seeking global patent protection may incur additional costs for translation services, international filing fees, and legal representation in different jurisdictions.

Translation services are necessary to ensure that the patent application is accurately translated into multiple languages for filing in various countries.

International filing fees are required for each country where the patent application is filed.

Additionally, legal representation is crucial to navigating the complex patent laws and regulations in different jurisdictions.

These costs can quickly add up, making the process of obtaining international patent protection expensive.

Moving on to the next section, let’s explore the importance of patent drafting.

Patent Drafting
You can ensure the success of your patent application by crafting a compelling and meticulously detailed patent draft. A well-written patent draft serves as the foundation for your application and plays a crucial role in convincing the patent examiner of the uniqueness and inventiveness of your invention.

To achieve this, consider the following key elements in your patent draft:

Clear and concise description: Provide a detailed description of your invention, including its components, structure, and operation.
Thorough specification: Clearly define the scope of your invention and its technical aspects, such as materials, dimensions, and algorithms.

Accurate drawings: Include precise and accurate drawings that illustrate the various aspects of your invention.
Comprehensive claims: Draft claims that cover possible variations and embodiments of your invention.
Legal language: Use appropriate legal terminology and language to ensure the clarity and enforceability of your patent.
By diligently addressing these aspects in your patent draft, you can lay a solid foundation for the subsequent section about ‘prosecution plus fees’.

Prosecution Plus Fees
Navigating the process of prosecuting a patent can be a costly endeavour, but there’s a way to mitigate some of the expenses involved. When it comes to prosecution, there are several fees that need to be paid.

These fees include filing fees, examination fees, and issue fees. Filing fees are paid when submitting the patent application, examination fees are paid for the examination of the application, and issue fees are paid when the patent is granted.

In addition to these fees, there are also maintenance fees that need to be paid periodically to keep the patent in force. These fees can add up quickly and significantly contribute to the overall expense of getting a patent. However, it’s important to understand that these fees are necessary to ensure the integrity and protection of intellectual property.

Moving on to the next section, let’s discuss the cost of appealing a patent decision.

Appeal Cost
Moving on to the next costly aspect of patent prosecution, let’s delve into the expenses associated with the appeal process.

In certain situations, when an examiner rejects a patent application, it may be necessary to appeal the decision to a higher authority, such as the Patent Trial and Appeal Board (PTAB). However, appealing a patent case can be a complex and time-consuming endeavor, involving the preparation of legal briefs, argumentation, and potentially even oral hearings. These activities require the involvement of highly skilled patent attorneys, whose expertise and time come at a significant cost.

Additionally, should the appeal be unsuccessful, the expenses incurred during this process will be compounded by the need to pay for subsequent steps, such as filing a request for continued examination (RCE) or a continuation application.

This transition leads us to the next topic, which centers around the issue fees involved in the patenting process.

Issue Fees
Don’t let the cost of issue fees discourage you from pursuing a patent for your invention. Issue fees are one of the expenses associated with the patent process, but they are a necessary investment in protecting your intellectual property.

The issue fees are paid to the United States Patent and Trademark Office (USPTO) when your patent application is approved and ready to be granted. These fees cover the administrative costs of processing your application and issuing the patent. The amount of issue fees varies depending on the type of patent and the size of the entity applying for it.

While they can be significant, it’s important to remember that obtaining a patent provides exclusive rights to your invention for a limited period of time. So, consider the issue fees as an investment in safeguarding your innovation.

Moving forward, let’s discuss the next aspect of patent costs: maintenance fees.

Maintenance Fees
Paying attention to the ticking clock of maintenance fees is like tending to a delicate garden that ensures the longevity of your patent.

Maintenance fees are periodic payments that must be made to the United States Patent and Trademark Office (USPTO) to keep your patent in force. The USPTO requires these fees to cover the cost of maintaining and managing the patent system. Many foreign jurisdictions charge yearly annuities – some even charge these fees while the patent is pending (before it is examined and granted)!

The amount of the fees depends on the type of patent, the jurisdiction, and the stage at which the fee is due. Failure to pay the maintenance fees within the specified timeframes will result in the expiration of your patent rights.

These fees can add up over time, making the process of maintaining a patent quite expensive. This is just one of the many factors that contribute to the overall cost of obtaining and maintaining a patent.

Now, let’s delve into why utility patent costs are so expensive.

Why are Utility Patent Costs so Expensive?
When it comes to utility patent costs, there are three key areas where expenses can add up: the cost for the utility patent application, the costs after filing your patent application, and the costs after your patent issues.

The cost for the utility patent application includes fees for drafting and filing the application, as well as any additional fees for claims, drawings, or amendments.

Costs after filing your patent application can include fees for responding to office actions, conducting prior art searches, and potentially filing an appeal or an amendment.

Lastly, costs after your patent issues can involve maintenance fees, patent enforcement fees, and potential litigation expenses.

Cost for the Utility Patent Application
The high cost of obtaining a utility patent can be a major deterrent for inventors and entrepreneurs. When considering the cost for the utility patent application, it’s important to factor in the following:

Professional fees: Hiring a patent attorney or agent who’s experienced in the patent application process is crucial. Their expertise ensures that all the necessary documents and claims are properly drafted, increasing the chances of a successful application.
Patent search: Conducting a thorough patent search is essential to determine if your invention is novel and non-obvious. This search can be time-consuming and may require the assistance of a professional search firm.
Government fees: The United States Patent and Trademark Office (USPTO) charges various fees for filing, examination, and maintenance of a utility patent application.
The costs associated with filing a patent application are just the beginning. Once your application is filed, there are additional expenses to consider.

Costs After Filing Your Patent Application
Once you’ve taken the leap and submitted your patent application, be prepared for a whole new world of financial commitments that come knocking at your door.

After filing your patent application, there are several costs you need to consider. One of the major expenses is the patent examination fee, which is required by the United States Patent and Trademark Office (USPTO). This fee covers the cost of reviewing your application and conducting a thorough examination of your invention.

Additionally, you may need to pay for any amendments or additional claims you want to add to your application. These costs can quickly add up, especially if your application requires multiple rounds of examination, if you need to make extensive changes, or if significant arguments need to be made to distinguish your claims from the prior art. It’s important to budget for these expenses to ensure the smooth progress of your patent application.

After your patent issues, there will be additional costs to maintain and enforce your patent rights.

Costs After Your Patent Issues
Now that your patent has been issued, there are still some costs you need to consider. These expenses may vary depending on the type of patent and the specific circumstances, but it’s important to be aware of them.

Here are three key items to keep in mind:

Maintenance fees: To keep your patent in force, you will need to pay maintenance fees periodically. These fees are typically due at 3.5, 7.5, and 11.5 years after the patent grant. The costs can range from a few hundred to a few thousand dollars.
Patent enforcement: If someone infringes upon your patent, taking legal action may be necessary. Litigation costs can quickly add up, including attorney fees, court fees, expert witness fees, and other related expenses.
Patent portfolio management: As your business evolves, you may need to make strategic decisions about your patent portfolio. This can involve acquiring additional patents, licensing your patents to others, or even selling your patents.
Now, let’s explore why design patents are generally cheaper than utility patents.

Why are Design Patents Cheaper than Utility Patents?
When it comes to the cost of design patents compared to utility patents, there are a few key factors to consider. First, the fees for creating a design patent are generally lower than those for a utility patent. This is because the design patent application process is typically less complex and time-consuming.

Additionally, the filing fee with the government for a design patent is generally lower than that for a utility patent, further contributing to the lower overall cost.

Fees for Creating Design
To create a design, you gotta shell out some serious cash for those patent fees! Design patents may be cheaper than utility patents, but they still come with their fair share of expenses. When it comes to fees for creating a design, here are some important points to consider:

Application fee: This fee is required to submit your design patent application.
Search fee: Before granting a design patent, the United States Patent and Trademark Office (USPTO) conducts a search to ensure your design is unique.
Examination fee: you must pay an examination fee for the USPTO to review your application.
Maintenance fee: Design patents in the U.S. do not require maintenance fees.  This is a nice bonus of having design patents in your patent portfolio.
Additional fees: There may be other fees associated with your design patent, such as fees for amendments or extension fees for late filings.
Now that you understand the fees for creating a design, let’s move on to the next section about the filing fee with the government.

