Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: ashiqbest012 on February 12, 2011, 12:09:45 PM

Title: আসেন, একখানা আইপিএস বানাই।
Post by: ashiqbest012 on February 12, 2011, 12:09:45 PM
আসেন, একখানা আইপিএস বানাই। বিদ্যুতের জ্বালাতন আর সয়না!!

সামনে আসছে বিশ্বকাপ ক্রিকেট সেইসাথে বোরো চাষের কারনে বুঝতেই পারছেন বিদ্যুতের কি অবস্থা হতে পারে। এখন থেকেই যেটা শুরু হয়ে গেছে। আমি অনেক ভাবনা চিন্তা করে বাড়ীর জন্য একটি আইপিএস বানানোর কাজে লেগে পড়লাম। ভাবলাম আপনাদেরকেও সাথে নিই। কারোও দরকার হতে পারে। আবার কেউ হয়তো তার নিজের অভিজ্ঞতা জানিয়ে আমাদের সহযোগীতা করতে পারেন।

(http://i56.tinypic.com/30csl61.jpg)
[size=130pt]
যা যা লাগবে


১। ব্যাটারি ।[/size]

(http://i56.tinypic.com/24vr8sn.jpg)

আপনি কতখানি ব্যাকআপ টাইম চান তার উপর নির্ভর করবে এই ব্যাটারি। আপনি যদি শুধু আমার মতো ৪-৫টা এনার্জি বাল্ব আর একটি ফ্যান ইত্যাদি চালিয়েই সন্তুষ্ট থাকতে পারেন তবে ৫০ অ্যাম্পিয়ার কিনতে পারেন। দাম এ মুহুর্তে সঠিকভাবে বলতে পারছিনা তবে ৪৫০০-৫০০০নিবে। আর সেই সাথে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকার কথা। অনেক সময় ট্রাক বা অনান্য গাড়ীর ব্যাটারী ডাউন হয়ে যায় বা এমনিতেই চেঞ্জ করে। আপনি এগুলোর মধ্যে দেখেশুনে একটি ভালো ব্যাটারি যোগাড় করতে পারেন।

এখন আপনি যদি বড় ধরনের ঝামেলায় না যেতে চান তবে একটি আইপিএস এর সার্কিট কিনে এনে সেটাপ করে নিন। ৩৫০০ থেকে যত দামে কিনতে পারেন।

২। ইনভার্টার।

(http://i52.tinypic.com/2134x92.jpg)

আমি এই জায়গায় আমার ইউপিএসটাকে ব্যাবহার করেছি। এটা ৬০০ওয়াট। আপনি বাজারে চাইনিজ ইনভার্টার কিনতে পাবেন যে কোন ইলেকট্রনিক্স এর দোকানে। এগুলো এক হাজারের আশেপাশে দাম নিবে। কোন গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই। সুতরাং দেখেশুনে কিনুন। এখানে খেয়াল রাখবেন ইনভার্টার বা ইউপিএস এর আউটপুট কত ওয়াট। কারন আপনি একসাথে কতগুলো জিনিস চালাতে পারবেন তা নির্ভর করবে এই ওয়াট এর উপর। ওয়াট সম্পর্কে যাদের ধারনা কম তাদের বলছি মনে করুন আপনার ইউপিএসটি ৬০০ওয়াট ক্ষমতাসম্পন্ন। আপনার রুমের বাল্বটি ৩০ওয়াট + আপনার ফ্যান ৭০ওয়াট । মোট ১০০ওয়াট। এখন আপনি হিসাব করে নিন আপনার লোড কতখানি। তবে ফুল লোড না দিয়ে চালানোই উত্তম। আপনি লোড যত কম দিবেন ব্যাকআপ তত বেশি পাবেন। এই বিষয়টা ভি/এ দিয়ে প্রকাশ করা হয়। আমি অতদুর গেলাম না।

৩। চার্জার।

আপনার ব্যাটারিটিকে চার্জ করার জন্য প্রয়োজন পড়বে একখানা চার্জারের। ইউপিএসে যে চার্জিং সিষ্টেম আছে তা এই ধরনের ব্যাটারিকে চার্জ করতে পারেনা। আর পারলেও ফুল চার্জ হতে দুইদিন লাগবে। একবার বিদ্যুৎ যাবার পর আপনি ব্যাটারি ব্যাবহার করলেন। একঘন্টা পর আবার লোডসেডিং হলে ব্যাকআপ পাবেন না। সুতরাং ইউপিএসটাকে শুধুমাত্র ইনভার্টার হিসাবেই ব্যাবহার করুন। আমার জানামতে সবচেয়ে ভালো কাজ করে আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাই। না না আমি বলছিনা যে আপনার পিসির পাওয়ারটাই খুলতে হবে। বরং বাজার থেকে ৩০০-৫০০টাকার মধ্যে একটি পাওয়ার সাপ্লাই কিনে আনুন। পাওয়ার সাপ্লাইটি এটি হলে ভালো, এটিএক্স হলে অন/অফ এর জন্য মডিফাই করতে হবে সেক্ষেত্রে চিত্রে দেখানো মতে দুইটি পিন (সবুজ এবং কালো ১৪ও১৫নং) একত্র করে নিন।


(http://i53.tinypic.com/34osr4w.jpg)


তারপর আপনার হার্ডডিস্ক বা সিডিরমে নেয়ার জন্য যে লাইনগুলো আছে সেগুলোর একটা কেটে হলুদ এবং কালো দুইটি তার বের করুন। এই দুই তারেই আপনার ব্যাটারি চার্জ হবে। বাকী তারগুলো টেপ দিয়ে মুড়ে পেচিয়ে আলাদা করে রেখে দিন।

