Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - shahalam1984

Pages: [1] 2 3 ... 5
1
Latest Technology / Charge your phone by fire...!!!
« on: November 25, 2013, 10:51:47 AM »
আগুনে চার্জ হবে মুঠোফোন

সম্প্রতি এমনই এক চার্জার তৈরি করা হয়েছে, যা আপনার মুঠোফোন বা স্মার্টফোনটিকে আগুনের সাহায্যে চার্জ করে দিতে পারবে। ‘ফ্লেমস্টোয়ার’ নামের বিশেষ এই চার্জার আগুনের মাধ্যমে ব্যাটারি চার্জ করতে পারবে। এ চার্জারে রয়েছে একটি ইউএসবি পোর্ট, ছোট স্ট্যান্ড ও পানি রাখার পাত্র। দরকার হবে আগুনের সাহায্যে পানি গরম করার জন্য একটি সমতল জায়গা। এটি থার্মোইলেকট্রিক পদ্ধতিতে স্মার্টফোনের মতো ছোট যন্ত্রকে চার্জ দিয়ে থাকে। তাপমাত্রার পার্থক্যই এই চার্জারে শক্তি উৎপন্ন করবে। এই প্রক্রিয়ায় বেশি ভোল্টেজে পানি গরম হয়ে নিম্ন বা কম ভোল্টেজের (শীতল উপাদান) দিকে বিদ্যুৎ প্রেরণ করে। তারপর ইউএসবি এবং কিছু অতিরিক্ত শক্তির মাধ্যমে এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে।

যেকোনো ছোট যন্ত্র এই ইউএসবির তারের সাহায্যে এভাবে চার্জ করা যাবে। মজার ব্যাপার হলো, প্রতি এক মিনিটের চার্জে মুঠোফোনে তিন মিনিটের মতো কথা বলা যাবে। সাড়ে সাত ইঞ্চি লম্বা এবং ২ দশমিক ২৫ ইঞ্চি চওড়া এই চার্জার সহজে বহনযোগ্য। শুধু তা-ই নয়, ইচ্ছা করলে এটিকে ভাঁজ করে গুটিয়েও রাখা যাবে। পানি গরম করার জন্য ব্যবহারকারীকে শুধু সমতল জায়গায় একটি শিখা, অর্থাৎ একটি চুলা বা ক্যাম্পফায়ার রাখতে হবে।

ম্যাশেবল অবলম্বনে প্রদীপ সাহা


http://www.prothom-alo.com/technology/article/75883/%E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A7%87_%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C_%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87_%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A0%E0%A7%8B%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8

2
Latest Technology / Incrase your mobile network strength!
« on: November 25, 2013, 10:49:44 AM »
নেটওয়ার্ক সংকেতের শক্তি বাড়বে

অফিস কিংবা বাসায় প্রায়ই মোবাইল নেটওয়ার্কের সংকেত হয়ে যায়। এই সমস্যার সমাধানে এরিকসন বাজারে আনছে ‘রেডিও ডট সিস্টেম’। ছোট এ যন্ত্রটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক সংকেতের শক্তি বাড়াতে যথেষ্ট কার্যকর। এর মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি ফোনে সুস্পষ্ট কথা শোনা যাবে। আগামী বছরের শেষের দিকে বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে রেডিও ডট সিস্টেম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এরিকসন জানিয়েছে, প্রযুক্তির অগ্রযাত্রায় ইন্টারনেট ও ফোনকলসেবার পণ্যের ব্যবহার বেড়ে গেছে। ফলে ভালোমানের নেটওয়ার্ক সংকেতের প্রয়োজন হয় এসব যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে। গোলাকৃতির এই যন্ত্রের ওজন মাত্র ৩০০ গ্রাম। ফলে যে কেউ হাতের মুঠোয় করেও এই ডিভাইসটি বহন করতে পারেন। —নিজস্ব প্রতিবেদক


http://www.prothom-alo.com/technology/article/80455/%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95_%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF_%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%AC%E0%A7%87