Filing Fee with the Government
Paying the filing fee with the government will be a necessary step in the process of obtaining a design patent. The filing fee covers the administrative costs associated with reviewing and processing your patent application. It is important to note that the filing fee is non-refundable, regardless of whether your patent is granted or not.

The amount of the filing fee varies depending on the type of patent and the entity filing the application. For smaller companies, the fee is generally lower compared to large corporations. And for individuals, the fee is generally lower compared to even small businesses. The government sets these fees to ensure that the patent office can properly review and evaluate each application.

Once you’ve paid the filing fee, you can proceed with the patent application process. Moving on to the next section, let’s explore how much international patents cost.

How much do International Patents Cost?
International patents can be quite costly, but it’s important to understand the expenses involved. Here are five reasons why international patents can be expensive:

Filing fees: Each country has its own filing fees, which can quickly add up if you’re seeking protection in multiple countries.
Translation costs: To file a patent in a foreign country, you may need to translate your application into the local language, which can be a significant expense.
Examination fees: Most countries charge fees for examining your patent application to determine if it meets their requirements.
Legal fees: Typically your patent attorney will engage other patent attorneys to file your application in other countries. As they are usually just filing a translated copy of your U.S. application, the fees charged for filing are usually reasonable. But examination fees can quickly add up if there are rejections in foreign countries that they need to handled.
Maintenance fees: Once your patent is granted, you’ll need to pay maintenance fees in each country to keep your patent in force. And in some countries, you’ll need to pay maintenance fees (or “yearly annuities”) even while the application is still pending (before it is granted).
Understanding these costs will help you make informed decisions about pursuing international patents.

Now, let’s discuss the difference between a patent agent and a patent attorney.

Is there any Difference between a Patent Agent and Patent Attorney
Did you know that the disparity between a patent agent and a patent attorney can be as vast as the difference between night and day? While both professionals can help you with the patent process, there are important distinctions to consider.

A patent agent is an individual who has passed the patent bar exam and is authorized to prepare and file patent applications with the United States Patent and Trademark Office (USPTO). They have a deep understanding of patent law and can assist you in the technical aspects of the patent application process.

On the other hand, a patent attorney is not only qualified to handle the technical aspects but also has a law degree and is licensed to practice law. This means they can provide legal advice and represent you in patent disputes and litigation. So, if you require legal guidance or representation, a patent attorney may be the better choice.

Conclusion
In conclusion, obtaining a patent can be quite costly due to various factors. The total cost includes filing fees, attorney fees, and maintenance fees, among others. Utility patents tend to be more expensive than design patents due to the complexity of the invention. International patents also come with additional costs.

Your understanding of the patent process can allow you to be strategic about what you do and how you spend your budget.  In addition, providing clear information and clear instructions to your patent attorney can ensure that what you spend is efficiently directed at your business goals.

It’s important to note that while both patent agents and patent attorneys can assist with the patent process, there may be slight differences in their qualifications and expertise. Overall, securing a patent requires careful consideration of the expenses involved.

Source: https://www.goldsteinpatentlaw.com/why-is-getting-a-patent-so-expensive/?inf_contact_key=e9e3dbce2b860d476afd942420824114680f8914173f9191b1c0223e68310bb1

9
ইলন মাস্ক জানালেন এক্স–এ ভিডিও লাইভ করা যাবে


সম্প্রতি খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের নাম পরিবর্তন করে ‘এক্স’ করেছেন ইলন মাস্ক। এ নিয়ে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এক্সে লাইভ ভিডিও সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। শুধু তা–ই নয়, নিজে লাইভ ভিডিও করে জানিয়েছেন, এক্সে লাইভ ভিডিও এখন বেশ ভালোভাবেই কাজ করছে। পোস্ট করার সময় ক্যামেরার আইকনে ট্যাপ করলেই লাইভ করা যাবে।

এক্সে ইলন মাস্কের ৫৩ সেকেন্ডের লাইভ ভিডিও সরাসরি দেখেছেন ১ কোটি ২১ লাখেরও বেশি মানুষ। এক্সের তথ্যমতে, পোস্ট অপশনের নিচে থাকা নীল রঙের ক্যামেরা আইকনে ট্যাপ করে দ্রুত লাইভ ভিডিও প্রচার করা যাবে। তবে লাইভ ভিডিও কতক্ষণ প্রচার করা যাবে বা কোন ধরনের ব্যবহারকারী এ সুবিধা পাবেন, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

লাইভ ভিডিও চালুর আগে ভেরিফায়েড অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য ভিডিও ডাউনলোডের সুবিধা চালু করেছে এক্স। নতুন এ সুবিধা চালুর ফলে এক্স ব্যবহারকারীরা সহজেই অন্যদের পোস্ট করা ভিডিও ডাউনলোড করতে পারবেন। তবে ভিডিও পোস্ট করা ব্যক্তি ডাউনলোড অপশন বন্ধ রাখলে অথবা কোনো অ্যাকাউন্ট প্রাইভেট করা থাকলে ভিডিও ডাউনলোড করা যাবে না।
উল্লেখ্য, টুইটারের নাম পরিবর্তনের আগে বহুল প্রচলিত নীল রঙের পাখির ছবিযুক্ত লোগো পরিবর্তন করে এক্স অক্ষরের নতুন লোগো চালু করেন ইলন মাস্ক। নতুন লোগো চালুর পাশাপাশি এক্সের জন্য কালো রঙের নতুন থিমও প্রকাশ করেন তিনি।

সূত্র: গ্যাজেটস৩৬০

Source: https://www.prothomalo.com/technology/q7iu96c4m3

10
Building Trust and Delivering on the Promise of Artificial Intelligence-WITSA

Pls have a look in the attached documents.

11
Geography & Environment / Building Climate Resilience for Bangladesh
« on: August 02, 2023, 04:18:15 PM »
Building Climate Resilience for Bangladesh


Bangladesh contributes less than 1% to global greenhouse gas emissions. However, the country ranks 7th and 9th in the global climate risk index and number of deaths, due to climate-induced disasters, respectively. While Bangladesh’s high population density (~1200 people/ sq km) – is conducive to building businesses, in the case of climate vulnerability, it further exacerbates risks for the nation.

Given the current trajectory, the rapidly changing climate conditions will trigger annual GDP losses, in the range of 1 to 2%. Beyond these macro implications, there are lasting consequences for food security due to the loss of arable land (up to 1.75% per year), for education due to the breakdown of school infrastructure, for health due to high salinity and waterlogging, and for livelihood due to loss of income and assets.

At a policy level, the country has adopted policies like Bangladesh Climate Change Strategy and Action Plan 2009 and Mujib Climate Prosperity Plan, and National Adaptation Plan 2023-2050 for building climate resilience in Bangladesh.

However, to combat climate change, synergistic initiatives are needed from both public and private players. Additionally, as the LDC graduation takes place in a few years, the country will lose access to development financing like the Green Climate Fund and the Least Developed Countries Fund.

Hence, it is critical that the ecosystem comes together to build climate resilience in Bangladesh. Here are four things that can help underpin such initiatives:

1. Embracing human-centered climate smart product designs with incentives for the private sector to contribute. The applications can be public services, including transportation, water, and waste management, and in industries like affordable housing, healthcare, financial services, skills, and education, where the private sector can take leadership. Cities will invariably face a continued influx of people, and it would be imperative to build sustainable infrastructure to support the growth. Decentralization and building important commercial hubs other than in tier 1 cities would be crucial as well. Lastly, circular economy initiatives centered around citizen participation will go a long way toward building a recycling culture.

