Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Quran => Topic started by: masud.ged on May 24, 2020, 01:42:39 AM

Title: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:42:39 AM
১। এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলীর জন্যে এবং যাতে রসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। আপনি যে কেবলার উপর ছিলেন, তাকে আমি এজন্যই কেবলা করেছিলাম, যাতে একথা প্রতীয়মান হয় যে, কে রসূলের অনুসারী থাকে আর কে পিঠটান দেয়। নিশ্চিতই এটা কঠোরতর বিষয়, কিন্তু তাদের জন্যে নয়, যাদেরকে আল্লাহ পথপ্রদর্শন করেছেন। আল্লাহ এমন নন যে, তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ, মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, করুনাময়। - (সূরা বাক্বারাহ - ১৪৩)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:42:49 AM
২। এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।  (সূরা বাক্বারাহ - ১৫৫)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:42:58 AM
৩। কাফেররা যেন মনে না করে যে আমি যে, অবকাশ দান করি, তা তাদের পক্ষে কল্যাণকর। আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে করে তারা পাপে উন্নতি লাভ করতে পারে। বস্তুতঃ তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি। - (সূরা আল ইমরান - ১৭৮)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:43:07 AM
৪। নাপাককে পাক থেকে পৃথক করে দেয়া পর্যন্ত আল্লাহ এমন নন যে, ঈমানদারগণকে সে অবস্থাতেই রাখবেন যাতে তোমরা রয়েছ, আর আল্লাহ এমন নন যে, তোমাদিগকে গায়বের সংবাদ দেবেন। কিন্তু আল্লাহ স্বীয় রসূল গণের মধ্যে যাকে ইচ্ছা বাছাই করে নিয়েছেন। সুতরাং আল্লাহর ওপর এবং তাঁর রসূলগণের ওপর তোমরা প্রত্যয় স্থাপন কর। বস্তুতঃ তোমরা যদি বিশ্বাস ও পরহেযগারীর ওপর প্রতিষ্ঠিত থেকে থাক, তবে তোমাদের জন্যে রয়েছে বিরাট প্রতিদান।  - (সূরা আল ইমরান - ১৭৯)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:43:18 AM
৫। অবশ্য ধন-সম্পদে এবং জনসম্পদে তোমাদের পরীক্ষা হবে এবং অবশ্য তোমরা শুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে এবং মুশরেকদের কাছে বহু অশোভন উক্তি। আর যদি তোমরা ধৈর্য্য ধারণ কর এবং পরহেযগারী অবলম্বন কর, তবে তা হবে একান্ত সৎসাহসের ব্যাপার। - (সূরা আল ইমরান - ১৮৬)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:43:27 AM
৬। আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি সত্যগ্রন্থ, যা পূর্ববতী গ্রন্থ সমূহের সত্যায়নকারী এবং সেগুলোর বিষয়বস্তুর রক্ষণাবেক্ষণকারী। অতএব, আপনি তাদের পারস্পারিক ব্যাপারাদিতে আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফয়সালা করুন এবং আপনার কাছে যে সৎপথ এসেছে, তা ছেড়ে তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। আমি তোমাদের প্রত্যেককে একটি আইন ও পথ দিয়েছি। যদি আল্লাহ চাইতেন, তবে তোমাদের সবাইকে এক উম্মত করে দিতেন, কিন্তু এরূপ করেননি-যাতে তোমাদেরকে যে ধর্ম দিয়েছেন, তাতে তোমাদের পরীক্ষা নেন। অতএব, দৌড়ে কল্যাণকর বিষয়াদি অর্জন কর। তোমাদের সবাইকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। অতঃপর তিনি অবহিত করবেন সে বিষয়, যাতে তোমরা মতবিরোধ করতে। - (সূরা আল মায়েদাহ - ৪৮)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:43:38 AM
৭। তিনিই তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন এবং একে অন্যের উপর মর্যাদা সমুন্নত করেছেন, যাতে তোমাদের কে এ বিষয়ে পরীক্ষা করেন, যা তোমাদেরকে দিয়েছেন। আপনার প্রতিপালক দ্রুত শাস্তি দাতা এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। - (সূরা আল আন - আম - ১৬৫)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:43:48 AM