(http://i53.tinypic.com/2gx01ow.jpg)

আপনার কাজ আপাতত শেষ । এবার আপনার ইনভার্টার/ইউপিএসের আউটপুটে একটি লাইন লাগিয়ে সেটার সাথে কয়েকটি বাল্ব এবং ফ্যানের কানেকশন দিন। এবার ইনভার্টার/ইউপিএসের সাথে ব্যাটারির দুইটি টার্মিনাল যোগ করুন।

(http://i53.tinypic.com/348rtw2.jpg)


ব্যাটারির সাথে কানেকশন দিতে সবোর্চ্চ সতর্কতা অবলম্বন করুন। কালো এবং লাল অর্থাৎ নেগেটিভ এবং পজেটিভ দুইটি লাইন ভালোভাবে খেয়াল করে তারপর লাগান। একবার ভুল হলেই আপনার ইনভার্টার জন্মের মতো অকেজো হয়ে পড়বে।


এখন আপনার ইউপিএস/ইনভার্টার এর সুইচটা অন করলেই লাইট বা ফ্যান চলা শুরু করবে। বিদ্যুৎ থাকা অবস্থায় পাওয়ার সাপ্লাই দিয়ে চার্জ করুন। আর লোডশেডিং হলে এলাকায় মাইকিং করে খেলা দেখার ব্যাবস্থা করুন। জনগইপিএস বানাই। বিন খেলা দেখে খুশি হবে আর আপনি ভোটে দাঁড়ালে নিশ্চিন্তে পাস। icon razz আসেন, একখানা আদ্যুতের জ্বালাতন আর সয়না!! |



এটা আমার(মারুফ ) নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এখন দেখতে যতই খারাপ লাগুক আমি এটার উপরে যখন প্লাইউড দিয়ে বিভিন্ন ডিজাইন অংকন করবো তখন নিশ্চিত ভালো লাগার কথা।)


(http://i53.tinypic.com/2yts2l0.png)


সাবধানতা :

* বিদ্যুৎ নিয়ে সাবধানে কাজ করুন। অসাবধানতায় আপনার মৃত্যুও হতে পারে। সেক্ষেত্রে আমাকে দায়ী করলে চলবেনা। icon biggrin আসেন, একখানা আইপিএস বানাই। বিদ্যুতের জ্বালাতন আর সয়না!! |

* যা করবেন যেটা করবেন জেনেশুনে করুন। প্রয়োজনে অভিজ্ঞ কারোও সহায়তা নিন।

* সম্পুর্ন প্রজেক্ট নিরাপদ জায়গায় এবং সবার নাগালের বাইরে রাখুন।

* এসিড সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন। শরীরে লাগলে পানি ব্যাবহর করুন।
যেখানেই থাকুন, সুস্থ্য ও নিরাপদ থাকুন।
একটা ডায়াগ্রাম দেয়ার চেষ্টা করলাম।


(http://i51.tinypic.com/9l8l8x.jpg)

Writer: Maruf
Title: Re: আসেন, একখানা আইপিএস বানাই।
Post by: orange tarek on February 17, 2011, 03:07:31 AM
boss sob kichi  perfect.. jinish ta asolei darun.
thanx 4 this project

bt ak khan kotha... 1st a bollen TV chalanor kotha,, pore to light fan sob hajir korlen..
chotokhato ,,jetay only TV cholbe..only khela dekha jabe amon akta kom khoroch ar IPS ar idea den bossssss. plz



tarek
111-15-1303
CSE
01611227005
Title: Re: আসেন, একখানা আইপিএস বানাই।
Post by: baset on October 23, 2011, 02:11:01 PM
Thank you for giving us necessary information.
Title: Re: আসেন, একখানা আইপিএস বানাই।
Post by: Masuma Parvin on October 23, 2011, 02:20:38 PM
What a invention! keep it up.
Title: Re: আসেন, একখানা আইপিএস বানাই।
Post by: samiha sultana on October 23, 2011, 05:55:45 PM
Pioneering proposal...
Title: Re: আসেন, একখানা আইপিএস বানাই।
Post by: sonia_tex on October 24, 2011, 09:03:39 AM
wow!I feel very happy for your Enthusiasm.We should have the interest to do something ourselves..Keep it up. :)Thanks for sharing.
Title: Re: আসেন, একখানা আইপিএস বানাই।
Post by: Sumon Mazumder on October 24, 2011, 12:40:47 PM
Keep it up. It's a good sharing.
Title: Re: আসেন, একখানা আইপিএস বানাই।
Post by: Md. Fouad Hossain Sarker on October 24, 2011, 05:35:24 PM
It is a valuable post which enriches my depth of knowledge regarding IPS. Thank you very much.
Title: Re: আসেন, একখানা আইপিএস বানাই।
Post by: sumon_acce on October 25, 2011, 12:21:41 PM
Electricity is a great issue in our country Bangladesh.......So very good post.....thanks
Title: Re: আসেন, একখানা আইপিএস বানাই।
Post by: Tanvir Ahmed Chowdhury on October 25, 2011, 01:09:30 PM
Very informative post.
Title: Re: আসেন, একখানা আইপিএস বানাই।
Post by: shahina on October 25, 2011, 01:54:18 PM
Very useful and easily implementable project. Thanks for sharing.
Title: Re: আসেন, একখানা আইপিএস বানাই।
Post by: tasnuva on October 29, 2011, 12:15:31 PM
It's a great project.keep it up.
Thanks for sharing.