2. Incentivizing the benefits of decarbonization can help abate emissions from the industrial, energy, agriculture, and transport sectors. Additionally, doing so will improve health conditions and enhance the air quality in cities. With the current rate of air pollution, both children and the aged population are vulnerable, and decarbonization can save up to 1 million lives by 2030. While sectors like RMG/ Textile are already uptaking green technologies – boosting uptake can also help improve industry competitiveness. For example, a greener-knit composite factory can command better export branding as well as save costs through resource optimization and access to lower cost of funding. Smart low-carbon agriculture can also help, but practices need to be incentivized and scaled. Lastly, renewable energy needs to be a stronger focus. This is tricky for Bangladesh, given its limited land mass. However, innovations like rooftop or street solar can help push the boundaries while exploring other options like wind and tidal waves.

3. Promote sustainable practices like circularity to ensure resource utilization. A circular economy can help in bolstering climate resilience by minimizing the extraction of natural resources, increasing waste prevention, and optimizing the environmental, social, material, and economic values of materials, components, and products throughout their lifecycle. This is perhaps the most needed in the ready-made garments (RMG) and textile sectors of Bangladesh since these two sectors contribute to 15.4% and 12.4% of total industrial CO2 emissions in the country, respectively. With the help of development partners, philanthropic bodies, private sector players, and key stakeholders, the process of “going green” and becoming more sustainable is already underway. To that end, LightCastle Partners will be conducting a series of dialogues and private-public engagements to bring together key stakeholders within the garment and textile ecosystem to bolster sustainability and greater competitiveness in the face of the fourth industrial revolution and automation as part of the Oporajita: Collective Impact on the Future of Work in Bangladesh project funded by the H&M Foundation and implemented by Asia Foundation in Bangladesh.

4. Easing and improving the enabling environment will not only help the adoption of national plans and policies but would also encourage domestic and international investments. In the public sector, local government agencies need to be further empowered so that they can implement and plan through a decentralized approach. Sectors like renewables, water and waste management, and agriculture would need smart capital and collaboration with international players will open new avenues for capital and technical expertise. However, for that, we need to improve the business environment as well as make domestic capital/ profit repatriation processes easier. Lastly, the greening of the financial sector will be imperative to encourage more green investments and enable more green businesses to flourish. Stronger policies around impact investing, including better impact measurement and management practices, along with the right incentives for the investors, will ensure more capital flow.

An inclusive and synergistic effort is needed between the public, development, and private sectors as Bangladesh combats climate change and builds sustainable solutions.

Source: https://www.lightcastlebd.com/insights/2023/04/climate-resilience-bangladesh/

12
Capturing the Carbon Credit Market: Can Bangladesh Utilize Its Potential?


Changes in the Earth’s climatic conditions and the significance of human intervention that has propelled this outcome are undebatable. The global annual temperature has increased by a little more than 1 degree Celsius since the Industrial Revolution. It increased on average by 0.07 degrees Celsius (0.13 degrees Fahrenheit) every 10 years from 1880—the year that accurate record keeping began—till 1980. However, the pace of growth has more than doubled since 1981.

In the last 40 years, the yearly global temperature has increased by 0.18 degrees Celsius (0.32 degrees Fahrenheit) every decade. Furthermore, nine of the ten warmest years to date have all occurred since 2005, and five of these ten warmest years have all happened since 2015.

In order to avoid a future marred by extreme droughts, wildfires, tropical floods and storms, and other disasters that will wreak havoc around the globe, it is imperative that global warming be limited to 1.5 degrees Celsius by the year 2040. [1]

Global land-ocean temperature index
Data source: NASA’s Goddard Institute for Space Studies (GISS). Credit: NASA/GISS [2]

Undoubtedly, the emission of carbon dioxide (CO2), among other greenhouse gases and air pollutants, is one of the main drivers of climate change. Therefore, a rapid and sustained reduction in greenhouse gas emissions and reaching a net zero carbon dioxide status is imperative to stabilizing global warming.

As part of the initiative, a concept of trade in carbon credits was introduced in 1997 as part of the Kyoto Protocol, the first international decision to cut carbon dioxide emissions. This further raises questions about what carbon credit stands for and how the mechanism is devised to reduce emissions of carbon dioxide, which will in turn reduce global warming. [3]

What Do We Understand by Carbon Credit?
Since the Kyoto Protocol was signed in 1997, carbon has been considered a commodity that can be traded. Today, carbon can be traded internationally in exchange for carbon credits.

A certificate known as a “carbon credit” allows a business to release one ton of CO2 or other greenhouse gases (GHG). However, businesses aren’t allowed to release an infinite amount of GHGs into the atmosphere because of the schemes’ quotas.

The emission trading system, also known as the “cap and trade” system, is a mechanism where the price of carbon changes over time. A maximum level of pollution known as the cap is defined, and the price of the license increases gradually as the emission approaches the cap.

Companies get a set number of credits, which decline over time, and they can sell any excess to another company.  Carbon credits create a monetary incentive for companies to reduce their carbon emissions. [4]

The cap’s total is divided up into allowances. A corporation is allowed to emit one ton of emissions with each allowance. The allowances are given by the government to the businesses either for free or at auction. Nevertheless, the government decreases the total emissions cap each year by issuing fewer permits. As a result, the permits are now more costly.

Companies have the incentive to invest in clean technology and lower their emissions more effectively over time as it becomes more affordable than purchasing permits.

Types of carbon credit markets

Furthermore, carbon is priced differently in the two markets as well. Under the voluntary market, one ton of carbon dioxide on average can be around $10 to $100, whereas in the CER market, the price is over $300.[5]

The prices of carbon credits are determined in two main ways: internal pricing and external pricing. Under the internal pricing method, organizations set internal carbon credit prices that guide their investment decisions. Their internal mechanism for determining carbon credits is based on various factors, such as identifying risks and opportunities from conducting emission reduction activities, etc. On the other hand, under the external pricing method, carbon credit prices are controlled by market forces and the overall regulatory environment.[6]

However, the valuation of carbon credits is not limited to the use of market dynamics but also depends on the project type, size, location, and other determining factors.

The chart below depicts a basic scenario of the types of credits within the marketplace.

Types of carbon credits available within the marketplace


Apart from using carbon credits as a mechanism to control emissions, carbon taxes are also used, where a price tag is put on fossil fuel emissions in order to disincentivize their use. Both mechanisms facilitate the promotion of greener energy sources. However, both taxes and credits represent indirect emission reductions and do not tackle the core issue directly. Therefore, a blend of both strategies is required to reduce emissions in the long run. [7] 

Global Practices Regarding Carbon Credit
Among the ‘cap and trade’ systems present, the European Union’s Emissions Trading System (EU ETS), which was introduced in 2005, is the most well-known. As of 2020, some other countries that have ETS are Canada, the United States, Norway, Sweden, Spain, Portugal, France, Ireland, Italy, the United Kingdom, Greece, Iceland, Kazakhstan, China, South Korea, New Zealand, etc.

Around 12% of emissions in 2020 came from nations or industries with a carbon tax, and the trading system only covered 6% of the market. This indicates that a carbon price has to be paid for 18% of all emissions in the world.

When China began its national emissions trading scheme in 2021, this coverage significantly increased, reaching 25% of world CO2 emissions. Moreover, China’s emission cap is based on the intensity of the emissions. [8]

In 2021, the pricing in the EU ETS ended at more than 80 euros per ton, which is double the price at the end of 2020. A tighter market resulted from a more aggressive EU climate goal of decreasing emissions by 55% by the year 2030. The Western Climate Initiative and Regional Greenhouse Gas Initiative, two regional carbon markets in North America, both had 6% growth last year.

The three main ETS around the world at present are

The European Union’s Emissions Trading System (EU), operating since 2005. The jurisdiction covers 27 EU states and three European Free Trade Association states. This region has the second-largest ETS in the world due to its 3,893 MT annual total of GHG emissions.
California Global Warming Solutions ACT (USA), operating since 2012. In this jurisdiction, annual GHG emissions total 425 MT.
The Chinese National Emission Trading System (China), operating since 2021. It has an overall GHG emission of 12,301 MT per year. [9]
Developing Nations in Pursuit of Capturing the Voluntary Carbon Credit Market
With 194 countries signing the Nationally Determined Contributions (NDCs) under the Paris Agreement in 2015, developing nations have been accelerating their actions towards climate resilient steps.