৮। আর আমি কোন জনপদে কোন নবী পাঠাইনি, তবে (এমতাবস্থায়) যে পাকড়াও করেছি সে জনপদের অধিবাসীদিগকে কষ্ট ও কঠোরতার মধ্যে, যাতে তারা শিথিল হয়ে পড়ে। অতঃপর অকল্যাণের স্থলে তা কল্যাণে বদলে দিয়েছে। এমনকি তারা অনেক বেড়ে গিয়েছি এবং বলতে শুরু করেছে, আমাদের বাপ-দাদাদের উপরও এমন আনন্দ-বেদনা এসেছে। অতঃপর আমি তাদেরকে পাকড়াও করেছি এমন আকস্মিকভাবে যে তারা টেরও পায়নি। - (সূরা আল আ'রাফ - ৯৪-৯৫)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:43:59 AM
৯। আর তাদের কাছে সে জনপদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস কর যা ছিল নদীর তীরে অবস্থিত। যখন শনিবার দিনের নির্দেশের ব্যাপারে সীমাতিক্রম করতে লাগল, যখন আসতে লাগল মাছগুলো তাদের কাছে শনিবার দিন পানির উপর, আর যেদিন শনিবার হত না, আসত না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছি। কারণ, তারা ছিল নাফরমান। - (সূরা আল আ'রাফ - ১৬৩))
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:44:08 AM
১০। তোমরা কি মনে কর যে, তোমাদের ছেড়ে দেয়া হবে এমনি, যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমাদের কে যুদ্ধ করেছে এবং কে আল্লাহ, তাঁর রসূল ও মুসলমানদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা থেকে বিরত রয়েছে। আর তোমরা যা কর সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত। - (সূরা আত তাওবাহ - ১৬)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:44:17 AM
১১। এবং স্মরণ করুন, আমি আপনাকে বলে দিয়েছিলাম যে, আপনার পালনকর্তা মানুষকে পরিবেষ্টন করে রেখেছেন এবং যে দৃশ্য আমি আপনাকে দেখিয়েছি তাও কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্যে। আমি তাদেরকে ভয় প্রদর্শন করি। কিন্তু এতে তাদের অবাধ্যতাই আরও বৃদ্ধি পায়। - (সূরা বনী ইসরাঈল - ৬০)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:44:28 AM
১২। আমি এদের বিভিন্ন প্রকার লোককে পরীক্ষা করার জন্যে পার্থিবজীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ-বিলাসের যে উপকরণ দিয়েছি, আপনি সেই সব বস্তুর প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন না। আপনার পালনকর্তার দেয়া রিযিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। - (সূরা ত্বোয়া-হা - ১৩১)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:44:38 AM
১৩। প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। - (সূরা আম্বিয়া - ৩৫)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:44:47 AM
১৪। অতএব তাদের কিছু কালের জন্যে তাদের অজ্ঞানতায় নিমজ্জত থাকতে দিন। তারা কি মনে করে যে, আমি তাদেরকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে যাচ্ছি। তাতে করে তাদেরকে দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি? বরং তারা বোঝে না। - (সূরা আল মু'মিনূন - ৫৪-৫৬)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:44:57 AM
১৫। আপনার পূর্বে যত রসূল প্রেরণ করেছি, তারা সবাই খাদ্য গ্রহণ করত এবং হাটে-বাজারে চলাফেরা করত। আমি তোমাদের এককে অপরের জন্যে পরীক্ষাস্বরূপ করেছি। দেখি, তোমরা সবর কর কিনা। আপনার পালনকর্তা সব কিছু দেখেন। - (সূরা আল ফুরকান - ২০)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:45:08 AM
১৬। মানুষ কি মনে করে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তাদেরকেও পরীক্ষা করেছি, যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে। - (সূরা আল আনকাবুত - ২ - ৩)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:45:16 AM
১৭। স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে। - (সূরা আর রূম - ৪১)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:45:27 AM
১৮। গুরু শাস্তির পূর্বে আমি অবশ্যই তাদেরকে লঘু শাস্তি আস্বাদন করাব, যাতে তারা প্রত্যাবর্তন করে। (সূরা সেজদাহ - ২১)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - বিভিন্ন ভাবে পরীক্ষা - নিরীক্ষা সম্পর্কে
Post by: masud.ged on May 24, 2020, 01:45:38 AM
১৯। অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন। যখন পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল। তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। - (সূরা আস-সাফফাত - ১০২-১০৫)