3
Latest Technology / Google wireless charger!!
« on: November 25, 2013, 10:46:14 AM »
গুগলের তারহীন চার্জার

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার তারহীন চার্জার বাজারে নিয়ে এসেছে। ৯ ওয়াট ও ১ দশমিক ৮ অ্যাম্পিয়ার এ/সি চার্জারটিতে যুক্ত করা হয়েছে মাইক্রো ইউএসবি কেব্ল। বিশেষ এ চার্জার বর্তমানে নেক্সাস ৪, ৫ ও ৭ স্মার্টফোনের জন্য বাজারে ছাড়া হয়েছে। শুরুতেই নেক্সাসের এ যন্ত্রগুলোর জন্য তৈরি বিশেষ এ চার্জার যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীরা পাবেন। চার্জারটি অনলাইনেও কেনা যাবে। তারহীন চার্জারটির সাহায্যে ব্যবহারকারীরা চাইলে কোনো ধরনের প্লাগ স্মার্টফোন কিংবা ট্যাবলেটে না লাগিয়েই নিজের যন্ত্রটি চার্জ করতে পারবেন। আকারে বেশ ছোট চার্জারটির দাম রাখা হয়েছে ৪৯ দশমিক ৯৯ ডলার।

গুগলের এমন বিশেষ চার্জারটি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দারুণ এক সুখবর বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। বিশেষ করে প্রখ্যাত সব প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানের সেরা সব স্মার্টফোন যখন চার্জ সমস্যায় ভুগছে, তখনই গুগলের এমন পণ্য বাজারে এল। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে এক ধাপ এগিয়ে গেল গুগল। শুরুতেই নিজেদের নেক্সাস সিরিজের যন্ত্রের জন্য বাজারে এ বিশেষ চার্জার নিয়ে এলেও অন্যান্য স্মার্টফোনের জন্য এমন চার্জার বাজারে আসবে কি না, এ বিষয়ে কিছু জানায়নি গুগল। তবে সত্যিকার অর্থেই যদি অন্যান্য স্মার্টফোনের জন্য এমন চার্জার বাজারে আনা যায়, সেটি দারুণ এক ব্যাপার হবে বলে মনে করছেন স্মার্টফোন বাজার বিশেষজ্ঞরা। —টেক রাডার অবলম্বনে কাজী আলম


http://www.prothom-alo.com/technology/article/80470/%E0%A6%97%E0%A7%81%E0%A6%97%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8_%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0

4
Latest Technology / 4G Smartphone in lowest Price
« on: November 25, 2013, 10:42:56 AM »
কম দামেই মিলবে ফোরজি স্মার্টফোন!

কম দামেই কেনা যাবে ফোরজি নেটওয়ার্ক সমর্থনযোগ্য স্মার্টফোন। আগামী বছর দেড়েকের মধ্যেই ১০০ মার্কিন ডলার মূল্যের ফোরজি সুবিধার স্মার্টফোন বাজারে কিনতে পাওয়া যাবে বলে জানিয়েছে মোবাইলের চিপসেট নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ব্রডকম।
ব্রডকম মোবাইলের জ্যেষ্ঠ পরিচালক মাইকেল সেভিয়েলো সংবাদমাধ্যম পিটিআইকে জানিয়েছেন, মার্কিন মোবাইল অপারেটররা ১০০ ডলারের মধ্যেই ফোরজি সুবিধার স্মার্টফোন চান। ক্রেতাদের আগ্রহের কথা ভেবে শিগগিরই সাশ্রয়ী দামে ফোরজি সুবিধার স্মার্টফোন তৈরির কাজে এগিয়ে আসবে মুঠোফোন নির্মাতারা।
থ্রিজির চেয়ে ফোরজি প্রযুক্তিতে প্রায় পাঁচগুণ দ্রুত তথ্য স্থানান্তর করা সম্ভব হয়। কিন্তু ফোরজি সমর্থনযোগ্য স্মার্টফোনের দাম সাধারণের হাতের নাগালের বাইরে। ফোরজি সমর্থনযোগ্য অধিকাংশ স্মার্টফোনের দাম ৫০ হাজার টাকার বেশি। তবে বর্তমানে থ্রিজি সমর্থনযোগ্য স্মার্টফোনের দাম কমতে শুরু করেছে।
সেভিয়েলো জানান, সাশ্রয়ী দামের ফোরজি সুবিধার স্মার্টফোন তৈরিতে বিশ্বের নামকরা ব্র্যান্ডগুলোর আগ্রহ না থাকলেও স্থানীয় ব্র্যান্ডগুলো এগিয়ে আসতে পারে। তাই নামকরা ব্র্যান্ডগুলোর তৈরি স্মার্টফোনের পাশাপাশি অপরিচিত অনেক ব্র্যান্ডের ফোরজি স্মার্টফোন মানুষের হাতের নাগালে চলে আসবে।

http://www.prothom-alo.com/technology/article/81505/%E0%A6%95%E0%A6%AE_%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%87_%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%87_%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%BF_%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8