Countries such as Jordan, Ghana, Chile, and a few South American countries have developed digital infrastructure to enhance their access to the carbon market. [10] However, as developed countries do not have a compliant market within their system, their reliance lies heavily on the voluntary carbon market.

A marketplace that is dominated by bigger nations causes difficulties for new entrants to get access to buyers. The carbon trading market has been prevalent for over 15 years, and developed nations have created schemes that foster institutions to participate both in the compliance and voluntary markets.

On the other hand, developing countries have started taking green solutions seriously after the Paris Agreement, making them fall behind in the market space. While the majority of countries have started building a market system, developed nations have flourished in the voluntary market with carbon credits, causing its value to go down and making it less lucrative for emerging market players.

As for South Asia, India has been a major contributor to the voluntary carbon market for the last 12 years. From 2010 to 2021, the country has issued nearly 17% of the world’s carbon credits, which is equivalent to 35.94 million carbon credits. However, the country plans to ban international carbon trade to foster the domestic market, as the country has established an NDC to become net zero by 2070. [11]

Recently, India has made important strides towards the development of a domestic-compliant carbon market. A blueprint for the phased introduction of the cap and trade system has been drafted that includes an increase in voluntary demand for carbon credits domestically, facilitate the development, registration, and validation of emission reduction projects to increase carbon credits, and evolve the voluntary market into a compliance cap and trade system. [12]

The country is also deploying a stabilization fund to purchase carbon credits and reduce pricing volatility in the market. This will incentivize green solution investors to actively participate in the journey to reduce carbon emissions. [13]

Bangladesh’s Prospects of Entering the Carbon Market
Bangladesh has been heavily involved in exploring renewable energy opportunities in the country. The country aims to supply 30% of its energy demand from renewable and clean sources by 2030 and 40% by 2041.

As per the updated NDC, Bangladesh aims to reduce carbon emissions by 22% within 2030 and the energy sector will have a 96.1% stake in the achievement. [14] A total of 958.45 MW is being generated from renewable sources, comprising on-grid and off-grid solutions. As of now, the installed renewable energy sources have reduced carbon emissions by 4 MN MT CO2 and are expected to further reduce them by 9 MN MT CO2 over their lifetime.

However, investing in renewable sources is expensive, and its adoption becomes even more difficult when industrial players have access to cheaper captive power plants operating on gas.

The recent global energy price hike and Bangladesh’s depleting gas reserves have had bigger organizations shift to solar energy solutions for futureproofing their energy sources. However, the high initial investment required is making many reluctant to take the step. In general, a solar project requires 5-6 years to reach break-even. Hence, if the market gets access to carbon trading, the proposition to invest in renewable energy will become lucrative.   

Recently, Infrastructure Development Company Ltd. (IDCOL) sold 2.53 million carbon credits worth 16.25 million USD. These carbon credits have been accumulated since 2006, and the revenue generated comes mostly from Improved Cook Stoves (ICS) and Solar Home Systems (SHS).

The price IDCOL received varied for different regions and organizations, from less than a dollar to 7 dollars per unit. Since a domestic carbon market has not yet been established and clean production has been in demand overseas, it is advisable for manufacturing-based industries, especially the apparel sector, to become the primary curators of domestic demand for carbon credit, as it will help them attract more value-added orders. [15]

On the other hand, it is also important to generate quality carbon credits that are backed by proper baseline evaluation, project auditing and verification, and approvals from established bodies. This will allow for better negotiating power in the market and also strengthen the real impact of the initiative. [16]

After the establishment of a voluntary market driven by domestic demand, the country should take the necessary steps to create a compliant market. This would make conglomerates become aware of their carbon footprint and propel them to take the necessary steps to reduce it through renewable energy interventions and the purchase of carbon credits.

Since Bangladesh is heavily investing in renewable energy to reduce its dependency on fossil fuels, rigorous policies should be developed to incentivize investors in the sector. It may include properly pricing fossil fuels, initiating carbon taxation, and facilitating a carbon trading market. [17] This will give renewable energy initiatives a cost-competitive advantage over other captive power solutions. Additionally, carbon taxation will increase the country’s revenue, which can be further used to introduce clean technology and infrastructural development.

Authors
The article was authored by Sutopa Ahmed, Business Analyst at LightCastle Partners, and Fahmid Kaisar, Business Consultant at LightCastle Partners. Advisory and editorial support was provided by Sanjir Ali, Senior Business Consultant and Project Manager at LightCastle Partners. For further clarifications, contact here: sutopa.ahmed@lightcastlebd.com

Source: https://www.lightcastlebd.com/insights/2023/05/carbon-credit-market-bangladesh/

13
জমির দলিল আছে দখল নাই। তাহলে করণীয় কী?

আপনার কাছে জমির দলিল আছে, খতিয়ান আছে কিন্তু জমিটি ভোগ করতেছে অন্য কেউ। এ ক্ষেত্রে আপনি কী করবেন? এক্ষেত্রে আপনি কি জোর খাটিয়ে থানা পুলিশের মাধ্যমে জমির দখলে যাবেন নাকি আদালতে যাবেন; বুঝতে পারেন না। কোনটি করলে আপনি আপনার জমি ফেরত পাবেন?

👉প্রথমে দেখি আপনি আপনার জমি থেকে  কী কী কারণে বেদখল হতে পারেন?

✏প্রভাবশালী মহল কতৃক জোরপূর্বক বেদখল,

🖍বেদখল হওয়ার সময় নাবালক ছিলেন,

🖍অন্যান্ন মালিকেরা আপনার অংশ সহ বিক্রি করে দিয়েছে,

🖍ওয়ারিশ হিসেবে আপনার ভাগ আপনি পাননি,

🖍জমির মালিক জমি বিক্রি করার পর পুনরায় অন্য কাউকে বিক্রি করেছেন এবং সে ব্যক্তিই এখন দখলে আছেন

👉👉দখল উদ্ধারে যে আইনগুলি সম্পর্কিত:👈👈

ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮; ধারাসমূহ: ১৪৪, ১৪৫
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭; ধারাসমূহ: ৮, ৯, ৪২
তামাদি আইন, ১৯০৮; ধারাসমূহ: ৫, ৮, ২৮

সাধারণত ভুক্তভোগী যেখানে প্রতিকার চাইতে পারে

১. এলাকার বা মহল্লার মাতব্বর বা সভাপতি, মেম্বার-চেয়ারম্যান বা রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি:
এভাবে সালিশ বসিয়ে বিরোধের সমাধান করতে পারলে ভালো, তবে ঘুষের লেনদেন না করা উচিত। কারণ সালিশের সিদ্ধান্ত আদালতের কাছে গ্রহণযোগ্য নয় শুধু দু পক্ষ মেনে নিলেই এর গ্রহণযোগ্যতা থাকে। আর সালিশের মাধ্যমে সমাধান করতে গিয়ে যেন কোনভাবেই কাল ক্ষেপন না করেন। বিশেষ করে সর্বোচ্চ এক মাসের মধ্যে সমাধান করা ভালো।কারণ  কালক্ষেপন করার ফলে আপনি অনেক আইনি প্রতিকার থেকে বঞ্চিত হতে পারেন।
দুষ্ট পক্ষের সালিশের নামে ষড়যন্ত্র ও করতে পারে যাতে করে কালক্ষেপন করে আপনার আইনি প্রতিকার পাওয়া থেকে বঞ্চিত করতে পারে।

