Daffodil International University

Entertainment & Discussions => Story, Article & Poetry => Topic started by: akazad600 on November 23, 2015, 11:45:44 AM

Title: প্যারিস ট্রাজেডি by নভেরা হোসেন
Post by: akazad600 on November 23, 2015, 11:45:44 AM
প্যারিস ট্রাজেডি

সারি সারি মৃতদেহ খোলা আকাশের নিচে
মোনালিসা তুমি কি মৃদু হাসছো?
পায়ে যখন রক্তের স্রোত
তখনও কি ঝাঁকে ঝাঁকে কাকাতুয়া উড়ছে—
জানি না স্ট্রবেরির স্বাদ কখন বদলে গেছে
গ্লাসে ভরা লাল রঙ সব কি ডালিমের মতো উষ্ণ?
তোমার টি শার্টের এক পাশটা ছেঁড়া
বহুদিন সেলাই করা হয় নি—
ভিটে মাটি সব ছেড়ে আজ উজানের দেশে
যারা তোমাকে বাড়িছাড়া করল
তুমিও কি তাদের তাই চাও?
এ কোন যজ্ঞ?
নাকি এটাই নিয়ম পাঠ্যের?
তোমাকে যেমন শেখানো হয় পুস্তকে
তুমিও তেমনি জবাব দাও
পারো না কি নতুন কোনো স্বরে
নতুন প্রেমের কথা বলতে?
পারো নাকি সুর তুলতে
অশান্ত ভূ-মধ্য সাগরে?
 source ........http://www.banglanews24.com/fullnews/bn/441319.html
Title: Re: প্যারিস ট্রাজেডি by নভেরা হোসেন
Post by: Saujanna Jafreen on November 23, 2015, 07:35:36 PM
osadharon kobita....speciall kofi ronger chele... :)