5
Latest Technology / Airtel 3G Network Spreading in Bangladesh
« on: November 25, 2013, 10:30:58 AM »
থ্রিজি নেটওয়ার্ক দ্রুত বাড়াচ্ছে এয়ারটেল

তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল নেটওয়ার্ক দ্রুততর গতিতে সম্প্রসারণ করে চলেছে বেসরকারি মুঠোফোন প্রতিষ্ঠান এয়ারটেল। ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহর এলাকার বেশ কিছু অংশে থ্রিজি নেটওয়ার্ক চালু করা হয়েছে।
ঢাকা শহর এলাকার মধ্যে বারিধারা, গুলশান ১ ও ২, বনানী, মহাখালী, বিজয় সরণি, ফার্মগেট, তেজগাঁও, লালমাটিয়া, কলাবাগান. পান্থপথ, হাতিরপুল, উত্তরা, ধানমন্ডি, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, মিরপুর ১ ও ২, আদাবর, শেখেরটেক, স্টেডিয়াম মার্কেট ও পল্টন থ্রিজি নেটওয়ার্কের আওতায় রয়েছে।
অন্যদিকে চট্টগ্রামের আগ্রাবাদ, জিইসি, দামপাড়া, টাইগার পাস, রিয়াজউদ্দিন বাজার, দেওয়ানহাট, সিইপিজেড, নেভাল একাডেমি, দক্ষিণ হালিশহর থ্রিজি নেটওয়ার্কের আওতায় এসেছে। প্রায় ৪০০ বিটিএস টাওয়ারের মাধ্যমে এই থ্রিজি-সেবা দিচ্ছে এয়ারটেল।
এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট বলেন, ২০১৪ সালের মধ্যে সারা দেশ থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণে দৃঢ়প্রতিজ্ঞ। বিজ্ঞপ্তি।



http://www.prothom-alo.com/technology/article/80830/%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF_%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95_%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4_%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87_%E0%A6%8F%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2

6
Latest Technology / Softwere will run Facebook!
« on: November 25, 2013, 10:26:15 AM »
সফটওয়্যারই চালাবে ফেসবুক!

সামাজিক যোগাযোগের অনেকগুলো সাইটে আপনার অ্যাকাউন্ট থাকায় কোনোটির ব্যবহার ঠিকমতো করতে পারছেন না? আপনার হয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর চালানোর ভার সফটওয়্যারকে দিতে পারবেন।
সম্প্রতি অনুসন্ধান সেবাদাতা গুগল এমন একটি সফটওয়্যারের পেটেন্ট আবেদনের পরিকল্পনা করেছে যা ব্যবহারকারীর অনুকরণে ধীরে ধীরে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট চালানো শিখতে পারে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগ পরিচালনা যদি বোঝা হয়ে দাঁড়ায়, গুগল তখন সাহায্য করতে পারবে। গুগলের তৈরি সফটওয়্যার ধীরে ধীরে সামাজিক যোগাযোগের সাইট কীভাবে চালাতে হয় তা শিখে নেবে। ব্যবহারকারীর অভ্যাস বিশ্লেষণ করে সে অনুযায়ী সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে সাড়া দেবে এবং বার্তা বিনিময় করবে।
গুগলের সফটওয়্যার প্রকৌশলী আশিষ ভাটিয়া সফটওয়্যার পেটেন্ট প্রসঙ্গে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর ব্যবহার ও ইলেকট্রনিক যোগাযোগ আশ্চর্যজনকভাবে বেড়েছে। সামাজিক যোগাযোগের এই বিশাল ক্ষেত্রটিতে অনেকের পক্ষেই সব বার্তা পড়া ও যোগাযোগ করা সম্ভব হয় না। সামাজিক যোগাযোগ রক্ষায় ব্যবহারকারীকে সাহায্য করতে এগিয়ে আসবে গুগল। গুগলের তৈরি বুদ্ধিমান সফটওয়্যার ব্যবহারকারীর পরিবর্তে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে লগইন করে ব্যবহারকারীর পূর্বের বার্তা, নোটিফিকেশন, স্ট্যাটাস বিশ্লেষণ করে সে অনুযায়ী সাড়া দেবে।