২. থানা:
জমিজমার মালিকানা বা বিরোধ বিষয়ে থানা পুলিশের কোন ভূমিকা বা সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা নেই। যদিও থানায় বসে কেউ কেউ জমি বিরোধের নিষ্পত্তির চেষ্টা করা হয়। অবশ্য এ ক্ষেত্রে ঘুষের লেনদেন থেকে বিরত থাকা উচিত কেননা থানার সিদ্ধান্ত দেয়ার কোন ক্ষমতা নেই যে কারণে এটি অমান্য করলে থানার কিছু করার থাকেনা। জমি বিরোধের ক্ষেত্রে পুলিশ আনুষঙ্গিক ভূমিকা পালন করে, আইন অনুযায়ী আদালতের নির্দেশ পালনে কাজ করে কিন্তু প্রত্যক্ষ ভাবে পুলিশের কোন ভূমিকা নেই। জমির মালিকানা ইস্যুতে একমাত্র দেওয়ানি আদালতকে একচ্ছত্র সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা দেয়া হয়েছে। কিন্তু জমি নিয়ে বিরোধের ফলে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হলে ফৌজদারি অপরাধ হিসেবে পুলিশ দায়িত্ব পালন করে।

৩. ফৌজদারি আদালত:
বেদখল হওয়ার প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা করা। আইনি প্রতিকার পার্টটি দেখুন।

৪. দেওয়ানি আদালত:
এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা করা। আইনি প্রতিকার পার্টটি দেখুন।

👉👉👉এবার দেখি জমি থেকে বেদখল হলে আইন কী কী সুরক্ষা দেয়? তামাদি মেয়াদ অনুসারে আলোচনা।

১. বেদখল হওয়ার ২ মাসের মধ্যে প্রতিকার:  এটি একমাত্র ফৌজদারি প্রতিকার। এটি সবচেয়ে বেশি কার্যকর, তৎক্ষণাৎ প্রতিকার। মামলার সিদ্ধান্ত দ্রুততার সাথে নেয়া হয়। দেওয়ানি মামলার মতো দীর্ঘসূত্রিতা নাই। ফৌজদারি কার্যবিধি,
১৪৫ ধারা বলে জমি থেকে বেদখল হওয়ার ২ মাসের মধ্যে
 প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এ মামলা করা হয়। এক্ষেত্রে একই আইনের ১৪৪ ধারা ও সংযুক্ত করা যায়। উক্ত আদালতে ১৪৫ ধারায় অভিযোগ দায়ের করার পর তিনি অভিযোগ টি আমলে নিলে অভিযুক্ত পক্ষকে একটি নোটিশ দিবেন। নোটিশে স্থান ও তারিখ উল্লেখ করে হাজির হয়ে বক্তব্য পেশ করার জন্য বলবেন। এছাড়া তিনি পুলিশকে দখল বিষয়ে তদন্তের নির্দেশ দিতে পারেন। এটি একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট কতৃক ফৌজদারি প্রতিকার। "যিনি দখলে আছেন তিনিই দখলে থাকবেন" এই নীতি অনুসরণ করা হয়। অর্থাৎ এ আদালতে জমির প্রকৃত মালিকানা কার যাচাই করা হয় না। শুধুমাত্র শান্তিপূর্ণ দখলে কে ছিল তা তদন্ত করে দেখা হয়। তাই শান্তিপূর্ণ দখলদার ব্যক্তি জমির প্রকৃত মালিকানা না হলেও তিনি এই প্রতিকার পাবেন অর্থাৎ তিনি দখল ফেরত পাবেন। এসময় প্রকৃত মালিকের প্রতিকার হলো দেওয়ানি আদালতে মামলা করা। আর প্রকৃত মালিক ও যদি অন্য কারো দ্বারা বেদখল হন তিনিও এই প্রতিকার পাবেন। এটিতে মামলার খরচাপাতি দেওয়ানি মামলা থেকে অনেক কম এবং সময় সাশ্রয়ী। তাই বেদখল হওয়ার পর যত দ্রুত সম্ভব এই ব্যবস্থা নিলে মামলার খরচ থেকে বেঁচে যায়।

২. বেদখল হওয়ার ৬ মাসের মধ্যে প্রতিকার: বেদখল হওয়ার ২ মাস অতিক্রান্ত হয়ে গেলে এ পদক্ষেপ নেয়া যায়। অবশ্য ৬ মাসের মধ্যে এ পদক্ষেপ নিতে হবে। এটি একটি দেওয়ানি প্রতিকার। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা মোতাবেক এই প্রতিকার প্রদান করা হয়। এজন্য দেওয়ানি আদালতে দখল উচ্ছেদের মামলা করতে হবে। এ মামলায় ১৪৫ ধারার মতো মালিকানা কার যাচাই করা হয় না। শুধু প্রকৃত দখল কার ছিল সেটিই প্রমাণ করা হয়। তাই মালিকানা বিষয়ক প্রমাণাদি এ মামলায় তেমন গুরুত্ব বহন করেনা। যিনি প্রমান করতে পারবেন, তিনি শান্তিপূর্ণ দখলে ছিলেন, অপরপক্ষ বেআইনি ভাবে অনুপ্রবেশ করে তাকে বেদখল করেছেন। তাকেই আদালত দখল ফেরত পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। এই মামলার খরচ দেওয়ানি আদালতের চেয়ে কম অর্থাৎ মামলার মূল্যমানের উপর এডভোলারাম কোর্ট ফি এর অর্ধেক। এ মামলায় প্রকৃত মালিক যদি তার জমির অধিকার থেকে বঞ্চিত হয় তার করণীয় হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা ও ৪২ ধারায় মামলা করা।

হবে।

৪. বেদখল হওয়ার ১২ বছর অতিক্রান্ত হয়ে গেলে প্রতিকার: বেদখল হওয়ার ১২ বছর অতিক্রান্ত হয়ে আইনি প্রতিকার পাওয়া কষ্টকর হয়ে পড়ে। যদি ১২ বছর অতিক্রান্ত হয়ে যায় তামাদি আইনের ৫ ধারায় তামাদি মার্জনার দরখাস্ত দাখিল করে আদালত উক্তরূপ মামলা করা যায়। এক্ষেত্রে ১২ বছর অতিক্রান্ত হওয়ার কারণ সমূহ আদালতের কাছে ব্যাখ্যা করতে হয়।

উপরিউক্ত তামাদি সময়সীমা নাবালক ও ওয়ারিশের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে।

উপরের আলোচনা থেকে দেওয়ানি মামলা মোকদ্দমার ক্ষেত্রে সময় একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। তাই জমি থেকে বেদখল হলে কাল ক্ষেপন না করে উচিত আইনি ব্যবস্থা নেয়া নতুবা আইনি প্রতিকার কালক্রমে অদৃশ্য হয়ে যেতে পারে।

Source: https://www.bdlawask.com/2020/07/blog-post.html#:~:text=%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%87%20%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%80%E0%A6%A8%20%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%20%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87%20%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE,%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC%20%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%20%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%A3%20%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A5%A4

