Daffodil International University

DIU Activities => Permanent Campus of DIU => Topic started by: Reza. on August 05, 2017, 09:16:56 PM

Title: Deformed view about fitness.
Post by: Reza. on August 05, 2017, 09:16:56 PM
আমি ভাবি যে প্রবলেমটা কোথায়?
মানুষ যখন মন দিয়ে সিরিয়াস ভাবে পড়াশোনা করে সে আনফিট হয়ে যায় সহপাঠীদের কাছে।
যখন সে সৎ ভাবে কঠোর পরিশ্রম করে সে আনফিট হয়ে যায় সহকর্মীদের কাছে।
সে যখন অন্য মানুষের সুবিধা অসুবিধা ভেবে কাজ করে - সমাজের কাছে সে হয়ে যায় বোকা।
সে যখন সত্য কথা বলে - সবাই তাকে এড়িয়ে চলে। সে যখন প্রতিশোধ নেয় না - সবাই তাকে আরো পেয়ে বসে।
আমি ভাবি তাহলে সততা পরিশ্রম ও শিক্ষার এতো মহিমার এতো প্রচার কেন?
আমাদের দৌড় স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্তই। সেখানে যা শিখি - তা কেবলমাত্র সেইখানেই প্রযোজ্য। এর বাইরে আসলেই উল্টো জগত উল্টো ভূবন। যে জীবনে যত বেশী শিক্ষিত ও মার্জিত - যে যত বেশী সত্যবাদী ও সৎ সে তত বেশী আনফিট।
সমস্যাটা কোথায়?
পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যেন উলটো জগত। সততা হল বোকামী - কঠোর পরিশ্রম হল বেগার খাটুনি। ভাল মানুষ হওয়া দুর্বলতার অপর নাম।
যতদিন মানুষের ফিটনেসের ব্যাপারে আমাদের দৃষ্টি ভঙ্গী বদলাবে না - ততদিন আমাদের দুর্দশাও ঘুচাবে না।

(আমার ফেসবুক পোস্ট থেকে)
Title: Re: Deformed view about fitness.
Post by: Raihana Zannat on December 20, 2017, 09:46:15 AM
Exacly.