http://www.prothom-alo.com/technology/article/82255/%E0%A6%B8%E0%A6%AB%E0%A6%9F%E0%A6%93%E0%A7%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%87_%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87_%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95

7
Latest Technology / 3D Printing, new advantage of technology.
« on: November 25, 2013, 10:24:15 AM »
বিশ্বকে বদলে দেবে থ্রিডি প্রিন্টিং



কিডনি থেকে শুরু করে বন্দুক, গাড়ি, কৃত্রিম হাত-পা সংযোজন, শিল্পকর্মের প্রতিরূপ (রেপ্লিকা) তৈরির মতো কাজে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির ব্যবহারে আগামী কয়েক দশকে আমাদের জীবনযাত্রায় অভাবনীয় পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে। ব্যাপারটা অনেকটা ইন্টারনেটের বহুমাত্রিক প্রভাবের সঙ্গে তুলনীয়।

যেভাবে কাজ করে

 ডিজিটাল অনুরূপ থেকে ত্রিমাত্রিক (থ্রিডি) কঠিন বস্তু হুবহু তৈরি করতে পারে এই বিশেষ প্রিন্টার। যন্ত্রাংশ উৎপাদন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনবে এই প্রযুক্তি।

১. কম্পিউটার-সহায়ক সফটওয়্যার ব্যবহার করে একটি থ্রিডি ছবি তৈরি করা হয়।

২. প্রিন্টারে সিএডি ফাইল পাঠানো হয়।

প্লাস্টিক ফিলামেন্টে মোটরের মাধ্যমে প্লাস্টিক গলিয়ে একটি সরু মুখ (নজল) দিয়ে বের করা হয়।

৩. প্রিন্টারটি তরল, গুঁড়া, কাগজ বা ধাতব বস্তুর স্তর তৈরি করে এবং পর্যায়ক্রমে একটি কাঙ্ক্ষিত বস্তুর অনুরূপ গঠন করে।

যেসব পরিবর্তন আসবে

অস্ত্রশস্ত্র

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি প্রতিষ্ঠান চলতি মাসের শুরুতে একটি বন্দুকের (শটগান) রেপ্লিকা তৈরি করেছে। শটগানটি ১৯১১ সালের তৈরি। তবে থ্রিডি প্রিন্টারে অস্ত্র তৈরির প্রক্রিয়াটি এখনো অনেক ব্যয়বহুল, জটিল, সময়সাপেক্ষ এবং বিপজ্জনক বলে গবেষকেরা জানিয়েছেন। 

শিল্পকলা

ফ্রান্সের ল্যুভর জাদুঘরের বিখ্যাত কোনো ভাস্কর্যের রেপ্লিকা থ্রিডি প্রিন্টারে তৈরি করা সম্ভব? গবেষকেরা সেই চেষ্টা করে চলেছেন। তবে সমস্যা হলো, জাদুঘর কর্তৃপক্ষের কড়া নিয়মকানুনের কারণে বিভিন্ন ধ্রুপদি শিল্পকর্ম গবেষকদের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

মোটরগাড়ি

কানাডায় প্লাস্টিক ও স্টিল ব্যবহার করে থ্রিডি প্রিন্টারে একটি ত্রিমাত্রিক মোটরগাড়ি (উর্বি) তৈরি করা হয়েছে। নির্মাতা জিম কর বলছেন, ভবিষ্যতে তিনি এই গাড়ির দাম ১৬ হাজার মার্কিন ডলারে সীমিত রাখতে পারবেন।

অলংকার

থ্রিডি প্রিন্টার সাশ্রয়ী ও দ্রুততর সময়ে বিভিন্ন অলংকার তৈরি করতে পারে। এ প্রযুক্তিতে একটি গয়না থেকে সহজেই শত শত প্রতিরূপ তৈরি করা সম্ভব।