14

পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০ টি শব্দের অর্থ
👉দলিলে লিখিত অনেক শব্দ আছে,যার সংক্ষিপ্ত রুপ ব্যবহার করা হয়ে থাকে। এমনও কিছু শব্দ আছে যা খুব কম ব্যবহার হয়। যারা পুরাতন দলিলের ব্যবহৃত শব্দের অর্থ বোঝেন না,তাদের জন্য বিস্তারিত আলোচনা করা হলো।
১) মৌজা 👉 গ্রাম।
২) জে.এল নং 👉 মৌজা নং/গ্রাম নম্বর।
৩) ফর্দ 👉 দলিলের পাতা।
৪) খং 👉 খতিয়ান।
৫) সাবেক 👉 আগের/পূর্বের বুজায়
৬) হাল 👉 বর্তমান।
৭) বং 👉 বাহক, অর্থাৎ যিনি নিরক্ষর ব্যক্তির নাম লিখে।
৮) নিং 👉 নিরক্ষর।
৯) গং 👉 আরো অংশীদার আছে।
১০) সাং 👉 সাকিন/গ্রাম।
১১) তঞ্চকতা 👉 প্রতারণা।
১২) সনাক্তকারী 👉 যিনি বিক্রেতাকে চিনে।
১৩) এজমালী 👉 যৌথ।
১৪) মুসাবিদা 👉 দলিল লেখক।
১৫) পর্চা 👉 বুঝারতের সময় প্রাথমিক খতিয়ানের যে নকল দেওয়া হয় তাকে পর্চা বলে।
১৬) বাস্তু 👉 বসত ভিটা।
১৭) বাটোয়ারা 👉 বন্টন।
১৮) বায়া 👉 বিক্রেতা।
১৯) মং 👉 মবলগ/মোট
২০) মবলক 👉 মোট।
২১) এওয়াজ  👉 সমপরিমাণ কোন কিছু বদলে সমপরিমাণ কোন কিছু বদল করাকে এওয়াজ বলে।
২২) হিস্যা 👉 অংশ।
২৩) একুনে 👉 যোগফল।
২৪) জরিপ 👉 পরিমাণ।
২৫) এজমালী 👉 কোনো ভূমি বা জোতের একাধিক শরীক থাকিলে তাহাকে এজমালী সম্পত্তি বা এজমালী জোত বলে।
২৬) চৌহদ্দি 👉 সীমানা।
২৭) সিট 👉 নকশার অংশ বা মৌজার অংশের নকশাকে সিট বলে।
২৮) দাখিলা 👉 খাজনার রশিদ।
২৯) নক্সা 👉 ম্যাপ।
৩০) নল 👉 জমি পরিমাপের নিমিত্তে তৈরী অংশ দণ্ড।
৩১) নাল 👉 চাষাবাদের উপযোগী ভূমি।
৩২) পিং 👉 পিতা।
৩৩) জং  👉 স্বামী।
৩৪) দাগ নং 👉 জমির নম্বর।
৩৫) এতদ্বার্থে 👉 এতকিছুর পর।
৩৬) স্বজ্ঞানে 👉 নিজের বুঝ মতে।
৩৭) সমূদয় 👉 সব কিছু।
৩৮) ইয়াদিকৃত 👉 পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করিলাম।
৩৯) পত্র মিদং 👉 পত্রের মাধ্যমে।
৪০) বিং 👉 বিস্তারিত।
৪১) দং 👉 দখলকার।
৪২) পত্তন 👉 সাময়িক বন্দোবস্ত।
৪৩) বদল সূত্র 👉 এক জমি দিয়া অন্য জমি গ্রহণ করা।
৪৪) মৌকুফ 👉 মাপ।
৪৫) দিশারী রেখা 👉 দিকনির্দেশনা।
৪৬) হেবা বিল এওয়াজ 👉 কোন জিনিসের পরিবর্তে ভূমি/জমি দান করাকে হেবা বিল এওয়াজ বলে।
৪৭) বাটা দাগ 👉 কাটা দাগ এটি ভগ্নাংশ আকারে থাকে, যার উপরের সংখ্যা আগের দাগ এবং নিচের সংখ্যা এই দাগের বাটা।
৪৮) অধুনা 👉 বর্তমান।
৪৯) রোক 👉 নগদ।
৫০) ভায়া 👉 বিক্রেতার পূর্বের ক্রয়কৃত দলিল।
৫১) দান সূত্র 👉 কোনো ভূমি দলিল মূলে দান করিলে দান গ্রহণকারী দান সূত্রে ভূমির মালিক বলিয়া গন্য হয়।
৫২) দাখিল খারিজ 👉 কোনো জোতের ভূমি ও জমা হইতে কতেকাংশ ভূমির খরিদ্দার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ব্যাক্তিকে পৃথকভাবে নাম জারি করিয়া দিলে তাহাকে দাখিল খারিজ বলে।
৫৩) তফসিল 👉 তালিকা, কোনো দলিলের নিম্নভাগে লিখিত সম্পত্তির তালিকাকে তফসিল বলে।
৫৪) খারিজ 👉 যখন কোনো সরকার বা জমিদার কোনো প্রজাকে তাহার অংশীদারের জমা হইতে পৃথকভাবে খাজনা দিবার অনুমতি দেন তখন তাহাকে খারিজ বলে।
৫৫) খতিয়ান 👉 প্রত্যেক মৌজার এক বা একাধিক ভূমির জন্য একত্রে যে রেকর্ড সৃষ্টি করা হয় তাহাকে খাতিয়ান  বলা হয়। খতিয়ানে তৌজি নম্বর, পরগনার নাম, জে.এল বা গ্রামের নাম, খতিয়ান নম্বর, স্বত্ত্বের বিবরণ মালিকের নাম, তাহার পিতা ও গ্রামের নাম, দাগ নম্বর, প্রত্যেক দাগের উত্তর সীমানা, ভূমির প্রকার অর্থাৎ (ডাঙ্গা, ধানী, ডোবা, পতিত, গর্ত, হালট, ইত্যাদি) দখলকারের নাম, ভূমির ষোল আনা পরিমাণ, হিস্যা ও হিস্যা মত পরিমাণ একর লিখিত থাকে।
৫৬) জরিপ 👉 সাধারণত কর নির্ধারণ ভিত্তিতেই এই সার্ভে করা হইয়া থাকে।
৫৭) এওয়াজ সূত্র 👉সমপরিমাণ কোনো ভূমি বা জিনিসের বদলে সমপরিমাণ কোনো ভূমি বা জিনিস প্রাপ্ত হইলে তাহাকে এওয়াজ সূত্রে প্রাপ্ত বলা হয় ইহাকে বদল সূত্রও বলে।
৫৮) অছিয়তনামা 👉 যদি কোনো ব্যাক্তি মৃত্যুর পূর্বে তাহার ওয়ারিশ বা আত্বীয় স্বজনকে তার স্থাবর- অস্থাবর সম্পত্তির বাটোয়ারা সম্পর্কে দলিল মূলে কোনো নির্দেশ দিয়া যান তবে তাহাকে অছিয়তনামা বলে। মৃত্যুর পর উক্ত অছিয়ত প্রবলের জন্য জেলা জজ সাহেব হইতে অনুমতি লইতে হয় হিন্দু ধর্মে উহাকে উইল বলে।
৫৯) তফসিল 👉 বিক্রিত জমির তালিকা।
৬০) নামজারী 👉 অন্যান্য অংশীদার থেকে নিজের নাম খতিয়ানে খোলাকে নামজারী বলে।
৬১) অধীনস্থ স্বত্ত্ব 👉 উপরিস্থিত স্বত্ব বা জমিদারী স্বত্বের অধীনে কোনো স্বত্ত্ব সৃষ্টি করিলে তাহাকে অধীনস্থ স্বত্ত্ব বা নীচস্থ স্বত্ত্ব বলে।
৬২) আলামত 👉 ম্যাপের মধ্যে গাছপালা, বাড়ীঘর, মন্দির, মসজিদ, গোরস্থান, জলভূমি, ইত্যাদি বুঝাইবার জন্য ব্যবহৃত চিহ্নকে আলামত বলে।
৬৩) আমলনামা 👉 কোনো ব্যক্তি অন্যের নিকট হইতে কোনো ভূমি নিলাম বা খোস – খরিদ করিয়া ভূমিতে দখল লওয়ার যে দলিল প্রাপ্ত হয় তাহাকে আমনামা বলে।
৬৪) আসলি 👉 মূল ভূমি।
৬৫) আধি 👉 উৎপন্ন ফসলের অর্ধেক ভূমির মালিক, অর্ধেক প্রজায় রাখিলে তাহাকে আধি বা বর্গ বলে।
৬৬) ইজারা 👉 ঠিকা। নির্দিষ্ট খাজনায় নির্দিষ্ট সময়ের জন্য তালুক বা মহলাদির বন্দোবস্ত দেওয়া বা নেওয়া।
৬৭) ইয়াদদন্ত 👉 স্মারকলিপি।
৬৮) ইন্তেহার 👉 ঘোষণাপত্র।
৬৯) এস্টেট 👉 ১৭৯৩ সালে সরকার বাহাদুর যে সমস্ত মহাল স্থায়ীভাবে বন্দোবস্ত দিয়াছেন তাহাদিগকে জমিদারী বা এস্টেট বলে।
৭০) ওয়াকফ 👉 ধর্মীয় কাজের উদ্দেশ্যে আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পত্তি।
৭১) কিত্তা 👉 চারিটি আইন দ্বারা বেষ্টিত ভূমি খন্ডকে এক একটি কিত্তা বা পট বলে।