কৃত্রিম হাত-পা

নিখুঁতভাবে স্থাপনযোগ্য কৃত্রিম হাত-পা তৈরিতে থ্রিডি প্রিন্টার কার্যকর হতে পারে। এসব অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রাংশও তৈরি করবে থ্রিডি প্রিন্টার।

প্রতিস্থাপনযোগ্য যন্ত্রাংশ

মহাকাশযানের যন্ত্রাংশ থেকে শুরু করে সাধারণ মানুষের ব্যবহার্য পোশাকের বিরল বোতাম পর্যন্ত তৈরি করতে পারবে থ্রিডি প্রিন্টার।

সূত্র: লাইভসায়েন্স/এএফপি

Source: http://www.prothom-alo.com/technology/article/81952/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87_%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87_%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87_%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF_%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%82

8
Latest Technology / Samsung s5 is coming with metalic body
« on: November 25, 2013, 10:21:26 AM »
ধাতব কাঠামো নিয়ে আসছে গ্যালাক্সি এস৫!

প্রযুক্তিপণ্যের উদ্ভাবন নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যেকার প্রতিযোগিতা যখন তুঙ্গে তখনই স্যামসাংয়ের নতুন একটি স্মার্টফোনের তথ্য প্রকাশ করেছে ফ্রান্সের একটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট।
দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলোতে স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি এস৫ নামের একটি স্মার্টফোন বাজারে আসার গুঞ্জন রয়েছে। সম্প্রতি ফ্রান্সের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘নোহয়্যারএলস’ ধাবত কাঠামোর গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির তথ্য ফাঁস করেছে।
নোহয়্যারএলসে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে স্যামসাংয়ের সাব কনট্রাক্ট পাওয়া একটি প্রতিষ্ঠান ধাতব কাঠামোর স্মার্টফোনের ছবি সরবরাহ করেছে।
অ্যাপলের নতুন স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করতে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং ধাতব কাঠামোর স্মার্টফোন বাজারে আনতে পারে।
এদিকে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের এপ্রিল মাসনাগাদ ধাতব কাঠামোর গ্যালাক্সি এস৫ বাজারে আনতে পারে স্যামসাং। এ স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড কিটক্যাট বা স্যামসাংয়ের নিজস্ব টাইজেন অপারেটিং সিস্টেম ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এতে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যুক্ত করার সম্ভাবনাও দেখছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টি৩-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের প্রকৌশলীদের নিয়ে ধাতব অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়মি কাঠামোর স্মার্টফোন তৈরির বিষয়টি পরীক্ষা করে দেখছে স্যামসাং।
ধাতব কাঠামোর স্মার্টফোনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি স্যামসাং। অবশ্য চলতি বছরের ১০ সেপ্টেম্বর অ্যাপলের নতুন ৬৪ বিট চিপের আইফোন ৫এস বাজারে ছাড়ার ঘোষণার পরপরই ৬৪ বিট চিপের স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে স্যামসাং।

এদিকে, প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন আগামী বছর নমনীয় পর্দার স্মার্টফোনের দিকেও ঝুঁকতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
ধাতব কাঠামোর স্মার্টফোন নাকি নমনীয় পর্দার স্মার্টফোন বাজারে আসবে তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে স্যামসাং ভক্তদের।


Source: http://www.prothom-alo.com/technology/article/82258/%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%AC_%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8B_%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87_%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87_%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF_%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%AB

9
yaap....good information  ;) but .... we need hi speed internet..... but its so costly in our country  :-[

10
yes.....diu will grow more more In Sha Allah

11
Natural Science / Most distant galaxy yet
« on: October 30, 2013, 10:30:07 AM »
Most distant galaxy yet


Light from the galaxy, designated by scientists as z8_GND_5296, took about 13.1 billion years to reach the orbiting Hubble Space Telescope and the Keck Observatory in Hawaii, both of which detected the galaxy in infrared light.

"We are learning so much about a region so far back in time it's hard to comprehend. This galaxy we're seeing is almost 13.1 billion years ago and so this was something like 8 billion years before our sun was even born and of course much longer after that until life came around," said lead researcher Steven Finkelstein, an assistant professor with the University of Texas at Austin.

Surprisingly, out of a pool of 43 candidate distant galaxies, z8_GND_5296 was the only one that revealed the key chemical evidence needed to confirm its distance.

That left Finkelstein and colleagues wondering if they had uncovered a clue to a bigger mystery: How soon did light from the universe's first stars and galaxies pierce an obscuring veil of hydrogen gas that existed early in its history?

Scientists believe that at some point, high-energy ultraviolet radiation from exploded stars split the intergalactic hydrogen atoms into electrons and protons. Once ionized, the hydrogen would be electrically conductive and no longer scatter light.

That may have happened about the time of z8_GND_5296's existence.

The galaxy, which is about a billion times as massive as the sun, has two unusual characteristics, which may be a factor in why it is visible, while potential sister galaxies are not.

First, z8_GND_5296 is forming stars at a very fast pace, pumping out about 100 times more stars than the Milky Way galaxy, so it may be brighter than the other candidate galaxies.

Second, it contains a surprisingly high percentage of elements heavier than hydrogen and helium.

Those elements are forged by nuclear fusion inside stars, so either the galaxy contains the exploded remains of lots of massive stars or it formed in a region of space that had been previously seeded with the remnants of a prior generation of stars, scientists said.

"It could be that this one galaxy lives in an over-dense region of (ionized hydrogen) so we can see it ... but that's a little bit of conjecture. For all we know these other galaxies have just a lot more hydrogen gas within the galaxies themselves and that's why we can't see them," Finkelstein said.

He and colleagues hope to conduct a wider survey for ancient galaxies with Hubble, but more details about z8_GND_5296 will likely have to wait until NASA launches its successor observatory, the James Webb Space Telescope, targeted for launch in 2018.


Source: http://bdnews24.com/science/2013/10/24/most-distant-galaxy-yet

12
Geography / Gravity-censored fossil light
« on: October 30, 2013, 10:08:28 AM »
Gravity-censored fossil light

RESEARCHERS have discovered a subtle twist in the primeval light that formed shortly after the universe came into being. They hope it can reveal new secrets about the moments after the Big Bang.
This afterglow, called Cosmic Microwave Background, or CMB, was created out of hot ionized plasma some 13.7 billion years ago, when the universe was just 380,000 years old. A small fraction of this light is polarized (meaning the light waves vibrate in one plane).
Researchers had already detected this polarized light in one pattern, known as “electric” or E-mode polarization. But using the South Pole Telescope in Antarctica and the European Space Agency’s (ESA) Herschel space observatory, researchers for the first time detected polarized light from the CMB in the “magnetic” or B-mode.
The observed B-mode pattern arose from gravitational lensing, in which light gets bent and deflected by massive cosmic objects such as galaxy clusters and lumps of mysterious dark matter, researchers said.
But there is another way to produce B-modes as well: primordial gravitational waves produced during the earliest moments of the universe, when it was in its rapid “inflation” phase, mere trillionths of a second after the Big Bang.
During inflation, the idea goes, the universe expanded faster than thespeed of light, doubling in size 100 times or more in just a few tiny fractions of a second. (Einstein’s theory of special relativity holds that no information or matter can travel faster than light through space, but this rule does not apply to inflation, which was an expansion of space itself.)
The new detection should provide a sort of baseline that will aid future efforts to measure B-modes produced by gravitational waves, which in turn could reveal a great deal about how our universe grew in its earliest moments, researchers said.


Source: Live Science

13
Brain / Sleep as brain cleaner
« on: October 30, 2013, 10:04:14 AM »
Sleep as brain cleaner

A good night’s rest may literally clear the mind. Using mice, researchers showed for the first time that the space between brain cells may increase during sleep, allowing the brain to flush out toxins that build up during waking hours. These results suggest a new role for sleep in health and disease. The study was funded by the National Institute of Neurological Disorders and Stroke (NINDS), part of the NIH.
“Sleep changes the cellular structure of the brain. It appears to be a completely different state,” said Maiken Nedergaard, M.D., D.M.Sc., co-director of the Center for Translational Neuromedicine at the University of Rochester Medical Center in New York, and a leader of the study.
For centuries, scientists and philosophers have wondered why people sleep and how it affects the brain. Only recently have scientists shown that sleep is important for storing memories. In this study, Dr. Nedergaard and her colleagues unexpectedly found that sleep may be also be the period when the brain cleanses itself of toxic molecules.