৭২) কিস্তোয়ার জরিপ 👉 গ্রামের অন্তর্গত জমিগুলো কিত্তা কিত্তা করে জরিপ করার নাম কিস্তোয়ার
৭৩) কিস্তি 👉 নির্দিষ্ট তারিখ অনুযায়ী টাকা দিবার অঙ্গীকার বা ব্যবস্থা।
৭৪) কায়েম স্বত্ত্ব 👉 চিরস্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়া ভূমিকে কায়েম স্বত্ত্ব বলে।
৭৫) কবুলিয়ত 👉 মালিকের বরাবরে স্বীকারোক্তি করিয়া কোনো দলিল দিলে তাহাকে বকুলিয়ত বলে। কবুলিয়াত নানা প্রকার। যথা- রায়তি, দর রায়তি, কোর্ফা ও আদি বর্গা কবুলিয়াত।
৭৬) কটকোবালা 👉 সুদের পরিবর্তে মহাজনের দখলে জমি দিয়া টাকা কর্জ করত: যে দলিল দেওয়া হয় তাহাকে কটকোবালা বল।
৭৭) কান্দা 👉 উচ্চ ভূমি। গোবামের সন্নিকটস্থ ভূমিকেও কান্দা বলে।
৭৮) কিসমত 👉 মৌজার অংশকে কিসমত বলে।
৭৯) কোলা ভূমি 👉 বসত বাড়ীর সংলগ্ন নাল জমিকে কোলা ভূমি বলে।
৮০) কোল 👉 নদীর কোনো ছোট অংশ তাহার প্রধান স্রোতের সহিত বা হইতে সংযুক্ত হইয়া গেলে তাহাকে কোল বলে।
৮১) খানাপুরী 👉 প্রাথমিক স্বত্ত্ব লিপি। ইহা রেকর্ড অব রাইটস তৈরির ধাপ। খসড়া ও খতিয়ানের কলাম বা ঘর পূরণ করাই ইহার কাজ।
৮২) খামার 👉 ভূম্যধিকারী খাস দখলীয় ভূমিকে খামার, খাস-খামার, নিজ জোত বা কমত বলে।
৮৩) খাইখন্দক 👉 ডোবগর্ত, খাল, নালা ইত্যাদি চাষের অযোগ্য ভূমিকে খাইখন্দক বলে।
৮৪) খিরাজ 👉 কর, খাজনা।
৮৫) খানে খোদাঃ মসজিদ।
৮৬) খসড়াঃ জমির মোটামুটি বর্ণনা।
৮৭) গর বন্দোবস্তিঃ যে জমির কোনো বন্দোবস্ত দেওয়া হয় নাই।
৮৮) গরলায়েক পতিতঃ খাল, নালা, তীরচর, ঝাড়, জঙ্গল ইত্যাদি অনাবাদি ভূমিকে গরলায়েক পতিত বলে।
৮৯) গির্বিঃ বন্ধক।
৯০) চক 👉 থক বসত ম্যাপের এক একটি পটকে চক বলে।
৯১) জমা বন্দী 👉 খাজনার তালিকা।
৯২) চাকরাণ 👉 জমিদার বাড়ীর কাজ-কর্ম নির্বাহ করণার্থে ভোগ-দখল করিবার নিমিত্তে যে জমি দেওয়া হয় তাহাকে চাকরাণ বলে।
৯৩) চাঁদা 👉 জরিপ কার্যে নির্দিষ্ট করা স্টেশনকে চাঁদা বলে।
৯৪) চটান 👉 বাড়ীর সন্নিকটস্থ উচ্চ পতিত স্থানকে চটান বলে।
৯৫) চালা 👉 উচ্চ আবাদি ভূমি (পুকুরের পাড় ইত্যাদি)
৯৬) চর 👉 পলিমাটি গঠিত ভূমি।
৯৭) জবর-দখল 👉 জোরপূর্বক দখল।
৯৮) জমা 👉 এক বা একাধিক ভূমির জন্য একত্রে যে খাজনা দেওয়া হয় তাহাকে এক একটি জমা বলে।
৯৯) জোত 👉 এক প্রকার প্রজাস্বত্ত্ব।
১০০) জজিরা 👉 নাব্য নদীতে যে দ্বীপ গঠিত হয় তাহাকে জজিরা বলে।
১০১) জায়সুদী 👉  হস্তান্তরকরণ ক্ষমতা ব্যতীত কিয়ং কালের জন্য বন্ধক। অর্থাৎ মহাজনের নিকট বন্ধক দিয়া যদি এই মর্মে টাকা কর্জ করা যায়, যে যতদিন পর্যন্ত আসল টাকা পরিশোধ না হইবে ততদিন পর্যন্ত মহাজন উক্ত জমি ভোগ-দখল করিতে থাকিবেন, তবে তাহাকে জায়সুরি বলে।
১০২) জালি 👉 এক প্রকার ধান যাহা জলাভূমিতে জন্মে।
১০৩) টেক 👉 নদী ভগ্নস্থান ভরাট হইয়া যে পয়স্তি উৎপন্ন হয় তাহাকে টেক বলে।
১০৪) টাভার্স 👉 ঘের জরিপ।
১০৫) ঠিকা রায়ত 👉 নির্দিষ্ট মেয়াদে সাময়িকভাবে দখলকারকে ঠিক রায়ত বলে অথবা যে রায়তের কোনো দখলি স্বত্ত্ব নেই।
১০৬) ঢোল সহরত 👉 কোনো ক্রোক, নিলাম ইস্তেহার বা দখলি পরওয়ানা সরজমিনে ঢোল পিটাইয়া জারি করাকে ঢোল সহরত বলে।
১০৭) তামিল 👉 আদেশ মোতাবেক রেকর্ড সংশোধন করা।
১০৮) তামাদি 👉 খাজনা আদায় করার নির্দিষ্ট সময় অতিক্রম হইলে তাহাকে তামাদি বলে।
১০৯) তুদাবন্দী 👉 সীমানা নির্দেশ।
১১০) তহশিল 👉 খাজনাদি আয়ের নিমিত্ত নির্দিষ্ট এলাকাকে তহশিল বলে।
১১১) তলবানা 👉 সমন জারির সময় পিয়নকে প্রদত্ত ফিস।
১১২) তলববাকী 👉 বকেয়া খাজনা আদায়ের কিস্তি।
১১৩) তালুক 👉  নিম্নস্থ স্বত্ত্ব।
১১৪) তরমিমঃ শুদ্ধকরণ।
১১৫) তরতিব 👉 শৃংখলা।
১১৬) তৌজি 👉 ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তীয় ভূমির জন্য কালেক্টরীতে যে রেজিষ্ট্রী বই থাকে তাহাকে তৌজি বলে। প্রত্যেক তৌজির ক্রমিক নম্বর থাকে। জমিদারের অধীন প্রজার জোতকেও তৌজি বলা হয়।
🔸১১৭) দিয়ারা 👉 পলিমাটি দ্বারা গঠিত চর।
১১৮) দর পত্তনী 👉 পত্তনীর অধীন।
১১৯) দখলী স্বত্ত্ব বিশিষ্ট প্রজা 👉 দখলদার হিসেবে যে প্রজার স্বত্ত্ব আছে।
১২০) দশসালা বন্দোবস্ত 👉 দশ বৎসরের মেয়াদে বন্দোবস্ত দেওয়াকে দশসালা বন্দোবস্ত বলে।
১২১) দিয়ারা 👉 পলিমাটি দ্বারা গঠিত চর।
১২২) দাগ নম্বর 👉মৌজা নকশায় প্রত্যেক প্লটের যে সিরিয়াল নম্বর বসান হয়,তাহাকে দাগ নম্বর বলে।
১২৩) দরবস্ত 👉 সমুদয়।
১২৪) নথি 👉 রেকর্ড।
১২৫) দেবোত্তর 👉 দেবতাদিগকে প্রদত্ত নিষ্কর ভূমি।
১২৬) দেবিচর 👉 যে সকল বালুচর সাধারণ জোয়ারের পানিতে ডুবিয়া যায় তাহাদিগকে দেবিচর বলে।
১২৭) দিঘলি 👉 নির্দিষ্ট পরিমাণ খাজনা আদায়কারী একপ্রকার প্রজা।
১২৮) নক্সা ভাওড়ন 👉 পূর্ব জরিপ অনুসারে গ্রামের সীমাগুলো এখন আর ঠিক মতো পাওয়া যায় না। ফলে সীমানা লইয়া প্রায়ই জমিদারের মধ্যে ঝগড়া বাঁধে। পূর্বের ফিল্ডবুক অনুসারে প্রত্যেক লাইনের মাপ ও বিয়ারিং লইয়া, লাইনটি প্রথমে যেখানে যেভাবে ছিল, তা চিহ্নিত করিয়া, কোন জমি কোন মৌজার অন্তর্গত,তাহা ঠিক করার  নামই,নক্সা ভাওড়ান বা রিলেইং বাউন্ডারীজ।
১২৯) নামজারী 👉 ভূম্যধিকারী সরকারের সাবেক নামের পরিবর্তে খরিদ্দার অথবা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ব্যক্তির নাম রেজিস্ট্রী করাকে নামজারী বলে।
🔸১৩০) নাম খারিজ বা জমা খারিজ 👉 ১৬ আনা জোতার মোট জমা হইতে নামজারীকৃত ওয়ারিশ বা খরিদ্দারের দখলীয় জমির জমা ১৬ আনা জোতার জমার হার অনুসারে জাম ভাগ করিয়া দিয়া পৃথক জমা সৃষ্টি করাকে নাম খারিজ বা জাম খারিজ।