Source: Science Daily

14
পৃথিবীর আদলে মঙ্গলকে রূপান্তর সম্ভব?

প্রযুক্তির কল্যাণে মঙ্গল গ্রহকে হয়তো বসবাসের উপযোগী করে তোলা সম্ভব হবে, কিন্তু কার জন্য? মানুষ, নাকি ভিনগ্রহের কোনো প্রাণীর জন্য?

গঠন

তাত্ত্বিকভাবে মঙ্গলের মাটির গঠন-বৈশিষ্ট্য অনেকটা পৃথিবীর মতো। ধারণা করা হয়, লাল গ্রহটিতে হয়তো শত কোটি বছর আগে কোনো প্রাণীর আবাস ছিল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) বিজ্ঞানী ক্রিস ম্যাককে বলেন, মঙ্গলকে বসবাস-উপযোগী আদলে রূপান্তর করতে অনির্দিষ্টকাল লেগে যাবে।

বায়ুমণ্ডল

মঙ্গলের বায়ুমণ্ডলকে আরও উষ্ণ এবং আর্দ্র করে তোলাই হবে বিজ্ঞানীদের প্রথম কাজ। এ ক্ষেত্রে ক্লুরোফ্লোরোকার্বনের (সিএফসি) মতো গ্রিনহাউস গ্যাস ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া বরফায়িত কার্বন ডাই-অক্সাইডও সেখানে মুক্ত করার মাধ্যমে বায়ুমণ্ডলে ধাপে ধাপে    পরিবর্তন আনা যাবে।

জীবন

জিনপ্রকৌশলের মাধ্যমে উৎপাদিত অণুজীব মঙ্গলে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সেখানকার অক্সিজেনের মাত্রা পৃথিবীর সমপর্যায়েনেওয়ার বিষয়টিও বিজ্ঞানীদের মাথায় রয়েছে। এই অক্সিজেন ওজোন বর্ম তৈরি করে সূর্যের অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করবে। সূত্র: ডিসকভারি নিউজ।


Source: http://www.prothom-alo.com/technology/article/57812/%E0%A6%AA%E0%A7%83%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0_%E0%A6%86%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87_%E0%A6%AE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87_%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0_%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%AC

15
ভিনগ্রহের প্রাণী পৃথিবীতে!

সম্প্রতি যুক্তরাজ্যের কয়েকজন গবেষক দাবি করেছেন তাঁরা স্ট্র্যাটোস্ফিয়ারে বা পৃথিবীর ১৪ থেকে ১৭ মাইল উচ্চতার মধ্যে ভিনগ্রহের অণুজীবের (এলিয়েন) নমুনা সংগ্রহ করেছেন। বিজ্ঞানীরা ৩১ জুলাই এ দাবি করেছেন।

‘কসমোলজি’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে যুক্তরাজ্যের এই গবেষকেরা দাবি করেছেন যে, তাঁদের পাঠানো বেলুন স্ট্র্যাটোস্ফিয়ার থেকে ‘ডায়াটম’ নামের এক ধরনের ছত্রাকের নমুনা সংগ্রহ করেছে যা কেবল মাইক্রোস্কোপে দেখা যায়।

১৯ সেপ্টেম্বর পৃথিবী থেকে ১৭ মাইল উঁচুতে বড় আকারের জৈব কণার আবিষ্কারের গবেষণাপত্র লিখেছেন শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মিল্টন ওয়েনরাইট। তাঁর দাবি, পৃথিবী থেকে অনেক উঁচুতে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দেখা মিলতে পারে, যা ঝোড়ো মেঘের কারণে পৃথিবী থেকেও যেতে পারে। তবে বর্তমানে যে বড় আকারের জৈব উপাদানের খোঁজ পাওয়া গেছে তা কোনোভাবেই এতো উঁচুতে পৌঁছাতে পারার কথা নয়। তাঁরা বলেন, আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের কারণেও অনেক ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে গত তিন বছরের মধ্যে বড় ধরনের অগ্ন্যুত্পাতের ঘটনাও ঘটেনি আর এ থেকে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে যে, মহাকাশে এ ধরনের অণুজীব তৈরি হওয়ার বিষয়টি অসম্ভব কিছু নয়।’

ওয়েনরাইট আরও দাবি করেছেন, মহাকাশ থেকেই পৃথিবীতে প্রাণের উদ্ভব ঘটেছে। ‘ডায়াটম’ নামের অণুজীবের যে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়েছে তা কোনো ধূমকেতু থেকে আসার সম্ভাবনা প্রবল।

কিন্তু প্রমাণ কই?

যুক্তরাজ্যের গবেষকেদের খোঁজ পাওয়া অণুজীবগবেষকেরা এ প্রসঙ্গে জানিয়েছেন, কোনো বিস্ময়কর দাবি প্রতিষ্ঠিত করতে হলে বিস্ময়কর প্রমাণও হাজির করার প্রয়োজন পড়ে। যুক্তরাষ্ট্রের সার্চ ফর এক্সট্রাটেরিস্ট্রিয়াল ইনটেলিজেন্স(এসইটিআই)-এর জ্যোতিবিদ সেথ সোস্টাক জানিয়েছেন, এ মহাবিশ্বের বিভিন্ন গ্রহে ধূমকেতুর মতো কোনো বস্তু থেকে জৈব কণিকা ছড়িয়ে পড়ছে এ ধারণাকে ‘প্যানসপারমিয়া’ বলে। ধারণাটি চমত্কার হলেও যুক্তরাজ্যের গবেষকেদের এ দাবির ক্ষেত্রে যথেষ্ট তথ্য-প্রমাণ হাজির করতে হবে।

সেথ সোস্টাক স্পেস ডটকমকে আরও জানিয়েছেন, এর আগেও জ্যোতির্বিদদের অনেকেই মহাকাশে অণুজীব বা এলিয়েনের খোঁজ পাওয়ার দাবি করেছিলেন। অতীতের গবেষণার সঙ্গে নতুন দাবির মিল রয়েছে কিনা তাও পরীক্ষা করে দেখা হবে। এ ছাড়া যুক্তরাজ্যের গবেষকেদের বেলুনের মাধ্যমে অণুজীবের সন্ধান পাওয়ার দাবিটির পক্ষেও যথেষ্ট প্রমাণ দেখাতে হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষক ক্রিস ম্যাকেই জানিয়েছেন, ‘যুক্তরাজ্যের গবেষকেদের দাবির সত্যতা থাকতে পারে। তবে, এলিয়েন বা ভিনগ্রহের প্রাণের আবিষ্কারের শেষ সিদ্ধান্তে পৌঁছানোর আগে এ সংক্রান্ত বিস্ময়কর কিছু তথ্য-প্রমাণ দেখাতে হবে। সেই প্রমাণ হতে পারে অণুজীব তৈরির উপাদানের সঙ্গে পৃথিবীর প্রাণের উপাদানের মিল রয়েছে কিনা তা যাচাই করা।’

ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষক ডার্ক সুজ মেকাস জানিয়েছেন, যুক্তরাজ্যের গবেষকেদের দাবি প্রতিষ্ঠিত করতে অবশ্যই অণুজীবের রাসায়নিক পরীক্ষা করতে হবে এবং পরীক্ষার ফল তাদের পক্ষে গেলেই ভিনগ্রহের প্রাণী খুঁজে পাওয়ার দাবি প্রতিষ্ঠিত হবে।

শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মিল্টন ওয়েনরাইট তাঁর আবিষ্কার নিয়ে এরমধ্যে নেমে পড়েছেন নানা বায়োলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষায়। পরীক্ষার ফল পেলেই একটি তথ্য হয়তো সবার জানা হয়ে যাবে যে, পৃথিবীতে এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের রীতিমতো আসা-যাওয়ার চল রয়েছে; অথচ আমরা কেবল তাদের হন্যে হয়ে মহাকাশে খুঁজে বেড়িয়েছি এতদিন!



Source: http://www.prothom-alo.com/technology/article/49528/%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%80_%E0%A6%AA%E0%A7%83%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87
 

Pages: [1] 2 3 ... 5