Source: https://allupdateresult.com/jomir-old-dalil-short-word/

15
How to Gain Funding for Startup: Best Practices to Attract Investors


Startups are picking up pace across the globe. According to Statista, the number of early-stage venture funds for startups is growing year on year after a dip during the Covid-19 Pandemic peak stage. While a success rate of 10% is projected for all startups in 2023, there is still a silver lining in the form of increased funding. But the key challenge is to secure funding for the startup venture. Let’s explore the different factors that aid in attracting investors for startups.

13 Ways to Attract Investors for Startups
Strong Value Proposition

The main idea behind a startup is to create a solution for an existing problem. A track record of successful startups shows that they took an existing problem and created a solution for it. Then the solution was channelled as a product through the startups.

At the core of this process is a strong value proposition. Successful startups were able to secure early funds from investors because of the strong value of their product or service. Investors look for value in a project. As long as one can show the value and prospects, securing funds becomes much easier.

Detailed Business Plan
Startups aren’t just about ideas. Sure enough, it starts with an idea, but implementing the idea requires a strong business plan. There are a lot of factors in a market that a startup needs to consider before scaling up its product or services. Factors like target market, competitive analysis, marketing strategy, financial projections, and growth plans should be at the centre of a solid business plan. Sharing a strong vision for the startup will help convince the investors to understand the return on investment. And that in turn will help attract investors.

Traction Generation and Milestones
For an investor, numbers are the ultimate deciding factor. An investor will only invest where strong numbers support the claims of the startup. It can include factors like user adoption, revenue generation, or partnerships with key players in the industry.

Try to build up a rapport with incubators and accelerators before approaching potential high-value investors. The more positive the numbers are, the better the chances of attracting investors.

Having a Strong and Experienced Team
Another key factor that drives investment decisions is the market understanding and experience of the team members. Investors often look for people with a proven track record of managing and executing similar products or services in the market. Sometimes, the lack of early milestones like a marketable product, grants, and incubation can be offset by a strong and motivated team that shares the vision of marketing and scaling a startup.

Networking and Referrals
Beyond experience and numbers, a good way to attract potential investors is through networking and referrals. Networking and referrals help build a personal connection with the investors. A positive word-of-mouth impression or a recommendation from a trusted source helps to highlight and convince investors about the potentiality of a startup. The best way to network and gain referrals is by attending industry events, networking meetups, and startup conferences.


Pitch Competitions
Venture capital firms and investors often organise pitch competitions and demo days. These are events where a potential startup can highlight their venture or even showcase a demo of how their product works.

Pitch competitions are all about convincing the host of investors to attend the event. Be crisp and precise on the pitch, and as always, put a strong emphasis on value propositions to easily attract investors.

Look for Early-Stage Support
Many startups make the mistake of going for high-profile investors or venture capital at the early stage. Rather than going for potential investors initially, startups should focus on incubators, accelerators, or government grants that can help them gain recognition and credibility. It can also help to build a marketable product that can be easily showcased to investors at a later stage. Some investors even specifically invest in the later stages. So it's better to develop a product or service with early-stage support and then make a move for large-scale funding.

Emphasise on Scalability
Most investors aim for scalability, which is the rapid growth of the startup they are investing in. The more the startup grows, the higher the return on investment (ROI) for the investors. As a result, startups should try to achieve a balance between sustained operations in terms of fund management and future growth opportunities. It is important to show potential investors that they can gain a lot from their investment once the startup takes off, from the early stages to the mass expansion of the business.

Focus on Market Research
Scalability is important for a startup, but that too needs to be sustained. An unrealistic scaling plan will eventually deter potential investors. So what’s the solution? Focus on market research. Understand market dimensions like competitors, trends, niches, and TG. Research everything that relates to the market and the startup's offering. Based on that, quote a realistic, scalable plan and cost. That way, it will be possible to generate trust with potential investors.

Target Market-Specific Investors
There are two things to understand before approaching a potential investor: one is the market in which the startup is operating, and the other is the market expertise of the potential investor in the relevant market.

For example, if a logistics startup approaches an investor who specialises in the finance market, there’s a high chance that the investor won’t follow through. Make sure to approach someone who understands the operable market. That way, it will be possible to gain investment as well as market insight from the investor.

https://cosmosgroup.sgp1.cdn.digitaloceanspaces.com/news/details/7188403.webp

Patents and IP
If the startup in question holds a patent or Intellectual Property, it should be properly highlighted to potential investors. Patents and IPs hold a strong ROI proposition based on product demand and marketing opportunities.

For example, consider the case of the British startup Excivion. The company recently filed for a patent regarding its flavivirus vaccine. After a successful trial, the company will be able to market the vaccine as its exclusive medication globally. Any organisation or biopharma that would want to market the vaccine will require prior agreement and permission from Excivion.

Investors often invest heavily in IP-based startups simply because of the potential monopoly they could create in the future.

Clear Financial Management
A potential investor would be interested in the finances of any startup. As a result, it is important to have a transparent financial record. Many startups underreport or overestimate the valuation of their venture. These practices can easily deter potential investors.

A clear financial statement would help convey the actual reality of the venture. And in practice, honesty goes a long way towards establishing potential investment opportunities.


Testimonials and Case Studies
Try to focus on highlighting the changes brought on by the startup in its target market. Share positive testimonials from the customers with potential investors. Make provisions for case studies that quantify the impact of the startup in its market and the overall positive implications. These will go a long way towards convincing a potential investor to invest.

Final Words
The startup boom is taking the world by storm. An astounding 305 million startups are created each year. The industry has a very high failure rate, and most of these startups may fail in the short run. But some will go on to become unicorns—billion-dollar startups.

The success story behind these ventures is more or less the same: a strong investment portfolio at every stage of the journey. Make sure to adhere to the best practices and follow the above to attract investors and ensure funds for a great idea. 

Source: https://www.unb.com.bd/category/Business/how-to-gain-funding-for-startup-best-practices-to-attract-investors/119512

Pages: [1] 2 3 ... 117